WBCS Preliminary Examination 2021 Solved Question Paper – Bengali Version
WBCS Prelims 2021 Answer Key

WBCS Prelims 2021 Answer Key – Page 3/4
১০১. এশিয়ান গেমসে স্বর্ণপদকপ্রাপ্ত বক্সার সাম্প্রতিক 42 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর নাম কী?
(A) পূজা রানী
(B) ডিংগকো সিং
(C) অমিত ফাংগাল
(D) শিবা থাপা
১০২. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল?
(A) 16ই আগস্ট 1946
(B) 26শে জানুয়ারী 1935
(C) 14ই এপ্রিল 1942
(D) 23শে মার্চ 1940
১০৩. কে নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন?
(A) শাহিদ আমিন
(B) রনজিৎ গুহ
(C) পার্থ চ্যাটার্জী
(D) গৌতম ভদ্র
১০৪. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হল
(A) গােদাবরী নদী
(B) কাবেরী নদী
(C) পেনগঙ্গা
(D) মহানদী
১০৫. 2021 সালে ফরাসি ওপেন জয়ী হন কে?
(A) রাফায়েল নাদাল
(B) স্টেফানােস সিটুসিপাস
(C) ড্যানিল মেভেদেভ
(D) নােভাক জোকোভিক
১০৬. ভারত একটি
(A) রাজ্যসমূহের সংঘ
(B) যুক্তরাষ্ট্র
(C) রাষ্ট্র সমবায়
(D) এককেন্দ্রিক
WBPSC Official Answer Key তে উত্তর B দেওযা থাকলেও উত্তর A হওয়া উচিত
১০৭. কোন মুসলিম সেনানায়ক ত্রয়ােদশ শতকে বঙ্গদেশ জয় করেন?
(A) তৈমুর
(B) ইক্তিয়ারুদ্দিন বিন বক্তিয়ার খিলজি
(C) চেঙ্গিজ খাঁ
(D) আবদুর রহিম খান ই খানান
১০৮. দশমিক সংখ্যা 4.625-এর বাইনারি (Binary) রূপ হল
(A) 100.001
(B) 100.110
(C) 100.101
(D) 100.011
১০৯. ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ
(A) 5 কোটি থেকে 75 কোটি টাকা
(B) 5 কোটি টাকার নীচে
(C) 75 থেকে 150 কোটি টাকা
(D) 150 থেকে 200 কোটি টাকা
সঠিক অপসন WBPSC এখানে দেয়নি । সঠিক উত্তর হওয়া উচিত ৫০ কোটির নিচে
১১০. ‘একা আন্দোলন’ কী ছিল?
(A) একটি ধর্মীয় আন্দোলন
(B) একটি কৃষক আন্দোলন
(C) একটি গােপন বিপ্লবী আন্দোলন
(D) উপরের কোনােটিই নয়
১১১. ‘Perseverance’ নামে নাসা-প্রেরিত রােভারটি যে স্থানে সাফল্যের সাথে অবতরণ করানাে হয়েছে, তা হল
(A) চাঁদ
(B) মঙ্গল
(C) বৃহস্পতি
(D) সূর্য
১১২. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?
(A) আলাউদ্দিন খিলজি
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) মহম্মদ বিন তুঘলক
১১৩. বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন ?
(A) দেবপাল
(B) ধর্মপাল
(C) রামপাল
(D) শশাঙ্ক
১১৪. শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ করা গিয়েছিল?
(A) শ্রীকান্ত
(B) পথের দাবী
(C) পল্লীসমাজ
(D) উপরের কোনােটিই নয়
১১৫. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে :
(A) রায়ডাক
(B) সঙ্কোশ
(C) কালজানি
(D) চেল
১১৬. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক হল –
(A) রাজস্থান
(B) ওড়িশা
(C) ঝাড়খণ্ড
(D) ছত্তিশগড়
১১৭. কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন ?
(A) ভি. ডি. সাভারকর
(B) বি. জি, তিলক
(C) শুকদেব থাপার
(D) চন্দ্রশেখর আজাদ
১১৮. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন?
(A) অনিল সীল
(B) ইরফান হাবিব
(C) নুরুল হাসান
(D) আতহার আলি
১১৯. দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালার নিম্নলিখিত পর্যায়ক্রমের মধ্যে কোনটি সঠিক?
(A) কারাকোরাম – লাদাখ – জাস্কার – পীরপাঞ্জাল
(B) লাদাখ – জাস্কার – পীরপাঞ্জাল – কারাকোরাম
(C) জাস্কার – পীরপাঞ্জাল – কারাকোরাম – লাদাখ
(D) পীরপাঞ্জাল- জাস্কার – লাদাখ – কারাকোরাম
১২০. সাম্প্রতিককালে বহুচর্চিত ‘toolkit’ আসলে হল
(A) অনলাইন বিনিময়ের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম
(B) হ্যাকারদের জন্য একটি সামাজিক মিডিয়া সাইট
(C) ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী
(D) জটিল ইলেকট্রনিক সরঞ্জামের সমাহার।
১২১. ‘Letters from Burma’ নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন
(A) আঙ সান সু চি
(B) রাসবিহারী বসু
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) সুভাষচন্দ্র বসু
১২২. পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের উর্ধ্বসীমা প্রযােজ্য নয় যদি
(A) কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়
(B) কন্যাটি JJ Home-এর বাসিন্দা হয়
(C) কন্যাটি তার বাবা-মা দুজনকেই হারিয়ে থাকে
(D) উপরের সবকটিই
১২৩. . শকাব্দের কবে সূচনা ঘটে ?
(A) 78 A.D.
(B) 78 B.C.E.
(C) 178 B.C.E.
(D) 178 A.D.
১২৪. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত?
(A) চুয়াড় বিদ্রোহ
(B) সন্ন্যাসী বিদ্রোহ
(C) সাঁওতাল বিদ্রোহ
(D) কোল বিদ্রোহ
১২৫. আন্ত-রাজ্য পরিষদ গঠিত হয়
(A) প্রধানমন্ত্রীর দ্বারা
(B) পার্লামেন্ট-এর দ্বারা
(C) ভারতের প্রধান বিচারপতির দ্বারা
(D) রাষ্ট্রপতির দ্বারা
১২৬. চাদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হল
(A) 1:2
(B) 1:5
(C) 1:4
(D) 1: 8
১২৭. শারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) মধ্যপ্রদেশ
১২৮. 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি হল
(A) গঙ্গার আরাধনা
(B) গঙ্গা থেকে খালসেচ
(C) গঙ্গার সাথে নদী সংযুক্তি
(D) গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন
১২৯. 2021 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে ছিলেন ?
(A) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
(B) বাংলাদেশের প্রধানমন্ত্রী
(C) ভুটানের রাজা
(D) উপরের কেউই নন
১৩০. একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি v1 এবং অপর অংশ সমদ্রুতি v2, নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে-
(A) (v1+v2)/2
(B) (v1+v2)/v1v2
(C) v1v2/(v1+v2)
(D) 2v1v2/(v1+v2)
১৩১. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ
(B) লর্ড মিন্টো
(C) লর্ড লিনলিথগাে
(D) লর্ড আরউইন
১৩২. কমপ্যাক্ট ডিস্ক (CD)-তে যে বর্ণালী দেখা যায় তার কারণ
(A) প্রতিসরণ
(B) প্রতিফলন
(C) অপবর্তন (ব্যবৰ্তন)
(D) সমবর্তন
১৩৩. কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় ?
(A) 1905
(B) 1911
(C) 1901
(D) 1947
১৩৪. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
(A) 1911
(B) 1817
(C) 1854
(D) 1857
১৩৫. একটি লেন্সের ক্ষমতা +2:0D। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হল
(A) 50 cm, অবতল
(B) 50 cm, উত্তল
(C) 100 cm,
(D) 100 cm, অবতল
১৩৬. 2020 সালের সাহিত্যে নােবেল প্রাইজ দেওয়া হয় যাঁকে তিনি হলেন
(A) Louise Glück
(B) John Dranow
(C) Peter Handke
(D) Peter Ackroyd
১৩৭. রেফ্রিজারেটরের বরফ ট্রে (freezing chest) উপরে রাখার কারণ হল-
(A) সহজে ব্যবহার করা যায়
(B) মূল্য সহায়ক হয়
(C) পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হয়
(D) পরিচলন স্রোত তৈরি হয়
১৩৮. স্প্রিং ধ্রুবক k-র একটি স্প্রিংকে সমান দু টুকরাে করলে, প্রতিটি টুকরাের স্প্রিং ধ্রুবক হবে
(A) k
(B) k/2
(C) 2k
(D) 4k
১৩৯. ঘড়িতে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হল –
(A) 1: 12
(B) 12:1
(C) 24 : 1
(D) 1:24
১৪০. ‘অনাবশ্যকমহামহিম” বলাহয় ভারতের,
(A) রাষ্ট্রপতিকে
(B) উপরাষ্ট্রপতিকে
(C) রাজ্যপালকে
(D) স্পীকারকে
১৪১. ভারতে নিম্নলিখিত সংস্থা থেকে টোপােগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় ?
(A) NATMO
(B) GSI
(C) SOI
(D) ZSI
১৪২. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ?
(A) মৌৰ্য্য রাজবংশ
(B) সেন রাজবংশ
(C) হুসেনশাহী রাজবংশ
(D) পাল রাজবংশ
১৪৩. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
(A) পার্লামেন্টের সদস্যদের দ্বারা
(B) রাজ্য বিধানসভাসমূহের সদস্যদের দ্বারা
(C) জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে
(D) পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা- সমূহের সদস্যদের দ্বারা
১৪৪. ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি ‘হুদহুদ ঘূর্ণবাত’-এর দ্বারা প্রভাবিত
(A) চেন্নাই উপকূল
(B) কেরালা উপকূল
(C) অন্ধ্র উপকূল
(D) বঙ্গ উপকূল
১৪৫. নিম্নলিখিত নদীটি থেকে কুর্ণল-কুডাপা খাল নির্গত হয়েছেঃ
(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) তাপ্তী
(D) তুঙ্গভদ্রা
১৪৬. WHO-এর মতে Covid-19 রােগের জন্য দায়ী ভাইরাসটির অফিশিয়াল নাম হল
(A) SARS-CoV-2
(B) Covid-19
(C) nCovid-19
(D) করােনা ভাইরাস
১৪৭. ভাগীরথী ও অলকানন্দার সংযােগস্থল অবস্থিত
(A) রুদ্রপ্রয়াগ-এ
(B) দেবপ্রয়াগ-এ
(C) হরিদ্বার-এ
(D) এলাহাবাদ-এ
১৪৮. ভারতীয় সংবিধানের কোন সংশােধনীর দ্বারা ভােটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?
(A) 60 তম
(B) 62 তম
(C) 61 তম
(D) 63 তম
১৪৯. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত
(A) কটকে
(B) ধানবাদে
(C) কানপুরে
(D) কোয়েম্বাটুরে
১৫০. মােটর বােট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয়
(A) তির্যক
(B) অনুদৈর্ঘ্য
(C) তির্যক ও অনুদৈর্ঘ্য
(D) স্থানু
To check our latest Posts - Click Here