Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ

Monthly Current Affairs - September 2020

১২১. সম্প্রতি, এলিজাবেথ কেরকার প্রয়াত  হয়েছেন। তিনি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ছিলেন?

(A) Golf
(B) Painting
(C) Dancing
(D) Interior designing

উত্তর :
(D) Interior designing

এলিজাবেথ কেরকার তাজমহল হোটেলের Interior designing করেছিলেন।


১২২. প্রতি বছর বিশ্ব আলঝাইমার দিবসটি কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২১ সেপ্টেম্বর
(B) ২২ সেপ্টেম্বর
(C) ২৩ সেপ্টেম্বর
(D) ২৪ সেপ্টেম্বর

উত্তর :
(A) ২১ সেপ্টেম্বর

প্রতিবছর ২১শে সেপ্টেম্বর বিশ্ব আলঝাইমার দিবস পালন করা হয়ে থাকে । ২০২০ সালের সেপ্টেম্বর মাসটি আলঝাইমার মাস হিসেবে পালন করা হচ্ছে এবং এর থিম –  ‘Let’s talk about dementia’ ।


১২৩. মেডিকেল শিক্ষার জন্য কে সম্প্রতি আই.জি. নোবেল পুরষ্কার পেয়েছেন?

(A) হর্ষ বর্ধন
(B) নরেন্দ্র মোদী
(C) রাম বিলাস পাসওয়ান
(D) রবিশঙ্কর প্রসাদ

উত্তর :
(B) নরেন্দ্র মোদী

মেডিকেল শিক্ষার জন্য নরেন্দ্র মোদীসম্প্রতি আই.জি. নোবেল পুরষ্কার পেয়েছেন। এই পুরস্কারটি প্রধান করছে Improbable Research নামক এক ম্যাগাজিন ১৯৯১ সাল থেকে ।


১২৪. ২০২০ সালের সেপ্টেম্বরে, ভারত নিম্নলিখিত কোন দেশকে ২৫০ মিলিয়ন ডলার সফ্ট লোন প্রদান করেছে?

(A) ইন্দোনেশিয়া
(B) মালদ্বীপ
(C) বাংলাদেশ
(D) ভুটান

উত্তর :
(B) মালদ্বীপ

করোনা মহামারীটি মালদ্বীপের অর্থনীতির মূল ভিত্তি পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছিল। এই কারণে ভারত মালদ্বীপকে ২৫০ মিলিয়ন ডলার সফ্ট লোন প্রদান করেছে।


১২৫. কয়েক মিনিটের মধ্যে COVID-19 সনাক্ত করতে ফেলুদা নামে একটি স্ট্রিপ-টেস্ট তৈরী করেছেন 

(A) ড: সৌভিক মাইতি
(B) ড: দেবোজ্যোতি চক্রবর্তী
(C) ড: অরুণ গোয়েল
(D) ড: সৌভিক মাইতি ও ড: দেবোজ্যোতি চক্রবর্তী মিলিতভাবে

উত্তর :
(D) ড: সৌভিক মাইতি ও ড: দেবোজ্যোতি চক্রবর্তী মিলিতভাবে

দেশে করোনার সংক্রমণ যখন প্রাথমিক পর্যায়ে, কোভি়ড-১৯ পরীক্ষায় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন দুই বাঙালি বিজ্ঞানী শৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী। তাঁরা একটি ‘পেপার স্ট্রিপ’ তৈরি করেন যা কয়েক মিনিটেই চিহ্নিত করতে পারে কোনও ব্যক্তি কোভিড আক্রান্ত কি না। নতুন সেই টেস্ট কিটের তাঁরা নাম দিয়েছিলেন ‘ফেলুদা’, সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র।


১২৬. বিশ্ব গোলাপ দিবস প্রতি বছর ২২শে সেপ্টেম্বর পালন করা হয়। কোন রোগের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য এটি পালন করা হয়?

(A) হাঁপানি
(B) ক্যান্সার
(C) তাপ আক্রমণ
(D) কুষ্ঠরোগ

উত্তর :
(B) ক্যান্সার

কানাডার ১২ বছরের মেলিন্ডা রোজ ব্লাড ক্যান্সারের আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২২ শে সেপ্টেম্বর। রোজ কে স্মরণ করতেই পালন করা হয় এই দিনটি।


১২৭. প্রতি বছর বিশ্ব গন্ডার দিবস (World Rhino Day ) কখন পালন করা হয়?

(A) ২১ সেপ্টেম্বর
(B) ২২ সেপ্টেম্বর
(C) ২৩ সেপ্টেম্বর
(D) ২৪ সেপ্টেম্বর

উত্তর :
(B) ২২ সেপ্টেম্বর

২০১০ সাল থেকে প্রতিবছর বিশ্ব গন্ডার দিবস (World Rhino Day ) পালন করা হয় ২২শে সেপ্টেম্বর।


১২৮. নিম্নলিখিত কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বায়োনিক আই ‘Gennari’s bionic vision system ‘ তৈরী করেছে ?

(A) জার্মানি
(B) অস্ট্রেলিয়া
(C) ভারত
(D) ফ্রান্স

উত্তর :
(B) অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছেন যে তারা ‘Gennari’s bionic vision system ‘ নামক একটি ব্যবস্থা তৈরি করেছেন যার মাধ্যমে অন্ধ লোকেরা আবার দেখতে পাবে।


১২৯. রোমে ইতালিয়ান ওপেনে ৩৬তম মাস্টার্সের শিরোপা কে জিতলেন ?

(A) দিয়েগো শোয়ার্জম্যান
(B) নোভাক জোকোভিচ
(C) রজার ফেদারার
(D) রাফায়েল নাদাল

উত্তর :
(B) নোভাক জোকোভিচ

দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে নোভাক জোকোভিচ ইতালিয়ান ওপেনে ৩৬তম মাস্টার্সের শিরোপা জিতে নিলেন ।


১৩০. ২০২০ সালের সেপ্টেম্বরে ভারত উত্তর আরব সাগরে ভাৰত কোন দেশের সাথে যৌথ নৌ-মহড়া JIMEX শুরু করলো ?

(A) পোল্যান্ড
(B) জাপান
(C) আমেরিকা
(D) রাশিয়া

উত্তর :
(B) জাপান

Japan-India maritime bilateral exercise (JIMEX )


১৩১. World Risk Index (WRI) 2020 অনুযায়ী ভারতের র‍্যাংক হলো 

(A) ৭৪
(B) ৮৯
(C) ১১৬
(D) ১০৫

উত্তর :
(B) ৮৯

১৮১ দেশের মধ্যে World Risk Index (WRI) 2020 অনুযায়ী ভারতের র‍্যাংক হলো ৮৯।


১৩২. ভারতের প্রথম কোস্টগার্ড অ্যাকাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে?

(A) কোচোই
(B) জামনগর
(C) ম্যাঙ্গালুরু
(D) চেন্নাই

উত্তর :
(C) ম্যাঙ্গালুরু

ভারতের প্রথম কোস্টগার্ড অ্যাকাডেমি ম্যাঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হবে। প্রথমে কেরালার আজিককালে এটি তৈরী হওয়ার কথা হলেও পরে ম্যাঙ্গালুরুতে এটি এখন তৈরী হওয়ার কথা চলছে । এর জন্য প্রায় ১৫৮ একর জমিও বরাদ্দ করা হয়েছে।


১৩৩. প্রতি বছর বিশ্ব গর্ভনিরোধ দিবস (World Contraception Day ) কোন দিনটিতে পালন করা হয়?

(A) সেপ্টেম্বর ২৪
(B) সেপ্টেম্বর ২৫
(C) সেপ্টেম্বর ২৬
(D) সেপ্টেম্বর ২৭

উত্তর :
(C) সেপ্টেম্বর ২৬

২০০৭ সাল থেকে প্রতি বছর বিশ্ব গর্ভনিরোধ দিবস (World Contraception Day ) ২৬শে সেপ্টেম্বর পালন করা হয়।


১৩৪. কে তার শিল্পকর্ম “মাই গ্র্যান্ডমা” -এর জন্য সম্প্রতি European Lung Foundation (ELF) দ্বারা আয়োজিত আর্ট প্রতিযোগিতা জিতেছেন ?

(A) আনিশ কাপুর
(B) দেও প্রসাদ রায়
(C) কৃষ্ণ খান্না
(D) আনাস রহমান জুনায়েদ

উত্তর :
(B) দেও প্রসাদ রায়

সিকিমের শিল্পী দেও প্রসাদ রায় তার শিল্পকর্ম “মাই গ্র্যান্ডমা” -এর জন্য সম্প্রতি European Lung Foundation (ELF) দ্বারা আয়োজিত আর্ট প্রতিযোগিতা জিতেছেন। এই প্রতিযোগিতাটির থিম ছিল – “Women with Chronic Obstructive Pulmonary Disease”.


১৩৫. সম্প্রতি CSIR ২০২০ সালের ২৬শে সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপিত করলো। কত সালে CSIR প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) ১৯৪২
(B) ১৯৪৭
(C) ১৯৫০
(D) ১৯৫২

উত্তর :
(A) ১৯৪২

Council of Scientific and Industrial Research (CSIR)  ১৯৪২ সালের ২৬শে সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছিল।


১৩৬. আইপিএল ২০২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করে ম্যাচ জিতে কোন দল IPL এর ইতিহাসে রেকর্ড স্থাপনা করলো ?

(A) চেন্নাই সুপার কিংস
(B) রাজস্থান রয়্যালস
(C) মুম্বাই ইন্ডিয়ান্স
(D) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

উত্তর :
(B) রাজস্থান রয়্যালস

২০২০ সালের IPL এর দ্বিতীয় ম্যাচে এখনো পর্যন্ত IPL এর ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড স্থাপনা করলো রাজস্থান রয়্যালস।


১৩৭. ২০২০ সালের সেপ্টেম্বরে কে দু’বছরের জন্য “Ceat ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) আমির খান
(B) রণবীর কাপুর
(C) করণ জোহর
(D) হৃত্বিক রোশন

উত্তর :
(A) আমির খান

“Ceat ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্র্রতি নিযুক্ত হয়েছেন প্রখ্যাত বলিউড অভিনেতা আমির খান।


১৩৮. ২০২০ সালের সেপ্টেম্বরে Myntra এর বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) কিয়ারা আদবানী
(B) দিশা পাটানি
(C) কৃতি স্যানন
(D) শ্রদ্ধা কাপুর

উত্তর :
(B) দিশা পাটানি

দিশা পাটানি সম্প্রতি  Myntra এর বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন।


১৩৯. ২০২০ সালের বিশ্ব রেবিস দিবস-এর থিমটি কি ছিল ?

(A) Rabies: Vaccinate to Eliminate
(B) End Rabies: Collaborate, Vaccinate
(C) Rabies: Share the message. Save a life
(D) Rabies: Zero by 30

উত্তর :
(B) End Rabies: Collaborate, Vaccinate

২০০৭ সাল থেকে বিশ্ব রেবিস দিবস প্রতিবছর ২৮শে সেপ্টেম্বরে পালন করা হয়ে থাকে। ২০২০ সালে এই দিবসের থিম ছিল – End Rabies: Collaborate, Vaccinate‘.


১৪০. ২০২০ সালের সেপ্টেম্বরে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ৩ বছরের মধ্যে রাজ্যকে বস্তি-মুক্ত করতে একটি বস্তি উন্নয়ন প্রোগ্রাম চালু করেছেন?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) ঝাড়খণ্ড
(D) ছত্তীসগড়

উত্তর :
(A) ওড়িশা

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যকে বস্তি মুক্ত করতে একটি বস্তি আপ-গ্রেডেশন কর্মসূচি সম্প্রতি চালু করেছেন।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

3 Comments

Back to top button