Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস

২১. কোন দেশ সম্প্রতি ২০২০ সালের মধ্যে মঙ্গল মিশন “হোপ” চালু করার ঘোষণা করেছে ?

(A) ওমান
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ইরান
(D) ইসরায়েল

উত্তর :
(B) সংযুক্ত আরব আমিরাত

২২. পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে ?

(A) মাওলানা ফজলুর
(B) আয়েজাজ আহসান
(C) আরিফ আলভি
(D) মামনুন হোসেন

উত্তর :
(C) আরিফ আলভি

২৩. দক্ষিণ কোরিয়ার ২০১৮ সালের  ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার পিস্তল ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণ জিতেছেন ?

(A) জিতু রায়
(B) সৌরভ চৌধুরী
(C) অভিডন্যা পাতিল
(D) ওম প্রকাশ মিঠারওয়াল

উত্তর :
(D) ওম প্রকাশ মিঠারওয়াল

২৪. “SLINEX-2018 ” নৌ-মহড়াটিতে কোন দুটি দেশ অংশগ্রহণ করবে ?

(A) ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর
(B) ভারত ও শ্রীলংকা
(C) ভারত ও দক্ষিণ আফ্রিকা
(D) ইতালি এবং স্পেন

উত্তর :
(B) ভারত ও শ্রীলংকা 

২৫. কোন দেশ ISRO এর প্রথম মানব স্পেসফ্লাইট প্রোগ্রাম “গগনযান” কে সহযোগিতা করার জন্য ভারতের সাথে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করলো ?

(A) জার্মানি
(B) ফ্রান্স
(C) জাপান
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(B) ফ্রান্স 

২৬. কোন তারিখে, আন্তর্জাতিক দানশীলতা দিবস ( International Day of Charity ) পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ৩
(B) সেপ্টেম্বর ৫
(C) সেপ্টেম্বর ৪
(D) সেপ্টেম্বর ৬

উত্তর :
(B) সেপ্টেম্বর ৫  

২৭. ভারতীয় সুপ্রিম কোর্টের ৪৬ তম প্রধান বিচারপতি কে হতে চলেছেন ?

(A) দীপক মিশ্র
(B) কে কে ভেনুগোপাল
(C) রঞ্জন গগৈ
(D) ভেঙ্কাইয়া নাইডু

উত্তর :
(C) রঞ্জন গগৈ  

২৮. ভারতীয় সুপ্রিম কোর্টের ৪৬ তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কোন রাজ্যের বাসিন্দা ?

(A) আসাম
(B) অরুণাচল প্রদেশ
(C) ত্রিপুরা
(D) নাগাল্যান্ড

উত্তর :
(A) আসাম

আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র গগৈ-এর পুত্র বিচারপতি রঞ্জন গগৈ ভারতীয় সুপ্রিম কোর্টের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন


২৯. “KAZIND-2018” সেনা মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে হয়েছে ?

(A) কুয়েত
(B) কেনিয়া
(C) কিরগিজস্তান
(D) কাজাখস্তান

উত্তর :
(D) কাজাখস্তান   

৩০. নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে দ্বিতীয় বিশ্ব হিন্দু কংগ্রেস ( ২০১৮ ) হতে চলেছে ?

(A) প্যারিস
(B) জেনেভা
(C) শিকাগো
(D) ব্রেইলন

উত্তর :
(C) শিকাগো   




৩১. কোন খেলোয়াড়কে বিএসএনএলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে ?

(A) বাজরং পুনিয়া
(B) মেরি কম
(C) নিরাজ চোপড়া
(D) রানী রামপাল

উত্তর :
(B) মেরি কম

৩২. সৌদি আরবে মুক্তিপ্রাপ্ত প্রথম বলিউডের চলচ্চিত্র কোনটি ? 

(A) প্যাড ম্যান
(B) রাজি
(C) পরমানু
(D) গোল্ড

উত্তর :
(D) গোল্ড

৩৩. কোন ক্রিকেট দল ৫৭ তম দুলিপ ট্রফি (Duleep Trophy) ২০১৮ জয় করেছে ?

(A) ইন্ডিয়া রেড
(B) ইন্ডিয়া ব্লু
(C) ইন্ডিয়া গ্রীন
(D) ইন্ডিয়া অরেঞ্জ

উত্তর :
(B) ইন্ডিয়া ব্লু 

৩৪. সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে আসামের ক্রীড়া অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করা হয়েছে ?

(A) নিরাজ চোপড়া
(B) দুত্যি চাঁদ
(C) মেরি কম
(D) হিমা দাস

উত্তর :
(D) হিমা দাস

৩৫. “The Rule Breakers” উপন্যাসটির রচয়িতা কে ?

(A) অনিতা দেশাই
(B) প্রীতি শেনয়
(C) ঝুম্পা লাহিড়ি
(D) অরুন্ধতী রয়

উত্তর :
(B) প্রীতি শেনয়

৩৬. কোন ওড়িয়া কবিকে ২০১৮ সালে ৩৯তম “সরলা পুরষ্কার” দিয়ে সম্মানিত করা হবে ?

(A) বনজ দেবী
(B) শত্রুঘন পাণ্ডব
(C) উমেশ চন্দ্র কর
(D) ঘসিরাম মিশ্র

উত্তর :
(B) শত্রুঘন পাণ্ডব

৩৭. কোন প্রখ্যাত ব্যক্তিত্বকে লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রথম সাম্মানিক অ্যাম্বাসেডর করা হয়েছে ?

(A) মেধা পাটকার
(B) সালমান খান
(C) অক্ষয় কুমার
(D) নরেন্দ্র মোদী

উত্তর :
(C) অক্ষয় কুমার

৩৮. বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত ? 

(A) ইউনাইটেড কিংডম  এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(B) মরিশাস এবং ইউনাইটেড কিংডম
(C) মালদ্বীপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(D) মালদ্বীপ এবং মরিশাস

উত্তর :
(B) মরিশাস এবং ইউনাইটেড কিংডম 

৩৯. ২০১৮ সালের US ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হলেন – 

(A) জুয়ান মার্টিন ডেল পোত্রো
(B) জ্যাক সক
(C) নোভাক জোকোভিচ
(D) রজার ফেদেরার

উত্তর :
(C) নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ আর্জেন্টিনার জুয়ান মার্টিন ডেল পোত্রোকে হারিয়ে এই শিরোপাটি জিতেছেন


৪০. ২০১৮ সালের US ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হলেন – 

(A) সেরেনা উইলিয়ামস
(B) নাওমি ওসাকা
(C) ক্রিস্টিনা ম্লাদেনোভিক
(D) ভেনাস উইলিয়ামস

উত্তর :
(B) নাওমি ওসাকা

জাপানের নাওমি ওসাকা  আমেরিকার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এই শিরোপাটি জিতেছেন




To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button