General Knowledge Notes in BengaliGeography Notes

ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ

Different Types of Isolines in Geography

ভৌগোলিক ক্ষেত্রে কল্পিত বিভিন্ন সমমান রেখাসমূহ

প্রিয় পাঠকেরা, আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভৌগোলিক ক্ষেত্রে কল্পিত বিভিন্ন সমমান রেখাসমূহের তালিকা নিয়ে। মাঝে মধ্যেই এর থেকে একটি প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেই থাকে।

কাল্পনিক রেখাযে যে সমবিন্দুকে যুক্ত করে
আইসোপ্লেথকোন উৎপন্ন দ্রব্য বা ঘটনার সম পরিমাণরেখা
আইসোবেসএকটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভূমিরূপের উত্থান ও অবনমন
আইসোবারসম বায়ুচাপ রেখা
আইসোবাথসামুদ্রিক সমগভীরতা রেখা
আইসোবাথথার্মসমুদ্রতলের নীচে একটি নির্দিষ্ট গভীরতায় প্রাপ্ত উষ্ণতা
আইসোচেইমগড় শীতকালীন উষ্ণতা
আইসোফ্লোরএকই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য
আইসোহেলাইনসামুদ্রিক সমলবণতা রেখা
আইসোজিওথার্মভূগর্ভস্থ সমোষ্ণরেখা
আইসোহেলসম সূর্যালোক রেখা
আইসোহাইটসমবর্ষণ রেখা
আইসোনেফসমমেঘ রেখা
আইসোনিফতুষারের গভীরতা
আইসোপেকশিলার স্তরের গুরুত্ব
আইসোরাইমতুষারের ঘনত্ব
আইসোট্যাকবায়ু বা শব্দের সম গতিবেগ
আইসোথারগড় গ্রীষ্মকালীন উষ্ণতা
আইসোথার্মসম উষ্ণতা রেখা
আইসোথামোবাথএকটি নির্দিষ্ট গভীরতায় সমুদ্রজলের উষ্ণতা
আইসোব্রন্টএকই সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
আইসোশেশমলসম ভূকম্পতীব্রতা রেখা
আইসোগনিক/ আইসোগােনালসসমচৌম্বকনতি রেখা
আইসোলােবারবায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন
আইসোহাইপসসমুদ্রজলের উপরিভাগের উচ্চতা
কো-টাইডাল লাইনসসম জোয়ার রেখা
আইসোলাইনসমমান রেখা
ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ

আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র –  PDF

ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries

ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button