History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

WBCS Modern Indian History Questions and Answers

৫০১. বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নেতা কে ছিলেন? হেমচন্দ্র ঘোষ
৫০২. বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? সুভাষচন্দ্র বসু।
৫০৩. বোধদয় কে রচনা করেন?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০৪. বোম্বাইতে ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন? অরুণা আসফ আলি
৫০৫. বোম্বাইয়ের রেল শ্রমিকরা প্রথম কবে গান্ধি দিবসপালন করে ? 1930 খ্রিস্টাব্দের 6 জুলাই
৫০৬. বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচর্চা করেন? ক্রিকেট
৫০৭. বোসন কণা-র আবিষ্কারক কে ? বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
৫০৮. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয় ? 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ
৫০৯. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে ? মঙ্গল পান্ডে
৫১০. ব্রহ্মানন্দ উপাধিতে কে কাকে ভূষিত করেন ? দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে
৫১১. ব্রাহ্ম সভা কবে স্থাপিত হয়?1828 খ্রিষ্টাব্দে
৫১২. ব্রাহ্ম সভার প্রথম সম্পাদক কে ছিলেন?তারাচাঁদ চক্রবর্তী
৫১৩. ব্রিটিশ ভারতে দলিতদের তিনটি সমস্যা কী ছিল? সামাজিক মর্যাদা, শিক্ষা-কর্মসংস্থান ও প্রতিনিধিত্ব।
৫১৪. ব্রিটিশ সরকার পরিচালিত ভারতের কমিউনিস্ট বিরোধী প্রথম মামলাটি কী ছিল ? পেশোয়া ষড়যন্ত্র মামলা।
৫১৫. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকবে স্থাপিত হয় ? 1851 খ্রিস্টাব্দে
৫১৬. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন ? রাধাকান্ত দেব।
৫১৭. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন ? দ্বারকানাথ ঠাকুর।
৫১৮. ব্রিটেনে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ? শ্যামজি কৃষ্ণবার্মাকে ।
৫১৯. ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতিকে কী উপহার দিয়েছিলেন? ম্যাৎসিনির আত্মজীবনীর প্রথম খণ্ড
৫২০. ভগিনী নিবেদিতা বাংলার কোন্ বিপ্লবী গুপ্তসমিতির সঙ্গে যুক্ত ছিলেন ? অনুশীলন সমিতির সঙ্গে
৫২১. ‘ভগিনী সেনা’ কী ? তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্বেচ্ছাসেবিকা বাহিনীর নাম ছিল ভগিনী সেনা।
৫২২. ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন সন্ন্যাসী ও ফকির
৫২৩. ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি ? দক্ষিণ ভারত (তামিলনাড়ু)
৫২৪. ভাংড়া কোথাকার নৃত্য শিল্প? পাঞ্জাব
৫২৫. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন কে? শ্রী নারায়ণ গুরু
৫২৬. ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত সাঁওতাল বিদ্রোহের নাম জড়িত।
৫২৭. ভারত কোন্ পথে প্রবন্ধের লেখক কে ? জওহরলাল নেহরু।
৫২৮. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট
৫২৯. ভারত ছাড়ো আন্দোলনে পাঞ্জাবে উল্লেখযোগ্য ভূমিকা নেন(নারী)? ভোগেশ্বরী ফুকোননী, ঊষা মেহতা
৫৩০. ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী সর্বকনিষ্ঠ মহিলা প্রতিনিধির নাম কী ? কনকলতা বড়ুয়া।
৫৩১. ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা প্রতিনিধির নাম করো?অরুণা আসফ আলি।
৫৩২. ভারত ছাড়ো আন্দোলনের সময় ‘ভয়েস অফ ফ্রিডম’ রেডিও কে চালাতেন? ঊষা মেহতা।।
৫৩৩. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ? লর্ড লিনলিথগো।
৫৩৪. ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ কে স্থাপন করেন? সরলাদেবী চৌধুরাণী।
৫৩৫. ভারতবর্ষীয় বিজ্ঞানসভার প্রতিষ্ঠাতা কে ? ডা: মহেন্দ্রলাল সরকার
৫৩৬. ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তুলেছিলেন?কেশবচন্দ্র সেন
৫৩৭. ভারতমাতা চিত্রটি কত খ্রিস্টাব্দে আঁকা হয় ?1905 খ্রিস্টাব্দে
৫৩৮. ‘ভারতমাতা’ চিত্রটি কোন্ ঘটনার প্রেক্ষিতে চিত্রিত হয় ? বঙ্গভঙ্গ বিরোধী ঘটনার প্রেক্ষিতে
৫৩৯. ভারতমাতা চিত্রটির পূর্বনাম কী ছিল?বঙ্গমাতা।
৫৪০. ‘ভারতমাতা’ শব্দটি কোথা থেকে এসেছে?ভারতম্বা
৫৪১. ভারতসভার উদ্যোগে আহুত প্রথম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কে ? রামতনু লাহিড়ি
৫৪২. ভারতসভার উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে আহূত হয় ?1883 খ্রিস্টাব্দে
৫৪৩. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ? দাদাসাহেব ফালকেকে
৫৪৪. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? আনন্দমঠ উপন্যাসকে
৫৪৫. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন সংগীত কে?বন্দেমাতরম-কে
৫৪৬. ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী -র প্রতিষ্ঠাতা কে ? সূর্য সেন
৫৪৭. ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়? কলকাতাকে
৫৪৮. ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ? ভিকাজি রুস্তম কামাকে
৫৪৯. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাস হয়? 1904 খ্রিষ্টাব্দে
৫৫০. ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায়?হিন্দু পেট্রিয়ট

ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন ও উত্তর

৫৫১. ভারতীয়রা কাদের কাছ থেকে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শেখে? পর্তুগীজদের
৫৫২. ভারতীয় বিজ্ঞানচর্চার জনক বলা হয় কাকে? মহেন্দ্রলাল সরকারকে
৫৫৩. ভারতে আগত একজন বিদেশি মহিলা যিনি ভারতের নারী আন্দোলনকে সংগঠিত করেছিলেন অ্যানি বেসান্ত
৫৫৪. ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ? বেঙ্গল গেজেট
৫৫৫. ভারতে ওয়াহাবি আন্দোলন জনপ্রিয় করে তোলেনসৈয়দ আহমেদ ব্রেল্ভি
৫৫৬. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেনশাহ ওয়ালিউল্লাহ
৫৫৭. ভারতে কবে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় ? 1917 খ্রিস্টাব্দে
৫৫৮. ভারতে কবে প্রথম ছাপার অক্ষরে পুস্তক প্রকাশিত হয় ? 1557 খ্রিস্টাব্দে
৫৫৯. ভারতে কমিউনিস্ট বা সাম্যবাদী-আন্দোলনের জনককাকে বলা হয় ? নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে
৫৬০. ভারতে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়? কানপুরে
৫৬১. ভারতে কোন রাজনৈতিক দলকে ‘দ্বিজ’ বলা হয় ? সি পি আই দলকে
৫৬২. ভারতে কোন ষড়যন্ত্র মামলাকে জুডিসিয়াল স্ক্যান্ডালবলা হয়? মিরাট ষড়যন্ত্র মামলা
৫৬৩. ভারতে গান্ধিজির কোন্ আন্দোলনে মহিলারা প্রথম অংশগ্রহণ করেন? রাওলাট সত্যাগ্রহ (1919 খ্রি.)
৫৬৪. ভারতে নির্বাক চলচ্চিত্রের প্রদর্শন হয় কবে? 1913 খ্রিস্টাব্দে
৫৬৫. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কী ? দ্য সোশ্যালিস্ট
৫৬৬. ভারতে প্রকাশিত প্রথম ছাত্র সংগঠন ছিল কোনটা? অ্যাকাডেমিক অ্যাসসিয়েশন
৫৬৭. ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা কোনটি? হিন্দু প্যাট্রিওট
৫৬৮. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট
৫৬৯. ভারতে প্রথম কবে কাউন্সিল অ্যাক্টঘোষিত হয় ?1861 খ্রিস্টাব্দে
৫৭০. ভারতে প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয় ? 1556 খ্রিস্টাব্দে
৫৭১. ভারতে প্রথম কার নেতৃত্বে মে দিবস পালিত হয় ? সিঙ্গারভেলু চেট্টিয়ার
৫৭২. ভারতে প্রথম ডিগ্রিধারি ইঞ্জিনিয়ার কে ছিলেন? গোলকচন্দ্র নন্দী
৫৭৩. ভারতে প্রথম সামরিক বাহিনী গঠিত হয়েছিল কত সালে? 1829 খ্রিস্টাব্দে
৫৭৪. ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ? মেলোডি অব লাভ
৫৭৫. ভারতে ভাইকম সত্যাগ্রহের জনক কে ? শ্রীনারায়ণ গুরু।
৫৭৬. ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ হল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ
৫৭৭. ভারতে সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় কাকে? নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে
৫৭৮. ভারতে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ? অ্যানি বেসান্ত
৫৭৯. ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়? সরলাদেবী চৌধুরানী
৫৮০. ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয় ? উদয়শঙ্করকে
৫৮১. ভারতের একনম্বর আসামি বলা হয় কাকে ? রাসবিহারী বসুকে
৫৮২. ভারতের কমিউনিস্ট দল কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে ? 1928 খ্রিস্টাব্দে
৫৮৩. ভারতের কমিউনিস্ট পার্টি কবে দ্বিধাবিভক্ত হয় ? 1964 খ্রিস্টাব্দে
৫৮৪. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে ? 1925 খ্রিস্টাব্দের 26 শে ডিসেম্বর
৫৮৫. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? সিঙ্গারভেলু চেট্টিয়ার।
৫৮৬. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন ? এস বি ঘাটে।
৫৮৭. ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ? বোম্বাইতে
৫৮৮. ভারতের কোথায় সর্বপ্রথম মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল পাস হয় ? বোম্বাইতে
৫৮৯. ভারতের কোন বড়োলাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন ? ওয়ারেন হেস্টিংস
৫৯০. ভারতের কোন ব্রিটিশ বিরোধী আন্দোলনকেকযুবকদের আন্দোলনবলা হয় ? ভারত ছাড়ো আন্দোলন
৫৯১. ভারতের কোন রাজনৈতিক দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি ? সি পি আই
৫৯২. ভারতের কোন সমাজ-সংস্কারকদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা চূড়ার তুলনা করা হয়?ইয়ংবেঙ্গল গোষ্ঠী
৫৯৩. ভারতের কোন সাম্যবাদী নেতাকে দেশাভিমানীবলা হয়? রামকৃষ্ণ পিল্লাইকে
৫৯৪. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে গান্ধিবুড়ি বলা হয় ? মাতঙ্গিনি হাজরাকে
৫৯৫. ভারতের কোন্ বড়োলাট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ? রামসে ম্যাকডোনাল্ড
৫৯৬. ভারতের কোন্ বিদ্রোহকে ‘টেলিগ্রাফ ওয়ার’ বলা হয়? সিপাহী বিদ্রোহকে
৫৯৭. ভারতের কোন্ ব্রিটিশ বিরোধী আন্দোলনকেযুবকদের আন্দোলন বলা হয় ? ভারত ছাড়ো আন্দোলনকে
৫৯৮. ভারতের কোন্ শহরকে সংস্কৃতির শহরবলা হয়? কলকাতা
৫৯৯. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে
৬০০. ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button