General Knowledge Notes in BengaliHistory Notes
কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে – তালিকা
Governor-General and Viceroy of India

Table of Contents
কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে – তালিকা
প্রিয় পাঠকেরা , আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আধুনিক ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে । টপিকটি হলো কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে তার তালিকা। পরীক্ষকদের এটি একটি অন্য প্রায় টপিক এবং মাঝে মধ্যে কোনো একটা ঐতিহাসিক ঘটনা তুলে দিয়ে জানতে চাওয়া হয় এই ঘটনাটি কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল। তালিকা করে সুন্দর ভাবে দেওয়া রইলো তোমাদের সুবিধার্থে।
বিস্তারিত জানতে দেখে নাও :
ভারতের ভাইসরয় তালিকা – সময়কাল ও উল্লেখযোগ্য ঘটনা – PDF
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা
ঘটনা | গভর্নর জেনারেল |
---|---|
আমিনী কমিশন ( ১৭৭৬ ) | ওয়ারেন হেস্টিংস |
চিরস্থায়ী বন্দোবস্ত ( ১৭৯৩ ) | লর্ড কর্নওয়ালিস |
অধীনতামূলক মিত্রতা নীতি ( ১৭৯৮ ) | লর্ড ওয়েলেসলি |
সতী প্রথা নিষিদ্ধকরণ ( ১৮২৯ ) | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
সিভিল সার্ভিস প্রণয়ন | লর্ড কর্নওয়ালিস |
স্বত্ববিলোপ নীতি | লর্ড ডালহৌসি |
ভারতে রেলের সূচনা ( ১৮৫৩ ) | লর্ড ডালহৌসি |
পোস্ট এবং টেলিগ্রাফ | লর্ড ডালহৌসি |
ভারতে ইংরেজি শিক্ষার সূচনা | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
সিপাহী বিদ্রোহ ( ১৮৫৭ ) | লর্ড ক্যানিং |
রানীর ঘোষণাপত্র ( ১৮৫৮ ) | লর্ড ক্যানিং |
ফ্যাক্টরি অ্যাক্ট ( ১৮৮১ ) | লর্ড রিপন |
দেশীয় সংবাদপত্র আইন ( ১৮৭৮ ) | লর্ড লিটন |
দেশীয় সংবাদপত্র আইন – বাতিল ( ১৮৮১) | লর্ড রিপন |
ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন (১৮৮৫ ) | লর্ড ডাফরিন |
মর্লে-মিন্টো সংস্কার ( ১৯০৯ ) | লর্ড দ্বিতীয় মিন্টো |
বঙ্গ ভঙ্গ ( ১৯০৫ ) | লর্ড কার্জন |
বঙ্গ ভঙ্গ রদ ( ১৯১১ ) | লর্ড হার্ডিঞ্জ ২ |
কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরানোর ঘোষণা (১৯১১ ) | লর্ড হার্ডিঞ্জ ২ |
কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর (১৯১২ ) | লর্ড হার্ডিঞ্জ ২ |
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড (১৯১৯ ) | লর্ড চেমসফোর্ড |
অসহযোগ আন্দোলন ( ১৯২০ – ২২ ) | লর্ড চেমসফোর্ড |
পূর্ণ স্বরাজের দাবি ( ১৯২৯ ) | লর্ড আরউইন |
প্রথম গোল টেবিল বৈঠক ( ১৯৩০ ) | লর্ড আরউইন |
গান্ধী-আরউইন প্যাক্ট (১৯৩১ ) | লর্ড আরউইন |
দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩১ ) | লর্ড ওয়েলিংটন |
সাম্প্রদায়িক পুরষ্কার ( ১৯৩২ ) | লর্ড ওয়েলিংটন |
তৃতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২ ) | লর্ড ওয়েলিংটন |
পুনা প্যাক্ট (১৯৩২ ) | লর্ড ওয়েলিংটন |
ভারত শাসন আইন ( ১৯৩৫ ) | লর্ড ওয়েলিংটন |
প্রাদেশিক স্বায়ত্তশাসন ( ১৯৩৭ ) | লর্ড লিনলিথগো |
ক্রিপ্স মিশন ( ১৯৪২ ) | লর্ড লিনলিথগো |
ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২ ) | লর্ড লিনলিথগো |
INA ট্রায়াল (১৯৪৫ ) | লর্ড ওয়াভেল |
ক্যাবিনেট মিশন (১৯৪৬ ) | লর্ড ওয়াভেল |
ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭ ) | লর্ড মাউন্টব্যাটেন |
ভারত বিভাগ ( ১৯৪৭ ) | লর্ড মাউন্টব্যাটেন |
Download Section
- File Name : কোন গভর্নর জেনারেলের আমলে কি হয়েছে – তালিকা
- File Size : 225 KB
- No. of Pages : 02
- Language : Bengali
- Subject : History
আরো দেখে নাও :
- ব্রিটিশ আমলের আইন ও অ্য়াক্ট
- ভারতীয় জাতীয় কংগ্রেস । Indian National Congress
- গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ
- সিপাহী বিদ্রোহ ( Note, Video & MCQ, PDF )
To check our latest Posts - Click Here