General Knowledge Notes in BengaliGeography Notes
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ
Different Types of Isolines in Geography
ভৌগোলিক ক্ষেত্রে কল্পিত বিভিন্ন সমমান রেখাসমূহ
প্রিয় পাঠকেরা, আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভৌগোলিক ক্ষেত্রে কল্পিত বিভিন্ন সমমান রেখাসমূহের তালিকা নিয়ে। মাঝে মধ্যেই এর থেকে একটি প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেই থাকে।
কাল্পনিক রেখা | যে যে সমবিন্দুকে যুক্ত করে |
---|---|
আইসোপ্লেথ | কোন উৎপন্ন দ্রব্য বা ঘটনার সম পরিমাণরেখা |
আইসোবেস | একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমিরূপের উত্থান ও অবনমন |
আইসোবার | সম বায়ুচাপ রেখা |
আইসোবাথ | সামুদ্রিক সমগভীরতা রেখা |
আইসোবাথথার্ম | সমুদ্রতলের নীচে একটি নির্দিষ্ট গভীরতায় প্রাপ্ত উষ্ণতা |
আইসোচেইম | গড় শীতকালীন উষ্ণতা |
আইসোফ্লোর | একই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য |
আইসোহেলাইন | সামুদ্রিক সমলবণতা রেখা |
আইসোজিওথার্ম | ভূগর্ভস্থ সমোষ্ণরেখা |
আইসোহেল | সম সূর্যালোক রেখা |
আইসোহাইট | সমবর্ষণ রেখা |
আইসোনেফ | সমমেঘ রেখা |
আইসোনিফ | তুষারের গভীরতা |
আইসোপেক | শিলার স্তরের গুরুত্ব |
আইসোরাইম | তুষারের ঘনত্ব |
আইসোট্যাক | বায়ু বা শব্দের সম গতিবেগ |
আইসোথার | গড় গ্রীষ্মকালীন উষ্ণতা |
আইসোথার্ম | সম উষ্ণতা রেখা |
আইসোথামোবাথ | একটি নির্দিষ্ট গভীরতায় সমুদ্রজলের উষ্ণতা |
আইসোব্রন্ট | একই সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
আইসোশেশমল | সম ভূকম্পতীব্রতা রেখা |
আইসোগনিক/ আইসোগােনালস | সমচৌম্বকনতি রেখা |
আইসোলােবার | বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন |
আইসোহাইপস | সমুদ্রজলের উপরিভাগের উচ্চতা |
কো-টাইডাল লাইনস | সম জোয়ার রেখা |
আইসোলাইন | সমমান রেখা |
আরো দেখে নাও :
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা
ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র – PDF
ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries
ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )
To check our latest Posts - Click Here