Mixed MCQ

PSC Miscellaneous Answer Key 2020

৬১. হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক?

(A) ডাডলি ডার্সলি
(B) লর্ড ভলডেমাের্ট
(C) সেভেরাস স্লেপ
(D) উপরের কেউ নন

উত্তর :
(B) লর্ড ভলডেমাের্ট

৬২. নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়?

(A) অরাল সাগর
(B) কৃষ্ণ সাগর
(C) ভূমধ্যসাগর
(D) লোহিত সাগর

উত্তর :
(A) অরাল সাগর

৬৩. ‘মোপলা’ অভ্যুত্থান ছিল মূলত একটি

(A) উপজাতিক আন্দোলন
(B) কৃষক আন্দোলন
(C) সাম্প্রদায়িক আন্দোলন
(D) বিপ্লবী আন্দোলন

উত্তর :
(B) কৃষক আন্দোলন

৬৪. নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ?

(A) ঝনক ঝনক পায়েল বাজে
(B) উমরাহ জান
(C) মুঘল-এ-আজম
(D) শতরঞ্জ কে খিলাড়ি

উত্তর :
(D) শতরঞ্জ কে খিলাড়ি 

৬৫. ‘দস্ত-ই-মারগাে’ বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ?

(A) সৌদি আরব
(B) কাজাখস্তান
(C) ইরাক
(D) আফগানিস্তান

উত্তর :
(D) আফগানিস্তান

৬৬. ভারতীয় সংবিধানের প্রথমনক্সাও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল?

(A) যামিনী রায়
(B) নন্দলাল বােস
(C) অমৃতা শেরগিল
(D) গণেশ পাইন

উত্তর :
(B) নন্দলাল বােস

৬৭. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা

(A) 11 জোড়া
(B) 27 জোড়া
(C) 32 জোড়া
(D) 31 জোড়া

উত্তর :
(D) 31 জোড়া

৬৮. বাঙালী কার্টুন চরিত্র ‘নন্টে-ফন্টে’র রচয়িতা কে?

(A) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(B) নারায়ণ দেবনাথ
(C) নারায়ণ সান্যাল
(D) নারায়ণ শিকদার

উত্তর :
(B) নারায়ণ দেবনাথ

৬৯. কোন প্রধানমন্ত্রীর আমলে, কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভােটাধিকারের বয়স কমিয়ে ২১ থেকে ১৮ করা হয়?

(A) ইন্দিরা গান্ধি, ১৯৮১
(B) রাজীব গান্ধি, ১৯৮৯
(C) নরসিমহা রাও, ১৯৯২
(D) অটল বিহারী বাজপেয়ী, ১৯৯৮

উত্তর :
(B) রাজীব গান্ধি, ১৯৮৯

৭০. নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয় ?

(A) শিবালিক
(B) সহ্যাদ্রী
(C) হিমাদ্রী
(D) হিমাচল

উত্তর :
(B) সহ্যাদ্রী

৭১. রােধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয়, তা হল 

(A) তড়িৎ প্রবাহমাত্রা
(B) বিভব পার্থক্য
(C) তড়িতের পরিমাণ
(D) বিভব পার্থক্য এবং তড়িতের পরিমাণ দুটিই

উত্তর :
(B) বিভব পার্থক্য

৭২. সাধারণত, অধাতবগুলি ‘বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক?

(A) ডায়মন্ড
(B) গ্রাফাইট
(C) সালফার
(D) ফুলিরিন

উত্তর :
(B) গ্রাফাইট

৭৩. স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদ বিজয়ী হন?

(A) খাসাবা দাদাসাহেব যাদব
(B) কারনাম মালেশ্বরী
(C) লিয়েন্ডার পেজ
(D) অভিনব বিন্দ্র

উত্তর :
(A) খাসাবা দাদাসাহেব যাদব 

৭৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেদের কোন অংশ থেকে বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন ?

(A) ঐতেরেয় ব্রাহ্মণ
(B) তৈত্তিরীয় সংহিতা
(C) শতপথ ব্রাহ্মণ
(D) পরাশর সংহিতা

উত্তর :
(D) পরাশর সংহিতা

৭৫. দিল্লীর কোন সুফি দরগার গায়করা বলিউডে সংগীত গেয়েছেন?

(A) হজরত নিজামুদ্দিন
(B) বাগ-এ-বেদিল
(C) চিরাগ-ই- দিল্লি
(D) মটকা পীর দরগা

উত্তর :
(A) হজরত নিজামুদ্দিন

আরো দেখুন :

WBCS Preliminary 2020 – Answer Key

PSC Clerkship Answer Key 2020 – Shift 2

PSC Clerkship Answer Key 2020 – Shift 1

 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button