ভারতের সমস্ত পিনকোড জোন – Postal Index Number
Postal Index Number or PIN Codes of India
ভারতের সমস্ত পিনকোড জোন
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের সমস্ত পিন কোড জোন ( Pin Code Zone ) নিয়ে। তার আগে পিন কোড সম্পর্কিত কিছু তথ্য দেখে নিয়ে।
আরো দেখে নাও :
- ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India
- ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও প্রতিষ্ঠাতা PDF
- বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা
- ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
পিন কোড কি ?
পোস্টাল কোড বা পিন কোড হলো ভারতীয় পোস্ট (Indian postal administration) দ্বারা নির্ধারিত ৬ ডিজিটের স্বতন্ত্র একটি নাম্বার। ভুল ঠিকানা, জায়গার নামের সাদৃশ্য অথবা চিঠিতে ভিন্ন ভিন্ন ভাষায় লেখা ঠিকানা নিয়ে বিভ্রান্তি দূর করতেই এই স্বতন্ত্র কোড নির্ধারণ করা হয়েছিল।
কখন ভারতে পিন কোড জোন চালু হয় ?
১৯৭২ সালের ১৫ই আগস্ট সর্বপ্রথম পোস্টাল ইনডেক্স নাম্বার বা পিন কোড ব্যবহার শুরু হয়।
ভারতে কতগুলি পিন কোড জোন রয়েছে ?
ভারতের মোট ৯টি ( ৮ + ১) পিন কোড জোন রয়েছে।
ভারতের বিভিন্ন পিন কোড জোনের তালিকা
পিন কোড জোন * | অঞ্চল | রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল |
---|---|---|
১ | উত্তর ভারত | দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড় |
২ | উত্তর ভারত | উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড |
৩ | পশ্চিম ভারত | গুজরাট, রাজস্থান, দাদরা নগর হাভেলি ও দমন দিউ |
৪ | পশ্চিম ভারত | ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গোয়া |
৫ | দক্ষিণ ভারত | অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, ইয়ানাম (পুদুচেরি ) |
৬ | দক্ষিণ ভারত | কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি (ইয়ানাম ব্যতীত), লাক্ষাদ্বীপ |
৭ | পূর্ব ভারত | পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, সিকিম, অরুণাঞ্চল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর |
৮ | পূর্ব ভারত | বিহার, ঝাড়খণ্ড |
৯ | আর্মি পোস্টাল সার্ভিস | সশস্ত্র বাহিনী পোস্ট অফিস (APO) এবং এরিয়া পোস্ট অফিস (FPO) |
- পিন কোডের প্রথম ডিজিট পিন কোড জোনকে বোঝায়।
পিন কোড জোনের প্রথম দুটি ডিজিট দিয়ে সেই পিন কোড কোন অঞ্চলের সেটা বোঝানো হয়।
পিন কোডের প্রথম দুটি ডিজিট | অঞ্চল ( Circle ) |
---|---|
১১ | দিল্লী |
১২ ও ১৩ | হরিয়ানা |
১৪ ও ১৬ | পাঞ্জাব |
১৭ | হিমাচল প্রদেশ |
১৮ ও ১৯ | জম্মু ও কাশ্মীর / লাদাখ |
২০ ও ২৮ | উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড |
৩০ ও ৩৪ | রাজস্থান |
৩৬ ও ৩৯ | গুজরাট |
৪০ ও ৪৪ | মহারাষ্ট্র |
৪৫ ও ৪৯ | মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় |
৫০ ও ৫৩ | অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা |
৫৬ ও ৫৯ | কর্ণাটক |
৬০ ও ৬৪ | তামিল নাড়ু |
৬৭ ও ৬৯ | কেরালা |
৭০ ও ৭৪ | পশ্চিমবঙ্গ |
৭৫ ও ৭৭ | ওড়িশা |
৭৮ | আসাম |
৭৯ | ভারতের উত্তর-পূর্ব অঞ্চল |
৮০ ও ৮৫ | বিহার ও ঝাড়খন্ড |
৯০ ও ৯৯ | আর্মি পোস্টাল সার্ভিস |
বর্তমানে পোস্টাল কোড বা পিন কোড ৬ ডিজিটের হলেও ভবিষ্যতে এটিকে ৮ ডিজিটের করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের ।
ভারতের পোস্টাল কোড বা পিন কোড সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
পোস্টাল কোড কতগুলো সংখ্যা থাকে ?
৬টি
ভারতবর্ষ কয়টি পিন কোড অঞ্চলে বিভক্ত ?
৯ টি
ভারতীয় পোস্টাল ব্যবস্থায় PIN কোডের পূর্ণ অর্থ কি ?
Postal Index Number
ভারতে পোস্টাল কোড কে শুরু করেন ?
১৯৭২ সালে ভিকাজী ভেলানকার শুরু করেন
To check our latest Posts - Click Here