Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে লাদাখের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘dPal rNgam Duston’ দ্বারা সম্মানিত করা হয়েছে?

(A) দালাই লামা
(B) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
(C) সত্যপাল মালিক
(D) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তর :
(A) দালাই লামা

  • তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ‘dPal rNgam Duston’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
  • মানবতার জন্য তার অপরিসীম অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়েছে।
  • লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল (LAHDC), দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়।
  • এই পুরস্কারটি লাদাখের বীরদের অসাধারণ অবদান এবং কৃতিত্বের উদযাপনকে চিহ্নিত করে।

২. কোন কোম্পানি ভারতের স্বাধীনতার ৭৫ বছরের যাত্রা উদযাপন করতে ‘ভারত কি উড়ান’ নামে একটি অনলাইন প্রকল্প চালু করেছে?

(A) Apple Inc.
(B) Google
(C) Meta
(D) Amazon Inc.

উত্তর :
(B) Google

  • ভারতের স্বাধীনতার ৭৫ বছরের যাত্রা উদযাপন করতে Google ‘ভারত কি উড়ান’ নামে একটি অনলাইন প্রকল্প চালু করেছে।
  • এই প্রকল্পের অধীনে, Google গত ৭৫ বছরে উন্নতির দিকে ভারতের যাত্রা এবং ভারতের অবদানের বিষয়ে একটি অনলাইন প্রদর্শনী স্থাপন করবে।

৩. সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি কার সাথে সম্প্রতি কমনওয়েলথ গেমস ২০২২-এ ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জিতলেন?

(A) অর্জুন এম.আর.
(B) চিরাগ শেট্টি
(C) কে.টি. রূপেশ কুমার
(D) কৃষ্ণ প্রসাদ গারাগা

উত্তর :
(B) চিরাগ শেট্টি

  • ৮ই আগস্ট ২০২২-এ ভারতের সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি CWG ২০২২-এ ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন।
  • কমনওয়েলথ গেমসে এটিই প্রথম ভারতীয় পুরুষদের ডাবলস ব্যাডমিন্টন স্বর্ণ পদক।
  • ফাইনালে তারা বেন লেন এবং শন মেন্ডিকে ০-২ পয়েন্টে পরাজিত করেছেন।
  • এর আগে, পিভি সিন্ধু ৮ই আগস্ট CWG-তে মহিলাদের একক বিভাগে স্বর্ণপদক জিতেছেন।

৪. বার্মিংহামে ২০২২ সালের কমনওয়েলথ গেমস ৮ই আগস্ট ২০২২-এ সমাপ্ত হল। পদক তালিকায় ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ

উত্তর :
(D) চতুর্থ

  • ভারত এই সিজনে ২২টি স্বর্ণ পদক, ১৬টি রৌপ্য পদক এবং ২৩টি ব্রোঞ্জ সহ মোট ৬১টি পদক নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
  • ভারত কুস্তিতে মোট ১২টি পদক জিতেছে, যা ২০২২ সালের কমনওয়েলথ গেমসে যেকোনো খেলায় সবচেয়ে বেশি পদক।
  • অস্ট্রেলিয়া মোট ১৭৮টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে।

৫. কোন দিনটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়?

(A) ১লা আগস্ট
(B) ৭ই আগস্ট
(C) ৯ই আগস্ট
(D) ৫ই আগস্ট

উত্তর :
(C) ৯ই আগস্ট

  • বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সচেতনতা বৃদ্ধি এবং সুরক্ষার জন্য প্রতি বছর ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়।
  • ২০২২ সালের থিম : “The Role of Indigenous Women in the Preservation and Transmission of Traditional Knowledge”।

৬. কোন শহরে, ১৮-২২শে অক্টোবর পর্যন্ত DefExpo-এর ১২ তম সংস্করণ অনুষ্ঠিত হবে?

(A) মুম্বাই
(B) ভোপাল
(C) গুরুগ্রাম
(D) গান্ধীনগর

উত্তর :
(D) গান্ধীনগর

  • DefExpo স্থল, নৌ এবং হোমল্যান্ড নিরাপত্তা ব্যবস্থার উপর এশিয়ার বৃহত্তম এক্সিবিশন।
  • DefExpo ২০২২ এর থিম হল ‘Path to Pride’।

৭. প্রণব ভেঙ্কটেশ সম্প্রতি ভারতের কত তম গ্র্যান্ডমাস্টার হলেন?

(A) ৭০তম
(B) ৭৮তম
(C) ৭৫তম
(D) ৭২তম

উত্তর :
(C) ৭৫তম

  • প্রণব ৭ই আগস্ট ২০২২-এ মাত্র ১৫ বছর বয়সে ভারতের ৭৫তম গ্র্যান্ডমাস্টার হলেন।
  • গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করতে তিনি সম্প্রতি লিম্পিডিয়া ওপেন জিতেছেন।

৮. ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন নীরজ চোপড়াকে সম্মান জানাতে কোন দিনটিকে ‘জাতীয় জ্যাভলিন দিবস’ হিসেবে পালন করে?

(A) ৪ঠা আগস্ট
(B) ৭ই আগস্ট
(C) ৬ই আগস্ট
(D) ৫ই আগস্ট

উত্তর :
(B) ৭ই আগস্ট

  • অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (AFI) নীরজ চোপড়াকে সম্মান জানাতে ৭ই আগস্টকে জাতীয় জ্যাভলিন দিবস হিসেবে পালন করে।
  • অলিম্পিক গেমসে ৭ই আগস্ট, ২০২১-এ নীরজ চোপড়া টোকিওতে ৮৭.৫৮ মিটারের থ্রোয়ের সাথে স্বর্ণপদক জিতে ছিলেন।

৯. কোন দিনটিতে নাগাসাকি দিবস পালিত হয়?

(A) ৯ই আগস্ট
(B) ১০ই আগস্ট
(C) ৬ই আগস্ট
(D) ৮ই আগস্ট

উত্তর :
(A) ৯ই আগস্ট

  • প্রতি বছর ৯ই আগস্ট নাগাসাকি দিবস পালিত হয়।
  • ১৯৪৫ সালের ৯ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
  • বোমাটির কোড-নাম ছিল “ফ্যাট ম্যান”।
  • এর ফলে প্রায় ৭৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button