History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

History Questions And Answers PDF in Bengali

৩০১. তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম করো গুরুদাস তালুকদার ও চারু মজুমদার।
৩০২. তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখো।বিমলা মন্ডল
৩০৩. তেলেঙ্গানা বিদ্রোহের দুজন নেতার নাম করো? রবি রেড্ডি ও ইয়েলো রেড্ডি।
৩০৪. তেলেঙ্গানা বিদ্রোহের নেতা কে ছিলেন? রবি রেড্ডি
৩০৫. ত্তর বছর গ্রন্থের লেখক কে? বিপিনচন্দ্র পাল
৩০৬. দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক ‘মহাত্মা’ উপাধি লাভ করেন ? জ্যোতিবা ফুলে
৩০৭. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?বীরসালিঙ্গন পান্তুলু
৩০৮. দক্ষি- পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়1834 খ্রিস্টাব্দে
৩০৯. দলন শব্দটির অর্থ কী? বলপূর্বক দমন করা।
৩১০. দলিত কথাটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে? দলন শব্দ থেকে হয়েছে।
৩১১. দাদন কথার অর্থ হলঅগ্রিম অর্থ প্রদান
৩১২. দিকদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন জন ক্লার্ক মার্শম্যান
৩১৩. দিকদর্শন সমাচার দর্পণ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় কবে?1818 খ্রিষ্টাব্দে
৩১৪. দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন? মার্শম্যান
৩১৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা কে করেছিলেন? লীলা নাগ (রায়)
৩১৬. দুদুমিঞা কে ছিলেন ? ফরাজি আন্দোলনের নেতা
৩১৭. দুদুমিঞার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ? নোয়ামিঞা।
৩১৮. দেওয়ান চমনলাল কে ছিলেন ? AITUC-র প্রথম সাধারণ সম্পাদক।
৩১৯. দেবী চৌধুরানির নাম কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে।
৩২০. কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়ােজক ছিলেন   সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩২১. দ্বিতীয় গোলটেবিলএ ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে কে যোগদান করেন? সরোজিনী নাইডু
৩২২. দ্বিভাষিক দেবদাস চলচ্চিত্রটির পরিচালক কে ? প্রমোথেশ বড়ুয়া
৩২৩. দ্য স্পার্ক অফ রেভোলিউশন (The Spark of Revolution) গ্রন্থটি কার লেখা? বিপ্লবী অরুণচন্দ্র গুহ-র
৩২৪. ধরতি আবা কাকে বলা হত? বিরসা মুন্ডাকে , কথাটির অর্থ পৃথিবীর পালক বা পিতা
৩২৫. ধরসানা লবণগোলা সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ? সরোজিনী নাইডু।
৩২৬. ধানবাদ মাইনিং কলেজ কবে স্থাপিত হয় ? 1926 খ্রিস্টাব্দে
৩২৭. নওজোয়ানের ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ? ভগৎ সিং।
৩২৮. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে? বিশ শতকের 1960 এর দশকে
৩২৯. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? সাধারণ মানুষদের
৩৩০. নববিধানএর প্রতিষ্ঠাতা কে? কেশবচন্দ্র সেন(1880 খ্রীষ্টাব্দে)
৩৩১. নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন? স্বামী বিবেকানন্দ
৩৩২. নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে কে পরিচিত ? অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩৩. নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কী ছিল? মতুয়া মহাসংঘ।
৩৩৪. নমঃশূদ্ররা পূর্বে কী নামে পরিচিত ছিলেন? চণ্ডল
৩৩৫. নাগাল্যান্ডে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী বিখ্যাত রমণীর নাম কী? রানি গিদালো বা গুইদালো
৩৩৬. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?1876 খ্রিষ্টাব্দে
৩৩৭. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে বলবত্ করেন? লর্ড নর্থব্রুক
৩৩৮. নানাসাহেবের প্রকৃত নাম কী ? গোবিন্দ ধন্দুপথ
৩৩৯. নারী কর্মসমিত কে প্রতিষ্ঠা করেন ? উর্মিলা দেবী
৩৪০. নারী সত্যাগ্রহ সমিতি-র সম্পাদক কে ছিলেন? শান্তি দাশ
৩৪১. নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়? বিদ্যাসাগর
৩৪২. নিজ খামারে ধান তোলো এটি কোন আন্দোলনের শ্লোগান ? তেভাগা
৩৪৩. নীল কমিশন কবে গঠিত হয় ? 1860 খ্রিস্টাব্দের মার্চ মাসে।
৩৪৪. নীল বিদ্রোহ হয়েছিল1859-60 খ্রিস্টাব্দে
৩৪৫. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেনবিষ্ণুচরণ বিশ্বাস
৩৪৬. নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিলযশোহর
৩৪৭. নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছেনীলদর্পণ নাটকে
৩৪৮. নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন লর্ড ডালহৌসি
৩৪৯. নীল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট কে ছিলেন ? জে.পি. গ্রান্ট।
৩৫০. নীল বিদ্রোহের সূচনা হয়েছিল যাদের মাধ্যমে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস

Indian History GK Short Questions

৩৫১. নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন?মধুসূদন দত্ত।
৩৫২. নীলদর্পণ নাটকটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের,1860 খ্রীষ্টাব্দে।
৩৫৩. নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয় ?রেভারেন্ড জেমস লং
৩৫৪. পঞ্চম আইন পাস হয়েছিল1830 খ্রিস্টাব্দে
৩৫৫. পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়
৩৫৬. পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলা কী ? আলিপুর বোমা মামলা
৩৫৭. পশ্চিম ভারতে দলিত আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন? জ্যোতিবা ফুলে।
৩৫৮. পাকপ্রণালী গ্রন্থের লেখক কে? বিপ্রদাস মুখোপাধ্যায়
৩৫৯. পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন টিপু শাহ
৩৬০. পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন ? রাধারমণ সাহা
৩৬১. পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল1870 খ্রিস্টাব্দে
৩৬২. পাবনার কৃষক বিদ্রোহ কবে সংঘঠিত হয়েছিল ? 1873 খ্রিস্টাব্দে
৩৬৩. পাবনার কৃষক বিদ্রোহের মূলনেতা কে ছিলেন ? ঈশানচন্দ্র রায়।
৩৬৪. পাবনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ? ঈশানচন্দ্র রায় -কে ।
৩৬৫. পি.এম.বাগচি অ্যান্ড কোং কবে স্থাপিত হয় ? 1883 খ্রিস্টাব্দে
৩৬৬. পুন্নাপ্রাভায়লার আন্দোলনের দুজন নেতা হলেন কে.সি জর্জ ও টি ভি টমাস।
৩৬৭. পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর? ছো নাচ
৩৬৮. পেডলার সার্কুলার কবে গৃহীত হয় ? 21 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে
৩৬৯. প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ? 1978, 5 ই জুন
৩৭০. প্রথম কোন বইটি লাইনে টাইপে মুদ্রিত হয়? এ গ্রামার অব দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ
৩৭১. প্রথম বাংলা হরফের নির্মাতা কে ? চার্লস উইলকিনসন
৩৭২. প্রথম ভারত-সচিব কে ছিলেন ? লর্ড স্ট্যানলে
৩৭৩. প্রথম মার্জিত বাংলা হরফ কে নির্মাণ করেন ? পঞ্চানন কর্মকার
৩৭৪. প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী লীলা দিনদয়াল
৩৭৫. প্রবন্ধ চিন্তামনী থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়? গুজরাট
৩৭৬. প্রাচীন ভারতে কাদের পঞ্চম জাতি বলা হত ? অস্পৃশ্যদের
৩৭৭. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? ফোর্ট উইলিউম কলেজকে
৩৭৮. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? ফোর্ট উইলিয়ম কলেজকে
৩৭৯. প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে কবে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ? 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর
৩৮০. প্রীতিলতা কোন্ অভিযানের নেত্রী ছিলেন ? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অভিযানের নেত্রী
৩৮১. প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন? ডেভিড হেয়ার
৩৮২. ফকির অব জঙ্গিরা কাব্য গ্রন্থটি কার লেখাডিরোজিওর
৩৮৩. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু
৩৮৪. ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেনদুদুমিঞা
৩৮৫. উদ্বোধন পত্রিকার প্রকাশক হলেন   বিবেকানন্দ
৩৮৬. ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেনহাজি শরিয়তউল্লাহ
৩৮৭. ফরাজি শব্দের অর্থ কি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
৩৮৮. ফুলতার কার ছদ্মনাম ? প্রীতিলতা ওয়াদ্দেদার
৩৮৯. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? 1800 খ্রিষ্টাব্দে
৩৯০. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি
৩৯১. ফ্রেসকো কি? এক ধরণের দেওয়াল চিত্র
৩৯২. ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ? তেভাগা আন্দলোনের
৩৯৩. বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল আনন্দমঠ
৩৯৪. বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর
৩৯৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম করো। ভগিনী নিবেদিতা
৩৯৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন ? সরলাদেবী চৌধুরানি
৩৯৭. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনার সময় ভারতের বড়োলাট কে ছিলেন ? লর্ড কার্জন।
৩৯৮. বঙ্গভঙ্গের দিন ধার্য হয় কবে ? 16ই অক্টোবর, 1905 খ্রীষ্টাব্দে
৩৯৯. বঙ্গভঙ্গের প্রস্তাব কে ঘোষণা করেন ? লর্ড কার্জন
৪০০. বঙ্গভঙ্গের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button