Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - June 2021 - PDF

Page 3 : কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১

৪১. বিশ্বব্যাংকের কোভিড -১৯ পরবর্তী মহামারী সম্পর্কে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরে ভারতের জিডিপি কতটা বাড়বে বলে আশা করা হচ্ছে?

(A) ৭.৭ শতাংশ
(B) ৮.৩ শতাংশ
(C) ৭.৫ শতাংশ
(D) ৯.২ শতাংশ

উত্তর :
(B) ৮.৩ শতাংশ
বিশ্ব ব্যাংকার প্রতিবেদন অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে ভারতের জিডিপি ৮.৩ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

৪২. ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের একটি গ্রাম সেই গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণ সমাপ্ত করেছে ?

(A) জম্মু ও কাশ্মীর
(B) কেরালা
(C) পুদুচেরি
(D) তেলেঙ্গানা

উত্তর :
(A) জম্মু ও কাশ্মীর
জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলার ওয়েয়ান গ্রাম কোভিড -১৯-এর বিরুদ্ধে প্রাপ্ত বয়স্কদের শতভাগ টিকা দেওয়ার ক্ষেত্রে ভারতের প্রথম গ্রামে পরিণত হয়েছে।

৪৩. কোন কেন্দ্রশাসিত অঞ্চল স্থানীয়দের জন্য চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে?

(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) লাদাখ
(C) পুদুচেরি
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(B) লাদাখ
লাদাখ প্রশাসন একটি নতুন বিধি তৈরি করেছে যার আওতায় স্থানীয়দের জন্য একচেটিয়াভাবে চাকরি সংরক্ষণ করা হবে। যদি কোনও ব্যক্তি লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল বাসিন্দা না হন তবে কোনও ব্যক্তিকে চাকরিতে নিয়োগের লাদাখে যোগ্য মানা হবে না। লাদাখের শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রজ্ঞাপনের ১১ নং অনুচ্ছেদে এমনি উল্লেখ রয়েছে ।

৪৪. কোন দেশ তাদের প্রথম stealth naval warship তৈরী করতে চলেছে ?

(A) ফ্রান্স
(B) রাশিয়া
(C) ইরান
(D) ইজরায়েল

উত্তর :
(B) রাশিয়া
রাশিয়া এমন একটি নৌ-যুদ্ধজাহাজ তৈরী করতে চলেছে যেটির মধ্যে stealth technology রয়েছে। এর ফলে এটি সহজে শত্রুপক্ষের রাডারে ধরা পরবে না।

৪৫. কোন দেশের রেলপথ বিশ্বের বৃহত্তম সবুজ রেলওয়ে নেটওয়ার্ক এর লক্ষে পৌঁছতে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে ?

(A) ভারত
(B) রাশিয়া
(C) কানাডা
(D) ব্রিটেন

উত্তর :
(A) ভারত
২০৩০ সালের মধ্যে ভারতীয় রেলওয়ে সম্পূর্ণ গ্রীন রেলওয়ে নেটওয়ার্ক এ পরিনত হবার লক্ষে কাজ চালিয়ে যাচ্ছে ।

৪৬. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত ১০ই জুন প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন হিন্দি চলচিত্রটি পরিচালনা করেছিলেন

(A) কলাকান্দি
(B) ব্ল্যাকমেল
(C) ব্রিজ মোহন অমর রহে
(D) আনোয়ার কা আজব কিস্সা

উত্তর :
(D) আনোয়ার কা আজব কিস্সা
৭৭ বছর বয়সে কিডনি ঘটিত সমস্যায় প্রয়াত হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত। ‘স্বপ্নের দিন’ ও ‘উত্তরা’ ছবির জন্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এ ছাড়া তাঁর ৫টি ছবি সেরা ছবির শিরোপা পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায়। বাংলার সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তাঁর আরও দু’টি ছবি— ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’।

৪৭. বিশ্বের প্রথম কোন দেশ বিটকয়েন (Bitcoin ) কে আইনী দরপত্র দিয়েছে ?

(A) ভেনিজুয়েলা
(B) এল সালভাদোর
(C) গুয়াতেমালা
(D) হন্ডুরাস

উত্তর :
(B) এল সালভাদোর
৯ই জুন এল সালভাদোর বিটকয়েন (Bitcoin ) কে আইনী দরপত্র দিয়েছে।

৪৮. ২০২১ সালের EIU গ্লোবাল লাইভেবিলিটি র‌্যাঙ্কিংয়ে কোন শহরটিকে বিশ্বের সর্বাধিক বসবাসযোগ্য শহর হিসাবে ঘোষণা করা হয়েছে ?

(A) অকল্যান্ড
(B) অ্যাডিলেড
(C) টোকিও
(D) ওয়েলিংটন

উত্তর :
(A) অকল্যান্ড
অকল্যান্ডকে গ্লোবাল লাইভিলিভিটি ইনডেক্স ২০২১ সালে সেরা স্থান দেওয়া হয়েছে। দ্রুততার সাথে করোনা মোকাবেলায় সফল নিউজিল্যান্ডের এই শহর ।

৪৯. আসামের সপ্তম জাতীয় উদ্যান কোনটি ?

(A) ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যান
(B) রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান
(C) রায়মোনা জাতীয় উদ্যান
(D) দিহিং পাটকাই জাতীয় উদ্যান

উত্তর :
(D) দিহিং পাটকাই জাতীয় উদ্যান
সম্প্রীতি আসামের সপ্তম জাতীয় উদ্যান হিসেবে দিহিং পাটকাই জাতীয় উদ্যানের নাম ঘোষণা করা হয়েছে।

দেখে নাও দিহিং পাটকাই জাতীয় উদ্যান সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here


৫০. প্রথম কোন ভারতীয় আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (International Swimming Federation) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছেন?

(A) বিরেন্দ্র নানাবতী
(B) মোনাল ডি চোকশি
(C) অর্জুন মুন্ডা
(D) ভি.এন. প্রসুদ

উত্তর :
(A) বিরেন্দ্র নানাবতী
ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট বিরেন্দ্র নানাবতী ২০২১-২৫ এর জন্য আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (International Swimming Federation) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম ভারতীয় যিনি এই পদে নির্বাচিত হয়েছেন ।

৫১. ২০২১ সালের পেন পিন্টার পুরস্কারের বিজয়ী কে?

(A) ওয়ালিদ আবুলখায়ের
(B) ইরিনা খলিপ
(C) বেফেকাদু হাইলু
(D) সিৎসি ডাঙ্গারেম্বগা

উত্তর :
(D) সিৎসি ডাঙ্গারেম্বগা
১৯৫৯ সালে জন্ম নেয়া ডাঙ্গারেম্বগা হচ্ছেন জিম্বাবুয়ের প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি ইংরেজিতে উপন্যাস লিখছেন। তাঁর লেখা কিছু বিখ্যাত বই হলো – ‘Nervous Conditions’, ‘The Book of Not’ , ‘This Mournable Body’,

৫২. ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব কে করবেন?

(A) শিখর ধাওয়ান
(B) হার্দিক পাণ্ড্য
(C) সঞ্জু স্যামসন
(D) দেবদূত পাদিক্কাল

উত্তর :
(A) শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান শ্রীলঙ্কার ছয় ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সফরে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন, যা ১৩-২৫ জুলাই, ২০২১ সালের মধ্যে কলম্বোর আর-প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।

৫৩. ২০২১ সালের G7 শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে কোন দেশ ?

(A) ব্রিটেন
(B) ফ্রান্স
(C) মার্কিন
(D) ইতালি

উত্তর :
(A) ব্রিটেন
২০২১ সালের G7 শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে ব্রিটেন।

৫৪. ২০৩২ সালের অলিম্পিক গেমসের আয়োজন করতে চলেছে কোন শহর ?

(A) অকল্যান্ড
(B) অ্যাডিলেড
(C) ওয়েলিংটন
(D) ব্রিসবেন

উত্তর :
(D) ব্রিসবেন
অস্ট্রেলিয়ার ব্রিসবেন এ ২০৩২ সালের অলিম্পিক গেমস আয়োজিত হবে বলে সম্প্রতি ঘোষণা করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ।

৫৫. কোন দেশ পলাতক অর্থনৈতিক অপরাধী মেহুল চোকসিকে ‘নিষিদ্ধ অভিবাসী’ হিসাবে ঘোষণা করেছে?

(A) অ্যান্টিগুয়া এবং বার্বুডা
(B) ডোমিনিকান প্রজাতন্ত্র
(C) কিউবা
(D) সিঙ্গাপুর

উত্তর :
(B) ডোমিনিকান প্রজাতন্ত্র
ডোমিনিকান প্রজাতন্ত্র ৯ই জুন পলাতক অর্থনৈতিক অপরাধী মেহুল চোকসিকে ‘নিষিদ্ধ অভিবাসী’ হিসাবে ঘোষণা করেছে।

৫৬. রিজার্ভ ব্যাঙ্কের কোন ডেপুটি গভর্নরকে ২-বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে ?

(A) এম রাজেশ্বর রাও
(B) বিপি কানুনগো
(C) মাইকেল পাত্র
(D) মহেশ কুমার জৈন

উত্তর :
(D) মহেশ কুমার জৈন
মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি 2021 সালের 22 শে জুন থেকে আরও দুই বছরের জন্য মহেশ কুমার জৈনকে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর ডেপুটি গভর্নর হিসাবে পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে। বর্তমানে কর্মরত অন্য তিনজন ডেপুটি গভর্নর হলেন মাইকেল পাত্র, এম রাজেশ্বর রাও এবং রবি শঙ্কর।

৫৭. জাতিসংঘ কোন দেশে অবস্থিত ‘কায়াহ’ রাজ্যে গণ মৃত্যুর বিষয়ে সতর্ক করেছে?

(A) সুদান
(B) মায়ানমার
(C) বাংলাদেশ
(D) আফগানিস্তান

উত্তর :
(B) মায়ানমার
জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞরা পূর্ব মায়ানমারে অনাহার ও রোগের কারণে ব্যাপকহারে মৃত্যুর বিষয়ে সতর্ক করেছিলেন।
কায়াহে সহিংসতায় আনুমানিক ১০ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করার পরে জাতিসংঘ জরুরি আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

৫৮. সম্প্রতি খবরে আসা মাউন্ট একো ডাম্বিং (Mount Eko Dumbing ) কোন রাজ্যে অবস্থিত?

(A) উত্তরাখণ্ড
(B) সিকিম
(C) অরুণাচল প্রদেশ
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(C) অরুণাচল প্রদেশ
সম্প্রতি, বন্যপ্রাণী উৎসাহীদের একটি দল সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৭৩ মিটার উপরে মাউন্ট ইকো ডাম্বিংয়ে দুটি নতুন প্রজাতির মোনাল পাখি দেখেছেন। এটি অরুণাচল প্রদেশে অবস্থিত।

৫৯. সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা করেছে যে ২০৩০ সালের মধ্যে AIDS দূরীকরণের জন্য তারা প্রস্তুতি নিয়েছে ?

(A) জাতিসংঘের সাধারণ পরিষদ
(B) IMF
(C) WHO
(D) UNICEF

উত্তর :
(A) জাতিসংঘের সাধারণ পরিষদ
জাতিসংঘের সাধারণ পরিষদ সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ২০৩০ সালের মধ্যে AIDS দূরীকরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে।

৬০. কোন ক্রিকেটার ‘Cricuru’ নামক একটি অনলাইন ক্রিকেট কোচিং ওয়েবসাইট শুরু করেছে ?

(A) শচীন টেন্ডুলকার
(B) বিরাট কোহলি
(C) বীরেন্দ্র শেহবাগ
(D) এম এস ধোনি

উত্তর :
(C) বীরেন্দ্র শেহবাগ
ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ক্রিকেট কোচিংয়ের জন্য CRICURU নামে একটি পোর্টাল চালু করেছেন। এটি তরুণ খেলোয়াড়দের জন্য ভারতের প্রথম এআই–সমর্থিত কোচিং ওয়েবসাইট। তরুণ খেলোয়াড়রা এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, ব্রায়ান লারা, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং এবং জন্টি রোডসের মতো বিশ্বের 30 জন খেলোয়াড়ের থেকে মাস্টার ক্লাসের মাধ্যমে ক্রিকেট শিখতে পারবে।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page
Telegram

Related Articles

Back to top button