PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali

WBBSE Madhyamik History Suggestion
২০১. কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করেন ? ➟ এল. ভি. রাঙ্কে
২০২. কে কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপন করেন হয়?➟1828 খ্রিষ্টাব্দে
২০৩. কে কবে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?➟কেশবচন্দ্র সেন , 1866 খ্রিষ্টাব্দে
২০৪. কে জ্যোতিবা ফুলেকে মহাত্মা বলে সম্বোধন করেন? ➟বিঠলরাও কয়জি বকের
২০৫. কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ?➟ রবীন্দ্রনাথ ঠাকুর
২০৬. কে ভারতে ওয়াহাবি আন্দোলনের আর➟এক নাম কী ?➟ তরিকা-ই-মহম্মদিয়া।
২০৭. কে রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন?➟ রবীন্দ্রনাথ ঠাকুর
২০৮. কে লক্ষ্মীভাণ্ডার প্রতিষ্ঠা করেন ? ➟ সরলাদেবী চৌধুরানি
২০৯. কে,কবে ব্রাহ্মসভা স্থাপন করেন?➟রাজা রামমোহন রায়,1828 খ্রিষ্টাব্দে
২১০. কেন ভাইকম সত্যাগ্রহ হয়েছিল? ➟হিন্দু মন্দিরে প্রবেশের অধিকারের দাবিতে
২১১. কেরলের উল্লেখযোগ্য দলিত আন্দোলন কোনটি? ➟ভাইকম সত্যাগ্রহ।
২১২. কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন ➟ কোচবিহারের মহারাজা
২১৩. কোথায় প্রথম নীলবিদ্রোহের সূচনা হয়েছিল ?➟ নদিয়ার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী চৌগাছা গ্রামে ।
২১৪. কোথায়, কোন সময়ে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় ? ➟মেদিনীপুরের তমলুকে 1942 খ্রিস্টাব্দে
২১৫. কোন আইন দ্বারা বিধবা বিবাহ চালু হয়?➟পঞ্চদশ রেগুলেটিং আইন দ্বারা।
২১৬. কোন আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয়?➟সপ্তদশ বিধি আইন দ্বারা।
২১৭. কোন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে ?➟ 1858 খ্রিস্টাব্দের কোম্পানি আইন দ্বারা
২১৮. কোন গভর্নরের সময় সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয়?➟ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
২১৯. কোন গর্ভনরের আমলে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়?➟ ওয়ারেন হেস্টিংস
২২০. কোন ঘটনার প্রেক্ষিতে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন ?➟ চৌরিচৌরা কাণ্ড
২২১. কোন দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?➟ 18 এপ্রিল, 1930
২২২. কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস কথা দুটি প্রথম প্রকাশিত হয় ?➟ বেঙ্গলি
২২৩. কোন পত্রিকায় নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলা হয়েছিল ?➟ অমৃতবাজার পত্রিকায়
২২৪. কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ?➟ অমৃতবাজার পত্রিকায়
২২৫. কোন পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ?➟ সঞ্জীবনী পত্রিকায়
২২৬. কোন বাঙালি প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন?➟ ডঃ➟মধুসূদন গুপ্ত
২২৭. কোন বিদেশিনী ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন?➟ভগিনী নিবেদিতা
২২৮. কোন বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূতবলা হয় ? ➟ সাঁওতাল বিদ্রোহকে
২২৯. কোন বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রববলা হয়➟সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে।
২৩০. কোন ব্রহ্মনেতা মহর্ষি নামে আখ্যায়িত হন?➟দেবেন্দ্রনাথ ঠাকুর
২৩১. কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয় ?➟ নারকেলবেড়িয়ার যুদ্ধে
২৩২. কোন শহরকে ভারতের স্টালিনগ্রাদ বলা হত ? ➟আমেদাবাদ
২৩৩. কোন সময় থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু? ➟বিশ শতকের 1980 এর দশকে
২৩৪. কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়?➟1874 খ্রিষ্টাব্দকে
২৩৫. কোন্ দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?➟ 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল
২৩৬. কোন্ দিন বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?➟ 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর
২৩৭. কোন্ বিপ্লবী দলের নামে ব্রিটিশ সরকার হিন্দু ষড়যন্ত্র মামলা দায়ের করে ? ➟গদর পার্টির নামে
২৩৮. কোন্ বিপ্লবী বাংলার গভর্নর স্ট্যানলি জ্যানকে হত্যা করেন? ➟গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে
২৩৯. কোন্ যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয় ?➟ বালাকোটের যুদ্ধে
২৪০. কোন্ সংগঠনের সদস্যদের নিয়ে বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি হয়? ➟মুক্তিসংঘ
২৪১. কোল উপজাতিদের বাস ছিল➟ ছোটোনাগপুর অঞ্চলে
২৪২. কোল সম্প্রদায়ের বাসভূমি কোথায় ➟ঝাড়খণ্ডের রাঁচি ও ছোটোনাগপুর মালভূমি হল।
২৪৩. কোলদের গোষ্ঠী পতিকে বলা হত➟মানকি
২৪৪. কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম কী ➟দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি।
২৪৫. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে স্থাপিত হয়? ➟ 1792 খ্রিস্টাব্দে
২৪৬. ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সাসাইটির প্রতিষ্ঠাতা কে?➟ আশুতোষ মুখোপাধ্যায়
২৪৭. ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে ?➟ 11 আগষ্ট, 1905 খ্রিস্টাব্দে
২৪৮. খুৎকাঠি কথার অর্থ কী ?➟ অর্থ জমির ওপর যৌথ মালিকানা।
২৪৯. খুৎকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তা হল➟মুন্ডা বিদ্রোহ
২৫০. খেলাধুলার ইতিহাসচর্চা কোন্ সময় থেকে শুরু হয়?➟ 1970 খ্রিস্টাব্দ
History Question Answers in Bengali PDF
২৫১. গড়বা কোন রাজ্যের নৃত্য শিল্প?➟ গুজরাট
২৫২. গণবাণী পত্রিকা কে সম্পাদনা করতেন ?➟ মুজফফর আহমেদ।
২৫৩. গদর কথার অর্থ কী ?➟ বিপ্লব।
২৫৪. গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? ➟ 1913 খ্রিস্টাব্দে
২৫৫. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ? ➟লালা হরদয়াল।
২৫৬. গান্ধি বনাম লেনিন পুস্তিকাটি রচনা করেন কে?➟ এস এ ডাঙ্গে
২৫৭. গান্ধি-আম্বেদকর-এর মধ্যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?➟ 1932 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর
২৫৮. গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক হয় কোন্ বিষয়ে?➟ সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণাকে কেন্দ্র করে
২৫৯. গান্ধিজি ডান্ডি উপকূলের উদ্দেশে কবে যাত্রা শুরু করেন ? ➟গান্ধিজি 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ
২৬০. গান্ধিজি দলিত সম্প্রদায়ের কী নামকরণ করেছিলেন? ➟হরিজন
২৬১. গিরনি কামগর ইউনিয়নের সম্পাদক কে ছিলেন ?➟ পি সি যোশী
২৬২. গোবর গুহ কোন্ খেলায় পারদর্শী ছিলেন ?➟ কুস্তি
২৬৩. গোবর গুহের প্রকৃত নাম কী? ➟ যতীন্দ্রপ্রসাদ গুহ
২৬৪. গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন?➟ কাঙাল হরিনাথ মজুমদার
২৬৫. গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক কে?➟ রিচার্ড গ্রোভ
২৬৬. চট্টগ্রামে কার নেতৃত্বে ভারতীয় অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় ?➟ সূর্য সেনের
২৬৭. চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ কে ছিলেন? ➟সূর্য সেন।
২৬৮. চন্দননগর বিপ্লবী সমিতির প্রতিষ্ঠাতা কে ?➟ মতিলাল রায়
২৬৯. চলচ্চিত্রের পরিকল্পনাকে প্রথম বাস্তবায়িত করেন?➟ টমাস আলভা এডিসন
২৭০. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল ➟1821 খ্রিস্টাব্দে হয়েছিল।
২৭১. চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ➟ ওয়াহাবিদের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল।
২৭২. চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে যাদের হয়েছিল ➟ইংরেজ
২৭৩. চারু মজুমদার কোন্ কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন ?➟ তেভাগা আন্দোলন
২৭৪. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল ➟দুটি পর্বে
২৭৫. চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন➟দুর্জন সিংহ
২৭৬. জগন্নাথ ধল যে অঞ্চলের জমিদার ছিলেন➟ঘাটশিলা (মানভূম)
২৭৭. জয়শ্রী পত্রিকা কোন্ সংঘের সাথে যুক্ত ছিল?➟ দীপালি সংঘের
২৭৮. জাতীয় মেলা কবে স্থাপিত হয়?➟1867 খ্রিষ্টাব্দে
২৭৯. জাতীয় মেলার প্রতিষ্ঠাতা ছিলেন?➟ নবগোপাল মিত্র
২৮০. জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা কে ?➟ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
২৮১. জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?➟ 11 মার্চ, 1906 খ্রিস্টাব্দে
২৮২. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?➟ সত্যেন্দ্রনাথ ঠাকুর
২৮৩. জাতীয় শিক্ষার প্রসারে কে 1 লক্ষ টাকা প্রদান করেন? ➟সুবোধচন্দ্র মল্লিক
২৮৪. জামিয়া মিলিয়া ইসলামিয়া অসহযোগ আন্দোলন পর্বে কে গড়ে তোলেন?➟ জাকির হোসেন
২৮৫. জাস্টিস পার্টি কবে গঠন করা হয় ? ➟জাস্টিস পার্টি 1916 খ্রিস্টাব্দে
২৮৬. জীবনের জলসাঘর গ্রন্থটির লেখক কে? ➟ মান্না দে
২৮৭. জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?➟দেশ পত্রিকায়
২৮৮. জীবনের ঝরাপাতা রচনা করেন?➟ সরোলাদেবী চৌধুরানী
২৮৯. ঝাসির রানি রেজিমেন্ট কবে গঠিত হয়? ➟1943 খ্রিস্টাব্দে
২৯০. ডিফেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক কে ছিলেন ?➟ অরবিন্দ ঘোষ ও সুকুমার মিত্র।
২৯১. ডিরোজিয়োর অনুগামীদের বলা হত?➟ নব্যবঙ্গীয় গোষ্ঠী
২৯২. ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম কী ?➟ মুক্তিসংঘ।
২৯৩. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?➟অক্ষয় কুমার দত্ত
২৯৪. তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন?➟ দেবেন্দ্রনাথ ঠাকুর
২৯৫. তাসখন্দে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?➟মহঃ সফিক সিদ্দিকি।
২৯৬. তিতুমিরের আন্দোলন ছিল➟ইংরেজ বিরোধী
২৯৭. তিতুমিরের আন্দোলনের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?➟ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
২৯৮. তিতুমিরের প্রকৃত নাম➟মির নিশার আলি
২৯৯. তিতুমিরের সেনাপতি ছিলেন➟গোলাম মাসুম
৩০০. তিন আইন কবে পাস হয়?➟1872 খ্রিষ্টাব্দে
To check our latest Posts - Click Here