General Knowledge Notes in BengaliPolity Notes

ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা – PDF

List of High Courts in India

ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট

প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেয়াও রইলো ভারতের বিভিন্ন হাইকোর্ট বা উচ্চ আদালতের কিছু তথ্য। তালিকাতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য। ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা

হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য

  • ভারতীয় সংবিধানের ২১৪-২৩১ পর্যন্ত ধারাগুলি হলো হাইকোর্ট সম্বন্ধীয়।
  • হাইকোর্ট হলো রাজ্যের  সর্বোচ্চ আদালত ও দেশের দ্বিতীয় সর্বোচ্চ আদালত। প্রতিষ্ঠিত হয়েছিল – ২ জুলাই ১৮৬২ সালে।
  • ভারতের কোনো রাজ্যের প্রথম হাইকোর্ট হলো – কলকাতা হাইকোর্ট।
  • বর্তমানে ভারতের ২৫টি হাইকোর্ট রয়েছে। সর্বশেষ হাইকোর্টটি হলো – অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। প্রতিষ্ঠিত হয়েছিল – ১ জুলাই ২০১৯ সালে।
  • ভারতের বৃহত্তম হাইকোর্ট হলো এলাহাবাদ হাইকোর্ট।
  • কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি ও জম্মু-কাশ্মীরের হাইকোর্ট রয়েছে।
  • হাইকোর্টের প্রধানবিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি ( আর্টিকেল – ২১৭ অনুসারে )।
  • হাইকোর্টের প্রধানবিচারপতি ও অন্যান্য বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল।
  • বিচারপতিদের অবসরের বয়স হলো ৬২ বছর।
  • বিচারপতিদের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। বিচারকদের কার্যকালে তাদের বেতন ও ভাতা হ্রাস করা যায় না।
  • সংবিধানের ২২৬ ধারা অনুসারে হাইকোর্ট লেখ বা Writ জারি করতে পারে।
  • সংবিধানের ২২২ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি এক হাইকোর্টের বিচারপতিকে অন্য হাইকোর্টে বদলি করতে পারেন।
  • সপ্তম সংবিধান সংশোধনী অনুসারে একটি হাইকোর্ট একাধিক রাজ্যের হাইকোর্ট হিসেবে কাজ করতে পারে।

ভারতের হাইকোর্টের তালিকা 

ভারতের হাইকোর্টের তালিকা 
#নাম প্রতিষ্ঠাকাল অধিক্ষেত্র ( Territorial  Jurisdiction ) 
কলকাতা১৮৬২পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
বোম্বে১৮৬২মহারাষ্ট্র,গোয়া ,  দাদরা ও নগর হাভেলি, দমন দিউ
চেন্নাই১৮৬২তামিলনাড়ু ও  পুদুচেরি
এলাহাবাদ১৮৬৬উত্তর প্রদেশ
কর্ণাটক১৮৮৪কর্ণাটক
পাটনা১৯১৬বিহার
জম্মু ও কাশ্মীর১৯২৮জম্মু ও কাশ্মীর, লাদাখ
পাঞ্জাব ও হরিয়ানা১৯৪৭পাঞ্জাব, হরিয়ানা ,চণ্ডীগড়
গুয়াহাটি১৯৪৮আসাম,নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশ
১০ওড়িশা১৯৪৮ওড়িশা
১১রাজস্থান১৯৪৯রাজস্থান
১২মধ্যপ্রদেশ১৯৫৬মধ্যপ্রদেশ
১৩কেরালা১৯৫৮কেরালা ও লাক্ষাদ্বীপ
১৪গুজরাট১৯৬০গুজরাট
১৫দিল্লী১৯৬৬দিল্লী
১৬হিমাচলপ্রদেশ১৯৬৬হিমাচলপ্রদেশ
১৭সিকিম১৯৭৫সিকিম
১৮ছত্তিসগড়২০০০ছত্তিসগড়
১৯উত্তরাখন্ড২০০০উত্তরাখন্ড
২০ঝাড়খন্ড২০০০ঝাড়খন্ড
২১ত্রিপুরা২০১৩ত্রিপুরা
২২মনিপুর২০১৩মনিপুর
২৩মেঘালয়২০১৩মেঘালয়
২৪তেলেঙ্গানা২০১৯তেলেঙ্গানা
২৫অন্ধ্র প্রদেশ২০১৯অন্ধ্র প্রদেশ

Download in PDF format

File Name : ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট
File Format : PDF
File Size : 188 KB
No. of Pages : 03


Download

আরো দেখে নাও :

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions-  PDF Download

সংবিধানের তফসিল

ভারতীয় সংবিধানের WRIT বা লেখ

রাজ্য পুনর্গঠন । States Re-organisation

গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India

ভারতের পার্লামেন্ট বা সংসদ

ভারতের রাষ্ট্রপতি ( PDF )

ভারতের প্রধানমন্ত্রী

প্রশ্নোত্তরে রাষ্ট্রবিজ্ঞান –  পার্ট ১

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button