General Knowledge Notes in BengaliGeography Notes

বিভিন্ন ধরণের শস্য / ফসল

Crop Seasons in India

ভারতের বিভিন্ন ধরণের শস্য / ফসল

ফসল রোপন ও তোলার সময় অনুসারে প্রধানত তিন ধরণের শস্য/ ফসল চাষ করা হয়।

  • ১. রবি শস্য
  • ২. খরিফ শস্য
  • ৩. জায়িদ শস্য

১. রবি শস্য / রবি ফসল (Rabi Crop )

    • রবিশস্য, রবি ফসল, চৈতালি ফসল বা রবিখন্দ নামে পরিচিত।
    • এটি বসন্তকালীন ফসল হলেও ভারতীয় উপমহাদেশে প্রধানতঃ শীতকালীন ফসলরূপে ( Winter Crops ) আখ্যায়িত।
    • হেমন্তকালে বীজ বুনে যে ফসল কৃষক বসন্তকালে ঘরে তোলে তা-ই রবিশস্য।
    • বীজ রোপন শুরু হয় শীতকালের শুরুতে – অক্টোবর থেকে ডিসেম্বরে এবং ফসল কাটা হয় গ্রীস্মকালের আগে – ফেব্রুয়ারি-এপ্রিল মাসে।
    • উদাহরণ – গম, বার্লি, তৈলবীজ , পেঁয়াজ।

২. খারিফ শস্য / খারিফ ফসল (Kharif Crop )

    • খারিফ শস্যকে বর্ষাকালীন শস্যও বলা হয়ে থাকে। অনেকক্ষেত্রে ভারতের আবার খরিফ শস্যকে গ্রীষ্মকালীন ফসল ( Summer Crop ) ও বলা হয়ে থাকে।
    • সাধারণত মে-জুলাই মাসে বীজ রোপন করা হয় এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফসল কাটা হয়।
    • এই শস্য চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়।
    • উদাহরণ -ধান, মিলেট, চা, রবার, সোয়াবিন, পাট, তুলা ।

৩. জাইদ শস্য / জাইদ ফসল ( Zayad/ Zaid Crop )

    • খরিফ শস্য চাষের পরে এবং রবি শস্য চাষের আগে – মধ্যবর্তী সময়ে স্বল্পকালের জন্য এই ধরণের শস্য চাষ করা হয়। তাকে এই ধরণের শস্যকে Short Term Crop ও বলা হয়ে থাকে।
    • এই ফসলগুলি সাধারণ মার্চ-জুন মাসে চাষ করা হয়।
    • চাষের জন্য উষ্ণ ও শুস্ক আবহাওয়ার প্রয়োজন।
    • উদাহরণ – শাকসবজি, ফল।

প্রশ্নোত্তরে বিভিন্ন ধরণের ফসল –

১. খরিফ শস্য কাকে বলে ?
উত্তর : বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষ করা হয়, সেইসব ফসলকে খারিফ ফসল বলে । খারিফ শস্যের অর্থ হল বর্ষাকালীন ফসল ।

২. রবি শস্য বলতে কি বোঝায় ?
উত্তর : রবি শস্যের অর্থ হল ‘শীতকালীন ফসল’ । প্রধানত জলসেচের উপর নির্ভর করে শীতকালে যেসব ফসলের চাষ করা হয় সেইসব ফসল কে রবি ফসল বলে ।

৩. জায়েদ শস্য কাকে বলে ?
উত্তর : খরিফ শস্য চাষের পরে এবং রবি শস্য চাষের আগে – মধ্যবর্তী সময়ে স্বল্পকালের জন্য যে শস্য চাষ করা হয় তাকে জায়েদ বলা হয়।

৪. রবি শস্য কোন মাসে রোপণ করা হয় ?
উত্তর : বীজ রোপন শুরু হয় শীতকালের শুরুতে – অক্টোবর থেকে ডিসেম্বরে ।

৫. খারিফ শস্য কখন চাষ করা হয় ?
উত্তর : সাধারণত মে-জুলাই মাসে বীজ রোপন করা হয় এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফসল কাটা হয়।

আরো দেখে নাও :

ভারতের কৃষি । টেলিগ্রাম মক টেস্ট –  উত্তর পত্র

স্থানান্তর কৃষির বিবিধ নাম । Shifting Cultivation | PDF

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button