Mixed MCQ

PSC Miscellaneous Answer Key 2020

৪১. লতা মঙ্গেশকরের আসল নাম কী ?

(A) মীনা
(B) হেমা
(C) নীতা
(D) সীমা

উত্তর :
(B) হেমা

সঠিক উত্তর (B) হেমা, কিন্তু PSC অফিসিয়াল আনসার কি তে উত্তর নিয়েছে (A) মীনা


৪২. কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গােয়েন্দা দল ‘গােয়েন্দা গন্ডালু’র স্রষ্টা?

(A) সুখলতা রাও
(B) লীলা মজুমদার
(C) সরােজিনী নাইডু
(D) নলিনী দাস

উত্তর :
(D) নলিনী দাস

৪৩. ১৯৮৮ সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণ পদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন?

(A) জার্মানি
(B) পশ্চিম জার্মানি
(C) পূর্ব জার্মানি
(D) পােল্যান্ড

উত্তর :
(B) পশ্চিম জার্মানি

৪৪. নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে?

(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) নেপাল
(D) ভুটান

উত্তর :
(C) নেপাল

** সঠিক উত্তর (A) বাংলাদেশ এবং  (C) নেপাল -এর মধ্যে যেকোনোটা হতে পারে ।


৪৫. হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

(A) সিমলা
(B) দার্জিলিং
(C) গৌহাটি
(D) লাদাখ

উত্তর :
(D) লাদাখ

৪৬. Na+, Fe2+,Co3+ এবং Zn2+ -এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয় ?

(A) Na+ এবং Co3+
(B) Fe2+ এবং Co3+
(C) Fe2+ এবং Zn2+
(D) Na+ এবং Zn2+

উত্তর :
(D) Na+ এবং Zn2+

* Naছাড়া বাকিগুলো সন্ধিগত মৌলের আয়ন ।


৪৭. বিখ্যাত জীবনীমূলক রচনা ‘দি ডায়রী অফ আ ইয়ং গার্ল’-এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন?

(A) পােলিস
(B) ডাচ (ওলন্দাজ)
(C) অস্ট্রেলিয়ান
(D) জার্মান

উত্তর :
(B) ডাচ (ওলন্দাজ) 

৪৮. নামচা বারওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে?

(A) গঙ্গা
(B) যমুনা
(C) ব্ৰহ্মপুত্র
(D) জলঙ্গী

উত্তর :
(C) ব্ৰহ্মপুত্র

৪৯. পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছেন?

(A) রজার ফেডারার
(B) নােভাক জোকোভিচ
(C) রাফায়েল নাদাল
(D) আলেকজান্ডার জভেরেভ

উত্তর :
(A) রজার ফেডারার ( PSC আনসার কি অনুযায়ী )

যদিও সঠিক উত্তর হওয়া উচিত – (B) নােভাক জোকোভিচ


৫০. মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরােদ-এর মতাে?

(A) সিতাের
(B) রাবাব
(C) ঘিজাক
(D) চাংঘ

উত্তর :
(B) রাবাব

৫১. রােহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা?

(A) রাখিন
(B) কাচিন
(C) চিন
(D) উপরােক্ত কোনােটিই নয়

উত্তর :
(A) রাখিন

৫২. সূর্যের শক্তি উৎপন্ন হয়

(A) H এবং He পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন।
(B) H এবং He পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন।
(C) He পরমাণুর ফিশন বিক্রিয়ার দরুন।
(D) H পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দর

উত্তর :
(B) H এবং He পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন।

৫৩. স্টেইনলেস স্টিলে লােহা মিশ্রিত থাকে ইহাদের সঙ্গে

(A) Ni এবং Cr
(B) Cu এবং Cr
(C) Ni এবং Cu
(D) Cu এবং Zn

উত্তর :
(A) Ni এবং Cr

৫৪. ২০২০ সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনােনীত হয়েছে?

(A) গাল্লি বয়
(B) ষাঁন্ড কি আঁখ
(C) স্কাই ইজ পিংক
(D) কবীর সিং

উত্তর :
(A) গাল্লি বয়

৫৫. কোন চিত্র পরিচালকের জন্মশতবর্ষ এই বছরে (২০২০ ) পালিত হচ্ছে?

(A) ঋত্বিক ঘটক
(B) মৃণাল সেন
(C) সত্যজিৎ রায়
(D) উৎপল দত্ত

উত্তর :
(C) সত্যজিৎ রায়

৫৬. ‘টোবা টেক সিং’ গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা?

(A) দেশভাগ
(B) ১৮৫৭-এর বিদ্রোহ
(C) অসহযােগ আন্দোলন
(D) বিপ্লবী আন্দোলন

উত্তর :
(A) দেশভাগ

৫৭. কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে?

(A) তেলেঙ্গানা
(B) কেরালা
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র

উত্তর :
(B) কেরালা

৫৮. বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে। সাধারণত ব্যবহার হয়

(A) সালফার
(B) গ্রাফাইট
(C) পিভিসি
(D) উপরােক্ত সবকটিই

উত্তর :
(C) পিভিসি

৫৯. ‘গােটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য ?

(A) ওড়িশা
(B) মহারাষ্ট্র
(C) কেরালা
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর :
(A) ওড়িশা

৬০. অমিতাভ ঘােষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক?

(A) শ্যাডাে লাইন
(B) গ্লাস প্যালেস
(C) হাংরি টাইড
(D) কাউন্টডাউন

উত্তর :
(B) গ্লাস প্যালেস

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button