Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৬৫। Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 265

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৬৫

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪১৪১.  এর মধ্যে গুপ্ত বংশের কোন বিখ্যাত রাজা ‘ভারতের নেপোলিয়ন’ নামে বিখ্যাত ছিলেন?

(A) প্রথম চন্দ্র গুপ্ত
(B) সমুদ্র গুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
(D) চন্দ্র গুপ্ত মোর্য

উত্তর :
(B) সমুদ্র গুপ্ত

সমুদ্রগুপ্ত (রাজত্বকাল খ্রিস্টীয় ৩৩৫ – ৩৮০ অব্দ) ছিলেন গুপ্তসম্রাট প্রথম চন্দ্রগুপ্তের পুত্র, উত্তরাধিকারী এবং গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। শুধু গুপ্ত বংশেরই নন, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শাসক।

সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার ও তার রাজ্যজয় ও রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য জানা যায়। সমুদ্রগুপ্তের সমসাময়িক মুদ্রাগুলিতে তার শিকাররত ও বীণাবাদনরত মূর্তি দেখে অনুমিত হয় যে তিনি ছিলেন একাধারে মৃগয়াপ্রিয় ও সংগীতরসিক। পাটলিপুত্র ছিল তার রাজধানী। ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হলেও সমুদ্রগুপ্ত ছিলেন পরমতসহিষ্ণু। সেযুগের বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু ছিলেন তার মন্ত্রী ও সুহৃদ।


৪১৪২. বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন ?

(A) যশোবর্মন
(B) দ্বিতীয় পুলকেশী
(C) হর্ষবর্ধন
(D) দ্বিতীয়  চন্দ্রগুপ্ত

উত্তর :
(C) হর্ষবর্ধন

বাণভট্ট ছিলেন খ্রিষ্টাব্দ সপ্তম শতাব্দীর ভারতীয় সংস্কৃত পণ্ডিত। তিনি ছিলেন উত্তর ভারতীয় রাজা হর্ষবর্ধনের সভাকবি।  বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত ও বিশ্বের অন্যতম প্রাচীন উপন্যাস কাদম্বরী রচনা করেছিলেন।

একঝলকে দেখে নাও বিভিন্ন ঐতিহাসিক রাজার সভাকবিদের তালিকা – Click Here .


৪১৪৩. হোয়াটসঅ্যাপ ২০০৯ সালে প্রথম কোন অ্যাপ স্টোরে লঞ্চ হয়?

(A) অ্যাপ স্টোর আইওএস
(B) গুগল প্লে স্টোর
(C) বিবিএম
(D) গেটজার

উত্তর :
(A) অ্যাপ স্টোর আইওএস

হোয়াটসঅ্যাপ ২০০৯ সালে জ্যান কউম ও ব্রায়ান এক্টন দ্বারা প্রতিষ্ঠিত হয়। ২৪শে ফেব্রুয়ারি,২০০৯ এ কউম তার জন্মদিনে ক্যালিফোর্নিয়ায় হোয়াটসঅ্যাপ ইনকরপোরেটেড প্রতিষ্ঠিত করেন।


৪১৪৪. পর্যটকদের আকর্ষিত করতে “Intejar Apka” অভিযান চালু করল কোন রাজ্য সরকার?

(A) গোয়া
(B) মধ্যপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) উত্তরাখণ্ড

উত্তর :
(B) মধ্যপ্রদেশ

৪১৪৫. বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম কী?

(A) লিটল বয়
(B) ফ্যাট ম্যান
(C) লিটল কিড
(D) গ্যাজেট

উত্তর :
(D) গ্যাজেট

পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। যুদ্ধের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র দুটি পারমাণবিক বোমা বিস্ফোরিত করা হয়েছিল। লিটল বয় নামের প্রথম বোমাটি ৬ আগস্ট ১৯৪৫ সালে জাপানের হিরোশিমাতে এবং ফ্যাট ম্যান নামক দ্বিতীয় বোমাটি তিনদিন পর জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। কিন্তু এর ফলাফল ছিল ভয়াবহ।

তবে পরীক্ষাগারে প্রথম যে পরমাণু বোমাটি বানানো হয়েছিল সেটির নাম ছিল গ্যাজেট।


৪১৪৬. আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়?

(A) এপ্রিল ৩০
(B) এপ্রিল ৭
(C) জুলাই ১
(D) সেপ্টেম্বর ২২

উত্তর :
(A) এপ্রিল ৩০

৪১৪৭. কোন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ‘ম্যান অব পিস’ নামেও বিখ্যাত ছিলেন?

(A) ডক্টর মনমোহন সিংহ
(B) পি ভি নরসিমা রাও
(C) লাল বাহাদুর শাস্ত্রী
(D) জওহর লাল নেহেরু

উত্তর :
(C) লাল বাহাদুর শাস্ত্রী

লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা ছিলেন। শাস্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে নেহেরুর অপক্ষপাত ও সমাজতন্তের নীতিকেই মেনে চলেছিলেন। ১

৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে নায়ক ছিলেন ইনিই। তার বিখ্যাত স্লোগান “জয় জওয়ান, জয় কিষান” এই যুদ্ধের সময় খুবই জনপ্রিয় ছিল। এমনকি এখনও এই স্লোগান মানুষে মনে রেখেছে। ১৯৬৬ সালের ১০ ই জানুয়ারি তাশখন্দে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদিত হয়। এবং পরের দিন ওখানে শাস্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।


৪১৪৮. নিচের কোন জোড়াটি সঠিক নয় ?

(A) শিপকি লা পাস – হিমাচল প্রদেশ
(B) ডিফু পাস – উত্তরাখণ্ড
(C) ফটু লা পাস – জম্মু ও কাশ্মীর
(D) জেলেপ  লা পাস – সিকিম

উত্তর :
(B) ডিফু পাস – উত্তরাখণ্ড

ডিফু পাস অরুণাচল প্রদেশের অবস্থিত ।


৪১৪৯. বীরভূমের বোলপুর/শান্তিনিকেতন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

(A) কোপাই
(B) জলঙ্গী
(C) ময়ূরাক্ষী
(D) ভাগীরথী

উত্তর :
(A) কোপাই

এক ঝলকে দেখে নাও পশ্চিমবঙ্গের বিখ্যাত কোন শহর কোন নদীর তীরে অবস্থিত – Click Here .


৪১৫০. ভারতের জাতীয় স্তরের মিডিয়া হাউস/নিউজ চ্যানেল হল NDTV, এতে TV মানে Television, ND মানে কী?

(A) News Debate
(B) National Debate
(C) Newly Designed
(D) New Delhi

উত্তর :
(D) New Delhi

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button