WBCS Preliminary Examination 2021 Solved Question Paper – Bengali Version
WBCS Prelims 2021 Answer Key

WBCS Prelims 2021 Answer Key – Page 2/4
৫১. নির্বাচন কমিশন গঠন করেন
(A) উপরাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) রাষ্ট্রপতি
(D) ভারতের প্রধান বিচারপতি
৫২. একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে। তাহলে
(A) ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে।
(B) হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে।
(C) দুটির ভরবেগ সমান হবে।
(D) দুটির একই কৌণিক ভরবেগ থাকবে।
৫৩. 0 K এ থাকা শুদ্ধ সিলিকন হল
(A) অর্ধপরিবাহী
(B) ধাতু
(C) অন্তরক
(D) অতিপরিবাহী
৫৪. সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
(A) বােলােমিটার
(B) পাইরােমিটার
(C) গ্রিনহাউস
(D) সৌর আলােকতড়িৎ কোষ
৫৫. মনসবের অর্থ হল
(A) পদ বা পদমর্যাদা
(B) সেনানায়ক
(C) নিষ্কর ভূমিদান
(D) ধর্মগ্রন্থ
৫৬. কোনাে জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জলপান করে, তবে জলাধারের জলের লেভেল কী হবে?
(A) নীচে নেমে যাবে।
(B) উপরে উঠবে।
(C) বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করবে।
(D) একই থাকবে।
৫৭. কে বলেছেন, “চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে”?
(A) মার্টিন লুথার কিং
(B) এম, কে, গান্ধী
(C) নেলসন ম্যান্ডেলা
(D) কার্ল মার্ক্স
৫৮. 2018 তে মুক্তি পাওয়া ‘প্যাডমান’ হিন্দি সিনেমাটি যাঁর জীবনের সত্য ঘটনায় আধারিত, তিনি হলেন
(A) Arunachalam Muruganantham
(B) R. Balki
(C) Akshay Kumar
(D) Bindeshwar Pathak
৫৯. ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়
(A) 21
(B) 49
(C) 73
(D) 370
৬০. গত দশ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে ?
(A) 8
(B) 6
(C) 5
(D) 3
৬১. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স
(A) 60 বৎসর
(B) 62 বৎসর
(C) 65 বৎসর
(D) 70 বৎসর
৬২. কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়?
(A) 1956 সালে
(B) 1947 সালে
(C) 1948 সালে
(D) 1951 সালে
৬৩. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল
(A) মহেন্দ্রগিরি
(B) নীলগিরি
(C) জিন্দাগাদা
(D) আনাইমুদি
৬৪. একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে, হিটারের ক্ষমতা
(A) আনুমানিক 90% বাড়বে
(B) আনুমানিক 11% বাড়বে
(C) আনুমানিক 19% বাড়বে
(D) আনুমানিক 10% কমবে
৬৫. নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল ?
(A) সিংহ
(B) হস্তি
(C) ব্যাঘ্র
(D) গণ্ডার
৬৬. ভারতে প্রত্যক্ষ কর কোনটি ?
(A) VAT
(B) জি.এস.টি
(C) সম্পদকর
(D) শুল্ককর
৬৭. আদর্শ গ্যাসের অণুর জন্য rms বেগ এবং most probable বেগের অনুপাত হল।
(A) 3:1
(B) 1:3
(C) √3 :√2
(D) √2:√3
৬৮. গবেষকরা সাম্প্রতিককালে মহাবালেশ্বরের গুহায় বাদুড়ের শরীরে নীচের কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেন?
(A) নিপা
(B) ইবােলা
(C) কোভিড 19
(D) জিকা
৬৯. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত –
(A) তামিলনাড়ুতে
(B) অন্ধ্র প্রদেশে
(C) মহারাষ্ট্রে
(D) গুজরাটে
৭০. কোন মধ্যযুগীয় শাসক আইন-ই-দহশালা প্রবর্তন করেন ?
(A) বলবন
(B) ফিরােজ তুঘলক
(C) শের শাহ
(D) আকবর
৭১. “স্বরাজ আমার জন্মগত অধিকার” – কার উক্তি?
(A) বিনায়ক দামােদর সাভারকার
(B) বাসুদেব বলবন্ত ফাদকে
(C) বাল গঙ্গাধর তিলক
(D) বালকৃষ্ণ চাপেকার
৭২. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?
(A) আকবর
(B) শের শাহ
(C) মহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দিন খিলজি
৭৩. পৃথিবীপৃষ্ঠে সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাদে নিয়ে যাওয়া হয়, তবে সেটি
(A) সঠিক সময় দেবে।
(B) 6 গুণ দ্রুত চলবে।
(C) √6 গুণ দ্রুত চলবে।
(D) √6 গুণ ধীরে চলবে।
৭৪. 2020 সালের ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার পান নীচের কোন ক্রিকেটার ?
(A) বিরাট কোহলি
(B) শিখর ধাওয়ান
(C) সুরেশ রায়না
(D) রােহিত শর্মা
৭৫. ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে
(A) 1990 সালে
(B) 1993 সালে
(C) 1995 সালে
(D) 2002 সালে
৭৬. পুনর্ভবা ও আত্রেয়ী হল নিম্নলিখিত নদীটির শাখানদী –
(A) তাের্সা
(B) তিস্তা
(C) জলঢাকা
(D) রায়ডাক
৭৭. রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন (1922-24) ?
(A) ততুরী প্রকাশাম পান্টুলু
(B) তিরুপ্পা কুমারান
(C) পুলি থেভান
(D) আলুরি সীতা রামা রাজু
৭৮. মহাত্মা গান্ধির অসহযােগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল ?
(A) তার চশমা
(B) তার চরকা
(C) তার ছড়ি
(D) তার টুপি
৭৯. নীতি-আয়ােগ গঠিত হয়
(A) পয়লা জানুয়ারী, 2015 তারিখে
(B) পয়লা জানুয়ারী, 2016 তারিখে
(C) পয়লা জানুয়ারী, 2017 তারিখে
(D) পয়লা জানুয়ারী, 2018 তারিখে
৮০. পশ্চিমবঙ্গ সরকারের সবুজ-সাথী প্রকল্পে সরকারি/ সরকার পােষিত/মাদ্রাসা/বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় ?
(A) নবম শ্রেণি থেকে দশম শ্রেণি
(B) দশম শ্রেণি থেকে একাদশ শ্রেণি
(C) একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি
(D) নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি
WBPSC official Answer Key তে উত্তর C দেওয়া থাকলেও সঠিক উত্তর D হবে ।
৮১. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল
(A) পিণ্ডারি
(B) গঙ্গোত্রী
(C) সিয়াচেন
(D) হিসপার
৮২. এন.আর.সি. বর্তমানে ___ আকারে আছে।
(A) খসড়া
(B) বিল
(C) আইন
(D) উপরের কোনােটিই নয়
৮৩. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন
(A) রুদ্রমন
(B) হরিসেন
(C) সমুদ্রগুপ্ত
(D) বাণভট্ট
৮৪. শুষ্ক বরফ হল –
(A) -23°C উষ্ণতার বরফ
(B) 4°C উষ্ণতার বরফ
(C) কঠিন SO2
(D) কঠিন CO2
৮৫. পশ্চিমবঙ্গ সরকারের ‘গতিধারা’ প্রকল্পের একজন উপভােক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন?
(A) 50,000 টাকা
(B) 1,00,000 টাকা
(C) 2,00,000 টাকা
(D) 5,00,000 টাকা
৮৬. সংবিধানের 18 নং অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে –
(A) সাম্য
(B) স্বাধীনতা
(C) ধর্মীয় স্বাধীনতা
(D) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
WBPSC Offical Answer Key তে উত্তর B দেওয়া থাকলেও এটির সঠিক উত্তর হওয়া উচিত A
৮৭. ঈশ্বরের শহর ‘খাজুরাহাে’ UNESCO স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট, যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি, তিনি হলেন
(A) ইবন বতুতা
(B) ইবন সীনা
(C) আবু রীহান আলবেরুনি
(D) ওমর খৈয়াম
৮৮. অমুক্তমাল্যড-র রচয়িতা কে?
(A) রাজরাজ চোল
(B) হর্ষবর্ধন
(C) দেব রায়
(D) কৃষ্ণদেব রায়
৮৯. সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন
(A) হ্যামিলটন সাহেব
(B) মেজর উইলিয়াম টলি
(C) স্কট
(D) ড্যাম্পিয়ার ও হজেস
৯০. নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য/সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?
(A) বাহমনী রাজ্য
(B) চোল সাম্রাজ্য
(C) মারাঠা রাজ্য
(D) বিজয়নগর সাম্রাজ্য
৯১. আসন্ন টোকিও ওলিম্পিকের জন্য ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক হিসেবে কার নাম বিবেচিত হয়েছে?
(A) মনপ্রীত সিং
(B) হরমনপ্রীত সিং
(C) পি, আর, শ্রীজেশ
(D) বীরেন্দ্র লাড়া
৯২. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণিগুলির মধ্যে অবস্থিত ?
(A) জাস্কার ও পীরপাঞ্জাল
(B) জাস্কার ও কারাকোরাম
(C) কারাকোরাম ও শিবালিক
(D) জাস্কার ও শিবালিক
৯৩. ‘ডান্ডি অভিযান’ কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?
(A) স্বদেশী-বয়কট আন্দোলন
(B) অসহযােগ আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) ভারত ছাড়াে আন্দোলন
৯৪. জুন, 2021 হিসেবে ভারতের সর্ববৃহৎ IT কোম্পানিটি হল
(A) Wipro
(B) HCL Technology
(C) TCS
(D) Tech Mahindra
৯৫. বঙ্গভঙ্গের সময়ে কোন বাঙালি কবি “বান এসেছে মরা গাঙে” গানটি রচনা করেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) লালন ফকির
(C) কাজী নজরুল ইসলাম
(D) মুকুন্দ দাস
৯৬. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন
(A) আন্না হাজারে
(B) মেধা পাটকর
(C) রামদেব
(D) বিনায়ক সেন
৯৭. ‘শের-ই-বাঙ্গাল’ কাকে বলা হত ?
(A) ফজলুল হক
(B) হাজি মহম্মদ মহসীন
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) নবাব সেলিমুল্লাহ
৯৮. খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য ?
(A) ভারত
(B) আরব
(C) ইরান
(D) তুর্কী
৯৯. তীতুমীরের আসল নাম কী ছিল?
(A) সৈয়দ আমানুল্লা খান
(B) সৈয়দ মীর নাসের আলী
(C) সৈয়দ আমীর আলী
(D) সৈয়দ মীর মহম্মদ খান
১০০. নীচের মধ্যে কোনটি দূরত্বের একক নয় ?
(A) আলােকবর্ষ
(B) পারসেক
(C) ফার্লং
(D) জিফি
To check our latest Posts - Click Here