Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. IUCN রেড লিস্টে প্রবেশ করা তিনটি হিমালয়ের ঔষধি গাছের মধ্যে নিচের কোনটি নেই?

(A) মেইজোট্রপিস পেলিটা
(B) ডাক্টাইলরহিজা হাতগিরিয়া
(C) ফ্রিটিলোরিয়া সিরোসা
(D) উইথানিয়া সোমনিফেরা

উত্তর
(D) উইথানিয়া সোমনিফেরা

  • তিনটি হিমালয়ের ঔষধি গাছ IUCN রেড লিস্টে প্রবেশ করেছে।
  • এগুলি হল মেইজোট্রপিস পেলিটা (সমালোচনামূলকভাবে বিপন্ন), ফ্রিটিলোরিয়া সিরোসা (ভালনারেবল) এবং ড্যাক্টিলোরিজা হ্যাটাগিরিয়া (বিপন্ন)।
  • মেইজোট্রপিস পেলিটা সাধারণত পাটওয়া নামে পরিচিত, একটি বহুবর্ষজীবী ঝোপ যা শুধুমাত্র উত্তরাখণ্ডে পাওয়া যায়।
  • ফ্রিটিলারিয়া সিরোসা, সাধারণত হিমালয়ান ফ্রিটিলারি নামে পরিচিত, একটি বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ।

২. ভারতে যক্ষ্মা শেষ করার জন্য ACSM-এর একটি জাতীয় কর্মশালায় যক্ষ্মার বিরুদ্ধে ‘জন আন্দোলন’ উদ্যোগের জন্য কোন রাজ্যকে পুরস্কৃত করা হয়েছে?

(A) মেঘালয়
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) আসাম

উত্তর
(A) মেঘালয়

  • মেঘালয় সরকার ভারতে যক্ষ্মা শেষ করার জন্য ACSM-এর একটি জাতীয় কর্মশালায় যক্ষ্মার বিরুদ্ধে ‘জন আন্দোলন’-এর উদ্যোগের জন্য পুরস্কৃত হয়েছে।
  • ২০২৫ সালের মধ্যে দেশে এই রোগ নির্মূল করার লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রী মোদির।

৩. Ispace Inc, SpaceX ফ্যালকন 9 রকেট থেকে তার HAKUTO-R মিশনের অধীনে চাঁদে নিজস্ব ব্যক্তিগত ল্যান্ডার M1 উৎক্ষেপণ করেছে। Ispace Inc কোন দেশের স্টার্টআপ?

(A) উত্তর কোরিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) মঙ্গোলিয়া

উত্তর
(C) জাপান

  • জাপানি স্পেস স্টার্টআপ Ispace Inc, SpaceX ফ্যালকন  9 রকেট থেকে তার HAKUTO-R মিশনের অধীনে চাঁদে নিজস্ব ব্যক্তিগত ল্যান্ডার M1 লঞ্চ করেছে।
  • এই মুন ল্যান্ডারে দুটি রোভার রয়েছে যারা ২০২৩ সালের এপ্রিল মাসে চাঁদের দৃশ্যমান দিকে স্পর্শ করবে বলে আশা করা হয়েছিল।

৪. সুলোচনা চভন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন বছরে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন?

(A) ২০১৯
(B) ২০২২
(C) ২০২১
(D) ২০২০

উত্তর
(B) ২০২২

  • প্রখ্যাত লাবণী গায়িকা সুলোচনা চভন ১০ই ডিসেম্বর ২০২২-এ প্রয়াত হয়েছেন।
  • তিনি ২০২২ সালের মার্চ মাসে পদ্মশ্রী পেয়েছিলেন।
  • শিল্প ধারায় তার গানের অবদানের জন্য তিনি ‘লাবনি সম্রাজ্ঞী’ উপাধিতে ভূষিত হয়েছেন।
  • তিনি ২০১০ সালের জন্য লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

৫. ২০২২ সালের ‘World Athlete of the Year’ পুরস্কার জিতে নিলেন কারা?

(A) ম্যাকলাফলিন-লেভ্রোন, ডুপ্ল্যান্টিস
(B) মার্টিন রিকেট, ডোনা ফ্রেজার
(C) কনফেডেরাকাও ব্রাসিলিরা দে অ্যাটলেটিসমো, কেটি নাগোতে
(D) উপরের কেউ না.

উত্তর
(A) ম্যাকলাফলিন-লেভ্রোন, ডুপ্ল্যান্টিস

  • বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকান হার্ডলার সিডনি ম্যাকলাফলিন-লেভ্রোন এবং সুইডিশ পোল ভল্টার আরমান্ড ডুপ্ল্যান্টিস, ২০২২ সালের বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতে নিয়েছেন।
  • ম্যাকলাফলিন-লেভ্রোন ২০২২ সালে দুবার মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের রেকর্ড ভেঙেছেন।

৬. সম্প্রতি প্রয়াত “The Beckham Experiment (2009)” বইয়ের লেখক এবং ফুটবল সাংবাদিকের নাম কী

(A) গ্রান্ট ওয়াহল
(B) রিধিমা পাঠক
(C) যতীন সাপ্রু
(D) মায়ান্তি ল্যাঙ্গার

উত্তর
(A) গ্রান্ট ওয়াহল

  • প্রখ্যাত ফুটবল সাংবাদিক গ্রান্ট ওয়াহল সম্প্রতি কাতারে মারা গেছেন।
  • তিনি Fox স্পোর্টস-এর মতো মিডিয়া আউটলেটগুলির সাথে কাজ করেছেন।

৭. BWF ওয়ার্ল্ড ট্যুরের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে?

(A) ব্যাংকক
(B) জাপান
(C) দক্ষিণ কোরিয়া
(D) চীন

উত্তর
(A) ব্যাংকক

  • HS প্রণয় BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়েছেন।
  • ব্যাডমিন্টনে, ভারতের HS প্রণয় ব্যাংককে BWF ওয়ার্ল্ড ট্যুরে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনকে পরাজিত করেছেন।

৮. সম্প্রতি কোন নেতাকে SIES পুরস্কারে সম্মানিত করা হয়েছে?

(A) নির্মলা সীতারামন
(B) ভেঙ্কাইয়া নাইডু
(C) পীযূষ গয়াল
(D) রাম নাথ কোবিন্দ

উত্তর
(B) ভেঙ্কাইয়া নাইডু

  • প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু ২৫ তম শ্রী চন্দ্রশেকরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড (SIES) পেয়েছেন৷

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button