WBCS Preliminary 2020 – Answer Key

WBCS Preliminary 2020 – Answer Key
Only General Awareness Part
Answer key updated as per PSC Answer Key
WBCS Preli 2020 Full Questions Paper in PDF Format – Download
WBCS Preli 2020 All Sets Answer Key by PSC – Download
১. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
(A) 1175 খ্রিস্টাব্দ
(B) 1191 খ্রিস্টাব্দ
(C) 1192 খ্রিস্টাব্দ
(D) 1206 খ্রিস্টাব্দ
উত্তর :
২. ভারতের মুদ্রাস্ফীতির হার হল
(A) দ্বিমাত্রিক (Double-digit) > 0
(B) একমাত্রিক (Single-digit) >0
(C) ঋণাত্মক
(D) শূন্য
উত্তর :
৩. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে?
(A) বনস
(B) চম্বল
(C) শতদ্রু
(D) যমুনা
উত্তর :
৪. পাের্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
(A) ছােটো আন্দামান-এ
(B) বৃহৎ নিকোবর-এ
(C) দক্ষিণ আন্দামান-এ
(D) উত্তর আন্দামান-এ
উত্তর :
৫. কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজের’ দাবী ঘােষিত হয় ?
(A) লাহাের কংগ্রেস
(B) সুরাট কংগ্রেস
(C) কলকাতা কংগ্রেস
(D) নাগপুর কংগ্রেস
উত্তর :
৬. সােমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্যপ্রদেশ
(B) কর্ণাটক
(C) অন্ধ্রপ্রদেশ
(D) মহারাষ্ট্র
উত্তর :
৭. অনুৎপাদক সম্পদ’ (NPA) হল ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের
(A) বাড়ি ও জমি
(B) যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয় নি
(C) সরকারি সিকিউরিটি
(D) নগদ অর্থ
উত্তর :
৮. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23শেনভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?
(A) মহাত্মা গান্ধী
(B) সুভাষচন্দ্র বসু
(C) চিত্তরঞ্জন দাস
(D) মতিলাল নেহরু
উত্তর :
৯. ‘গদর’ শব্দের অর্থ কী?
(A) বিপ্লব
(B) স্বাধীনতা
(C) স্বরাজ
(D) মুক্তি
উত্তর :
১০. আরােহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন :
(A) মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
(B) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
(C) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান
(D) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর
উত্তর :
১১. কাঁকরাপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত ?
(A) কোটা
(B) কালপক্কম
(C) সুরাট
(D) মুম্বাই
উত্তর :
১২. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ?
(A) লালুজী লাল
(B) পদ্মাকর ভট্ট
(C) প্রেমচাঁদ
(D) হরিশ্চন্দ্র
উত্তর :
১৩. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাট
উত্তর :
১৪. ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে
(A) সংগঠিত ক্ষেত্রে
(B) অসংগঠিত ক্ষেত্রে
(C) সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে
(D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে
উত্তর :
১৫. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল
(A) ভারতীয় ন্যাশানাল কংগ্রেস
(B) ইণ্ডিয়ান লিগ
(C) ভারতীয় সাংবিধানিক সভা
(D) উপরের কোনােটিই নয়
উত্তর :
১৬. নীচে বর্ণিত কোনটি ‘মিতাক্ষরা’ ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে ?
(A) জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র
(B) প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার ওপর লিখিত ভাষ্য
(C) কৃষি ব্যবস্থার ওপর লিখিত গ্রন্থ
(D) চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত ভাষ্য
উত্তর :
১৭. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?
(A) স্যার সৈয়দ আহমদ খান
(B) ধন্দো কেশব কার্ভে
(C) স্যার উইলিয়াম হান্টার
(D) স্যার আশুতােষ মুখােপাধ্যায়
উত্তর :
১৮. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?
(A) 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
(B) 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
(C) 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
(D) ৪ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে
উত্তর :
১৯. নীচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হল ?
1. এটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস।
2. এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়।
3. এটি একটি শােন নদীর শাখা নদী।
উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুন :
(A) উত্তর কোয়েল নদী
(B) মেচি নদী
(C) মহানন্দা নদী
(D) মহাদায়ী নদী
উত্তর :
২০. দ্রব্য ও পরিষেবা কর (GST) ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী
(A) অরুণ জেটলি
(B) মনমােহন সিং
(C) প্রণব মুখার্জী
(D) নরেন্দ্র মােদী
উত্তর :
To check our latest Posts - Click Here