Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - June 2021 - PDF

Page 4 : কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১

৬১. ফোর্বসের বিশ্বের সেরা ব্যাঙ্ক ২০২১ এর তালিকা অনুসারে বিশ্বের কোন ১ নম্বর ব্যাঙ্ক কোনটি ?

(A) Bank of America
(B) Citibank
(C) JPMorgan Chase
(D) DBS bank

উত্তর :
(D) DBS bank
সিঙ্গাপুর বেসড DBS bank ফোর্বসের বিশ্বের সেরা ব্যাঙ্ক ২০২১ এর তালিকা অনুসারে বিশ্বের ১ নম্বর ব্যাঙ্ক ।

৬২. ২০২১ সালের জুন মাসে উখনা খুরেলসুখ কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?

(A) জর্জিয়া
(B) উজবেকিস্তান
(C) কিরগিজস্তান
(D) মঙ্গোলিয়া

উত্তর :
(D) মঙ্গোলিয়া
মঙ্গোলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী উখনা খুরেলসুখ দেশের ষষ্ঠ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন । মঙ্গোলিয়ার রাজধানী: উলানবাটার;
মঙ্গোলিয়ার মুদ্রা: মঙ্গোলিয় টোগ্রোগ।

৬৩. কোন সংস্থা COVID-19 মহামারী চলাকালীন ক্লিনিকাল ব্যবহারের জন্য ৩টি ভেন্টিলেটর – PRANA, VaU এবং SVASTA তৈরি করেছে?

(A) DRDO
(B) CSIR
(C) ICMR
(D) ISRO

উত্তর :
(D) ISRO

  • “PRANA”  – Programmable Respiratory Assistance for the Needy Aid
  • “VaU”  – Ventilation assist Unit
  • “SVASTA”  – Space Ventilator Aided System for Trauma Assistance

দেখে নাও ISRO সম্পর্কিত  বিস্তারিত তথ্য – Click Here


৬৪. কোন রাজ্য “মুখ্যমন্ত্রী কৃষাণ মিত্র উর্জা যোজনা” প্রকল্প ঘোষণা করেছে যার মাধ্যমে কৃষি-বিদ্যুৎ বিলের ওপর প্রতিমাসে ১০০০ টাকা ভর্তুকি দেওয়া হবে ?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) উত্তর প্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(A) রাজস্থান
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত সম্প্রতি এই “মুখ্যমন্ত্রী কৃষাণ মিত্র উর্জা যোজনা” প্রকল্পের ঘোষণা করেছেন ।

৬৫. বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস (World Day Against Child Labour ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুন ১০
(B) জুন ১২
(C) জুন ১৩
(D) জুন ১৪

উত্তর :
(B) জুন ১২
প্রতি বছর ১২ জুন দিনটি বিশ্বজুড়ে শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে উদযাপন করা হয়। আন্তর্জাতিক শ্রম সংগঠন ২০০২ সালে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসের সূচনা করে।
২০২১ সালের বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস -এর থিম ছিল “Act now: End child labour!”

৬৬. কোন ভারতীয় অভিনেত্রী ২০২১ সালের UK Asian Film Festival-এ সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন ?

(A) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
(B) তিলোত্তমা সোম
(C) কিয়ারা আদবানি
(D) আলিয়া ভাট

উত্তর :
(B) তিলোত্তমা সোম
“Raahgir: The Wayfarers” চলচ্চিত্রটিতে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই শিরোপা জিতে নিয়েছেন।

৬৭. সম্প্রতি প্রয়াত ডিঙ্কো সিং নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন ?

(A) হকি
(B) কাবাডি
(C) বক্সিং
(D) ফুটবল

উত্তর :
(C) বক্সিং
সম্প্রতি, প্রয়াত হয়েছেন প্রখ্যাত ভারতীয় বক্সার ডিঙ্কো সিং। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে কিংবদন্তি বক্সার সোনা জিতেছিলেন। ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। পেয়েছেন অর্জুন পুরস্কারও।

৬৮. সম্প্রতি কোন বলিউড অভিনেতা বিনামূল্যে IAS পরীক্ষার কোচিং দেওয়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন ?

(A) অক্ষয় কুমার
(B) সোনু সুদ
(C) সালমান খান
(D) আয়ুষ্মান খুরানা

উত্তর :
(B) সোনু সুদ
যাঁরা আইএএস দিতে চান, কিন্তু সুযোগ ও টাকার অভাবে সঠিক প্রস্তুতি নিতে পারছেন না, তাঁদের জন্য সোনু চালু করলেন ‘সম্ভবম’ । এখানে কোচিং নেওয়ার খরচ পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে । সোনু সুদ চ্য়ারিটি ফাউন্ডেশান ও নয়া দিল্লি সংস্থার উদ্যোগে এই কাজটি শুরু করা হচ্ছে। আবেদন করা যাবে অনলাইনে, শেষ তারিখ ৩০ জুন ।

৬৯. ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

(A) Lily Collins
(B) Sana Marin
(C) Boby Adline
(D) Debbie Hewitt

উত্তর :
(D) Debbie Hewitt
প্রাক্তন RAC প্রধান ডেবি হেউটকে প্রথম মহিলা ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে । উল্লেখ্য যে অনুপযুক্ত মন্তব্য করার কারণে এই পদ থেকে গ্রেগ ক্লার্ককে বহিস্কৃত করা হয়েছিল ।

৭০. বেনেদেত্তো ভিজিনা সম্প্রতি কোন বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানির CEO হিসেবে নিযুক্ত হয়েছেন ?

(A) Hero
(B) Suzuki
(C) Lamborghini
(D) Ferrari

উত্তর :
(D) Ferrari
Ferrari এর নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন বেনেদেত্তো ভিজিনা ।

৭১. কোন রাজ্য সরকার ‘যুব শক্তি করোনার মুক্তি অভিযান’ চালু করেছে?

(A) ঝাড়খণ্ড
(B) উত্তরপ্রদেশ
(C) গুজরাট
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(D) মধ্য প্রদেশ
মধ্যপ্রদেশের রাজ্য সরকার চলমান COVID-19 মহামারী সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করতে ‘যুব শক্তি করোনা মুক্তি অভিযান’ চালু করেছে।

মধ্যপ্রদেশ

  • মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান/li>
  • রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল
  • রাজধানী – ভোপাল

৭২. এই বছরের আইসিসি হল অফ ফেমের অন্তর্ভুক্ত হয়েছেন –

(A) এমএস ধোনি
(B) বিনু মানকড়
(C) রবি শাস্ত্রী
(D) জাভগাল শ্রীনাথ

উত্তর :
(B) বিনু মানকড়
ভারতের হয়ে ৪৪টি টেস্ট ম্যাচে পাঁচটি শতরানসহ ও ৩১.৪৭ গড়ে মোট ২১০৯ রান করার পাশাপশি বল হাতে ৩২.৩২ গড়ে ১৬২টি উইকেটও নিয়েছেন মানকড়। দখলে রয়েছে আটবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও। ১৯৫২ সালে চেন্নাইতে ৫৫ রানে দিয়ে তাঁর নেওয়া আট উইকেট ভারতকে প্রথম টেস্ট জিততে সাহায্য করে।

৭৩. ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন –

(A) ইয়ার ল্যাপিড
(B) বেঞ্জামিন নেতানিয়াহু
(C) নাফতালি বেনেট
(D) উপরের কোনটিই নয়

উত্তর :
(C) নাফতালি বেনেট
১২ বছর পরে ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন বেঞ্জামিন নেতানিয়াহু। দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দক্ষিণপন্থী ইহুদি নাফতালি বেনেট।

দেখে নাও নাফতালি বেনেট সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here


৭৪. সম্প্রতি কোন দল ভারতকে পরাজিত করে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হয়েছে ?

(A) ইংল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ আফ্রিকা
(D) নিউজিল্যান্ড

উত্তর :
(D) নিউজিল্যান্ড
২০২১ সালের ১৩ জুন নিউজিল্যান্ড ভারতকে পিছনে ফেলে বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে উঠল।

নিউজিল্যান্ড:

  • মূলধন – ওয়েলিংটন,
  • মুদ্রা – নিউজিল্যান্ড ডলার,
  • প্রধানমন্ত্রী – জ্যাসিনডা আর্ডার্ন,
  • জাতীয় খেলা – রাগবি।

৭৫. ২০২১ সালের ১২ই জুন ইউরো কাপ ম্যাচের মাঝামাঝি কোন দলের তারকা ফুটবলার জ্ঞান হারিয়ে ফেলেন ?

(A) ডেনমার্ক
(B) ফিনল্যান্ড
(C) পর্তুগাল
(D) জার্মানি

উত্তর :
(A) ডেনমার্ক
১২ই জুন ডেনমার্ক এবং ফিনল্যান্ডের মধ্যে ইউরো মাছ চলাকালীন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন কার্ডিয়াক অ্যারেস্টের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

৭৬. ২০০০ সালের পর এই প্রথম ফরাসি ওপেনের মহিলা একক এবং ডাবল উভয় শিরোপা জিতে নিলেন কোন খেলোয়াড় ?

(A) বারবোরা ক্রেজিসিকোভা
(B) কাতেরিনা সিনাকোভা
(C) ইগা সোয়েটেক
(D) বেথনি ম্যাটেক-স্যান্ডস

উত্তর :
(A) বারবোরা ক্রেজিসিকোভা
চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিসিকোভা রাশিয়ার আনাস্তাসিয়া পাভালিচেনকোভাকে ২-১ গোলে হারিয়ে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টের মহিলা একক শিরোপা জিতে নিয়েছেন।

৭৭. প্রথম কোন টেনিস প্লেয়ার দুবার চারটি গ্র্যান্ডস্লাম জিতে রেকর্ড স্থাপন করলেন ?

(A) নোভাক জোকোভিচ
(B) রাফায়েল নাদাল
(C) রজার ফেদেরার
(D) উপরের কেউ নন

উত্তর :
(A) নোভাক জোকোভিচ
২০২১ সালের ১৩ই জুন ফরাসি ওপেন ফাইনালে স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে নোভাক জোকোভিচ তার ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন। এই জয়ের সাথে জোকোভিচ হয়ে উঠলেন প্রথম টেনিস প্লেয়ার যিনি দুবার চারটি মেজর গ্রান্ড স্ল্যাম জিতেছেন ।

৭৮. কানাডার কোন প্রদেশ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ?

(A) নোভা স্কটিয়া
(B) আলবার্টা
(C) ব্রিটিশ কলাম্বিয়া
(D) ম্যানিটোবা

উত্তর :
(B) আলবার্টা

কানাডা:

  • রাজধানী – অটোয়া
  • মুদ্রা – কানাডিয়ান ডলার
  • প্রধানমন্ত্রী – জাস্টিন ট্রুডো।

৭৯. ২০২১ সালের জুনে জম্মুর মাজনে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কে?

(A) জি সি মুরমু
(B) মুখতার আনসারী
(C) জিতেন্দ্র সিং
(D) মনোজ সিনহা

উত্তর :
(D) মনোজ সিনহা
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মুর মাজনে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

৮০. ২০২১ সালের জুনে পুলিৎজার বোর্ড কর্তৃক বিশেষ সম্মান কাকে দেওয়া হয়েছে?

(A) বব সোয়ান
(B) জ্যাক ডরসি
(C) মাইকেল কর্ব্যাট
(D) ডার্নেলা ফ্রেজিয়ার

উত্তর :
(D) ডার্নেলা ফ্রেজিয়ার
যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের দৃশ্য ভিডিও করা কিশোরী ডার্নেলা ফ্রেজিয়ার পুলিৎজার বোর্ড কর্তৃক বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page
Telegram

Related Articles

Back to top button