18th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
18th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৮ই মার্চ – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th March Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত তিন দিনের ‘PACT2030 Conclave’ এর সমাপ্তিতে কতগুলি ভারতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (HEIs) একটি ”গোয়া ঘোষণাপত্র” স্বাক্ষর করেছে?
(A) ১২
(B) ২০
(C) ১৮
(D) ১৫
“গোয়া ঘোষণা” জাতিসংঘের Sustainable Development-এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটির প্রথম ধরনের একাডেমিক ঘোষণা। [/spoiler]
২. ২০২১ সালের ‘মিস ওয়ার্ল্ড’-শিরোপা পেলেন ক্যারোলিনা বিএলসকা, তিনি কোন দেশের নাগরিক?
(A) জার্মানি
(B) পোল্যান্ড
(C) ফ্রান্স
(D) স্পেন
- ইভেন্টের ৭০তম সংস্করণটি ১৬ই মার্চ ২০২২ রাতে পুয়ের্তো রিকোর সান জুয়ানের ‘কোকা-কোলা মিউজিক হল’-এ অনুষ্ঠিত হয়েছিল।
- পোল্যান্ডের জন্য এটি দ্বিতীয় মিস ওয়ার্ল্ড খেতাব।
- Aneta Kręglicka ১৯৮৯ সালে পোল্যান্ডের হয়ে শেষ এই পুরস্কার পায়।
৩. কোন দেশ সম্প্রতি Instagram এর প্রতিস্থাপন হিসাবে ‘Rossgram’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে?
(A) আমেরিকা
(B) যুক্তরাজ্য
(C) রাশিয়া
(D) ইউক্রেন
- রাশিয়া ২৮ শে মার্চ, ২০২২-থেকে দেশে Rossgram চালু করবে।
- রাশিয়া সম্প্রতি সারা দেশে Instagram ব্যান করে দিয়েছে।
৪. মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতায় ভারত কোন অবস্থানে রয়েছে?
(A) ৫ম
(B) ৯তম
(C) ১১তম
(D) ৬ষ্ঠ
- ভারতের মনসা বারাণসী মিস ওয়ার্ল্ড ২০২১-এ ১১তম অবস্থানে রয়েছে।
- এর ঠিক তিন মাস আগে ভারতের হারনাজ সান্ধু Miss Universe 2021 পেয়েছিলেন।
৫. সাইক্লোন ‘আসানি’ কবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে?
(A) ১৮ই মার্চ
(B) ২১শে মার্চ
(C) ২০শে মার্চ
(D) ১৯শে মার্চ
- ঘূর্ণিঝড় আসানি ২১শে মার্চ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে।
- একটি নিম্নচাপ অঞ্চল, যেটি ১৫ই মার্চ গঠিত হয়েছিল, আন্দামান নিকোবর এ আঘাত হানার পর, পূর্ব ও উত্তরপূর্ব দিকে বাংলাদেশ ও মায়ানমারের দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।
৬. ১৬ ই মার্চ কোন দেশে ৭.৪ মাত্রার একটি বিশাল ভূমিকম্প পরিলক্ষিত হয়?
(A) অস্ট্রেলিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) নিউজিল্যান্ড
(D) জাপান
- ১৬ই মার্চ জাপানের টোকিও থেকে ২৯৭ কিলোমিটার উত্তর-পূর্বে ৭.৪ মাত্রার একটি বিশাল ভূমিকম্প আঘাত হানে।
- প্রায় ২ মিলিয়ন বাড়ি বিদ্যুৎ এবং পরিবহন সংযোগ বিহীন অবস্থায় পড়েছিল।
৭. জাতিসংঘ কোন দিনটিকে সম্প্রতি ‘ইসলামোফোবিয়া প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ হিসেবে ঘোষণা করেছে?
(A) ১২ই মার্চ
(B) ১৮ই মার্চ
(C) ১৫ই মার্চ
(D) ১৪ই মার্চ
- জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ই মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে নির্ধারণ করে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
- এই দিনটি ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার অধিকারের উপর জোর দেয়।
৮. সম্প্রতি প্রয়াত হলেন কুমুদবেন মণিশঙ্কর যোশী। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) তামিলনাড়ু
(C) পশ্চিমবঙ্গ
(D) ওড়িশা
অন্ধ্রপ্রদেশ :
- মুখ্যমসন্ত্রী : ইয়েদুগুড়ি সন্ধিন্তি (YS) জগন মোহন রেড্ডি
- রাজ্যপাল : বিশ্বভূষণ হরিচন্দন
- রাজধানী : অমরাবতী
To check our latest Posts - Click Here