Exam Answer Keyচাকরির খবর

WBCS Preliminary Examination 2021 Solved Question Paper – Bengali Version

WBCS Prelims 2021 Answer Key

WBCS Prelims 2021 Answer Key – Page 4/4

১৫১. ‘Poverty and Unbritish Rule in India’ গ্রন্থটির রচয়িতা কে?

(A) রমেশচন্দ্র দত্ত
(B) দাদাভাই নওরােজী
(C) এ. ও. হিউম
(D) অমর্ত্য সেন

উত্তর :
(B) দাদাভাই নওরােজী

১৫২. নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত ?

(A) সুবর্ণরেখা
(B) দ্বারকেশ্বর
(C) বরাকর
(D) কংসাবতী

উত্তর :
(D) কংসাবতী

১৫৩. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন?

(A) ভিকোজী রুস্তম কামা
(B) অ্যানি বেসান্ত
(C) সরােজিনী নাইডু
(D) ভগিনী নিবেদিতা

উত্তর :
(D) ভগিনী নিবেদিতা
As per WBPSC Official Answer Key

১৫৪. বদভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :

(A) কচ্ছ উপসাগর
(B) সুন্দরবন ব-দ্বীপ
(C) কোঙ্কন উপকূল
(D) চম্বল উপত্যকা

উত্তর :
(D) চম্বল উপত্যকা

১৫৫. 1857-এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন?

(A) আওরঙ্গজেব
(B) মির কাশিম
(C) দ্বিতীয় বাহাদুর শাহ
(D) সরফরজ খাঁ

উত্তর :
(C) দ্বিতীয় বাহাদুর শাহ

১৫৬. ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার কীসের সংকর ?

(A) Fe এবং Cu
(B) Fe এবং Zn
(C) Sn এবং Cu
(D) Sn এবং Pb

উত্তর :
(D) Sn এবং Pb

১৫৭. নীলদর্পণ নাটক কার রচনা?

(A) হরিশচন্দ্র মুখ্যোপাধ্যায়
(B) গিরীশচন্দ্র ঘােষ
(C) দ্বিজেন্দ্রলাল রায়
(D) দীনবন্ধু মিত্র

উত্তর :
(D) দীনবন্ধু মিত্র

১৫৮. ডিলাটোমিটার (Dilatometer) কীসের পরিমাপে ব্যবহৃত হয়?

(A) তড়িৎ শক্তি
(B) যান্ত্রিক শক্তি
(C) পদার্থের মাত্রাগত পরিবর্তন
(D) তাপীয় শক্তি

উত্তর :
(C) পদার্থের মাত্রাগত পরিবর্তন

১৫৯. শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয়, সেটি হল

(A) শান্তি
(B) বিজ্ঞান ও প্রযুক্তি
(C) চিকিৎসা
(D) অর্থনীতি

উত্তর :
(B) বিজ্ঞান ও প্রযুক্তি

১৬০. সুন্দরবন-কে রামসার ক্ষেত্র হিসাবে ঘােষণা করা হয় –

(A) 1987 খ্রিস্টাব্দে
(B) 1972 খ্রিস্টাব্দে
(C) 2018 খ্রিস্টাব্দে
(D) 2019 খ্রিস্টাব্দে

উত্তর :
(D) 2019 খ্রিস্টাব্দে

১৬১. ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয়

(A) কলকাতায়
(B) রাঁচিতে
(C) যােধপুরে
(D) লখনৌ-এ

উত্তর :
(C) যােধপুরে

১৬২. বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?

(A) স্কটিশ
(B) আইরিশ
(C) ওয়েস্
(D) উপরের কোনােটিই নয়

উত্তর :
(B) আইরিশ

১৬৩. ‘উলগুলান’ শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত?

(A) মুন্ডা অভ্যুত্থান
(B) সাঁওতাল অভ্যুত্থান
(C) কোল অভ্যুত্থান
(D) গোর্খা অভ্যুত্থান

উত্তর :
(A) মুন্ডা অভ্যুত্থান

১৬৪. মুদ্রাস্ফীতি হল

(A) একবারের মত মূল্যস্তর বৃদ্ধি
(B) উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি
(C) ঘাটতি ব্যয় বৃদ্ধি
(D) ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি

উত্তর :
(D) ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি

১৬৫. ভারতীয় সংবিধানের জিম্মাদার (custodian) কে?

(A) রাষ্ট্রপতি
(B) উপ-রাষ্ট্রপতি
(C) পার্লামেন্ট
(D) সুপ্রিম কোর্ট

উত্তর :
(D) সুপ্রিম কোর্ট

১৬৬. ‘ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স লীগ’-এর সঙ্গে কে জড়িত ছিলেন ?

(A) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
(B) মহাদেব গােবিন্দ রানাডে
(C) আনন্দ মােহন বােস
(D) রাসবিহারী বােস

উত্তর :
(D) রাসবিহারী বােস

১৬৭. ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে –

(A) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(B) আইনের যথাযথ পদ্ধতি
(C) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
(D) আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি

উত্তর :
(C) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার

১৬৮. ‘Yaas’ হল একটি সুপার সাইক্লোন, যার নাম দিয়েছে –

(A) ভারত
(B) ওমান
(C) শ্রীলঙ্কা
(D) বাংলাদেশ

উত্তর :
(B) ওমান

১৬৯. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

(A) বাঁকুড়া
(B) পশ্চিম বর্ধমান
(C) বীরভূম
(D) পুরুলিয়া

উত্তর :
(D) পুরুলিয়া
বাঁকুড়া ও পুরুলিয়া উভয় জেলাতেই অভ্র উৎপাদন হয়। কিন্তু এখানে PSC উত্তর নিয়েছে পুরুলিয়া।

১৭০. হাইড্রলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল

(A) আর্কিমিডিসের সূত্র
(B) পাস্কালের সূত্র
(C) রেনল্ডের সূত্র
(D) বার্নেীলির সূত্র

উত্তর :
(B) পাস্কালের সূত্র

১৭১. খুতবার অর্থ হল –

(A) শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ
(B) রাজকীয় আদেশনামা
(C) ধর্মীয় আদেশনামা
(D) একটি কর

উত্তর :
(A) শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ

১৭২. উভয়পক্ষ সমান রান করা সত্ত্বেও 2019সালের ICC যে বিশ্বকাপ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-এর মধ্যে হয়, তাতে ইংল্যান্ড বিজয়ী হয়, কারণ

(A) ইংল্যান্ড আয়ােজক দেশ ছিল
(B) সুপার ওভার-এ বাউন্ডারি ইংল্যান্ড বেশি করে
(C) ইংল্যান্ড টসে জেতে
(D) নিউজিল্যান্ড ম্যাচ-ফিক্সিং করে হারে

উত্তর :
(B) সুপার ওভার-এ বাউন্ডারি ইংল্যান্ড বেশি করে

১৭৩. অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন

(A) প্রধানমন্ত্রী
(B) স্পীকার
(C) বিরােধী দলনেতা
(D) রাষ্ট্রপতি

উত্তর :
(B) স্পীকার

১৭৪. পিয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে

(A) সালফার
(B) ক্লোরিন
(C) ব্রোমিন
(D) নাইট্রোজেন

উত্তর :
(A) সালফার

১৭৫. পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন

(A) রাষ্ট্রপতির দ্বারা
(B) স্পীকার-এর দ্বারা
(C) পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে।
(D) প্রধানমন্ত্রীর দ্বারা

উত্তর :
(C) পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে।

১৭৬. চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
1, 2, 10, 37, 101, ?

(A) 320
(B) 226
(C) 206
(D) 402

উত্তর :
(B) 226

১৭৭. আজ সােমবার হলে 61 দিন পর কী বার হবে?

(A) বুধবার
(B) শনিবার
(C) মঙ্গলবার
(D) বৃহস্পতিবার

উত্তর :
(B) শনিবার

১৭৮. অনেক ধূমপায়ীদের ক্যানসার হয় | এক্ষেত্রে নীচের কোনটি সঠিক?

(A) ক্যানসার রােগীরা ধূমপায়ী
(B) বেশিরভাগ ধূমপায়ীদের ক্যানসার হয়
(C) ধূমপান ক্যানসারের দিকে এগিয়ে দিতে পারে
(D) ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

উত্তর :
(D) ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

১৭৯. 6 ইঞ্চি ও 4 ফুটের অনুপাত কত?

(A) 1 : 6
(B) 1 : 4
(C) 3 : 2
(D) 1 : 8

উত্তর :
(B) 1 : 4

১৮০. School’ যদি ‘Student’ হয়, তবে ‘Hospital’ কী হবে?

(A) Medicine
(B) Nurse
(C) Doctor
(D) Patient

উত্তর :
(D) Patient

১৮১. প্রবীণতাই (Seniority) কি পদোন্নতির একমাত্র শর্ত হওয়া উচিত?
যুক্তি : 

  • 1. নাঃ এটা নবীনদের প্রতি অবিচার করা হবে যারা তাদের প্রবীণদের চেয়েও যােগ্য এবং যারা এটার উপযুক্ত।
  • 2. হ্যা : অন্যান্য প্রবীণ কর্মচারীরা এতে অস্বস্তিতে পড়তে পারে।
  • 3. হা : প্রবীণ কর্মচারীরা অভিজ্ঞ এবং সেজন্য তাদেরই এই পুরস্কার প্রাপ্য।

 

(A) 1 নম্বর বেশি প্রযােজ্য
(B) কেবল 1’ ও ‘2 নম্বর বেশি প্রযােজ্য
(C) কেবল 1’ ও ‘3’ নম্বর বেশি প্রযােজ্য
(D) প্রত্যেকটি যুক্তিই প্রযােজ্য

উত্তর :
(A) 1 নম্বর বেশি প্রযােজ্য

১৮২. মনােজ 10 ঘণ্টায় 100 পাতার একটি রিপাের্ট টাইপ করতে পারে আর ববি ঐ কাজটি 15 ঘণ্টায় করতে পারে। তারা একসাথে 5 ঘণ্টা কাজ করল। বাকি কাজটি লুসি 2 ঘণ্টায়
সম্পন্ন করল। তারা ঐ কাজটির জন্য যদি মােট 2,400 টাকা পায়, তবে লুসি কত পাবে?

(A) 300 টাকা
(B) 250 টাকা
(C) 200 টাকা
(D) 400 টাকা

উত্তর :
(D) 400 টাকা

১৮৩. এক ভদ্রলােককে দেখিয়ে সােমনাথ বললাে, “ওঁর একমাত্র ভাই হল আমার মেয়ের বাবার বাবা”। ভদ্রলােকটির সাথে সােমনাথের কী সম্পর্ক?

(A) শ্যালক
(B) কাকা
(C) পিতামহ
(D) বাবা

উত্তর :
(B) কাকা

১৮৪. একটি ট্রেনের দৈর্ঘ্য 150 m। এটির গতিবেগ 41 kmph। এক ব্যক্তি 11 kmph গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখেই দৌড়চ্ছে। কত সময়ে ট্রেনটি ঐ ব্যক্তিকে অতিক্রম
করবে?

(A) 18 seconds
(B) 3/10 seconds
(C) 1/200 seconds
(D) 11/41 seconds

উত্তর :
(A) 18 seconds

১৮৫. ‘DUMA’ যদি ‘Russia’ হয় তবে ‘ECCLESIA’ কি হবে ?

(A) Bhutan
(B) Afganistan
(C) Greece
(D) Germany

উত্তর :
(C) Greece

১৮৬. এক ব্যক্তি ধনী, তার অনেক প্রভাব আছে। এক্ষেত্রে নীচের কোনটি সঠিক?

(A) অলােকের অনেক প্রভাব আছে তাই সে ধনী
(B) কোনাে ব্যক্তি যদি ধনী না হয় তবে তার অনেক প্রভাব থাকে না
(C) তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব আছে
(D) দরিদ্র ব্যক্তির প্রভাব থাকতে পারে না

উত্তর :
(C) তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব আছে

১৮৭. (7, 77, 140)— এই সেটটি অনুসরণ করে নীচের সঠিক উত্তরটি নির্বাচন করুন।

(A) (9, 88, 180)
(B) (6, 66, 120)
(C) (4, 80, 166)
(D) (4, 10, 160)

উত্তর :
(B) (6, 66, 120)

১৮৮. 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ফুট। ঐ একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে?

(A) 80 ফুট
(B) 100 ফুট
(C) 120 ফুট
(D) 90 ফুট

উত্তর :
(C) 120 ফুট

১৮৯. মােহন একটি কাজ করতে 6 ঘণ্টা সময় নেয়, লালটু নেয় 10 ঘণ্টা। ওরা একসাথে কাজটি করতে কত সময় নেবে?

(A) 11/2 ঘণ্টা
(B) 33/4ঘণ্টা
(C) 21/3 ঘণ্টা
(D) 31/4 ঘণ্টা

উত্তর :
(B) 33/4ঘণ্টা

১৯০. আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে কী বার হবে?

(A) রবিবার
(B) বৃহস্পতিবার
(C) শুক্রবার
(D) শনিবার

উত্তর :
(A) রবিবার

১৯১. “?” চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
32, 19, 8, ?

(A) 3
(B) 12
(C) 5
(D) 1

উত্তর :
(D) 1

১৯২. 1500 ছাত্রের মধ্যে 480 জন NCC-তে নাম নথিভুক্তকরেছে। কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি?

(A) 70%
(B) 68%
(C) 73%
(D) 64%

উত্তর :
(B) 68%

১৯৩. একটি মই দেওয়ালে দাঁড় করানাে আছে। মইটির অগ্রভাগ মাটি থেকে 270 cm উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করেছে। মইটির পাদদেশ দেওয়াল থেকে 54 cm দূরে
অবস্থিত। মইটির উচ্চতা কত?

(A) √53682 cm
(B) √68164 cm
(C) √75816 cm
(D) √82547 cm

উত্তর :
(C) √75816 cm

১৯৪. নাসির ‘X’ বিন্দু থেকে যাত্রা শুরু করে সােজা পশ্চিমে 5 km গেলাে। তারপর বাম দিকে ঘুরে সােজা 3 km এবং পুনরায় বাম দিকে ঘুরে সােজা 7 km গেলাে। এখন সে ‘X’
থেকে ঠিক কোন দিকে আছে?

(A) দক্ষিণ-পূর্ব
(B) উত্তর-পূর্ব
(C) উত্তর
(D) উত্তর-পশ্চিম

উত্তর :
(A) দক্ষিণ-পূর্ব

১৯৫. দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর মিলে যায় ?

(A) 24
(B) 20
(C) 21
(D) 22

উত্তর :
(D) 22

১৯৬. সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানাে উচিত?
যুক্তিঃ

  • 1. হ্যাঁ : পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমাদের সরকারি কর্মচারীরাই সবচেয়ে বেশি ছুটি পেয়ে থাকে।
  • 2. হ্যাঁ : এটি ব্রিটিশ উত্তরাধিকারের একটি চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে।
  • 3. হ্যাঁ : এটি কাজের গতি বাড়াবে এবং জমে থাকা কাজগুলি সময়ে শেষ হবে।
  • 4. না : পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানাের জন্য কর্মচারীদেরকে এটি দেওয়া উচিত।

 

(A) কেবল 1 ও 3 বেশি প্রযােজ্য
(B) কেবল 1, 2 এবং 3 বেশি প্রযােজ্য
(C) কেবল 2 বেশি প্রযােজ্য
(D) কোনােটিই প্রযােজ্য নয়

উত্তর :
(C) কেবল 2 বেশি প্রযােজ্য
( As per Official Answer key Provided by WBPSC )

১৯৭. (8, 3, 2)— এই সেটটি অনুসরণ করে নীচের সঠিক উত্তরটি নির্বাচন করুন।

(A) (168, 15,6)
(B) (95, 24, 5)
(C) (63, 4, 3)
(D) (15, 6, 5)

উত্তর :
(C) (63, 4, 3)

১৯৮. ‘WINSOME’ শব্দটির সবচেয়ে দূরবর্তী অর্থ বহন করে নীচের কোন শব্দটি ?

(A) INSIPID
(B) UNATTRACTIVE
(C) PREJUDICE
(D) OPPOSITION

উত্তর :
(B) UNATTRACTIVE

১৯৯. ছবিতে একটি মেয়েকে দেখিয়ে মেঘনা বললো , “এ হল ঝুমার মা যার বাবা আমার ছেলে”। ছবির মেয়েটির সাথে মেঘনার কী সম্পর্ক?

(A) মা
(B) কাকিমা
(C) খুড়তুতাে বােন
(D) ঠাকুমা

উত্তর :
(D) ঠাকুমা

২০০. সব ছাত্ররাই প্রতিভাবান নয়। এক্ষেত্রে নীচের কোনটি সঠিক?

(A) প্রত্যেকটি ছাত্র প্রতিভাবান নয়।
(B) অনেক ছাত্রই প্রতিভাবান নয়।
(C) অনেক ছাত্রই প্রতিভাবান।
(D) যারা ছাত্র নয় তাদের প্রত্যেকেই প্রতিভাবান

উত্তর :
(B) অনেক ছাত্রই প্রতিভাবান নয়।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button