General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের সমস্ত পিনকোড জোন – Postal Index Number

Postal Index Number or PIN Codes of India

ভারতের সমস্ত পিনকোড জোন

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের সমস্ত পিন কোড জোন ( Pin Code Zone ) নিয়ে। তার আগে পিন কোড সম্পর্কিত কিছু তথ্য দেখে নিয়ে।


আরো দেখে নাও : 


পিন কোড কি ?

পোস্টাল কোড বা পিন কোড হলো ভারতীয় পোস্ট (Indian postal administration) দ্বারা নির্ধারিত ৬ ডিজিটের স্বতন্ত্র একটি নাম্বার। ভুল ঠিকানা, জায়গার নামের সাদৃশ্য অথবা চিঠিতে ভিন্ন ভিন্ন ভাষায় লেখা ঠিকানা নিয়ে বিভ্রান্তি দূর করতেই এই স্বতন্ত্র কোড নির্ধারণ করা হয়েছিল।

কখন ভারতে পিন কোড জোন চালু হয় ?

১৯৭২ সালের ১৫ই আগস্ট সর্বপ্রথম পোস্টাল ইনডেক্স নাম্বার বা পিন কোড ব্যবহার শুরু হয়।

ভারতে কতগুলি পিন কোড জোন রয়েছে ?

ভারতের মোট ৯টি ( ৮ + ১)  পিন কোড জোন রয়েছে।

PIN Code Structure

ভারতের বিভিন্ন পিন কোড জোনের তালিকা

পিন কোড জোন *অঞ্চলরাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর ভারতদিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়
উত্তর ভারতউত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড
পশ্চিম ভারতগুজরাট, রাজস্থান, দাদরা নগর হাভেলি ও দমন দিউ
পশ্চিম ভারতছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গোয়া
দক্ষিণ ভারতঅন্ধ্র প্রদেশ, কর্ণাটক, ইয়ানাম (পুদুচেরি )
দক্ষিণ ভারতকেরালা, তামিলনাড়ু, পুদুচেরি (ইয়ানাম ব্যতীত), লাক্ষাদ্বীপ
পূর্ব ভারতপশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, সিকিম, অরুণাঞ্চল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর
পূর্ব ভারতবিহার, ঝাড়খণ্ড
আর্মি পোস্টাল সার্ভিসসশস্ত্র বাহিনী পোস্ট অফিস (APO) এবং এরিয়া পোস্ট অফিস (FPO)
ভারতের সমস্ত পিন কোড জোন
  • পিন কোডের প্রথম ডিজিট পিন কোড জোনকে বোঝায়।

পিন কোড জোনের প্রথম দুটি ডিজিট দিয়ে সেই পিন কোড কোন অঞ্চলের সেটা বোঝানো হয়।

পিন কোডের প্রথম দুটি ডিজিটঅঞ্চল ( Circle )
১১দিল্লী
১২ ও ১৩হরিয়ানা
১৪ ও ১৬পাঞ্জাব
১৭হিমাচল প্রদেশ
১৮ ও ১৯জম্মু ও কাশ্মীর / লাদাখ
২০ ও ২৮উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড
৩০ ও ৩৪রাজস্থান
৩৬ ও ৩৯গুজরাট
৪০ ও ৪৪মহারাষ্ট্র
৪৫ ও ৪৯মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়
৫০ ও ৫৩অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা
৫৬ ও ৫৯কর্ণাটক
৬০ ও ৬৪তামিল নাড়ু
৬৭ ও ৬৯কেরালা
৭০ ও ৭৪পশ্চিমবঙ্গ
৭৫ ও ৭৭ওড়িশা
৭৮আসাম
৭৯ভারতের উত্তর-পূর্ব অঞ্চল
৮০ ও ৮৫বিহার ও ঝাড়খন্ড
৯০ ও ৯৯আর্মি পোস্টাল সার্ভিস
পিন কোডের প্রথম দুটি ডিজিট এর গুরুত্ব

বর্তমানে পোস্টাল কোড বা পিন কোড ৬ ডিজিটের হলেও ভবিষ্যতে এটিকে ৮ ডিজিটের করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের ।

ভারতের পোস্টাল কোড বা পিন কোড সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

পোস্টাল কোড কতগুলো সংখ্যা থাকে ?

৬টি

ভারতবর্ষ কয়টি পিন কোড অঞ্চলে বিভক্ত ?

৯ টি

ভারতীয় পোস্টাল ব্যবস্থায় PIN কোডের পূর্ণ অর্থ কি ?

Postal Index Number

ভারতে পোস্টাল কোড কে শুরু করেন ?

১৯৭২ সালে ভিকাজী ভেলানকার শুরু করেন

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button