Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮২ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 282

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮২

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৩১১. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লজিক গেট নয়?

(A) AND
(B) OR
(C) XR
(D) NOT

উত্তর :
(C) XR

বিভিন্ন ধরণের লজিক গেট গুলি হলো  – AND, OR, NOT, NOR, NAND, XOR.


৪৩১২. রক্তে অ্যালকোহলের পরিমাণ পরিমাপ করতে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়?

(A) Spirometer
(B) Breathalyzer
(C) Viscometer
(D) Sphygmomanometer

উত্তর :
(B) Breathalyzer

রক্তে অ্যালকোহলের পরিমাণ পরিমাপ করতে Breathalyzer ব্যবহৃত হয়।


৪৩১৩. শান্তিতে নোবেল পুরষ্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় ?

(A) ১৮৯৫
(B) ১৮৯৬
(C) ১৯০১

(D) ১৯০২

উত্তর :
(C) ১৯০১
শান্তিতে নোবেল পুরস্কার ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও, ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।

শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন – ফ্রেদেরিক পাসি এবং হেনরি ডুনান্ট ।


৪৩১৪. গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন 

(A) তুলসীদাস
(B) বিশ্বামিত্র
(C) বশিষ্ঠ
(D) ইন্দ্র

উত্তর :
(B) বিশ্বামিত্র

গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দুধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র।  ই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। এটি ঋগ্বেদের (মণ্ডল ৩।৬২।১০) একটি সূক্ত। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিতৃকে আবাহন করা হয়। এই মন্ত্রটি রচনা করেছিলেন বিশ্বামিত্র।

উইলিয়াম জোন্স ১৮০৭ সালে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেন।


৪৩১৫. প্রথম রমন ম্যাগসেসে পুরষ্কার পেয়েছিলেন – 

(A) আচার্য বিনোবা ভাবে
(B) পণ্ডিত রবিশঙ্কর
(C) সাইফুদ্দিন কিচলু
(D) শঙ্কর কুরুপ

উত্তর :
(A) আচার্য বিনোবা ভাবে

আচার্য বিনোবা ভাবে প্রথম ব্যক্তি যিনি রমন ম্যাগসেসে পুরষ্কার পেয়েছিলেন। ১৯৫৮ সালে তিনি এই পুরস্কারে প্রথম ভূষিত হয়েছিলেন।


৪৩১৬. ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল শান্তিপূর্ণ ভাবে কোনো রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার প্রদান করে ?

(A) আর্টিকেল ১৭
(B) আর্টিকেল ১৮
(C) আর্টিকেল ১৯
(D) আর্টিকেল ২০

উত্তর :
(C) আর্টিকেল ১৯

আর্টিকেল ১৯ ভারতীয়দের ৬ টি স্বাধীনতার অধিকার প্রদান করে । তাদের মধ্যে একটি হলো – শান্তিপূর্ণ ভাবে কোনো রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়ার অধিকার ।



৪৩১৭. নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি মানবদেহে সংশ্লেষিত হতে পারে?

(A) ভিটামিন এ
(B) ভিটামিন বি
(C) ভিটামিন সি
(D) ভিটামিন ডি

উত্তর :
(D) ভিটামিন ডি

ভিটামিন D

  • রাসায়নিক নাম : ক্যালসিফেরল (Calciferol)।
  • উৎস:
    • উদ্ভিজ্জ — উদ্ভিজ্জ তেলে এবং বাঁধাকপিতে এই ভিটামিন অল্প পরিমাণে পাওয়া যায়।
    • প্রাণীজ — মাছের যকৃৎ নিঃসৃত তেল, বিশেষ করে কড় এবং হ্যালিবাট লিভার অয়েল হল ভিটামিন Dর উল্লেখযােগ্য উৎস। তাছাড়া মাছ, ডিম, মাখন ও দুধে এই ভিটামিন পাওয়া যায়।
  • পুষ্টিগত গুরুত্ব :
    • ক্যালসিয়াম এবং ফসফরাস শােষণে সহায়তা করে।
    • অস্থি গঠনে সহায়তা করে।
    • ফসফরাস এবং ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে।
    • প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে|
    • দন্ত গঠন ও দন্ত বৃদ্ধিতে সহায়তা করে।
    • ক্রিকেট রােগ প্রতিরােধ করে।
  • অভাবজনিত ফল :
    • এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রােগ হয়।
    • দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও দাঁতের ক্ষয় হতে দেখা যায়।
    • রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম-বিপাক ব্যাহত হয়।

দেখে নাও বিভিন্ন ভিটামিন সম্পর্কিত আমাদের নোটটি – Click Here


৪৩১৮. ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তি বিকাশে অবদানের জন্য নিচের মধ্যে কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?

(A) কার্ল ব্যারি শার্পলেস
(B) হর্স্ট লুডভিগ স্টর্মার
(C) জ্যাক কিলবি
(D) লেল্যান্ড এইচ হার্টওয়েল

উত্তর :
(C) জ্যাক কিলবি

জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি বিখ্যাত মার্কিন তড়িৎ প্রকৌশলী। তিনি ২০০০ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন


৪৩১৯. নিম্নের কোনটির মান  কোনো পদার্থের পরিমান পরিবতন হলেও একই থাকে ?

(A) ঘনত্ব
(B) ওজন
(C) ভর
(D) আয়তন

উত্তর :
(A) ঘনত্ব

৪৩২০. ২০০৮ সালের মুম্বাই হামলার বিরুদ্ধে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অভিযানের কোড নাম কী ছিল?

(A) অপারেশন ব্ল্যাক টর্নেডো
(B) অপারেশন সাফেদ সাগর
(C) অপারেশন ব্লু স্টার
(D) অপারেশন মেঘদূত

উত্তর :
(A) অপারেশন ব্ল্যাক টর্নেডো

দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের তালিকা – Click Here 


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button