Exam Answer Keyচাকরির খবর

WBCS Preliminary Examination 2021 Solved Question Paper – Bengali Version

WBCS Prelims 2021 Answer Key

WBCS Prelims 2021 Answer Key – Page 3/4

১০১. এশিয়ান গেমসে স্বর্ণপদকপ্রাপ্ত বক্সার সাম্প্রতিক 42 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর নাম কী?

(A) পূজা রানী
(B) ডিংগকো সিং
(C) অমিত ফাংগাল
(D) শিবা থাপা

উত্তর :
(B) ডিংগকো সিং

১০২. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল?

(A) 16ই আগস্ট 1946
(B) 26শে জানুয়ারী 1935
(C) 14ই এপ্রিল 1942
(D) 23শে মার্চ 1940

উত্তর :
(D) 23শে মার্চ 1940

১০৩. কে নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন?

(A) শাহিদ আমিন
(B) রনজিৎ গুহ
(C) পার্থ চ্যাটার্জী
(D) গৌতম ভদ্র

উত্তর :
(B) রনজিৎ গুহ

১০৪. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হল

(A) গােদাবরী নদী
(B) কাবেরী নদী
(C) পেনগঙ্গা
(D) মহানদী

উত্তর :
(A) গােদাবরী নদী

১০৫. 2021 সালে ফরাসি ওপেন জয়ী হন কে?

(A) রাফায়েল নাদাল
(B) স্টেফানােস সিটুসিপাস
(C) ড্যানিল মেভেদেভ
(D) নােভাক জোকোভিক

উত্তর :
(D) নােভাক জোকোভিক

১০৬. ভারত একটি

(A) রাজ্যসমূহের সংঘ
(B) যুক্তরাষ্ট্র
(C) রাষ্ট্র সমবায়
(D) এককেন্দ্রিক

উত্তর :
(A) রাজ্যসমূহের সংঘ
WBPSC Official Answer Key তে উত্তর B দেওযা থাকলেও উত্তর A হওয়া উচিত

১০৭. কোন মুসলিম সেনানায়ক ত্রয়ােদশ শতকে বঙ্গদেশ জয় করেন?

(A) তৈমুর
(B) ইক্তিয়ারুদ্দিন বিন বক্তিয়ার খিলজি
(C) চেঙ্গিজ খাঁ
(D) আবদুর রহিম খান ই খানান

উত্তর :
(B) ইক্তিয়ারুদ্দিন বিন বক্তিয়ার খিলজি

১০৮. দশমিক সংখ্যা 4.625-এর বাইনারি (Binary) রূপ হল

(A) 100.001
(B) 100.110
(C) 100.101
(D) 100.011

উত্তর :
(C) 100.101

১০৯. ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ

(A) 5 কোটি থেকে 75 কোটি টাকা
(B) 5 কোটি টাকার নীচে
(C) 75 থেকে 150 কোটি টাকা
(D) 150 থেকে 200 কোটি টাকা

উত্তর :
(A) 5 কোটি থেকে 75 কোটি টাকা
সঠিক অপসন WBPSC এখানে দেয়নি । সঠিক উত্তর হওয়া উচিত ৫০ কোটির নিচে

১১০. ‘একা আন্দোলন’ কী ছিল?

(A) একটি ধর্মীয় আন্দোলন
(B) একটি কৃষক আন্দোলন
(C) একটি গােপন বিপ্লবী আন্দোলন
(D) উপরের কোনােটিই নয়

উত্তর :
(B) একটি কৃষক আন্দোলন

১১১. ‘Perseverance’ নামে নাসা-প্রেরিত রােভারটি যে স্থানে সাফল্যের সাথে অবতরণ করানাে হয়েছে, তা হল

(A) চাঁদ
(B) মঙ্গল
(C) বৃহস্পতি
(D) সূর্য

উত্তর :
(B) মঙ্গল

১১২. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?

(A) আলাউদ্দিন খিলজি
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) মহম্মদ বিন তুঘলক

উত্তর :
(C) ইলতুতমিস

১১৩. বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন ?

(A) দেবপাল
(B) ধর্মপাল
(C) রামপাল
(D) শশাঙ্ক

উত্তর :
(B) ধর্মপাল

১১৪. শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ করা গিয়েছিল?

(A) শ্রীকান্ত
(B) পথের দাবী
(C) পল্লীসমাজ
(D) উপরের কোনােটিই নয়

উত্তর :
(B) পথের দাবী

১১৫. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে :

(A) রায়ডাক
(B) সঙ্কোশ
(C) কালজানি
(D) চেল

উত্তর :
(B) সঙ্কোশ

১১৬. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক হল –

(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) ঝাড়খণ্ড
(D) ছত্তিশগড়

উত্তর :
(D) ছত্তিশগড়

১১৭. কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন ?

(A) ভি. ডি. সাভারকর
(B) বি. জি, তিলক
(C) শুকদেব থাপার
(D) চন্দ্রশেখর আজাদ

উত্তর :
(A) ভি. ডি. সাভারকর

১১৮. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন?

(A) অনিল সীল
(B) ইরফান হাবিব
(C) নুরুল হাসান
(D) আতহার আলি

উত্তর :
(A) অনিল সীল

১১৯. দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালার নিম্নলিখিত পর্যায়ক্রমের মধ্যে কোনটি সঠিক?

(A) কারাকোরাম – লাদাখ – জাস্কার – পীরপাঞ্জাল
(B) লাদাখ – জাস্কার – পীরপাঞ্জাল – কারাকোরাম
(C) জাস্কার – পীরপাঞ্জাল – কারাকোরাম – লাদাখ
(D) পীরপাঞ্জাল- জাস্কার – লাদাখ – কারাকোরাম

উত্তর :
(D) পীরপাঞ্জাল- জাস্কার – লাদাখ – কারাকোরাম

১২০. সাম্প্রতিককালে বহুচর্চিত ‘toolkit’ আসলে হল

(A) অনলাইন বিনিময়ের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম
(B) হ্যাকারদের জন্য একটি সামাজিক মিডিয়া সাইট
(C) ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী
(D) জটিল ইলেকট্রনিক সরঞ্জামের সমাহার।

উত্তর :
(C) ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী

১২১. ‘Letters from Burma’ নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন

(A) আঙ সান সু চি
(B) রাসবিহারী বসু
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) সুভাষচন্দ্র বসু

উত্তর :
(A) আঙ সান সু চি

১২২. পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের উর্ধ্বসীমা প্রযােজ্য নয় যদি

(A) কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়
(B) কন্যাটি JJ Home-এর বাসিন্দা হয়
(C) কন্যাটি তার বাবা-মা দুজনকেই হারিয়ে থাকে
(D) উপরের সবকটিই

উত্তর :
(C) কন্যাটি তার বাবা-মা দুজনকেই হারিয়ে থাকে

১২৩. . শকাব্দের কবে সূচনা ঘটে ?

(A) 78 A.D.
(B) 78 B.C.E.
(C) 178 B.C.E.
(D) 178 A.D.

উত্তর :
(A) 78 A.D.

১২৪. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত?

(A) চুয়াড় বিদ্রোহ
(B) সন্ন্যাসী বিদ্রোহ
(C) সাঁওতাল বিদ্রোহ
(D) কোল বিদ্রোহ

উত্তর :
(C) সাঁওতাল বিদ্রোহ

১২৫. আন্ত-রাজ্য পরিষদ গঠিত হয়

(A) প্রধানমন্ত্রীর দ্বারা
(B) পার্লামেন্ট-এর দ্বারা
(C) ভারতের প্রধান বিচারপতির দ্বারা
(D) রাষ্ট্রপতির দ্বারা

উত্তর :
(D) রাষ্ট্রপতির দ্বারা

১২৬. চাদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হল

(A) 1:2
(B) 1:5
(C) 1:4
(D) 1: 8

উত্তর :
(C) 1:4

১২৭. শারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) মধ্যপ্রদেশ

উত্তর :
(B) কর্ণাটক

১২৮. 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি হল

(A) গঙ্গার আরাধনা
(B) গঙ্গা থেকে খালসেচ
(C) গঙ্গার সাথে নদী সংযুক্তি
(D) গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন

উত্তর :
(D) গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন

১২৯. 2021 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে ছিলেন ?

(A) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
(B) বাংলাদেশের প্রধানমন্ত্রী
(C) ভুটানের রাজা
(D) উপরের কেউই নন

উত্তর :
(D) উপরের কেউই নন

১৩০. একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি v1 এবং অপর অংশ সমদ্রুতি v2, নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে-

(A) (v1+v2)/2
(B) (v1+v2)/v1v2
(C) v1v2/(v1+v2)
(D) 2v1v2/(v1+v2)

উত্তর :
(D) 2v1v2/(v1+v2)

১৩১. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

(A) লর্ড হার্ডিঞ্জ
(B) লর্ড মিন্টো
(C) লর্ড লিনলিথগাে
(D) লর্ড আরউইন

উত্তর :
(D) লর্ড আরউইন

১৩২. কমপ্যাক্ট ডিস্ক (CD)-তে যে বর্ণালী দেখা যায় তার কারণ

(A) প্রতিসরণ
(B) প্রতিফলন
(C) অপবর্তন (ব্যবৰ্তন)
(D) সমবর্তন

উত্তর :
(C) অপবর্তন (ব্যবৰ্তন)

১৩৩. কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় ?

(A) 1905
(B) 1911
(C) 1901
(D) 1947

উত্তর :
(B) 1911

১৩৪. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

(A) 1911
(B) 1817
(C) 1854
(D) 1857

উত্তর :
(D) 1857

১৩৫. একটি লেন্সের ক্ষমতা +2:0D। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হল

(A) 50 cm, অবতল
(B) 50 cm, উত্তল
(C) 100 cm,
(D) 100 cm, অবতল

উত্তর :
(B) 50 cm, উত্তল

১৩৬. 2020 সালের সাহিত্যে নােবেল প্রাইজ দেওয়া হয় যাঁকে তিনি হলেন

(A) Louise Glück
(B) John Dranow
(C) Peter Handke
(D) Peter Ackroyd

উত্তর :
(A) Louise Glück

১৩৭. রেফ্রিজারেটরের বরফ ট্রে (freezing chest) উপরে রাখার কারণ হল-

(A) সহজে ব্যবহার করা যায়
(B) মূল্য সহায়ক হয়
(C) পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হয়
(D) পরিচলন স্রোত তৈরি হয়

উত্তর :
(D) পরিচলন স্রোত তৈরি হয়

১৩৮. স্প্রিং ধ্রুবক k-র একটি স্প্রিংকে সমান দু টুকরাে করলে, প্রতিটি টুকরাের স্প্রিং ধ্রুবক হবে

(A) k
(B) k/2
(C) 2k
(D) 4k

উত্তর :
(C) 2k

১৩৯. ঘড়িতে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হল –

(A) 1: 12
(B) 12:1
(C) 24 : 1
(D) 1:24

উত্তর :
(A) 1: 12

১৪০. ‘অনাবশ্যকমহামহিম” বলাহয় ভারতের,

(A) রাষ্ট্রপতিকে
(B) উপরাষ্ট্রপতিকে
(C) রাজ্যপালকে
(D) স্পীকারকে

উত্তর :
(B) উপরাষ্ট্রপতিকে

১৪১. ভারতে নিম্নলিখিত সংস্থা থেকে টোপােগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় ?

(A) NATMO
(B) GSI
(C) SOI
(D) ZSI

উত্তর :
(C) SOI

১৪২. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ?

(A) মৌৰ্য্য রাজবংশ
(B) সেন রাজবংশ
(C) হুসেনশাহী রাজবংশ
(D) পাল রাজবংশ

উত্তর :
(D) পাল রাজবংশ

১৪৩. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

(A) পার্লামেন্টের সদস্যদের দ্বারা
(B) রাজ্য বিধানসভাসমূহের সদস্যদের দ্বারা
(C) জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে
(D) পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা- সমূহের সদস্যদের দ্বারা

উত্তর :
(D) পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা- সমূহের সদস্যদের দ্বারা

১৪৪. ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি ‘হুদহুদ ঘূর্ণবাত’-এর দ্বারা প্রভাবিত

(A) চেন্নাই উপকূল
(B) কেরালা উপকূল
(C) অন্ধ্র উপকূল
(D) বঙ্গ উপকূল

উত্তর :
(C) অন্ধ্র উপকূল

১৪৫. নিম্নলিখিত নদীটি থেকে কুর্ণল-কুডাপা খাল নির্গত হয়েছেঃ

(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) তাপ্তী
(D) তুঙ্গভদ্রা

উত্তর :
(D) তুঙ্গভদ্রা

১৪৬. WHO-এর মতে Covid-19 রােগের জন্য দায়ী ভাইরাসটির অফিশিয়াল নাম হল

(A) SARS-CoV-2
(B) Covid-19
(C) nCovid-19
(D) করােনা ভাইরাস

উত্তর :
(A) SARS-CoV-2

১৪৭. ভাগীরথী ও অলকানন্দার সংযােগস্থল অবস্থিত

(A) রুদ্রপ্রয়াগ-এ
(B) দেবপ্রয়াগ-এ
(C) হরিদ্বার-এ
(D) এলাহাবাদ-এ

উত্তর :
(B) দেবপ্রয়াগ-এ

১৪৮. ভারতীয় সংবিধানের কোন সংশােধনীর দ্বারা ভােটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?

(A) 60 তম
(B) 62 তম
(C) 61 তম
(D) 63 তম

উত্তর :
(C) 61 তম

১৪৯. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

(A) কটকে
(B) ধানবাদে
(C) কানপুরে
(D) কোয়েম্বাটুরে

উত্তর :
(A) কটকে

১৫০. মােটর বােট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয়

(A) তির্যক
(B) অনুদৈর্ঘ্য
(C) তির্যক ও অনুদৈর্ঘ্য
(D) স্থানু

উত্তর :
(C) তির্যক ও অনুদৈর্ঘ্য

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button