PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali

Modern Indian History Questions and Answers
১০১. উলগুলান কথার অর্থ➟ভয়ঙ্কর বিশৃঙ্খলা
১০২. এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে ?➟ সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
১০৩. এম এন রায় ও সি মার্টিনের প্রকৃত নাম কী ? ➟ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
১০৪. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে কবে ছিলেন?➟ স্যার উইলিয়াম জোন্স,1784 খ্রিষ্টাব্দে
১০৫. ওড়িশার কৃষক নেতা মালতী চৌধুরিকে কি বলা হত?➟ উৎকলমণি
১০৬. ওয়াদালা লবণগোলার সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? ➟কমলাদেবী চট্টোপাধ্যায়।
১০৭. ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি প্রতিষ্ঠিত হয় কবে?➟ 1925 খ্রিস্টাব্দে
১০৮. ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে দেশে➟আরবে
১০৯. ওয়াহাবিরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিল ?➟ শিখ শক্তির
১১০. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ?➟ জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।
১১১. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ওঠে?➟ লাহোর অধিবেশনে
১১২. কত খ্রিস্টাব্দে CPI দল দ্বিধাবিভক্ত হয় ?➟ 1964 খ্রিস্টাব্দে
১১৩. কত খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?➟ 1902 খ্রিস্টাব্দে
১১৪. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়?➟ 1911 খ্রিস্টাব্দে
১১৫. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় ? ➟ 1875 খ্রিস্টাব্দে
১১৬. কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়? ➟ 1920 খ্রিস্টাব্দে
১১৭. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?➟ 1934 খ্রিস্টাব্দে
১১৮. কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত?➟ 1916 খ্রিস্টাব্দে
১১৯. কত খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগদান করেন?➟1857 খ্রিষ্টাব্দে
১২০. কত খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?➟ 1902 খ্রিস্টাব্দে
১২১. কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়? ➟ 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ
১২২. কত খ্রিস্টাব্দে নারকেলবেড়িয়ার সংঘর্ষ হয়েছিল ?➟ 1831 খ্রিস্টাব্দে
১২৩. কত খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়? ➟1921 খ্রিস্টাব্দে
১২৪. কত খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন প্রতিষ্ঠিত হয় ?➟ 1926 খ্রিস্টাব্দে
১২৫. কত খ্রিস্টাব্দে পুণা চুক্তি স্বাক্ষরিত হয় ?➟ 1932 খ্রিস্টাব্দে
১২৬. কত খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয় ?➟ 1855 খ্রিস্টাব্দে
১২৭. কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়?➟ 3রা মে 1939 খ্রীষ্টাব্দে
১২৮. কত খ্রিস্টাব্দে ফোনোগ্রাফ তৈরি হয় ?➟ 1877 খ্রিস্টাব্দে
১২৯. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?➟ 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর,
১৩০. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয় ?➟ 1836 খ্রিস্টাব্দে
১৩১. কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় ?➟ 1917 খ্রিস্টাব্দে
১৩২. কত খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত হয় ? ➟1928 খ্রিস্টাব্দে
১৩৩. কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় ?➟ 1843 খ্রিস্টাব্দে
১৩৪. কত খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ?➟ 1924 খ্রিস্টাব্দে
১৩৫. কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপিত হয় ? ➟1910 খ্রিস্টাব্দে
১৩৬. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় বিজ্ঞানসভা স্থাপিত হয় ?➟ 1876 খ্রিস্টাব্দে
১৩৭. কত খ্রিস্টাব্দে ভারতসভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় ?➟ 1886 খ্রিস্টাব্দে
১৩৮. কত খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয় ?➟ 1876 খ্রিস্টাব্দে
১৩৯. কত খ্রিস্টাব্দে ভারতীয় মালিকানায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?➟ 1806 খ্রিস্টাব্দে
১৪০. কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ?➟ 1858 খ্রিস্টাব্দে
১৪১. কত খ্রিস্টাব্দে ভারতের দলিতরা তপশিলি জাতির মর্যাদা পায় ?➟ 1936 খ্রিস্টাব্দে
১৪২. কত খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়?➟ 1934 খ্রিস্টাব্দে
১৪৩. কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?➟1889 খ্রিস্টাব্দে
১৪৪. কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হয়?➟1897 খ্রিষ্টাব্দে
১৪৫. কত খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয় ?➟= 1942 খ্রিস্টাব্দে
১৪৬. কত খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয় ?➟ 1964 খ্রিস্টাব্দে
১৪৭. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়?➟1855 খ্রিষ্টাব্দে।
১৪৮. কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?➟ 1867 খ্রিস্টাব্দে
১৪৯. কত খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠিত হয় ?➟ 1929 খ্রিস্টাব্দে
১৫০. কত খ্রিস্টাব্দে GCPI প্রতিষ্ঠিত হয়?➟1823 খ্রিষ্টাব্দে।
Madhyamik History short question and answer
১৫১. কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় ?➟ 1898 খ্রিস্টাব্দে
১৫২. কবে থেকে ভারতের জাতীয় কংগ্রেসে মহিলারা যোগদান করতে শুরু করেন ?
১৫৩. কবে নারীদের ভোটাধিকারের স্মারকলিপি পেশ করা হয় ? ➟1917 খ্রিস্টাব্দে
১৫৪. কবে প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন?➟1921খ্রিস্টাব্দের 17 নভেম্বর
১৫৫. কবে বাংলায় প্রথম নীলচাষ শুরু হয় ?➟ 1777 খ্রিস্টাব্দে
১৫৬. কবে বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?➟ 1930 খ্রীষ্টাব্দের ডিসেম্বর
১৫৭. কবে ভগৎ সিং-এর ফাঁসি হয় ?➟ 1931 খ্রিস্টাব্দের 23 মার্চ
১৫৮. কবে ভারতে প্রথম আদমশুমারি হয়? ➟1872 খ্রিস্টাব্দে
১৫৯. কবে মন্দির প্রবেশ দিবস পালিত হয় ? ➟1931 খ্রিস্টাব্দের 1 লা নভেম্বর
১৬০. কবে রসিদ আলি দিবস পালিত হয় ?➟ 12 ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দে
১৬১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?➟1857 খ্রিষ্টাব্দে
১৬২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন?➟ লর্ড ক্যানিং
১৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র গ্রাজুয়েট কে?➟ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?➟ স্যার জেমস উইলিয়াম কোলভিল।
১৬৫. কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়?➟1781 খ্রিষ্টাব্দে
১৬৬. কলকাতা মেডিকেল কলেজে কবে স্থাপিত হয়?➟ 1835 খ্রিষ্টাব্দে
১৬৭. কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ছিলেন?➟কাদম্বিনী বসু(গাঙ্গুলি)
১৬৮. কলকাতা স্কুল বুক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন কে?➟ ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে
১৬৯. কলকাতায় কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?➟ 1778 খ্রিস্টাব্দে
১৭০. কলকাতায় কার উদ্যোগে প্রথম ছাপাখানা স্থাপিত?➟ জেমস অগাস্টাস হিকির
১৭১. কলিকাতায় কবে রসিদ আলি দিবস পালিত হয় ?➟ 12 ফেব্রুয়ারি, 1946
১৭২. কল্পনা দত্ত কবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন? ➟1934 খ্রিস্টাব্দে
১৭৩. কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়?➟1842 খ্রিষ্টাব্দে
১৭৪. কাকে father of modern Indian art বলা হয় ?➟ অবনীন্দ্রনাথ ঠাকুরকে
১৭৫. কাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা এ সংগ্রামের জনক বলা হয় ?➟ রাসবিহারী বসুকে
১৭৬. কাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের জনক বলা হয়?➟রাজা রামমোহন রায়কে
১৭৭. কাকে ভারতে গান্ধিজির দূত বলা হত ?➟ মতিলাল তেজওয়াতকে
১৭৮. কাকে ভারতের ট্রাড্রিশনাল মডার্নাইজার বলা হয়?➟ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৭৯. কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় ?➟ সরোজিনী নাইডুকে
১৮০. কাকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন ?➟ কিংসফোর্ডকে
১৮১. কাকে হত্যা করতে গিয়ে বিপ্লবী গোপীনাথ সাহা ধরা পড়েন ?➟ চার্লস টেগার্টকে
১৮২. কার উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপিত হয় ? ➟ শচীন্দ্রপ্রসাদ বসু
১৮৩. কার উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়?➟ স্যার আশুতোষ মুখোপাধ্যায়
১৮৪. কার উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ? ➟ রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর
১৮৫. কার উদ্যোগে ভারতে ভূতত্ত্ব-বিজ্ঞানের প্রসার ঘটে ?➟ টমাস ওল্ডহাম
১৮৬. কার নামানুসারে হুগলি মহসিন কলেজ এর নামকরণ করা হয়েছে?➟হাজি মোহম্মাদমহসীনের
১৮৭. কার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?➟ প্রীতিলতা ওয়াদ্দেদার➟এর
১৮৮. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?➟ মাস্টারদা সূর্য সেনের
১৮৯. কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয় ? ➟সর্দার বল্লভভাই প্যাটেলের
১৯০. কার নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে ? ➟ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে
১৯১. কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে?➟ সত্যেন্দ্রনাথ ঠাকুরের
১৯২. কার্ল মার্কস: আ মডার্ন ঋষি – প্রবন্ধটি কে রচনা করেন ?➟ লালা হরদয়াল
১৯৩. কার্লাইল সার্কুলার কবে জারি করা হয় ?➟ 10 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে
১৯৪. কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে আম্বেদকর কবে আন্দোলন শুরু করেন ? ➟1930 খ্রিস্টাব্দে
১৯৫. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল?➟ হুতোম পেঁচা
১৯৬. কালোপ্রামাণিক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?➟ সাঁওতাল বিদ্রোহের নেতা।
১৯৭. কিষাণ বুলেটিন-এর সম্পাদক ছিলেন➟গিরনি কামগার ইউনিয়ন , ইন্দুলাল যাজ্ঞিক
১৯৮. কী উদ্দেশ্য নিয়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ?➟ ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে।
১৯৯. কে মিলনমন্দির প্রতিষ্ঠা করেন ? ➟ আনন্দমোহন বসু
২০০. কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?➟ সতীশচন্দ্র বসু
To check our latest Posts - Click Here