সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
Monthly Current Affairs - September 2020

৮১. ২০২০ সালের সেপ্টেম্বরে, কেন্দ্র সরকার নিম্নলিখিত কোন পণ্যের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করলো ?
(A) টমেটো
(B) পেঁয়াজ
(C) আলু
(D) ধান
পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।
৮২. ২০২০ সালের সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank ) এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?
(A) সমীর কুমার খারে
(B) রাজেশ খুল্লার
(C) অরুণ কুমার
(D) চেতন সিং
সমীর কুমার খারে সম্প্রতি শীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank ) এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ।
৮৩. আদিত্য পুরিকে সম্প্রতি “Euromoney Awards of Excellence ” এর তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়েছে। আদিত্য পুরি নিম্নলিখিত কোন ব্যাংকের এমডি ?
(A) Axis Bank
(B) SBI Bank
(C) HDFC Bank
(D) Canara Bank
৮৪. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক ডেনমার্কের টমাস এবং উবার কাপ কোন সাল পর্যন্ত স্থগিত রাখা হলো ?
(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪
এই প্রতিযোগিতা থেকে অনেক দল নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক ডেনমার্কের টমাস এবং উবার কাপ ২০২১ সাল পর্যন্ত আপাতত স্থগিত রাখা হয়েছে ।
৮৫. রেলপথ মন্ত্রণালয় ২০২০ সালের ২১ শে সেপ্টেম্বর থেকে কত জোড়া ক্লোন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে?
(A) ১০
(B) ২০
(C) ৩০
(D) ৪০
ব্যস্ত রুটগুলিতে রেলপথ মন্ত্রণালয় ২০২০ সালের ২১ শে সেপ্টেম্বর থেকে ২০ জোড়া ক্লোন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
৮৬. রাজেশ খুল্লার সম্প্রতি কোন সংস্থার নির্বাহী পরিচালক Executive Director ) পদে নিযুক্ত হয়েছেন ?
(A) World Bank (WB)
(B) International Labour Organization (ILO)
(C) United Nations Industrial Development Organization (UNIDO)
(D) United Nations Development Programme (UNDP)
বিশ্ব ব্যাঙ্কের নির্বাহী পরিচালক Executive Director ) পদে নিযুক্ত হলেন রাজেশ খুল্লার এবং সমীর কুমার খারে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank ) এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ।
৮৭. গ্রেট লার্নিং (Great Learning ) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) কেএল রাহুল
(B) বিরাট কোহলি
(C) এমএস ধোনি
(D) অনিল কুম্বলে
বিরাট কোহলি গ্রেট লার্নিং (Great Learning ) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন । তিনি এই কোম্পানির জন্য “Power Ahead” ক্যাম্পেইনটির প্রচার চালাবেন ।
৮৮. “Paytm first games” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন –
(A) রানি রামপাল
(B) মিতালি রাজ
(C) ভাইচুং ভুটিয়া
(D) শচীন টেন্ডুলকার
“Paytm first games” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন শচীন টেন্ডুলকার । সম্প্রতি গুগল পেস্টোরের পলিসি ভাঙার জন্য এই “Paytm first games” অ্যাপটিকে গুগল প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছে ।
৮৯. ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা কোন গ্রহের মেঘে ‘ফসফিন (Phosphine )’ এর অস্তিত্বের প্রমান পেয়েছেন?
(A) মঙ্গল
(B) শুক্র
(C) বৃহস্পতি
(D) বুধ
“Nature Astronomy” বইটিতে ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের প্রধান জেন গ্রিভস সম্প্রতি এই দাবি করেছেন। ফসফিন হলো ফসফরাসের হাইড্রাইড। তিনটি হাইড্রোজেন পরমাণু তাদের শক্তিস্তরে অবস্থিত একমাত্র ইলেকট্রনগুলো ফসফরাসের সাথে শেয়ার করে যে সমযোজী বন্ধন গঠণ করে তাই PH3 বা ফসফিন। এটি বর্ণহীন, দাহ্য, বিষাক্ত গ্যাস।
৯০. প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ প্রকল্পের আওতায় প্রতিটি স্থাস্থ্যকর্মী কত টাকার বীমা পেতে চলেছেন ?
(A) ১০ লক্ষ
(B) ২০ লক্ষ
(C) ২৫ লক্ষ
(D) ৫০ লক্ষ
করোনা মহামারীর মধ্যে যে সমস্ত স্থাস্থ্যকর্মীরা কাজ করে চলেছেন তারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ প্রকল্পের আওতায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত বীমা পেতে চলেছেন ।
৯১. ‘টাইটান পে’ নামে ভারতের প্রথম কন্টাক্ট লেস পেমেন্ট ওয়াচ চালু করার জন্য কোন ব্যাংক টাইটানের সাথে সম্প্ৰীত অংশীদারিত্ব করলো ?
(A) ICICI Bank
(B) Indian Bank
(C) HDFC Bank
(D) State Bank of India
State Bank of India সম্প্রতি ‘টাইটান পে’ নামে ভারতের প্রথম কন্টাক্ট লেস পেমেন্ট ওয়াচ চালু করার জন্য টাইটানের সাথে সম্প্ৰীত অংশীদারিত্ব করলো । টাইটান কোম্পানির এম ডি – সি কে ভেঙ্কটরমণ এবং SBI এর চেয়ারম্যান রাজনীশ কুমার সম্প্রতি এই ঘোষণা করেছেন ।
৯২. অনলাইন পোকার প্ল্যাটফর্ম, “9stacks ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
(A) হরমনপ্রীত কৌর
(B) দীপ্তি শর্মা
(C) রোহিত শর্মা
(D) সুরেশ রায়না
সুরেশ রায়না সম্প্রতি অনলাইন পোকার প্ল্যাটফর্ম, “9stacks ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন ।
৯৩. সম্প্রতি প্রয়াত হয়েছেন কপিলা বাৎস্যায়ন। ২০১১ সালে তিনি কোন ক্ষেত্রে পদ্ম বিভূষণ পেয়েছিলেন ?
(A) বাণিজ্য ও শিল্প
(B) সাহিত্য এবং শিক্ষা
(C) শিল্প কলা
(D) পাবলিক অ্যাফেয়ার্স
যশস্বী শিল্পকলা-বিশেষজ্ঞ কপিলা বাৎস্যায়ন ৯২ বছর বয়সে তাঁর দিল্লির বাসভবনে প্রয়াত হয়েছেন। ভারতীয় শিল্প— চিত্রশিল্প, নৃত্য, নাট্যকলা, স্থাপত্যের নানা দিক এবং ইতিহাস নিয়ে প্রায় ২০টি বই লিখেছেন কপিলা। ২০১১ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান।
৯৪. বিশ্ব ওজন দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১২
(B) সেপ্টেম্বর ১৬
(C) সেপ্টেম্বর ১৮
(D) সেপ্টেম্বর ১৭
ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক/বিশ্ব ওজন দিবস পালন করা হয়।
২০২০ সালের বিশ্ব ওজন দিবসের থিম ছিল – “Ozone for life: 35 years of ozone layer protection”
৯৫. এশিয়া সোসাইটি সম্প্রতি নিম্নোক্ত কোন ব্যক্তিকে ২০২০ সালের এশিয়া গেম চেঞ্জার পুরষ্কারে ভূষিত করেছে ?
(A) নিতিন শেঠি
(B) বিকাশ খান্না
(C) কে পি নারায়ণ কুমার
(D) শিব সহায় সিং
কোভিড মহামারীর সময়ে ভারতের লক্ষাধিক মানুষের খাবার জোগানোর জন্য বিকাশ খান্নাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে ।
৯৬. বিশ্বব্যাংক প্রকাশিত ২০২০ সালের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে (HCI) ভারতের র্যাঙ্ক কত?
(A) ১০৫
(B) ৮৪
(C) ১১৬
(D) ১১৯
বিশ্বব্যাংক প্রকাশিত ২০২০ সালের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে (HCI) ভারতের র্যাঙ্ক ১৭৪টি দেশের মধ্যে ১১৬ । শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ।
৯৭. “Azadi: Freedom. Fascism. Fiction” বইটি কে লিখেছেন ?
(A) সালমান রুশদী
(B) রাসকিন বন্ড
(C) বিক্রম শেঠ
(D) অরুন্ধতী রায়
“Azadi: Freedom. Fascism. Fiction”বইটি লিখেছেন অরুন্ধতী রায় ।
অরুন্ধতী রায় তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৯৭ সালে প্রকাশিত এ উপন্যাসটি ১৯৯৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি পরিবেশগত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়েও জড়িত রয়েছেন।
৯৮. প্রতিবছর বিশ্ব রোগী নিরাপত্তা দিবসটি কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১৫
(B) সেপ্টেম্বর ১৭
(C) সেপ্টেম্বর ১৮
(D) সেপ্টেম্বর ১৯
২০২০ সালের থিম ছিল – “Health Worker Safety: A Priority for Patient Safety”
৯৯. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে কোসি রেল মেগা সেতু উদ্বোধন করলেন?
(A) ওড়িশা
(B) মহারাষ্ট্র
(C) মধ্য প্রদেশ
(D) বিহার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে কোসি রেল মেগা সেতু উদ্বোধন করলেন। এই কোসি নদী বিহারের দুঃখ নামে পরিচিত ।
১০০. ২০২০ সালে জাতিসংঘ কর্তৃক 2020 Cohort of young leaders সম্মানে সম্মানিত হলেন
(A) অর্চনা সোরেং
(B) লিকপ্রিয়া কঙ্গুজাম
(C) উদিত সিংহল
(D) জয়প্রকাশ নারায়ণ
কাচের বোতল থেকে বালি বানিয়েই যাত্রা শুরু করেছিলেন উদিত সিংহল। কিন্তু সেই যাত্রাপথে যে খ্যাতির শীর্ষে তাঁকে পৌঁছে দেবে তা হয়তো কল্পনা করতে পারেননি ভারতীয় তরুণ ১৮ বছরের উদিত সিংহাল। সাস্টেনেবেল ডেভলপমেন্ট গোলের এক নেতা হিসেবে রাষ্ট্র সংঘ তাঁর নাম ঘোষণা করেছে।
To check our latest Posts - Click Here
Students
How to download these PDF? Pls help.. Thanku
Last page a download link peye jaben