English

ইংরেজিতে বিভিন্ন প্রাণীর ডাক । Animal Sounds List PDF

List of Sounds of Different Animals

Animal Sounds List PDF : ইংরেজিতে বিভিন্ন প্রাণীর ডাক ( Sounds of Different Animals ) -কে কি বলা হয় তার একটি তালিকা তুলে ধরা হল। বিভিন্ন পরীক্ষার কোন একটি বিশেষ প্রাণীর নাম দিয়ে অনেকক্ষেত্রে জানতে চাওয়া হয় সেই প্রাণীর ডাককে ইংরেজিতে কি বলে। আবার অনেক ক্ষেত্রে কোন একটি প্রাণীর ডাক দিয়ে জানতে চাওয়া হয় সেটি কোন প্রাণীর ডাক। এই ধরণের সমস্ত প্রশ্নগুলির উত্তর খুব সহজেই করা যাবে আজকের এই পোস্টটি থেকে। কোন প্রাণীর ডাককে ইংরেজিতে কি বলে

দেখে নাও : কিছু প্রাণী ও তাদের বাচ্চাদের ইংরাজি – PDF – Baby Animal Names
Animal Sounds List PDF
Animal Sounds List PDF

বিভিন্ন প্রাণীর ডাক তালিকা

নংপ্রাণীডাক
ইঁদুরSqueak
ঈগলScream
উটGrunt
কচ্ছপGrunt
কাকCaw, Cah
কুকুরBark
কোকিলCoo
খরগোশSqueak
গণ্ডারSnort
১০গরুMoo
১১গাধাBray
১২গুবরে পোকাDrone
১৩গোরিলাGibber
১৪ঘোড়াNeigh
১৫ছাগলBleat
১৬জিরাফHum
১৭জেব্রাBray
১৮টিয়া পাখিTalk
১৯ডলফিনClick
২০পাতিহাঁসQuack
২১পায়রাCoo
২২পেঁচাHoot
২৩বনমানুষGibber
২৪বাঘRoar, Growl
২৫বাছুরBleat
২৬বাদুড়Screech, Squeak
২৭বিড়ালMew, Meow
২৮ব্যাঙCrock
২৯ভল্লুকGrowl
৩০ভেড়াBleat
৩১ময়ূরScream
৩২মুরগিCackle
৩৩মোরগCrow
৩৪মৌমাছিBuzz
৩৫শূকরGrunt, Squeal
৩৬ষাঁড়Bellow
৩৭সাপHiss
৩৮সিংহRoar, Growl
৩৯হরিণBell
৪০হাতিTrumpet
Sounds of Different Animals

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name : ইংরেজিতে বিভিন্ন প্রাণীর ডাক । Sounds of Different Animals – PDF – বাংলা কুইজ
  • File Size: 1 MB
  • No. of Pages: 03
  • Format: PDF
  • Language: Bengali / English
  • Subject: English

Also Check: –

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button