PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali

History Questions And Answers PDF in Bengali
৩০১. তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম করো➟ গুরুদাস তালুকদার ও চারু মজুমদার।
৩০২. তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখো।➟বিমলা মন্ডল
৩০৩. তেলেঙ্গানা বিদ্রোহের দুজন নেতার নাম করো?➟ রবি রেড্ডি ও ইয়েলো রেড্ডি।
৩০৪. তেলেঙ্গানা বিদ্রোহের নেতা কে ছিলেন?➟ রবি রেড্ডি
৩০৫. ত্তর বছর গ্রন্থের লেখক কে?➟ বিপিনচন্দ্র পাল
৩০৬. দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক ‘মহাত্মা’ উপাধি লাভ করেন ?➟ জ্যোতিবা ফুলে
৩০৭. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?➟বীরসালিঙ্গন পান্তুলু
৩০৮. দক্ষি- পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়➟1834 খ্রিস্টাব্দে
৩০৯. দলন শব্দটির অর্থ কী? ➟বলপূর্বক দমন করা।
৩১০. দলিত কথাটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?➟ দলন শব্দ থেকে হয়েছে।
৩১১. দাদন কথার অর্থ হল➟অগ্রিম অর্থ প্রদান
৩১২. দিকদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন➟ জন ক্লার্ক মার্শম্যান
৩১৩. দিকদর্শন সমাচার দর্পণ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় কবে?➟1818 খ্রিষ্টাব্দে
৩১৪. দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন?➟ মার্শম্যান
৩১৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা কে করেছিলেন?➟ লীলা নাগ (রায়)
৩১৬. দুদুমিঞা কে ছিলেন ?➟ ফরাজি আন্দোলনের নেতা
৩১৭. দুদুমিঞার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?➟ নোয়ামিঞা।
৩১৮. দেওয়ান চমনলাল কে ছিলেন ?➟ AITUC-র প্রথম সাধারণ সম্পাদক।
৩১৯. দেবী চৌধুরানির নাম কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?➟ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে।
৩২০. কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়ােজক ছিলেন ➟ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩২১. দ্বিতীয় গোলটেবিল➟এ ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে কে যোগদান করেন? ➟সরোজিনী নাইডু
৩২২. দ্বিভাষিক দেবদাস চলচ্চিত্রটির পরিচালক কে ?➟ প্রমোথেশ বড়ুয়া
৩২৩. দ্য স্পার্ক অফ রেভোলিউশন (The Spark of Revolution) গ্রন্থটি কার লেখা?➟ বিপ্লবী অরুণচন্দ্র গুহ-র
৩২৪. ধরতি আবা কাকে বলা হত?➟ বিরসা মুন্ডাকে , কথাটির অর্থ পৃথিবীর পালক বা পিতা
৩২৫. ধরসানা লবণগোলা সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ?➟ সরোজিনী নাইডু।
৩২৬. ধানবাদ মাইনিং কলেজ কবে স্থাপিত হয় ?➟ 1926 খ্রিস্টাব্দে
৩২৭. নওজোয়ানের ভারতসভা➟র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?➟ ভগৎ সিং।
৩২৮. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে? ➟ বিশ শতকের 1960 এর দশকে
৩২৯. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? ➟ সাধারণ মানুষদের
৩৩০. নববিধান➟এর প্রতিষ্ঠাতা কে?➟ কেশবচন্দ্র সেন(1880 খ্রীষ্টাব্দে)
৩৩১. নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন?➟ স্বামী বিবেকানন্দ
৩৩২. নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে কে পরিচিত ?➟ অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩৩. নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কী ছিল? ➟মতুয়া মহাসংঘ।
৩৩৪. নমঃশূদ্ররা পূর্বে কী নামে পরিচিত ছিলেন? ➟ চণ্ডল
৩৩৫. নাগাল্যান্ডে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী বিখ্যাত রমণীর নাম কী?➟ রানি গিদালো বা গুইদালো
৩৩৬. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?➟1876 খ্রিষ্টাব্দে
৩৩৭. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে বলবত্ করেন?➟ লর্ড নর্থব্রুক
৩৩৮. নানাসাহেবের প্রকৃত নাম কী ? ➟ গোবিন্দ ধন্দুপথ
৩৩৯. নারী কর্মসমিত কে প্রতিষ্ঠা করেন ?➟ উর্মিলা দেবী
৩৪০. নারী সত্যাগ্রহ সমিতি-র সম্পাদক কে ছিলেন? ➟শান্তি দাশ
৩৪১. নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়?➟ বিদ্যাসাগর
৩৪২. নিজ খামারে ধান তোলো ➟এটি কোন আন্দোলনের শ্লোগান ? ➟ তেভাগা
৩৪৩. নীল কমিশন কবে গঠিত হয় ?➟ 1860 খ্রিস্টাব্দের মার্চ মাসে।
৩৪৪. নীল বিদ্রোহ হয়েছিল➟1859-60 খ্রিস্টাব্দে
৩৪৫. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন➟বিষ্ণুচরণ বিশ্বাস
৩৪৬. নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল➟যশোহর
৩৪৭. নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে➟নীলদর্পণ নাটকে
৩৪৮. নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন ➟লর্ড ডালহৌসি
৩৪৯. নীল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট কে ছিলেন ?➟ জে.পি. গ্রান্ট।
৩৫০. নীল বিদ্রোহের সূচনা হয়েছিল যাদের মাধ্যমে➟ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
Indian History GK Short Questions
৩৫১. নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন?➟মধুসূদন দত্ত।
৩৫২. নীলদর্পণ নাটকটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়?➟ দীনবন্ধু মিত্রের,1860 খ্রীষ্টাব্দে।
৩৫৩. নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয় ?➟রেভারেন্ড জেমস লং
৩৫৪. পঞ্চম আইন পাস হয়েছিল➟1830 খ্রিস্টাব্দে
৩৫৫. পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? ➟ সত্যজিৎ রায়
৩৫৬. পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলা কী ?➟ আলিপুর বোমা মামলা
৩৫৭. পশ্চিম ভারতে দলিত আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন? ➟জ্যোতিবা ফুলে।
৩৫৮. পাকপ্রণালী গ্রন্থের লেখক কে?➟ বিপ্রদাস মুখোপাধ্যায়
৩৫৯. পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন ➟টিপু শাহ
৩৬০. পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন ?➟ রাধারমণ সাহা
৩৬১. পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল➟1870 খ্রিস্টাব্দে
৩৬২. পাবনার কৃষক বিদ্রোহ কবে সংঘঠিত হয়েছিল ?➟ 1873 খ্রিস্টাব্দে
৩৬৩. পাবনার কৃষক বিদ্রোহের মূলনেতা কে ছিলেন ?➟ ঈশানচন্দ্র রায়।
৩৬৪. পাবনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ?➟ ঈশানচন্দ্র রায় -কে ।
৩৬৫. পি.এম.বাগচি অ্যান্ড কোং কবে স্থাপিত হয় ?➟ 1883 খ্রিস্টাব্দে
৩৬৬. পুন্নাপ্রাভায়লার আন্দোলনের দুজন নেতা হলেন➟ কে.সি জর্জ ও টি ভি টমাস।
৩৬৭. পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর?➟ ছো নাচ
৩৬৮. পেডলার সার্কুলার কবে গৃহীত হয় ?➟ 21 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে
৩৬৯. প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?➟ 1978, 5 ই জুন
৩৭০. প্রথম কোন বইটি লাইনে টাইপে মুদ্রিত হয়?➟ এ গ্রামার অব দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ
৩৭১. প্রথম বাংলা হরফের নির্মাতা কে ?➟ চার্লস উইলকিনসন
৩৭২. প্রথম ভারত-সচিব কে ছিলেন ? ➟ লর্ড স্ট্যানলে
৩৭৩. প্রথম মার্জিত বাংলা হরফ কে নির্মাণ করেন ?➟ পঞ্চানন কর্মকার
৩৭৪. প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী➟ লীলা দিনদয়াল
৩৭৫. প্রবন্ধ চিন্তামনী থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়? ➟ গুজরাট
৩৭৬. প্রাচীন ভারতে কাদের পঞ্চম জাতি বলা হত ?➟ অস্পৃশ্যদের
৩৭৭. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে?➟ ফোর্ট উইলিউম কলেজকে
৩৭৮. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে?➟ ফোর্ট উইলিয়ম কলেজকে
৩৭৯. প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে কবে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?➟ 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর
৩৮০. প্রীতিলতা কোন্ অভিযানের নেত্রী ছিলেন ? ➟ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অভিযানের নেত্রী
৩৮১. প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন?➟ ডেভিড হেয়ার
৩৮২. ফকির অব জঙ্গিরা কাব্য গ্রন্থটি কার লেখা➟ডিরোজিওর
৩৮৩. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ➟ সুভাষচন্দ্র বসু
৩৮৪. ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন➟দুদুমিঞা
৩৮৫. উদ্বোধন পত্রিকার প্রকাশক হলেন ➟ বিবেকানন্দ
৩৮৬. ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন➟হাজি শরিয়তউল্লাহ
৩৮৭. ফরাজি শব্দের অর্থ কি➟ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
৩৮৮. ফুলতার কার ছদ্মনাম ?➟ প্রীতিলতা ওয়াদ্দেদার
৩৮৯. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?➟ 1800 খ্রিষ্টাব্দে
৩৯০. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?➟ লর্ড ওয়েলেসলি
৩৯১. ফ্রেসকো কি?➟ এক ধরণের দেওয়াল চিত্র
৩৯২. ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ? ➟ তেভাগা আন্দলোনের
৩৯৩. বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল➟ আনন্দমঠ
৩৯৪. বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ? ➟ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৯৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম করো।➟ ভগিনী নিবেদিতা
৩৯৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন ?➟ সরলাদেবী চৌধুরানি
৩৯৭. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনার সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?➟ লর্ড কার্জন।
৩৯৮. বঙ্গভঙ্গের দিন ধার্য হয় কবে ?➟ 16ই অক্টোবর, 1905 খ্রীষ্টাব্দে
৩৯৯. বঙ্গভঙ্গের প্রস্তাব কে ঘোষণা করেন ?➟ লর্ড কার্জন
৪০০. বঙ্গভঙ্গের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ? ➟রবীন্দ্রনাথ ঠাকুর
To check our latest Posts - Click Here