Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৬। সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর | Bengali

Daily General Awareness Practice Set – 306

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর – সেট ৩০৬

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সেট :

৪৫৬১. চুম্বক তৈরিতে নিচের কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?

(A) ডুরালুমিন
(B) স্টেইনলেস ষ্টীল
(C) অ্যালনিকো
(D) ম্যাগনালিয়াম

উত্তর :
(C) অ্যালনিকো

চুম্বক তৈরিতে সংকর ধাতু অ্যালনিকো ব্যবহৃত হয় ।

দেখে নাও বিভিন্ন সংকর ধাতুর উপাদান ও ব্যবহার – Click Here


৪৫৬২. [CHSL 2018] Board of Industrial and Financial Reconstruction (BIFR) কোন সালে প্রতিষ্ঠিত হয়?

(A) ১৯৮৭
(B) ১৯৮৪
(C) ১৯৮৯
(D) ১৯৮১

উত্তর :
(A) ১৯৮৭

The Sick Industrial Companies (Special Provisions) Act, 1985 (SICA) অনুসারে ১৯৮৭ সালে Board of Industrial and Financial Reconstruction (BIFR) প্রতিষ্ঠিত হয়েছিল।


৪৫৬৩. সম-পরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে বলে  

(A) Isobath
(B) Isohyet
(C) Isozyme
(D) Isoneph

উত্তর :
(B) Isohyet

দেখে নাও বিভিন্ন সমমান রেখাসমূহের তালিকা – Click Here


৪৫৬৪. “ক্যাপাসিট্যান্স (Capacitance )” এর একক কী?

(A) ওয়েবার
(B) ফ্যারাড
(C) টেসলা
(D) ওহম

উত্তর :
(B) ফ্যারাড

“ক্যাপাসিট্যান্স (Capacitance )” এর SI একক হলো ফ্যারাড ।


৪৫৬৫. পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায় (period  ) কোনটি ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(D)

পর্যায় সারণীর ৭টি পর্যায়ের  মধ্যে দীর্ঘতম হলো ৬ ও ৭ নম্বর । এই দুটিতে ৩২টি করে মৌল রয়েছে।

দেখে নাও পর্যায় সারণির আলোচনা সহ আমাদের বিস্তারিত ক্লাসের ভিডিওটি –


৪৫৬৬. নিম্নলিখিত কোন কেন্দ্র শাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে?

(A) পুদুচেরি
(B) দিল্লি
(C) চণ্ডীগড়
(D) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 

উত্তর :
(B) দিল্লি

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের তালিকা – Click Here


৪৫৬৭. নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে গান এবং নাচ নিষিদ্ধ করেছিলেন?

(A) জাহাঙ্গীর
(B) বাবর
(C) ঔরঙ্গজেব
(D) হুমায়ূন

উত্তর :
(C) ঔরঙ্গজেব

ঔরঙ্গজেব তার সাম্রাজ্যে গান এবং নাচ নিষিদ্ধ করেছিলেন।  যদিও তিনি নিজেই একজন ভালো বীনা বাদক ছিলেন ।


৪৫৬৮. পাল রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?

(A) দেবপাল
(B) গোপাল
(C) ধর্মপাল
(D) মহিপাল

উত্তর :
(B) গোপাল

পাল বংশের –

  • প্রতিষ্ঠাতা – গোপাল
  • শ্রেষ্ঠ রাজা – ধর্ম পাল
  • শেষ রাজা – মদন পাল

দেখে নাও বিভিন্ন রাজবংশের প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ রাজার তালিকা – Click Here 


৪৫৬৯. চীনা পরিব্রাজক হিউয়েন-সাং নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন ?

(A) তক্ষশীলা
(B) বিক্রমশিলা
(C) মগধ
(D) নালন্দা

উত্তর :
(D) নালন্দা

চীনা পরিব্রাজক হিউয়েন-সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত ।


৪৫৭০. [CHSL 2018] আন্তঃ সংসদীয় ইউনিয়ন (Inter Parliamentary Union  ) এর সদর দফতর কোথায় অবস্থিত ?

(A) সুইডেন
(B) ব্রিটেন
(C) আমেরিকা
(D) সুইজারল্যান্ড

উত্তর :
(D) সুইজারল্যান্ড

আন্তঃ সংসদীয় ইউনিয়ন (Inter Parliamentary Union  ) এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৯ খ্রিস্টাব্দে ।


আরো দেখুন : 

সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৪। Daily General Awareness | Bengali

সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ

ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button