Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ইউটিউবের নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) পরাগ আগরওয়াল
(B) নীল মোহন
(C) শান্তনু নারায়ণ
(D) বিজয়া গাদ্দে

উত্তর
(B) নীল মোহন

  • YouTube-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) Susan Wojcicki ১৬ই ফেব্রুয়ারী ২০২৩-এ তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার স্থলাভিষিক্ত হলেন নীল মোহন।
  • Susan Wojcicki আগে Google-এ বিজ্ঞাপন পণ্যের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ২০১৪ সালে YouTube-এর CEO হন।
  • নীল মোহন ২০০৮ সালে Google-এ যোগদান করেন এবং YouTube-এর প্রধান পণ্য কর্মকর্তা হন।

২. ভারত কোন দেশের সাথে সামরিক মহড়া ‘Dharma Guardian’ পরিচালনা করবে?

(A) ফ্রান্স
(B) বাংলাদেশ
(C) জাপান
(D) আমেরিকা

উত্তর
(C) জাপান

  • ভারত ও জাপানের মধ্যে যৌথ সামরিক মহড়ার চতুর্থ সংস্করণ, “Dharma Guardians” জাপানের শিগা প্রিফেকচারের ক্যাম্প ইমাজুতে ১৭ই ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ ২০২৩ পর্যন্ত পরিচালিত হবে।

৩. পশ্চিমবঙ্গের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার কে?

(A) যশবর্ধন কুমার সিনহা
(B) নবীন প্রকাশ
(C) রাজ কানোজিয়া
(D) বীরেন্দ্র

উত্তর
(D) বীরেন্দ্র

  • পশ্চিমবঙ্গের প্রাক্তন DGP বীরেন্দ্রকে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য কমিশনার (State Information Commisner) হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • Right to Information Act এর অংশ হিসাবে ২০০৫ সালে কেন্দ্রীয় তথ্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।

৪. অরুণাচল প্রদেশের নবনিযুক্ত রাজ্যপাল কে?

(A) লক্ষ্মণ প্রসাদ আচার্য
(B) লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনায়েক
(C) শিব প্রতাপ শুক্লা
(D) সি পি রাধাকৃষ্ণন

উত্তর
(B) লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনায়েক

  • অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক ১৬ই ফেব্রুয়ারি ২০২৩-এ অরুণাচল প্রদেশের ২০তম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন।
  • ইটানগরের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ননী তাগিয়া তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

৫. কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক কোন ব্যাঙ্ককে ‘প্রতিষ্ঠা পুরস্কার’ প্রদান করেছে?

(A) কানারা ব্যাঙ্ক
(B) কর্ণাটক ব্যাঙ্ক
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(D) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

উত্তর
(B) কর্ণাটক ব্যাঙ্ক

  • বেসরকারী খাতের ব্যাঙ্ক বিভাগে BHIM-UPI লেনদেনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক কর্তৃক কর্ণাটক ব্যাঙ্ককে ‘প্রতিষ্ঠা পুরস্কার’ প্রদান করা হয়েছে।
  • সদর দপ্তর: ম্যাঙ্গালুরু
  • CEO : এমএস মহাবালেশ্বরা
  • প্রতিষ্ঠা : ১৮ই ফেব্রুয়ারি ১৯২৪

৬. ‘ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেক ফেয়ার’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

(A) হায়দ্রাবাদ
(B) বিশাখাপত্তনম
(C) নতুন দিল্লি
(D) বেঙ্গালুরু

উত্তর
(C) নতুন দিল্লি

  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ এ নয়াদিল্লিতে ওই মেলার উদ্বোধন করেছেন।
  • এটি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) দ্বারা সংগঠিত।IETF-2023 হল ইঞ্জিনিয়ারিং এবং সম্পর্কিত পণ্য এবং পরিষেবাগুলির জন্য একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম।

৭. বালিপা নারায়ণ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) ক্রিকেট
(B) আইন
(C) সঙ্গীত
(D) ওষুধ

উত্তর
(C) সঙ্গীত

  • থেঙ্কু থিট্টু যক্ষগানে তিনি বহুমুখী গায়ক হিসেবে পরিচিত ছিলেন।
  • তিনি ১০০ টিরও বেশি যক্ষগান প্রসঙ্গে পারদর্শী ছিলেন।
  • তিনি ছিলেন কাটেল দুর্গাপারমেশ্বরী প্রসাদিতা যক্ষগাণ মণ্ডলীর প্রধান ভাগবত।

৮. ইউরোপের কোন দেশ প্রথম তীব্র ঋতুস্রাবের ব্যথায় ভুক্ত মহিলাদের জন্য ‘মেডিকেল লিভ’ প্রদানের আইন অনুমোদন করেছে?

(A) ফ্রান্স
(B) জার্মনে
(C) পোল্যান্ড
(D) স্পেন

উত্তর
(D) স্পেন

  • এই ধরনের সুবিধা বর্তমানে জাপান, ইন্দোনেশিয়া এবং জাম্বিয়ার মতো দেশে উপলব্ধ।
  • আইনটি কর্মচারীদের পিরিয়ডের ব্যথার ক্ষেত্রে বেতন সমেত ছুটি অনুমোদন করবে।
  • এছাড়াও নতুন আইনটি ১৬ এবং ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের পিতামাতার অনুমতি ছাড়াই গর্ভপাত করার অনুমতি দেয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button