সাম্প্রতিকী – ২০১৮ জুন মাস

২১. কে জর্ডনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ?
(A) কামেল মহাদিন
(B) ওমর রাজ্জাজ
(C) আব্দুল্লাহ এনসুর
(D) ফয়সাল আল ফয়েজ
২২. সম্প্রতি ফিউগো আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে অনেকে নিহত হয়েছে | এই আগ্নেয়গিরিটি কোন দেশে ?
(A) মেক্সিকো
(B) মিশর
(C) তাইওয়ান
(D) গুয়াতেমালা
২৩. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কালেশ্বরম লিফ্ট সেচ প্রকল্প (KLIP) কে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি কোন নদীতে নির্মিত হবে ?
(A) গোদাবরী নদী
(B) কাবেরী নদী
(C) নর্মদা নদী
(D) কৃষ্ণা নদী
২৪. ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA-2018) এর ১৯ তম সংস্করণে আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটিতে কে সম্মানিত হবেন ?
(A) ধর্মেন্দ্র
(B) শত্রুঘ্ন সিং সিনহা
(C) অনুপম খের
(D) জীতেন্দ্র
২৫. সংক্রমণ রোধ করার জন্য ভারতের কোন রাজ্য প্রথম স্বয়ংক্রিয় সিরিঞ্জ ব্যবহার করতে চলেছে যেগুলো একবার ব্যবহারের পরে নিজে থেকেই নষ্ট হয়ে যাবে ?
(A) অন্ধ্র প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) কর্ণাটক
(D) মধ্য প্রদেশ
২৬. কোন ধরণের আনারসকে ত্রিপুরা রাজ্যের রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে ?
(A) জলধুপ
(B) শার্লট
(C) কুইন
(D) কেউ
২৭. বি.সি.সি.আই. পুরস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মৌসুমে) হিসেবে কে পলি উম্রিগার পুরস্কার পাবেন ?
(A) বিরাট কোহলি
(B) ধোনি
(C) রোহিত শর্মা
(D) শিখর ধাওয়ান
২৮. সুধীশ গুরুভায়ুর কারি গাছের সর্বাধিক সংখ্যক চারা বিতরণ করে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন । তিনি ভারতের কোন রাজ্যের অধিবাসী ?
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) কেরল
২৯. T20 আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ২০০০ রান করলেন কোন ভারতীয় ক্রিকেটার ?
(A) মিথালি রাজ্
(B) বিরাট কোহলি
(C) রোহিত শর্মা
(D) হারমানপ্রীত কাউর
৩০. গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী ২০১৮ সালে ভারতের স্থান কততম ?
(A) ১৩৮ তম
(B) ১২৯ তম
(C) ১৩৬ তম
(D) ১২৮ তম
১ নম্বরে রয়েছে আইসল্যান্ড
৩১. মহিলাদের একক ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে ?
(A) সিমোনা হালেপ
(B) গার্বাইন মুগুরুজা
(C) এঞ্জেলিক কার্বার
(D) সেরেনা উইলিয়ামস
রোমানিয়ার বাসিন্দা
৩২. কোন দেশের মহিলা ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে ?
(A) নিউজিল্যান্ড
(B) ভারত
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল ডাবলিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯০-৪ ব্যবধানে একদিনের আন্তর্জাতিকে (ওয়ানডে) ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে
৩৩. Central Board of Indirect taxes and Customs (CBIC) এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(A) জন জোসেফ
(B) ভ্যানজা এন. সারনা
(C) মহেন্দ্র সিং
(D) এস রমেশ
৩৪. ইউ. পি. এস. সি ( UPSC ) এর ভারপ্রাপ্ত (Acting ) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কাকে ?
(A) অরবিন্দ সাকসেনা
(B) সুধা জৈন
(C) কিরিটি কুমার
(D) ওমি আগারওয়াল
৩৫. ভারতের প্রথম জাতীয় পুলিশ জাদুঘর কোন শহরে প্রতিষ্ঠিত হবে?
(A) চেন্নাই
(B) দিল্লি
(C) নাগপুর
(D) কলকাতা
৩৬. কোন দেশটি ৪৫তম G -7 শীর্ষ সম্মেলন ২০১৯ আয়োজন করবে ?
(A) ইতালি
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) কানাডা
৩৭. কোন দেশের মহিলা ক্রিকেট দল এশিয়া T-20 টুর্নামেন্ট ২০১৮ জিতেছে ?
(A) দক্ষিণ কোরিয়া
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) পাকিস্তান
মহিলা ক্রিকেটে বাংলাদেশ দল এশিয়া কাপ T-20 টুর্নামেন্ট ফাইনালে ভারতকে ৭ উইকেটে কুয়ালালামপুরে পরাজিত করেছে ।
৩৮. কে পুরুষের একক ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট ২০১৮ জিতেছেন ?
(A) নোভাক জকোভিচ
(B) ডমিনিক থিম
(C) রজার ফেডেরার
(D) রাফায়েল নাদাল
৩৯. ২২ তম ত্রিদেশীয় নৌ বাহিনীর যৌথ মহড়া “মালাবার ২০১৮ ” ভারত ও কোন কোন দেশগুলির মধ্যে সম্পন্ন হল ?
(A) রাশিয়া ও জাপান
(B) জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(C) নেপাল ও বাংলাদেশ
(D) ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র
৪০. ভারত সরকার (GoI) কোন প্রকল্প অনুযায়ী গ্রামে গ্রামে ৫ হাজার ওয়াই-ফাই আড্ডা চালু করেছে?
(A) অন্তর্দৃষ্টি
(B) ই-ক্রান্তি
(C) ভারতনেট
(D) BHIM
To check our latest Posts - Click Here
পুরো মাসের কবে বেরোবে ?
nice
Thank you