Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় সংবিধানে উল্লিখিত বিভিন্ন নূন্যতম বয়স – PDF

Different Minimum Ages Limits Mentioned in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লিখিত বিভিন্ন নূন্যতম বয়স

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধানে উল্লিখিত বিভিন্ন নূন্যতম বয়স নিয়ে। কোন পদের জন্য নূন্যতম বয়স কত – যেমন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত? – এই ধরণের প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রায়শই এসে থাকে। তাই আমরা এই ধরণের তথ্যগুলো একসাথে দেওয়ার চেষ্টা করলাম। সাথে কোন আর্টিকেলে সেই নূন্যতম বয়স লেখা রয়েছে সেটিও দিয়ে রাখলাম।

বিভিন্ন পদের নূন্যতম বয়স তালিকা

পদনূন্যতম বয়সযে আর্টিকেল উল্লিখিত
ভারতের রাষ্ট্রপতি৩৫ বছর58(1)(B)
ভারতের উপ-রাষ্ট্রপতি৩৫ বছর66 (3)(b)
ভারতের প্রধানমন্ত্রী২৫ বছর (লোকসভার সদস্য হলে )
৩০ বছর (রাজ্যসভার সদস্য হলে )
রাজ্যপাল৩৫ বছর157
লোকসভার সদস্য পদ২৫ বছর84(b)
রাজ্যসভার সদস্য পদ৩০ বছর84(b)
বিধানসভার সদস্য পদ২৫ বছর173(b)
বিধান পরিষদের সদস্য পদ৩০ বছর173(b)
পঞ্চায়েতের সদস্যপদ২১ বছর243F (1)(a)
পৌরসভার সদস্যপদ২১ বছর243V (1)(a)
ভোটদানের নূন্যতম বয়স১৮ বছরArticle 326
কলকারখানায় কাজের নূন্যতম বয়স১৪ বছরArticle 24
কোন পদের নূন্যতম বয়স কত তার তালিকা

Download Section :

  • File Name : ভারতীয় সংবিধানে উল্লিখিত বিভিন্ন নূন্যতম বয়স – বাংলা কুইজ
  • File Size : 1.8 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button