Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ জুন মাস

২১. কে জর্ডনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ?

(A) কামেল মহাদিন
(B) ওমর রাজ্জাজ
(C) আব্দুল্লাহ এনসুর
(D) ফয়সাল আল ফয়েজ

উত্তর :
(B) ওমর রাজ্জাজ

২২. সম্প্রতি ফিউগো আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে অনেকে নিহত হয়েছে | এই আগ্নেয়গিরিটি কোন দেশে ?

(A) মেক্সিকো
(B) মিশর
(C) তাইওয়ান
(D) গুয়াতেমালা

উত্তর :
(D) গুয়াতেমালা

২৩. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কালেশ্বরম লিফ্ট সেচ প্রকল্প  (KLIP) কে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি কোন নদীতে নির্মিত হবে ?

(A) গোদাবরী নদী
(B) কাবেরী নদী
(C) নর্মদা  নদী
(D) কৃষ্ণা নদী

উত্তর :
(A) গোদাবরী নদী

২৪. ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA-2018) এর ১৯ তম সংস্করণে আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটিতে কে সম্মানিত হবেন ?

(A) ধর্মেন্দ্র
(B) শত্রুঘ্ন সিং সিনহা
(C) অনুপম খের
(D) জীতেন্দ্র

উত্তর :
(C) অনুপম খের

২৫. সংক্রমণ রোধ করার জন্য ভারতের কোন রাজ্য প্রথম স্বয়ংক্রিয়  সিরিঞ্জ ব্যবহার করতে চলেছে যেগুলো একবার ব্যবহারের পরে নিজে থেকেই নষ্ট হয়ে যাবে ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) কর্ণাটক
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(A) অন্ধ্র প্রদেশ

২৬. কোন ধরণের আনারসকে ত্রিপুরা রাজ্যের রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে ?

(A) জলধুপ
(B) শার্লট
(C) কুইন
(D) কেউ

উত্তর :
(C) কুইন 

২৭. বি.সি.সি.আই. পুরস্কার অনুষ্ঠানে  সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (২০১৬-১৭  এবং ২০১৭-১৮  মৌসুমে)  হিসেবে কে পলি উম্রিগার পুরস্কার পাবেন ?

(A) বিরাট কোহলি
(B) ধোনি
(C) রোহিত শর্মা
(D) শিখর ধাওয়ান

উত্তর :
(A) বিরাট কোহলি

২৮. সুধীশ  গুরুভায়ুর  কারি গাছের সর্বাধিক সংখ্যক চারা  বিতরণ করে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন । তিনি ভারতের কোন রাজ্যের অধিবাসী ?

(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) কেরল

উত্তর :
(D) কেরল

২৯. T20  আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ২০০০ রান করলেন কোন ভারতীয় ক্রিকেটার ?

(A) মিথালি রাজ্
(B) বিরাট কোহলি
(C) রোহিত শর্মা
(D) হারমানপ্রীত কাউর

উত্তর :
(A) মিথালি রাজ্ 

৩০. গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী ২০১৮ সালে ভারতের স্থান কততম ? 

(A) ১৩৮ তম
(B) ১২৯ তম
(C) ১৩৬ তম
(D) ১২৮ তম

উত্তর :
(C) ১৩৬ তম

১ নম্বরে রয়েছে আইসল্যান্ড




৩১. মহিলাদের একক ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে ?

(A) সিমোনা হালেপ
(B) গার্বাইন মুগুরুজা
(C) এঞ্জেলিক কার্বার
(D) সেরেনা উইলিয়ামস

উত্তর :
(A) সিমোনা হালেপ

রোমানিয়ার বাসিন্দা


৩২. কোন দেশের মহিলা ক্রিকেট দল একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে ?

(A) নিউজিল্যান্ড
(B) ভারত
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(A) নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল ডাবলিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯০-৪ ব্যবধানে একদিনের আন্তর্জাতিকে (ওয়ানডে) ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে


৩৩. Central Board of Indirect taxes and Customs (CBIC) এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(A) জন জোসেফ
(B) ভ্যানজা এন. সারনা
(C) মহেন্দ্র সিং
(D) এস রমেশ

উত্তর :
(D) এস রমেশ

৩৪. ইউ. পি. এস. সি ( UPSC ) এর ভারপ্রাপ্ত (Acting ) চেয়ারম্যান  নিযুক্ত করা হয়েছে কাকে ?

(A) অরবিন্দ সাকসেনা
(B) সুধা জৈন
(C) কিরিটি কুমার
(D) ওমি আগারওয়াল

উত্তর :
(A) অরবিন্দ সাকসেনা

৩৫. ভারতের প্রথম জাতীয় পুলিশ জাদুঘর কোন শহরে প্রতিষ্ঠিত হবে?

(A) চেন্নাই
(B) দিল্লি
(C) নাগপুর
(D) কলকাতা

উত্তর :
(B) দিল্লি

৩৬. কোন দেশটি ৪৫তম G -7 শীর্ষ সম্মেলন ২০১৯ আয়োজন করবে ?

(A) ইতালি
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) কানাডা

উত্তর :
(C) ফ্রান্স

৩৭. কোন দেশের মহিলা ক্রিকেট দল এশিয়া T-20 টুর্নামেন্ট ২০১৮ জিতেছে ?

(A) দক্ষিণ কোরিয়া
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) পাকিস্তান

উত্তর :
(B) বাংলাদেশ

মহিলা ক্রিকেটে বাংলাদেশ দল এশিয়া কাপ T-20  টুর্নামেন্ট ফাইনালে ভারতকে ৭ উইকেটে কুয়ালালামপুরে পরাজিত করেছে ।


৩৮. কে পুরুষের একক ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট ২০১৮ জিতেছেন ?

(A) নোভাক জকোভিচ
(B) ডমিনিক থিম
(C) রজার ফেডেরার
(D) রাফায়েল নাদাল

উত্তর :
(D) রাফায়েল নাদাল

৩৯. ২২ তম ত্রিদেশীয় নৌ বাহিনীর যৌথ মহড়া “মালাবার ২০১৮ ” ভারত ও কোন কোন দেশগুলির মধ্যে সম্পন্ন হল ?

(A) রাশিয়া ও জাপান
(B) জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(C) নেপাল ও বাংলাদেশ
(D) ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(B) জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র

৪০. ভারত সরকার  (GoI) কোন প্রকল্প অনুযায়ী  গ্রামে গ্রামে ৫ হাজার ওয়াই-ফাই আড্ডা চালু করেছে?

(A) অন্তর্দৃষ্টি
(B) ই-ক্রান্তি
(C) ভারতনেট
(D) BHIM

উত্তর :
(C) ভারতনেট

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

3 Comments

Back to top button