সাম্প্রতিকী – ২০১৮ সেপ্টেম্বর মাস
৪১. ভারতের দীর্ঘতম রেল-সহ-সড়ক সেতু “বোগিবিল” কোন নদীতে তৈরী হবে ?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) ব্রহ্মপুত্র
(D) গোদাবরী
৪২. ২০১৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত ৬৭তম মিস ইউনিভার্স প্যাজেণ্ট প্রতিযোগিতায় ভারতের হয়ে কে অংশগ্রহণ করবে ?
(A) অদিতি হুন্দিয়া
(B) হান্না রেজি কোশি
(C) নেহাল চুদাসামা
(D) রোশনী শেওরান
৪৩. প্রথম কোন ভারতীয় সম্প্রতি “IAAF Continental ” কাপে পদক জিতে ইতিহাস তৈরী করলেন ?
(A) হীনা সিধু
(B) অর্পিন্দর সিং
(C) রাহি স্বর্ণাবত
(D) নিরাজ চোপড়া
৪৪. ২০১৮ সালের আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ( International Literacy Day ) – এর থিম কি ছিল ?
(A) Literacy and Sustainable Societies
(B) Reading the Past, Writing the Future
(C) Literacy in a digital world
(D) Literacy and skills development
৪৫. এশিয়াতে প্রথম কোন বিমানবন্দরটি ফেস রিকোগনিশনের মাধ্যমে বোর্ডিং পাশ দেবার ব্যবস্থা করেছে ?
(A) সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর
(B) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর
(D) নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর
৪৬. প্রথম বিমসটেক (BIMSTEC ) সামরিক অভিযান “MILEX-18” এর আয়োজন করছে কোন শহরটি ?
(A) হায়দ্রাবাদ
(B) পুণে
(C) চেন্নাই
(D) ভুবনেশ্বর
৪৭. কোন বলিউড ব্যক্তিত্বকে সম্প্রতি আমেরিকার ম্যারিল স্ট্রিপ অ্যাওয়ার্ডস ফর এক্সসিলেন্স (Meryl Streep Award for Excellence ) পুরস্কার প্রদান করা হয়েছে ?
(A) মাধুরী দীক্ষিত
(B) বিদ্যা বালান
(C) দীপিকা পাড়ুকোন
(D) ঐশ্বর্যা রাই বচ্চন
৪৮. কোন পারমাণবিক চুল্লীর একটি উন্নত সংস্করণ সম্প্রতি BARC (Bhabha Atomic Research Centre ) পুনরায় চালু করেছে ?
(A) ধ্রুব
(B) অপ্সরা
(C) পূর্ণিমা
(D) জেরলিনা
৪৯. “Nomadic Elephant ” – ভারত এবং কোন দেশের মধ্যে একটি সামরিক মহড়া ?
(A) নাইজেরিয়া
(B) সেনেগাল
(C) মঙ্গোলিয়া
(D) ঘানা
৫০. ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় “National Rail and Transportation Institute (NRTI)” কোন শহরে অবস্থিত ?
(A) আহমেদাবাদ
(B) কানপুর
(C) পটনা
(D) ভদোদরা
৫১. কোন রাজ্য সরকার সম্প্রতি ই-সিগারেটের উৎপাদন, বিক্রয় ও দখল নিষিদ্ধ করেছে ?
(A) ওড়িশা
(B) অসম
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
৫২. রেল মন্ত্রক কোন সালের মধ্যে সমস্ত ট্রেনে বিদ্যুৎকরণের পরিকল্পনা করেছে ?
(A) ২০২০
(B) ২০১৯
(C) ২০২২
(D) ২০২৫
৫৩. হিন্দী দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১১
(B) সেপ্টেম্বর ৯
(C) সেপ্টেম্বর ১২
(D) সেপ্টেম্বর ১৪
৫৪. “নুয়াখাই” কৃষি উৎসব সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে ?
(A) নাগাল্যান্ড
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) আসাম
“নুয়া” শব্দটির অর্থ হল নতুন এবং “খাই” শব্দটির অর্থ হল খাবার |
৫৫. ২০১৮ সালের জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (Human Development Index ) রিপোর্টে ভারতের অবস্থান কততম ?
(A) ১৩০
(B) ১৩২
(C) ১৩৪
(D) ১৩৬
১ নম্বরে রয়েছে – নরওয়ে
৫৬. ২০১৮ সালে বিশ্ব শেফ কংগ্রেস (World chefs’ congress )কোন দেশ আয়োজন করবে ?
(A) অস্ট্রেলিয়া
(B) ভারত
(C) চীন
(D) জাপান
৫৭. ভারতের প্রথম জলের নিচে চলতে সক্ষম রোবোটিক্স ড্রোন কোনটি?
(A) BrainROV TUNA
(B) HeadROV TUNA
(C) EyeROV TUNA
(D) HandROV TUNA
৫৮. রাজস্থানের প্রথম সিংহ সাফারী নিম্নলিখিত পার্কগুলির মধ্যে কোনটি শুরু হয়েছে ?
(A) নাহারগড় বায়োলজিকাল পার্ক
(B) রণথম্বোর জাতীয় উদ্যান
(C) কেওলার্দো জাতীয় উদ্যান
(D) সারিস্কা জাতীয় উদ্যান
৫৯. ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস কবে উদযাপিত হয় ?
(A) সেপ্টেম্বর ১৬
(B) সেপ্টেম্বর ১৫
(C) সেপ্টেম্বর ১৪
(D) সেপ্টেম্বর ১৭
৬০. প্রতি বছর আন্তর্জাতিক গণতন্ত্র (International Day of Democracy ) দিবস পালিত হয় কোন দিনটিতে ?
(A) সেপ্টেম্বর ১৪
(B) সেপ্টেম্বর ১৫
(C) সেপ্টেম্বর ১৬
(D) সেপ্টেম্বর ১৭
২০১৮ সালে থিম ছিল – “Democracy under Strain: Solutions for a Changing World ”
To check our latest Posts - Click Here