History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

Modern Indian History Questions and Answers

১০১. উলগুলান কথার অর্থভয়ঙ্কর বিশৃঙ্খলা
১০২. এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে ? সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
১০৩. এম এন রায় ও সি মার্টিনের প্রকৃত নাম কী ? নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
১০৪. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে কবে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স,1784 খ্রিষ্টাব্দে
১০৫. ওড়িশার কৃষক নেতা মালতী চৌধুরিকে কি বলা হত? উৎকলমণি
১০৬. ওয়াদালা লবণগোলার সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? কমলাদেবী চট্টোপাধ্যায়।
১০৭. ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1925 খ্রিস্টাব্দে
১০৮. ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে দেশেআরবে
১০৯. ওয়াহাবিরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিল ? শিখ শক্তির
১১০. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ? জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।
১১১. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ওঠে? লাহোর অধিবেশনে
১১২. কত খ্রিস্টাব্দে CPI দল দ্বিধাবিভক্ত হয় ? 1964 খ্রিস্টাব্দে
১১৩. কত খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ? 1902 খ্রিস্টাব্দে
১১৪. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়? 1911 খ্রিস্টাব্দে
১১৫. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় ? 1875 খ্রিস্টাব্দে
১১৬. কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে
১১৭. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে
১১৮. কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত? 1916 খ্রিস্টাব্দে
১১৯. কত খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগদান করেন?1857 খ্রিষ্টাব্দে
১২০. কত খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ? 1902 খ্রিস্টাব্দে
১২১. কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ
১২২. কত খ্রিস্টাব্দে নারকেলবেড়িয়ার সংঘর্ষ হয়েছিল ? 1831 খ্রিস্টাব্দে
১২৩. কত খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে
১২৪. কত খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন প্রতিষ্ঠিত হয় ? 1926 খ্রিস্টাব্দে
১২৫. কত খ্রিস্টাব্দে পুণা চুক্তি স্বাক্ষরিত হয় ? 1932 খ্রিস্টাব্দে
১২৬. কত খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয় ? 1855 খ্রিস্টাব্দে
১২৭. কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়? 3রা মে 1939 খ্রীষ্টাব্দে
১২৮. কত খ্রিস্টাব্দে ফোনোগ্রাফ তৈরি হয় ? 1877 খ্রিস্টাব্দে
১২৯. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ? 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর,
১৩০. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয় ? 1836 খ্রিস্টাব্দে
১৩১. কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় ? 1917 খ্রিস্টাব্দে
১৩২. কত খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত হয় ? 1928 খ্রিস্টাব্দে
১৩৩. কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় ? 1843 খ্রিস্টাব্দে
১৩৪. কত খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ? 1924 খ্রিস্টাব্দে
১৩৫. কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপিত হয় ? 1910 খ্রিস্টাব্দে
১৩৬. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় বিজ্ঞানসভা স্থাপিত হয় ? 1876 খ্রিস্টাব্দে
১৩৭. কত খ্রিস্টাব্দে ভারতসভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় ? 1886 খ্রিস্টাব্দে
১৩৮. কত খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয় ? 1876 খ্রিস্টাব্দে
১৩৯. কত খ্রিস্টাব্দে ভারতীয় মালিকানায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ? 1806 খ্রিস্টাব্দে
১৪০. কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ? 1858 খ্রিস্টাব্দে
১৪১. কত খ্রিস্টাব্দে ভারতের দলিতরা তপশিলি জাতির মর্যাদা পায় ? 1936 খ্রিস্টাব্দে
১৪২. কত খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়? 1934 খ্রিস্টাব্দে
১৪৩. কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?1889 খ্রিস্টাব্দে
১৪৪. কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হয়?1897 খ্রিষ্টাব্দে
১৪৫. কত খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয় ?= 1942 খ্রিস্টাব্দে
১৪৬. কত খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয় ? 1964 খ্রিস্টাব্দে
১৪৭. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়?1855 খ্রিষ্টাব্দে।
১৪৮. কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ? 1867 খ্রিস্টাব্দে
১৪৯. কত খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠিত হয় ? 1929 খ্রিস্টাব্দে
১৫০. কত খ্রিস্টাব্দে GCPI প্রতিষ্ঠিত হয়?1823 খ্রিষ্টাব্দে।

Madhyamik History short question and answer

১৫১. কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় ? 1898 খ্রিস্টাব্দে
১৫২. কবে থেকে ভারতের জাতীয় কংগ্রেসে মহিলারা যোগদান করতে শুরু করেন ?
১৫৩. কবে নারীদের ভোটাধিকারের স্মারকলিপি পেশ করা হয় ? 1917 খ্রিস্টাব্দে
১৫৪. কবে প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন?1921খ্রিস্টাব্দের 17 নভেম্বর
১৫৫. কবে বাংলায় প্রথম নীলচাষ শুরু হয় ? 1777 খ্রিস্টাব্দে
১৫৬. কবে বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ? 1930 খ্রীষ্টাব্দের ডিসেম্বর
১৫৭. কবে ভগৎ সিং-এর ফাঁসি হয় ? 1931 খ্রিস্টাব্দের 23 মার্চ
১৫৮. কবে ভারতে প্রথম আদমশুমারি হয়? 1872 খ্রিস্টাব্দে
১৫৯. কবে মন্দির প্রবেশ দিবস পালিত হয় ? 1931 খ্রিস্টাব্দের 1 লা নভেম্বর
১৬০. কবে রসিদ আলি দিবস পালিত হয় ? 12 ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দে
১৬১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?1857 খ্রিষ্টাব্দে
১৬২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? লর্ড ক্যানিং
১৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র গ্রাজুয়েট কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল।
১৬৫. কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়?1781 খ্রিষ্টাব্দে
১৬৬. কলকাতা মেডিকেল কলেজে কবে স্থাপিত হয়? 1835 খ্রিষ্টাব্দে
১৬৭. কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ছিলেন?কাদম্বিনী বসু(গাঙ্গুলি)
১৬৮. কলকাতা স্কুল বুক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে
১৬৯. কলকাতায় কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ? 1778 খ্রিস্টাব্দে
১৭০. কলকাতায় কার উদ্যোগে প্রথম ছাপাখানা স্থাপিত? জেমস অগাস্টাস হিকির
১৭১. কলিকাতায় কবে রসিদ আলি দিবস পালিত হয় ? 12 ফেব্রুয়ারি, 1946
১৭২. কল্পনা দত্ত কবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন? 1934 খ্রিস্টাব্দে
১৭৩. কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়?1842 খ্রিষ্টাব্দে
১৭৪. কাকে father of modern Indian art বলা হয় ? অবনীন্দ্রনাথ ঠাকুরকে
১৭৫. কাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা এ সংগ্রামের জনক বলা হয় ? রাসবিহারী বসুকে
১৭৬. কাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের জনক বলা হয়?রাজা রামমোহন রায়কে
১৭৭. কাকে ভারতে গান্ধিজির দূত বলা হত ? মতিলাল তেজওয়াতকে
১৭৮. কাকে ভারতের ট্রাড্রিশনাল মডার্নাইজার বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭৯. কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় ? সরোজিনী নাইডুকে
১৮০. কাকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন ? কিংসফোর্ডকে
১৮১. কাকে হত্যা করতে গিয়ে বিপ্লবী গোপীনাথ সাহা ধরা পড়েন ? চার্লস টেগার্টকে
১৮২. কার উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপিত হয় ? শচীন্দ্রপ্রসাদ বসু
১৮৩. কার উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়? স্যার আশুতোষ মুখোপাধ্যায়
১৮৪. কার উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ? রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর
১৮৫. কার উদ্যোগে ভারতে ভূতত্ত্ব-বিজ্ঞানের প্রসার ঘটে ? টমাস ওল্ডহাম
১৮৬. কার নামানুসারে হুগলি মহসিন কলেজ এর নামকরণ করা হয়েছে?হাজি মোহম্মাদমহসীনের
১৮৭. কার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ? প্রীতিলতা ওয়াদ্দেদারএর
১৮৮. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ? মাস্টারদা সূর্য সেনের
১৮৯. কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয় ? সর্দার বল্লভভাই প্যাটেলের
১৯০. কার নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে ? ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে
১৯১. কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? সত্যেন্দ্রনাথ ঠাকুরের
১৯২. কার্ল মার্কস: আ মডার্ন ঋষি – প্রবন্ধটি কে রচনা করেন ? লালা হরদয়াল
১৯৩. কার্লাইল সার্কুলার কবে জারি করা হয় ? 10 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে
১৯৪. কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে আম্বেদকর কবে আন্দোলন শুরু করেন ? 1930 খ্রিস্টাব্দে
১৯৫. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল? হুতোম পেঁচা
১৯৬. কালোপ্রামাণিক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ? সাঁওতাল বিদ্রোহের নেতা।
১৯৭. কিষাণ বুলেটিন-এর সম্পাদক ছিলেনগিরনি কামগার ইউনিয়ন , ইন্দুলাল যাজ্ঞিক
১৯৮. কী উদ্দেশ্য নিয়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ? ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে।
১৯৯. কে মিলনমন্দির প্রতিষ্ঠা করেন ? আনন্দমোহন বসু
২০০. কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ? সতীশচন্দ্র বসু

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button