Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস

৮১. পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬ সালে কোন শহরে হতে চলেছে ?

(A) নিউ দিল্লি
(B) নাগোয়া
(C) হংকং
(D) জাকার্তা

উত্তর :
(B) নাগোয়া

  • ২০২৬ – নাগোয়া , জাপান
  • ২০২২ – হাংজহু,  চীন
  • ২০১৮ – জাকার্তা, ইন্দোনেশিয়া

৮২. নেপাল ট্যুরিজমের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কোন ভারতীয় ব্যক্তিত্বকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে ? 

(A) জয়া প্রদা
(B) অক্ষয় কুমার
(C) নাসিরউদ্দিন শাহ
(D) রভীনা ট্যান্ডন

উত্তর :
(A) জয়া প্রদা 

৮৩. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL)-এর নতুন নিযুক্ত চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ?

(A) ভি. গোপী সুরেশ কুমার
(B) অনিল কুমার চৌধুরী
(C) পি. কে. রথ
(D) সরস্বতী প্রসাদ

উত্তর :
(B) অনিল কুমার চৌধুরী

৮৪. কোন দেশটি বাঘের জনসংখ্যা দ্বিগুণ করে বিশ্বে রেকর্ড স্থাপন করলো ?

(A) ভারত
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) মায়ানমার

উত্তর :
(B) নেপাল

৮৫. নীচের দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি হায়ফা (Haifa ) যুদ্ধের শতবর্ষ  উদযাপন করেছে ?

(A) ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত
(B) ভারত ও ইজরায়েল
(C) ভারত ও আফগানিস্থান
(D) পাকিস্তান ও ইরান

উত্তর :
(B) ভারত ও ইজরায়েল

২৩শে সেপ্টেম্বর, ১৯১৮ সালে, মাইশোর, হায়দ্রাবাদ এবং যোধপুর ল্যান্সারের ভারতীয় সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হাইফা মুক্ত করেছিল |


৮৬. ২০১৮ সালের মহিলা বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কোন দেশ আয়োজন করতে চলেছে ?

(A) ইন্দোনেশিয়া
(B) ভারত
(C) জাপান
(D)  ফ্রান্স

উত্তর :
(B) ভারত 

৮৭. আয়ুষ্মান  ভারত-জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন সম্প্রতি কোন শহর থেকে শুরু হল ?

(A) রায়পুর
(B) জয়পুর
(C) ভোপাল
(D) রাঁচী

উত্তর :
(D) রাঁচী

৮৮. ২০১৮ সালের মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন ?

(A) মোহাম্মদ ওয়াহিদ হাসান
(B) আব্দুল্লাহ ইয়ামীন
(C) ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
(D) মোহাম্মদ নাশিদ

উত্তর :
(C) ইব্রাহিম মোহাম্মদ সোলিহ 

৮৯. Ministry of Housing and Urban Affairs (MoHUA) দ্বারা প্রকাশিত “2018 Ease of Living Index”-এ ভারতের কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে ?

(A) তামিলনাড়ু
(B) মধ্যপ্রদেশ
(C) উড়িষ্যা
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর :
(D) অন্ধ্রপ্রদেশ 

৯০. বিশ্ব শান্তি দিবস কবে পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ১৯
(B) সেপ্টেম্বর ১৪
(C) সেপ্টেম্বর ২১
(D) সেপ্টেম্বর ২৯

উত্তর :
(C) সেপ্টেম্বর ২১
২০১৮ সালের থিম ছিল “The Right to Peace – The Universal Declaration of Human Rights at 70 ”  




৯১. কোন মেট্রো সম্প্রতি ভারতে দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক হয়ে উঠেছে?

(A) কলকাতা মেট্রো
(B) মুম্বাই মেট্রো
(C) হায়দ্রাবাদ মেট্রো
(D) দিল্লি মেট্রো

উত্তর :
(C) হায়দ্রাবাদ মেট্রো
প্রথম – দিল্লি মেট্রো

৯২. কাকে সম্প্রতি ২০১৮ সালে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় ( Best FIFA Men’s Player ) হিসাবে FIFA ঘোষণা করলো ?

(A) লিওনেল মেসি
(B) লুকা মদ্রিচ
(C) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(D) মোহাম্মদ সালাহ

উত্তর :
(B) লুকা মদ্রিচ 

৯৩. সম্প্রতি জাতিসংঘ কোন দশকটিকে ( Decade ) নেলসন মেন্ডেলা শান্তির দশক (Nelson Mandela Decade of Peace ) হিসাবে ঘোষণা করলো ?

(A) ২০১৯ থেকে ২০২৮
(B) ২০২০ থেকে ২০২৯
(C) ২০২১ থেকে ২০৩০
(D) ২০২২ থেকে ২০৩১

উত্তর :
(A) ২০১৯ থেকে ২০২৮ 

৯৪. বিখ্যাত ইন্দ্র যাত্রা উৎসব ২০১৮ সালে কোন দেশে শুরু হতে চলেছে ?

(A) ভারত
(B) ভুটান
(C) নেপাল
(D) শ্রীলঙ্কা

উত্তর :
(C) নেপাল 

৯৫. দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকার ট্রাফিক জংশনগুলোতে কোন যন্ত্র লাগানোর কথা ঘোষণা করেছে ?

(A) VAYU
(B) WAYU
(C) VAN
(D) MANUSH

উত্তর :
(B) WAYU  

৯৬. কোন দেশে ‘গান্ধী মার্চ’ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত?

(A) নেদারল্যান্ডস
(B) অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ আফ্রিকা
(D) কেনিয়া

উত্তর :
(A) নেদারল্যান্ডস 

৯৭. জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান ‘Champions of the Earth 2018’ কোন ভারতীয় ব্যক্তিত্বকে ভূষিত করা হয়েছে ?

(A) সোনাম ওয়াংচুক
(B) মেনকা গান্ধী
(C) চন্দী প্রসাদ ভট্ট
(D) নরেন্দ্র মোদী

উত্তর :
(D) নরেন্দ্র মোদী 

৯৮. প্রথম কোন দেশটি সফলভাবে একটি রোবোটিক রোভারকে গ্রহাণু রয়ুগু ( Ryugu ) – তে ল্যান্ড করিয়েছে ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) চীন
(C) জাপান
(D) ফ্রান্স

উত্তর :
(C) জাপান 

৯৯. স্মার্ট সিটি এক্সপো ইন্ডিয়া ২০১৮ – সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) নয়া দিল্লি
(B) জয়পুর
(C) ভোপাল
(D) পুনে

উত্তর :
(B) জয়পুর 

১০০. টি.বি. রোগটি নির্মূল করার জন্য ভারত কোন দেশের সঙ্গে জোট গঠন করেছে ?

(A) ভুটান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ফ্রান্স
(D) নেপাল

উত্তর :
(B) মার্কিন যুক্তরাষ্ট্র 



To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

Back to top button