Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭২। Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 272

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭২

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪২১১. নিম্নলিখিতগুলির মধ্যে কে রাজসভায় সদস্য মনোনয়নের ক্ষমতা রাখে?

(A) রাষ্ট্রপতি
(B) উপরাষ্ট্রপতি
(C) লোকসভার স্পিকার
(D) প্রধানমন্ত্রী

উত্তর :
(A) রাষ্ট্রপতি

রাজ্যসভাতে ২৫০ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন ।

একঝলকে দেখে নাও – ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত বিভিন্ন তথ্য – Click Here


৪২১২. নিম্নের কোনটি ভিনিগারের রাসায়নিক সংকেত ?

(A) CH3COOH
(B) HCOOH
(C) C2H5COOH
(D) C6H6

উত্তর :
(A) CH3COOH

ভিনিগারের রাসায়নিক সংকেত হলো CH3COOH । এটি অ্যাসিটিক অ্যাসিড নামেও পরিচিত ।


৪২১৩. হাঙ্গেরির রাজধানী হলো 

(A) সান্না
(B) বুদাপেস্ট
(C) ভিয়েনা
(D) হেলসিংকি 

উত্তর :
(B) বুদাপেস্ট

হাঙ্গেরির

  • রাজধানী  – বুদাপেস্ট
  • মুদ্রা – ফোরিন্ট

৪২১৪. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) পন্ডিত মদন মোহন মালব্য
(B) রাজা রামমোহন রায়
(C) বিবেকানন্দ
(D) চৌধুরী নারায়ণ সিংহ

উত্তর :
(A) পন্ডিত মদন মোহন মালব্য

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পূর্বে কেন্দ্রীয় হিন্দু কলেজ হিসাবে পরিচিত ছিল। এটি উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি অ্যানি বেসান্ত -এর সহযোগিতায় মদন মোহন মালব্য ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন।


৪২১৫. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুসারে ২০১৯ সালের বছরের হিন্দী শব্দ (Hindi word of the year) নির্বাচিত হয়েছে কোনটি?

(A) Samvidhaan
(B) Meme
(C) Sarkar
(D) Mauka Mauka

উত্তর :
(A) Samvidhaan


৪২১৬. গৌর বা বনগরু কোন আই এস এল টিমের লোগোতে দেখতে পাওয়া যায়?

(A) Chennaiyin FC
(B) NorthEast United FC
(C) FC Goa
(D) Odisha FC

উত্তর :
(C) FC Goa

৪২১৭. PETA কথার পুরো অর্থ কী?

(A) Pledge for the Ethical Treatment of Animals
(B) People for the Ethical Treatment of Animals
(C) People Eliminating Trafficking of Animals
(D) Pledge for Eliminating Trafficking of Animals

উত্তর :
(B) People for the Ethical Treatment of Animals

PETA কথার পুরো অর্থ হলো – People for the Ethical Treatment of Animals । PETA প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮০ খ্রিস্টাব্দে ।


৪২১৮. নিম্নলিখিত কোন শিখ ধর্মীয় ঐতিহ্যবাহী স্থানটি ভারতে অবস্থিত নয় ?

(A) নানদেদ
(B) কেশগড় সাহেব
(C) পানতা সাহেব
(D) নানকানা সাহেব

উত্তর :
(D) নানকানা সাহেব

গুরু নানক ১৪৬৯ সালের ১৫ই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায় ভোয় কি তালবন্দী গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি পাকিস্তানের নানকানা সাহিব নামে পরিচিত।


৪২১৯. সৌরজগতের কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক?

(A) পৃথিবী
(B) নেপচুন
(C) বৃহস্পতি
(D) শনি

উত্তর :
(C) বৃহস্পতি

সৌরজগতের গ্রহগুলির মধ্যে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক।


৪২২০. আলফনসো নিম্নের কোনটির একটি রকম ?

(A) পেয়ারা
(B) চেরি
(C) পীচ
(D) আম

উত্তর :
(D) আম

পর্তুগীজ এক সামরিক বিশেষজ্ঞেরআলফানসু ডি আলবাকারকির নামানুসারে এই আমের নাম রাখা হয়। ভারতে উৎপন্ন হওয়া সবচেয়ে উন্নত জাতের আম হল আলফানসো। আমের রাজা বলা হয় আলফানসোকে। প্রসঙ্গত, ভারতের জাতীয় ফল আম আর বাংলাদেশের জাতীয় গাছ হল আম গাছ।


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button