৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF
500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১১
১০১. দেবতার কাছে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের মুদ্রাটি কোন গুপ্ত রাজার? ➟ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১০২. সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন? ➟ রুদ্রদমন
১০৩. কার সম্মানে হর্ষবর্ধন কনৌজে ধর্মসভার আয়োজন করেছিলেন? ➟ হিউয়েন সাঙ
১০৪. হিউয়েন সাঙ -এর ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? ➟ সি-ইউ-কি
১০৫. পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি কার লেখা? ➟ চাঁদ বরদৈ
১০৬. গ্রহবর্মনের মৃত্যুর পরে অবন্তীবর্মন কনৌজের সিংহাসনে বসেন | অবন্তীবর্মন কার আশ্রিত রাজা ছিলেন? ➟ শশাঙ্ক
১০৭. কাকে পঞ্চভারতের অধিপতি বলা হয়ে থাকে? ➟ হর্ষবর্ধনকে ( হিউয়েন সাঙ বলেছিলেন)
১০৮. কনৌজে ধর্মসভা কতদিন ধরে চলেছিল? ➟ ১৮ দিন
১০৯. হর্ষবর্ধন কাকে ওড়িশার ৮০ টি গ্রাম দান করেছিলেন? ➟ বৌদ্ধ পন্ডিত জয়সেনকে
১১০. বর্তমান শাক্যমুনি নামে পরিচিত ➟ হিউয়েন সাঙ
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১২
১১১. হিউয়েন সাঙ কার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন? ➟ শীলভদ্র
১১২. হর্ষবর্ধনের সমকালীন একটি বন্দর ➟ তাম্রলিপ্ত
১১৩. কবে হিউয়েন সাঙ -এর দেহাবসান হয়? ➟ ৬৬৪ খ্রিষ্টাব্দ , ৫ই ফেব্রুয়ারী
১১৪. গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হলেন ➟ প্রথম নাগভট্ট
১১৫. প্রথম জীবনে শশাঙ্ক ছিলেন ➟ মহাসেনগুপ্তের অধীনস্ত সামন্ত
১১৬. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? ➟ গোপাল
১১৭. পাল বংশের প্রতিষ্ঠাতা ➟ গোপাল
১১৮. ওদন্তপুরী মহাবিহার স্থাপন করেছিলেন ➟ গোপাল
১১৯. বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ➟ ধর্মপাল
১২০. পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ➟ ধর্মপাল
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৩
১২১. দেবপালের সেনাপতি যিনি কলিঙ্গ ও আসাম জয় করেছিলেন ➟ লবসেন বা লৌসেন
১২২. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ➟ দিব্য
১২৩. কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? ➟ দ্বিতীয় মহিপাল
১২৪. কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন ➟ রামপাল
১২৫. রামপালের সভাকবি ছিলেন ➟ সন্ধ্যাকর নন্দী
১২৬. সেন বংশের প্রতিষ্ঠাতা ➟ সামন্ত সেন
১২৭. কৌলিন্য প্রথা প্রবর্তন করেন ➟ বল্লাল সেন
১২৮. দানসাগর ও অদ্ভুতসাগর কার রচনা ➟ বল্লাল সেনের
১২৯. লক্ষ্মণ সেনের রাজধানী ছিল ➟ নদীয়াতে
১৩০. লক্ষ্মণ সেন সিংহাসন আরোহন করেন ➟ ৬০ বছর বয়সে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৪
১৩১. দেবপাল কাকে নালন্দার আচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন ? ➟ বৌদ্ধধর্মে পারদর্শী ব্রাহ্মণ ইন্দ্রদেবকে
১৩২. বিক্রমপাল কোন পাল রাজার উপাধি ? ➟ ধর্মপাল
১৩৩. বল্লাল সেনের গুরুর নাম কি ? ➟ অনিরুদ্ধ
১৩৪. লক্ষণ সেন কার উপাসক ছিলেন ? ➟ বিষ্ণুর
১৩৫. তুর্কিরা বাংলার কোন রাজাকে পরাজিত করে বাংলা দখল করে ? ➟ লক্ষন সেনকে
১৩৬. বাংলা আক্রমণকারী তুর্কি নেতার নাম কি ছিল ? ➟ ইকতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি
১৩৭. জয়দেব কোন রাজার রাজসভা অলংকৃত করেন ? ➟ লক্ষ্মণ সেন
১৩৮. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন ? ➟ লক্ষ্মণ সেন
১৩৯. গর্গ কোন পালরাজার মন্ত্রী ছিলেন ? ➟ ধর্মপাল
১৪০. কবি জয়দেব কোন ভাষায় “গীতগোবিন্দ” রচনা করেছিলেন ? ➟ সংস্কৃত
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৫
১৪১. সেন বংশের শেষ রাজা কে ? ➟ লক্ষ্মণ সেন
১৪২. ইকতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন কত সালে ? ➟ ১২০২
১৪৩. কোন সেন রাজা শুরবংশীয় রাজকন্যা বিলাসদেবীকে বিবাহ করেন ? ➟ বিজয়সেন
১৪৪. “অরিরাজ মদনশঙ্কর” কোন সেন রাজার উপাধি ? ➟ লক্ষ্মণ সেন
১৪৫. আঙ্কোরভাট মন্দিরটি তৈরী করেছিলেন ➟ দ্বিতীয় সূর্যবর্মন
১৪৬. রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন ➟ প্রথম রাজরাজ
১৪৭. মথুরা শিল্পকলা কোন যুগে জনপ্রিয়তা লাভ করে ? ➟ কুষাণ যুগে
১৪৮. বাতাপীর চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজা কে ? ➟ প্রথম পুলকেশী
১৪৯. চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ? ➟ দ্বিতীয় পুলকেশী
১৫০. দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত ও নিহত করেন ? ➟ পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৬
১৫১. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ? ➟ দন্তিদুর্গ
১৫২. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ট্র রাজা কে ? ➟ প্রথম অমোঘবর্ষ
১৫৩. রত্নমালিকা কাব্য কে রচনা করেন ? ➟ রাষ্ট্রকূটরাজ অমোঘবর্ষ
১৫৪. পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ? ➟ শিবস্কন্ধ বর্মন
১৫৫. পল্লবদের রাজধানী ছিল ➟ কাঞ্চিতে
১৫৬. কোন পল্লবরাজার রাজ্যে হিউয়েন সাঙ আসেন ? ➟ পল্লবরাজ নরসিংহবর্মনের রাজ্য
১৫৭. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ➟ নরসিংহ বর্মন
১৫৮. চোলরাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি ? ➟ বিজয়ালয়
১৫৯. চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ? ➟ কারিকল
১৬০. চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ➟ রাজেন্দ্র চোল
১৬১. গীতগোবিন্দ কার রচনা ? ➟ কবি জয়দেব
১৬২. দায়ভাগ গ্রন্থের রচয়িতা ➟ জীমূতবাহন
১৬৩. মিতাক্ষরা গ্রন্থটি রচনা করেন ➟ শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর
১৬৪. পবনদূতের রচয়িতা কে ? ➟ লক্ষ্মণ সেনের সভাকবি ধোয়ী
১৬৫. কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় ? ➟ কোনারকের সূর্যমন্দিরকে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৭
১৬৬. মহম্মদ-বিন-কাসিম কত সালে সিন্ধু জয় করেন ? ➟ ৭১২ খ্রিস্টাব্দে
১৬৭. মামুদ গজনীর পিতার নাম ➟ সবুক্তগীন
১৬৮. “ইয়াসিন-উদ-দৌলা” কার উপাধি ছিল ? ➟ গজনীর সুলতান মামুদ
১৬৯. গজনীর সুলতান মামুদকে কে “ইয়াসিন-উদ-দৌলা ” উপাধি দিয়েছিলেন ? ➟ খলিফা অল-কদর
১৭০. মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ? ➟ ১৭ বার , ১০০০ থেকে ১০২৭ খ্রীষ্টাব্দের মধ্যে
১৭১. মামুদ কোন মন্দির লুন্ঠন করেছিলেন ? ➟ গুজরাটের সোমনাথ মন্দির
১৭২. কাকে সুলতানি যুগের ক্যারাভান বলা হতো ? ➟ সুলতান মামুদকে
১৭৩. অলবেরুনী কখন ভারতে আসেন ? ➟ মামুদের ভারত আক্রমণকালে
১৭৪. “তহকিক -ই-হিন্দ” – কার রচনা ? ➟ অলবেরুনী
১৭৫. তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল ➟ ১১৯১ খ্রিস্টাব্দে
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৮
১৭৬. তরাইনের প্রথম যুদ্ধ (১১৯১ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে হয়েছিল ? ➟ মহম্মদ ঘোরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ( মহম্মদ ঘোরি হেরে যান )
১৭৭. তরাইনের দ্বিতীয় যুদ্ধ ( ১১৯২ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে হয়েছিল ? ➟ মহম্মদ ঘোরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ( তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত, বন্দি ও নিহত হন )
১৭৮. মহম্মদ ঘোরি পাঞ্জাবের বিদ্রোহ দমন করেন ➟ ১২০৬ খ্রিস্টাব্দে
১৭৯. মহম্মদ ঘোরি মারা যান ➟ পাঞ্জাব দখল করে গজনী ফেরার পথে অজ্ঞাত আততায়ীর হাতে
১৮০. দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ? ➟ মহম্মদ ঘোরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক
১৮১. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ? ➟ কুতুবুদ্দিন আইবক, ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন
১৮২. কুতুবুদ্দিন আইবক কবে, কি ভাবে মারা যান ? ➟ ১২১০ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পরে
১৮৩. কুতুবুদ্দিন আইবক-এর সমাধি কোথায় রয়েছে ? ➟ লাহোরে
১৮৪. কুতুবমিনার নির্মাণ কে শুরু করেন ? ➟ কুতুবুদ্দিন আইবক
১৮৫. আড়াই-দিন-কা-ঝোপড়া কে নির্মাণ করেন ? ➟ কুতুবুদ্দিন আইবক
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৯
১৮৬. কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন ? ➟ প্রথমে আরাম শাহ , পরে ইলতুৎমিস
১৮৭. ইলতুৎমিস ছিলেন ➟ প্রথম জীবনে ক্রীতদাস, পরবর্তীকালে কুতুবুদ্দীনের জামাতা ও বদায়ুনের শাসনকর্তা
১৮৮. খলিফার কাছ থেকে কোন দিল্লির সুলতান “সুলতান-ই-আজম” উপাধি পেয়েছিলেন ? ➟ ইলতুৎমিস , ১২২৯ খ্রিস্টাব্দে
১৮৯. “চল্লিশচক্র” স্থাপন করেন ➟ ইলতুৎমিস
১৯০. দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ➟ ইলতুৎমিস
১৯১. ইকতা প্রথা প্রবর্তন করেন ➟ ইলতুৎমিস
১৯২. ইলতুৎমিসের আমলে কোন মঙ্গোল নেতা ভারত অভিযান করেন ? ➟ চেঙ্গিস খাঁ
১৯৩. কুতুবমিনার নির্মাণ শেষ করেন ➟ ইলতুৎমিস
১৯৪. টঙ্কা (রুপো ) ও জিতল নামক (তামা ) মুদ্রা প্রচলন করেন ➟ ইলতুৎমিস
১৯৫. উজ্জয়নীর মহাকাল মন্দিরটি ধ্বংস করেছিলেন ➟ ইলতুৎমিস
প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২০
১৯৬. ইলতুৎমিস মারা যান ➟ ১২৩৬ খ্রিস্টাব্দে
১৯৭. ইলতুৎমিসের পরে দিল্লির সিংহাসনে বসেন ➟ তাঁর ছেলে রুকনুদ্দিন ফিরোজ
১৯৮. সুলতানি আমলে কোন নারী দিল্লির সিংহাসনে বসেন ? ➟ সুলতানা রিজিয়া
১৯৯. সুলতানা রিজিয়া চল্লিশচক্রের কোন নেতাকে বিবাহ করেন ? ➟ অলতুনিয়া
২০০. বলবনের সঙ্গে নাসিরুদ্দিন মামুদের সম্পর্ক কি ছিল ? ➟ বলবন ছিলেন নাসিরুদ্দিন মামুদের শ্বশুর ও প্রধানমন্ত্রী
২০১. গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি ? ➟ উলুগ খাঁ
২০২. ইলতুৎমিসের আমলে গড়ে ওঠা চল্লিশচক্রের ক্ষমতা কে খর্ব করেন ? ➟ গিয়াসুদ্দিন বলবন
২০৩. সিজদা ও পাইবস রীতি চালু করেন ➟ গিয়াসুদ্দিন বলবন
২০৪. দিল্লির কোন সুলতানের আমলে রাজদরবারে হাসা ও মদ্যপান নিষিদ্ধ ছিল ? ➟ গিয়াসুদ্দিন বলবন
২০৫. গিয়াসুদ্দিন বলবনের মৃত্যুর পরে কে দিল্লির সিংহাসনে বসেন ? ➟ তাঁর পৌত্র মুইজুদ্দিন কায়কোবাদ
To check our latest Posts - Click Here
অনুগ্রহ করে pdf দিন।
আমরা চেষ্টা করবো PDF দেওয়ার।