
Table of Contents
ফ্রেঞ্চ ওপেন ২০২১
২০২০ তে করোনা মহামারীর কারণে পিছিয়ে পড়লেও এই বছর যথা সময়েই সুষ্ঠ ভাবে সম্পন্ন হল ফরাসি ওপেন ২০২১। দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ ওপেন ২০২১ সম্পর্কে বিস্তারিত তথ্য ।
ফ্রেঞ্চ ওপেন ২০২১ বিজয়ীদের তালিকা(French Open 2021 Winners List)
পুরুষ বিভাগ
বিভাগ | চ্যাম্পিয়ন | রানার আপ |
সিঙ্গেল | নোভাক জোকোভিচ | স্টেফানোস চিচিপাস |
ডাবলস | পিয়ের-হিউজ হার্বার্ট/ নিকোলাস মাহুত | আলেকজান্ডার বুবলিক/ আন্দ্রে গোলুয়েভ |
হুইলচেয়ার সিঙ্গলস | আলফি হিউলেট | শিংগো কুনিদা |
হুইলচেয়ার ডাবলস | আলফি হুইট / গর্ডন রিড | স্টাফেন হুদেট / নিকোলাস পিফার |
দেখে নিন : ফরাসি ওপেন ২০২১ জিতলেন জকোভিচ
মহিলা বিভাগ
বিভাগ | চ্যাম্পিয়ন | রানার আপ |
সিঙ্গেল | বারবোরা ক্রেজকোভাক | আনাস্টাসিয়া পাভলিউচেনকোভা |
ডাবলস | বারবোরা ক্রেজিভকোভ /কাতেরিনা সিনিয়াকোভা | বেথনি ম্যাটেক-স্যান্ডস / ইগা আভিটেক |
হুইলচেয়ার সিঙ্গলস | ডিডে ডি গ্রোট | ইউই কামিজি |
হুইলচেয়ার ডাবলস | ডিয়ে দে গ্রোট / আনিক ভ্যান কুট | ইউই কামিজি / জর্দান অ্যাসি |
মিক্সড
বিভাগ | চ্যাম্পিয়ন | রানার আপ |
ডাবলস | ডিজাইরে ক্রাওজাইক / জো স্যালসবারি | এলেনা ভেসিনা আসলান করাতসেভ |
হুইলচেয়ার কোয়াড ডাবলস | অ্যান্ডি ল্যাপথর্ন / ডেভিড ওয়াগনার | ডিলান অ্যালকোট / স্যাম শ্রডার |
ফ্রেঞ্চ ওপেন (ফরাসি ওপেন) ২০২১ মহিলাদের একক বিভাগে কে চ্যাম্পিয়ন হলেন ?
উত্তর : ফরাসি ওপেন ২০২১ মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হলেন বারবোরা ক্রেজকোভাক। .
ফ্রেঞ্চ/ফরাসি ওপেন সম্পর্কে কিছু তথ্য :
- ১৮৯১ সালে ফ্রেঞ্চ ওপেন শুরু হয় ।শুরুর দিকে কেবল ফ্রেঞ্চ ক্লাবের সদস্যরাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারতেন । ১৯২৪ সাল পর্যন্ত কেবল ফ্রেঞ্চ ক্লাবের সদস্যদের নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
- ১৮৯৭ সাল থেকে ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলাদের অংশগ্রহণ শুরু হয় ।
- চারটি গ্রান্ড স্ল্যামের দ্বিতীয়টি হল ফ্রেঞ্চ ওপেন ।
- ফ্রেঞ্চ ওপেন একমাত্র গ্রান্ড স্ল্যাম যেটি ক্লে কোর্টে অনুষ্ঠিত হয়।
- ফরাসি ওপেন টুর্নামেন্টটি মে মাসের শেষ ও জুন মাসের শুরুতে দুই সপ্তাহব্যাপী ফ্রান্সের প্যারিসে স্টাডে রোল্যাঁ গ্যাঁরোতে অনুষ্ঠিত হয়।
ফ্রেঞ্চ ওপেনের বিভিন্ন পুরস্কার / ট্রফি :
ফরাসি ওপেনে বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়নদের জন্য থাকে বিভিন্ন ধরণের পুরস্কার,একনজের দেখে নেওয়া যাক তার তালিকা।
- পুরুষ একক চ্যাম্পিয়ন : কোপা দেস মাস্কেটিয়ার্স ট্রফি
- মহিলা একক চ্যাম্পিয়ন : কোপা সুজান লেংলেন ট্রফি
- পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন : কোপা জ্যাকস ব্রাগনন ট্রফি
- মহিলা ডাবলস চ্যাম্পিয়ন : কোপা সাইমন মাথিউ ট্রফি
- মিশ্র ডাবলস চ্যাম্পিয়ন : কোপা মার্সেল বার্নার্ড ট্রফি
ফরাসি ওপেন (ফ্রেঞ্চ ওপেন) ২০২১ পুরুষদের একক বিভাগে কে চ্যাম্পিয়ন হলেন ?
উত্তর : ফ্রেঞ্চ ওপেন ২০২১ চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। (পুরুষদের একক বিভাগে) .
আরো দেখে নাও :
- চ্যাম্পিয়নস লিগ(Champions League) চ্যাম্পিয়ন হল চেলসি
- লা লিগা চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিকো মাদ্রিদ
- ২০২১ সালে পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা রাজাগোপালান
- বাংলা কুইজ সেট ১৮৮ খেলাধূলা কুইজ
To check our latest Posts - Click Here