Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
Monthly Current Affairs MCQ – May 2020

১০১. কোন কোম্পানি Giphy অধিগ্রহন করেছে?
(A) গুগোল
(B) ফেসবুক
(C) অ্যামাজন
(D) ফ্লিপকার্ট
১০২. International Museum Day কবে পালিত হল?
(A) ১৭ মে
(B) ১৬ মে
(C) ১৮ মে
(D) ১৯ মে
১০৩. “Wuhan Diary: Dispatches from a Quarantined City” বইটি কার লেখা?
(A) ফাং-ফাং
(B) রিচার্ড হেলি
(C) জি পিং
(D) সাং হুয়ান
১০৪. বিসলারি তাদের পণ্যের হোম ডেলিভারির জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করলো?
(A) Amazon
(B) Swigy
(C) Zomato
(D) Shopclues
১০৫. সম্প্রতি কোন সংস্থা বল চকচকে করার জন্য বলে থুথু লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে?
(A) বি.সি.সি.আই
(B) আই.সি.সি
(C) ই.সি.বি
(D) এম.সি.সি
১০৬. বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হল?
(A) ১৯ মে
(B) ২০ মে
(C) ২১ মে
(D) ২২ মে
১০৭. ২০১৯ এর আলেকজান্ডার ডেলরিম্পল পুরষ্কার কে পেলেন?
(A) বিনয় বধবার
(B) বিনয় শর্মা
(C) নির্মল সহস্রবুধে
(D) অঙ্কিত ঘোষাল
১০৮. ‘Hop On : My Adventures on Boats Trains and Planes’ বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ।বইটির লেখক কে?
(A) রাসকিন বন্ড
(B) ঝুম্পা লাহিড়ী
(C) অমিতাভ ঘোষ
(D) অনুপম সিং
১০৯. জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস পালিত হয় কোন দিনটিতে?
(A) ১৯ মে
(B) ২০ মে
(C) ২১ মে
(D) ২২ মে
১১০. সম্প্রতি বিশ্ব-ব্যাঙ্ক এর মুখ্য অর্থনীতিবিদ কে হলেন?
(A) ক্রিস্টালিনা জর্জিভা
(B) কামমেন রেনহার্ট
(C) প্রীতি প্যাটেল
(D) হেনরি ডিসুজা
১১১. সম্প্রতি কোন কোম্পানিটি ‘Order Me’ নামে একটি ই-কমার্স অ্যাপ চালু করল?
(A) রিলায়েন্স
(B) ভোডাফোন
(C) পতঞ্জলি
(D) টাটা
১১২. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়েছে ‘ট্যুর অফ ডিউটি’।যার মাধ্যমে একজন সাধারন ব্যক্তি কত বছর সেনাবাহিনী তে কাজ করতে পারবেন?
(A) ১ বছর
(B) ২ বছর
(C) ৩ বছর
(D) ৪ বছর
১১৩. সম্প্রতি কবে “কমনওয়েলথ দিবস” পালন করা হল?
(A) ২১ মে
(B) ২২ মে
(C) ২৩ মে
(D) ২৪ মে
২৪ মে ১৮১৯ সালে রানী ভিক্টোরিয়ার জন্ম হয়। এই দিনটিকে স্মরণে রেখেই ‘কমনওয়েলথ দিবস’ পালন করা হয়।।
কমনওয়েলথ রাষ্ট্র- যে দেশগুলি কোন এক সময়ে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত ছিল তাদের কমনওয়েলথ দেশ বলা হয়।
১১৪. সম্প্রতি কেন্দ্র সরকার কোন মন্দিরটি কে সম্পূর্ণভাবে সৌরচালিত করার সিদ্ধান্ত নিয়েছে?
(A) কোনারক মন্দির
(B) কামাক্ষ্যা মন্দির
(C) লিঙ্গরাজ মন্দির
(D) তারাপীঠ মন্দির
কোনারকের সূর্য মন্দির ই শুধু নয়, গোটা কোনারক শহরটি কেই সৌরচালিত বা solarise করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার।
এই প্রকল্পের মাধ্যমে কোনারক কে ‘সূর্য নগরী’ হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নতুন ও পুর্ননবিকরন যোগ্য জ্বালানি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী আর.কে.সিং
১১৫. ফোর্বস পত্রিকার তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত মহিলা খেলোয়াড় কে?
(A) সেরেনা উইলিয়ামস
(B) নাওমি ওসাকা
(C) মারিয়া শারাপোভা
(D) সানিয়া মির্জা
১১৬. সম্প্রতি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করলেন?
(A) টি এস তিরুমুর্তি
(B) এস জয়শঙ্কর
(C) প্রকাশ জাভরেকার
(D) অরবিন্দ সাক্সেনা
১১৭. সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংক এর দক্ষিন এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার হিসাবে দায়িত্ব নিলেন?
(A) অমর্ত্য সেন
(B) অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
(C) আভাস ঝা
(D) রঘুরাম রাজন
১১৮. কোন সংস্থা ‘Catch up’ নামে একটি অ্যাপ চালু করল?
(A) ফেসবুক
(B) হোয়াটসঅ্যাপ
(C) অ্যামাজন
(D) ফ্লিপকার্ট
১১৯. বিশ্ব অলিম্পিক সংস্থা সম্প্রতি কোন ভারতীয় কে অলিম্পিক চ্যানেল কমিশনের সদস্য হিসাবে মনোনীত করেছে?
(A) কিরণ রিজিজু
(B) রাজ্যবর্ধন সিং রাঠৌর
(C) নারিন্দার বাত্রা
(D) ডঃ হর্ষবর্ধন
১২০. সম্প্রতি ফিফা কোন সংস্থার সাথে মিলিত ভাবে ‘Safe Home’ অভিযান শুরু করেছে?
(A) IMF
(B) WHO
(C) UNICEF
(D) UNESCO
১২১. সম্প্রতি WHO করোনা চিকিৎসার ক্ষেত্রে Hydroxychloroquine নামক ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। । এটি কোন রোগের চিকিৎসায় মূলত ব্যবহৃত হয়?
(A) কলেরা
(B) ম্যালেরিয়া
(C) এইডস
(D) ডেঙ্গু
১২২. সম্প্রতি ভারতীয় প্রত্নতাত্বিক বিভাগ খননকার্য চালিয়ে কোথায় ১১০০ বছরের পুরনো একটি শিবলিঙ্গ পেয়েছে?
(A) নেপাল
(B) পাকিস্তান
(C) মায়ানমার
(D) ভিয়েতনাম
ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ(Archeological survey of India)র বর্তমান সভাপতি ভি. ভিদ্যাভতি
এটি স্থাপন করা হয় ১৮৬১ সালে, তৎকালীন এই সংস্থার প্রধান ছিলেন আলেকজান্ডার কানিংহ্যাম
১২৩. কোন সংস্থা পরীক্ষামূলক ভাবে কোল্যাব (Collab) নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে?
(A) ফেসবুক
(B) ইন্সটাগ্রাম
(C) টুইটার
(D) অ্যামাজন
এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা শর্ট মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন।
১২৪. বিশ্ব এভারেস্ট দিবস কবে পালন করা হয়?
(A) ২৭ মে
(B) ২৮ মে
(C) ২৯ মে
(D) ৩০ মে
২০০৮ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে।
২৯ মে ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং এডমণ্ড হিলারি প্রথম এভারেস্ট আরোহণ করেন।
১২৫. Ministry of Minority Affairs এর Flagship প্রোগ্রাম ‘HUNAR HAAT’ কোন মাস থেকে পুনরায় শুরু হবে?
(A) জুন
(B) জুলাই
(C) আগস্ট
(D) সেপ্টেম্বর
Theme- ‘Local to Global’
এর মাধ্যমে বিভিন্ন এলাকার স্থানীয় শিল্পীরা তাঁদের শিল্প নিপুণতা তুলে ধরার সুযোগ পান।
Download May 2020 – Current Affairs MCQ with explanation – Click Here
Download May 2020 – Current Affairs One Liners – Click Here
আরো দেখে নাও :
সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০
সাম্প্রতিকী – মার্চ মাস – ২০২০
last 2 month dhore kono PDF download hochena
কেন, সব সাইটে দেওয়া আছে তো । লাস্ট পেজে পেয়ে যাবে