History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

WBBSE Madhyamik History Suggestion

২০১. কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করেন ? এল. ভি. রাঙ্কে
২০২. কে কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপন করেন হয়?1828 খ্রিষ্টাব্দে
২০৩. কে কবে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?কেশবচন্দ্র সেন , 1866 খ্রিষ্টাব্দে
২০৪. কে জ্যোতিবা ফুলেকে মহাত্মা বলে সম্বোধন করেন? বিঠলরাও কয়জি বকের
২০৫. কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর
২০৬. কে ভারতে ওয়াহাবি আন্দোলনের আরএক নাম কী ? তরিকা-ই-মহম্মদিয়া।
২০৭. কে রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর
২০৮. কে লক্ষ্মীভাণ্ডার প্রতিষ্ঠা করেন ? সরলাদেবী চৌধুরানি
২০৯. কে,কবে ব্রাহ্মসভা স্থাপন করেন?রাজা রামমোহন রায়,1828 খ্রিষ্টাব্দে
২১০. কেন ভাইকম সত্যাগ্রহ হয়েছিল? হিন্দু মন্দিরে প্রবেশের অধিকারের দাবিতে
২১১. কেরলের উল্লেখযোগ্য দলিত আন্দোলন কোনটি? ভাইকম সত্যাগ্রহ।
২১২. কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন কোচবিহারের মহারাজা
২১৩. কোথায় প্রথম নীলবিদ্রোহের সূচনা হয়েছিল ? নদিয়ার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী চৌগাছা গ্রামে ।
২১৪. কোথায়, কোন সময়ে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় ? মেদিনীপুরের তমলুকে 1942 খ্রিস্টাব্দে
২১৫. কোন আইন দ্বারা বিধবা বিবাহ চালু হয়?পঞ্চদশ রেগুলেটিং আইন দ্বারা।
২১৬. কোন আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয়?সপ্তদশ বিধি আইন দ্বারা।
২১৭. কোন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে ? 1858 খ্রিস্টাব্দের কোম্পানি আইন দ্বারা
২১৮. কোন গভর্নরের সময় সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
২১৯. কোন গর্ভনরের আমলে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? ওয়ারেন হেস্টিংস
২২০. কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ? চৌরিচৌরা কাণ্ড
২২১. কোন দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ? 18 এপ্রিল, 1930
২২২. কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস কথা দুটি প্রথম প্রকাশিত হয় ? বেঙ্গলি
২২৩. কোন পত্রিকায় নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয়েছিল ? অমৃতবাজার পত্রিকায়
২২৪. কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ? অমৃতবাজার পত্রিকায়
২২৫. কোন পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ? সঞ্জীবনী পত্রিকায়
২২৬. কোন বাঙালি প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন? ডঃমধুসূদন গুপ্ত
২২৭. কোন বিদেশিনী ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন?ভগিনী নিবেদিতা
২২৮. কোন বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূতবলা হয় ? সাঁওতাল বিদ্রোহকে
২২৯. কোন বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রববলা হয়সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে।
২৩০. কোন ব্রহ্মনেতা মহর্ষি নামে আখ্যায়িত হন?দেবেন্দ্রনাথ ঠাকুর
২৩১. কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয় ? নারকেলবেড়িয়ার যুদ্ধে
২৩২. কোন শহরকে ভারতের স্টালিনগ্রাদ বলা হত ? আমেদাবাদ
২৩৩. কোন সময় থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু? বিশ শতকের 1980 এর দশকে
২৩৪. কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়?1874 খ্রিষ্টাব্দকে
২৩৫. কোন্ দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ? 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল
২৩৬. কোন্ দিন বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর
২৩৭. কোন্ বিপ্লবী দলের নামে ব্রিটিশ সরকার হিন্দু ষড়যন্ত্র মামলা দায়ের করে ? গদর পার্টির নামে
২৩৮. কোন্ বিপ্লবী বাংলার গভর্নর স্ট্যানলি জ্যানকে হত্যা করেন? গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে
২৩৯. কোন্ যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয় ? বালাকোটের যুদ্ধে
২৪০. কোন্ সংগঠনের সদস্যদের নিয়ে বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি হয়? মুক্তিসংঘ
২৪১. কোল উপজাতিদের বাস ছিল ছোটোনাগপুর অঞ্চলে
২৪২. কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায় ঝাড়খণ্ডের রাঁচি ও ছোটোনাগপুর মালভূমি হল।
২৪৩. কোলদের গোষ্ঠী পতিকে বলা হতমানকি
২৪৪. কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম কী দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি।
২৪৫. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে স্থাপিত হয়? 1792 খ্রিস্টাব্দে
২৪৬. ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সাসাইটির প্রতিষ্ঠাতা কে? আশুতোষ মুখোপাধ্যায়
২৪৭. ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে ? 11 আগষ্ট, 1905 খ্রিস্টাব্দে
২৪৮. খুৎকাঠি কথার অর্থ কী ? অর্থ জমির ওপর যৌথ মালিকানা।
২৪৯. খুৎকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তা হলমুন্ডা বিদ্রোহ
২৫০. খেলাধুলার ইতিহাসচর্চা কোন্ সময় থেকে শুরু হয়? 1970 খ্রিস্টাব্দ

History Question Answers in Bengali PDF

২৫১. গড়বা কোন রাজ্যের নৃত্য শিল্প? গুজরাট
২৫২. গণবাণী পত্রিকা কে সম্পাদনা করতেন ? মুজফফর আহমেদ।
২৫৩. গদর কথার অর্থ কী ? বিপ্লব।
২৫৪. গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1913 খ্রিস্টাব্দে
২৫৫. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ? লালা হরদয়াল।
২৫৬. গান্ধি বনাম লেনিন পুস্তিকাটি রচনা করেন কে? এস এ ডাঙ্গে
২৫৭. গান্ধি-আম্বেদকর-এর মধ্যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1932 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর
২৫৮. গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক হয় কোন্ বিষয়ে? সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণাকে কেন্দ্র করে
২৫৯. গান্ধিজি ডান্ডি উপকূলের উদ্দেশে কবে যাত্রা শুরু করেন ? গান্ধিজি 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ
২৬০. গান্ধিজি দলিত সম্প্রদায়ের কী নামকরণ করেছিলেন? হরিজন
২৬১. গিরনি কামগর ইউনিয়নের সম্পাদক কে ছিলেন ? পি সি যোশী
২৬২. গোবর গুহ কোন্ খেলায় পারদর্শী ছিলেন ? কুস্তি
২৬৩. গোবর গুহের প্রকৃত নাম কী? যতীন্দ্রপ্রসাদ গুহ
২৬৪. গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন? কাঙাল হরিনাথ মজুমদার
২৬৫. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক কে? রিচার্ড গ্রোভ
২৬৬. চট্টগ্রামে কার নেতৃত্বে ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় ? সূর্য সেনের
২৬৭. চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ কে ছিলেন? সূর্য সেন।
২৬৮. চন্দননগর বিপ্লবী সমিতির প্রতিষ্ঠাতা কে ? মতিলাল রায়
২৬৯. চলচ্চিত্রের পরিকল্পনাকে প্রথম বাস্তবায়িত করেন? টমাস আলভা এডিসন
২৭০. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল 1821 খ্রিস্টাব্দে হয়েছিল।
২৭১. চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ওয়াহাবিদের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল।
২৭২. চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে যাদের হয়েছিল ইংরেজ
২৭৩. চারু মজুমদার কোন্ কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন ? তেভাগা আন্দোলন
২৭৪. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল দুটি পর্বে
২৭৫. চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেনদুর্জন সিংহ
২৭৬. জগন্নাথ ধল যে অঞ্চলের জমিদার ছিলেনঘাটশিলা (মানভূম)
২৭৭. জয়শ্রী পত্রিকা কোন্ সংঘের সাথে যুক্ত ছিল? দীপালি সংঘের
২৭৮. জাতীয় মেলা কবে স্থাপিত হয়?1867 খ্রিষ্টাব্দে
২৭৯. জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন? নবগোপাল মিত্র
২৮০. জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা কে ? সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
২৮১. জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ? 11 মার্চ, 1906 খ্রিস্টাব্দে
২৮২. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ? সত্যেন্দ্রনাথ ঠাকুর
২৮৩. জাতীয় শিক্ষার প্রসারে কে 1 লক্ষ টাকা প্রদান করেন? সুবোধচন্দ্র মল্লিক
২৮৪. জামিয়া মিলিয়া ইসলামিয়া অসহযোগ আন্দোলন পর্বে কে গড়ে তোলেন? জাকির হোসেন
২৮৫. জাস্টিস পার্টি কবে গঠন করা হয় ? জাস্টিস পার্টি 1916 খ্রিস্টাব্দে
২৮৬. জীবনের জলসাঘর গ্রন্থটির লেখক কে? মান্না দে
২৮৭. জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?দেশ পত্রিকায়
২৮৮. জীবনের ঝরাপাতা রচনা করেন? সরোলাদেবী চৌধুরানী
২৮৯. ঝাসির রানি রেজিমেন্ট কবে গঠিত হয়? 1943 খ্রিস্টাব্দে
২৯০. ডিফেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক কে ছিলেন ? অরবিন্দ ঘোষ ও সুকুমার মিত্র।
২৯১. ডিরোজিয়োর অনুগামীদের বলা হত? নব্যবঙ্গীয় গোষ্ঠী
২৯২. ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম কী ? মুক্তিসংঘ।
২৯৩. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?অক্ষয় কুমার দত্ত
২৯৪. তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর
২৯৫. তাসখন্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?মহঃ সফিক সিদ্দিকি।
২৯৬. তিতুমিরের আন্দোলন ছিলইংরেজ বিরোধী
২৯৭. তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
২৯৮. তিতুমিরের প্রকৃত নামমির নিশার আলি
২৯৯. তিতুমিরের সেনাপতি ছিলেনগোলাম মাসুম
৩০০. তিন আইন কবে পাস হয়?1872 খ্রিষ্টাব্দে

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button