PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali

WBCS Modern Indian History Questions and Answers
৫০১. বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নেতা কে ছিলেন? ➟হেমচন্দ্র ঘোষ
৫০২. বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?➟ সুভাষচন্দ্র বসু।
৫০৩. বোধদয় কে রচনা করেন?➟ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০৪. বোম্বাইতে ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন? ➟অরুণা আসফ আলি
৫০৫. বোম্বাইয়ের রেল শ্রমিকরা প্রথম কবে গান্ধি দিবসপালন করে ?➟ 1930 খ্রিস্টাব্দের 6 জুলাই
৫০৬. বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচর্চা করেন? ➟ ক্রিকেট
৫০৭. বোসন কণা-র আবিষ্কারক কে ?➟ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
৫০৮. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয় ?➟ 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ
৫০৯. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে ?➟ মঙ্গল পান্ডে
৫১০. ব্রহ্মানন্দ উপাধিতে কে কাকে ভূষিত করেন ?➟ দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে
৫১১. ব্রাহ্ম সভা কবে স্থাপিত হয়?➟1828 খ্রিষ্টাব্দে
৫১২. ব্রাহ্ম সভার প্রথম সম্পাদক কে ছিলেন?➟তারাচাঁদ চক্রবর্তী
৫১৩. ব্রিটিশ ভারতে দলিতদের তিনটি সমস্যা কী ছিল? ➟সামাজিক মর্যাদা, শিক্ষা-কর্মসংস্থান ও প্রতিনিধিত্ব।
৫১৪. ব্রিটিশ সরকার পরিচালিত ভারতের কমিউনিস্ট বিরোধী প্রথম মামলাটি কী ছিল ? ➟পেশোয়া ষড়যন্ত্র মামলা।
৫১৫. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকবে স্থাপিত হয় ?➟ 1851 খ্রিস্টাব্দে
৫১৬. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন ?➟ রাধাকান্ত দেব।
৫১৭. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন ?➟ দ্বারকানাথ ঠাকুর।
৫১৮. ব্রিটেনে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?➟ শ্যামজি কৃষ্ণবার্মাকে ।
৫১৯. ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতিকে কী উপহার দিয়েছিলেন? ➟ ম্যাৎসিনির আত্মজীবনীর প্রথম খণ্ড
৫২০. ভগিনী নিবেদিতা বাংলার কোন্ বিপ্লবী গুপ্তসমিতির সঙ্গে যুক্ত ছিলেন ? ➟অনুশীলন সমিতির সঙ্গে
৫২১. ‘ভগিনী সেনা’ কী ? ➟তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্বেচ্ছাসেবিকা বাহিনীর নাম ছিল ভগিনী সেনা।
৫২২. ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন ➟সন্ন্যাসী ও ফকির
৫২৩. ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি ?➟ দক্ষিণ ভারত (তামিলনাড়ু)
৫২৪. ভাংড়া কোথাকার নৃত্য শিল্প?➟ পাঞ্জাব
৫২৫. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে?➟ শ্রী নারায়ণ গুরু
৫২৬. ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত ➟সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত।
৫২৭. ভারত কোন্ পথে প্রবন্ধের লেখক কে ?➟ জওহরলাল নেহরু।
৫২৮. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?➟ 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট
৫২৯. ভারত ছাড়ো আন্দোলনে পাঞ্জাবে উল্লেখযোগ্য ভূমিকা নেন(নারী)? ➟ভোগেশ্বরী ফুকোননী, ঊষা মেহতা
৫৩০. ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী সর্বকনিষ্ঠ মহিলা প্রতিনিধির নাম কী ? ➟কনকলতা বড়ুয়া।
৫৩১. ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা প্রতিনিধির নাম করো?➟অরুণা আসফ আলি।
৫৩২. ভারত ছাড়ো আন্দোলনের সময় ‘ভয়েস অফ ফ্রিডম’ রেডিও কে চালাতেন? ➟ঊষা মেহতা।।
৫৩৩. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?➟ লর্ড লিনলিথগো।
৫৩৪. ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ কে স্থাপন করেন? ➟সরলাদেবী চৌধুরাণী।
৫৩৫. ভারতবর্ষীয় বিজ্ঞানসভার প্রতিষ্ঠাতা কে ?➟ ডা: মহেন্দ্রলাল সরকার
৫৩৬. ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তুলেছিলেন?➟কেশবচন্দ্র সেন
৫৩৭. ভারতমাতা চিত্রটি কত খ্রিস্টাব্দে আঁকা হয় ?➟1905 খ্রিস্টাব্দে
৫৩৮. ‘ভারতমাতা’ চিত্রটি কোন্ ঘটনার প্রেক্ষিতে চিত্রিত হয় ?➟ বঙ্গভঙ্গ বিরোধী ঘটনার প্রেক্ষিতে
৫৩৯. ভারতমাতা চিত্রটির পূর্বনাম কী ছিল?➟বঙ্গমাতা।
৫৪০. ‘ভারতমাতা’ শব্দটি কোথা থেকে এসেছে?➟ভারতম্বা
৫৪১. ভারতসভার উদ্যোগে আহুত প্রথম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কে ?➟ রামতনু লাহিড়ি
৫৪২. ভারতসভার উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে আহূত হয় ?➟1883 খ্রিস্টাব্দে
৫৪৩. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ? ➟ দাদাসাহেব ফালকেকে
৫৪৪. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে?➟ আনন্দমঠ উপন্যাসকে
৫৪৫. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন সংগীত কে?➟বন্দেমাতরম-কে
৫৪৬. ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী -র প্রতিষ্ঠাতা কে ?➟ সূর্য সেন
৫৪৭. ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়?➟ কলকাতাকে
৫৪৮. ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ? ➟ভিকাজি রুস্তম কামাকে
৫৪৯. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়?➟ 1904 খ্রিষ্টাব্দে
৫৫০. ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায়?➟হিন্দু পেট্রিয়ট
ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন ও উত্তর
৫৫১. ভারতীয়রা কাদের কাছ থেকে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শেখে?➟ পর্তুগীজদের
৫৫২. ভারতীয় বিজ্ঞানচর্চার জনক বলা হয় কাকে? ➟ মহেন্দ্রলাল সরকারকে
৫৫৩. ভারতে আগত একজন বিদেশি মহিলা যিনি ভারতের নারী আন্দোলনকে সংগঠিত করেছিলেন ➟ অ্যানি বেসান্ত
৫৫৪. ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ?➟ বেঙ্গল গেজেট
৫৫৫. ভারতে ওয়াহাবি আন্দোলন জনপ্রিয় করে তোলেন➟সৈয়দ আহমেদ ব্রেল্ভি
৫৫৬. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন➟শাহ ওয়ালিউল্লাহ
৫৫৭. ভারতে কবে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় ? ➟1917 খ্রিস্টাব্দে
৫৫৮. ভারতে কবে প্রথম ছাপার অক্ষরে পুস্তক প্রকাশিত হয় ?➟ 1557 খ্রিস্টাব্দে
৫৫৯. ভারতে কমিউনিস্ট বা সাম্যবাদী-আন্দোলনের জনককাকে বলা হয় ?➟ নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে
৫৬০. ভারতে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়?➟ কানপুরে
৫৬১. ভারতে কোন রাজনৈতিক দলকে ‘দ্বিজ’ বলা হয় ? সি পি আই দলকে
৫৬২. ভারতে কোন ষড়যন্ত্র মামলাকে জুডিসিয়াল স্ক্যান্ডালবলা হয়?➟ মিরাট ষড়যন্ত্র মামলা
৫৬৩. ভারতে গান্ধিজির কোন্ আন্দোলনে মহিলারা প্রথম অংশগ্রহণ করেন? ➟রাওলাট সত্যাগ্রহ (1919 খ্রি.)
৫৬৪. ভারতে নির্বাক চলচ্চিত্রের প্রদর্শন হয় কবে?➟ 1913 খ্রিস্টাব্দে
৫৬৫. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কী ? ➟দ্য সোশ্যালিস্ট
৫৬৬. ভারতে প্রকাশিত প্রথম ছাত্র সংগঠন ছিল কোনটা?➟ অ্যাকাডেমিক অ্যাসসিয়েশন
৫৬৭. ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা কোনটি?➟ হিন্দু প্যাট্রিওট
৫৬৮. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?➟ বেঙ্গল গেজেট
৫৬৯. ভারতে প্রথম কবে কাউন্সিল অ্যাক্টঘোষিত হয় ?➟1861 খ্রিস্টাব্দে
৫৭০. ভারতে প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয় ?➟ 1556 খ্রিস্টাব্দে
৫৭১. ভারতে প্রথম কার নেতৃত্বে মে দিবস পালিত হয় ? ➟সিঙ্গারভেলু চেট্টিয়ার
৫৭২. ভারতে প্রথম ডিগ্রিধারি ইঞ্জিনিয়ার কে ছিলেন? ➟ গোলকচন্দ্র নন্দী
৫৭৩. ভারতে প্রথম সামরিক বাহিনী গঠিত হয়েছিল কত সালে?➟ 1829 খ্রিস্টাব্দে
৫৭৪. ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?➟ মেলোডি অব লাভ
৫৭৫. ভারতে ভাইকম সত্যাগ্রহের জনক কে ? ➟শ্রীনারায়ণ গুরু।
৫৭৬. ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ হল ➟1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ
৫৭৭. ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় কাকে? ➟ নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে
৫৭৮. ভারতে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ? ➟ অ্যানি বেসান্ত
৫৭৯. ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়?➟ সরলাদেবী চৌধুরানী
৫৮০. ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয় ? ➟ উদয়শঙ্করকে
৫৮১. ভারতের একনম্বর আসামি বলা হয় কাকে ?➟ রাসবিহারী বসুকে
৫৮২. ভারতের কমিউনিস্ট দল কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ? 1928 খ্রিস্টাব্দে
৫৮৩. ভারতের কমিউনিস্ট পার্টি কবে দ্বিধাবিভক্ত হয় ?➟ 1964 খ্রিস্টাব্দে
৫৮৪. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে ?➟ 1925 খ্রিস্টাব্দের 26 শে ডিসেম্বর
৫৮৫. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?➟ সিঙ্গারভেলু চেট্টিয়ার।
৫৮৬. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন ?➟ এস বি ঘাটে।
৫৮৭. ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ? ➟বোম্বাইতে
৫৮৮. ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ? ➟বোম্বাইতে
৫৮৯. ভারতের কোন বড়োলাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন ?➟ ওয়ারেন হেস্টিংস
৫৯০. ভারতের কোন ব্রিটিশ বিরোধী আন্দোলনকেকযুবকদের আন্দোলনবলা হয় ? ➟ ভারত ছাড়ো আন্দোলন
৫৯১. ভারতের কোন রাজনৈতিক দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ?➟ সি পি আই
৫৯২. ভারতের কোন সমাজ-সংস্কারকদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা চূড়ার তুলনা করা হয়?➟ইয়ংবেঙ্গল গোষ্ঠী
৫৯৩. ভারতের কোন সাম্যবাদী নেতাকে দেশাভিমানীবলা হয়? ➟রামকৃষ্ণ পিল্লাইকে
৫৯৪. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে গান্ধিবুড়ি বলা হয় ? ➟মাতঙ্গিনি হাজরাকে
৫৯৫. ভারতের কোন্ বড়োলাট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ? ➟রামসে ম্যাকডোনাল্ড
৫৯৬. ভারতের কোন্ বিদ্রোহকে ‘টেলিগ্রাফ ওয়ার’ বলা হয়? ➟ সিপাহী বিদ্রোহকে
৫৯৭. ভারতের কোন্ ব্রিটিশ বিরোধী আন্দোলনকেযুবকদের আন্দোলন বলা হয় ? ➟ভারত ছাড়ো আন্দোলনকে
৫৯৮. ভারতের কোন্ শহরকে সংস্কৃতির শহরবলা হয়?➟ কলকাতা
৫৯৯. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?➟ দিল্লিতে
৬০০. ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়?➟ সরোজিনী নাইডুকে
To check our latest Posts - Click Here