Monthly Current AffairsCurrent Affairs

Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০

Monthly Current Affairs MCQ – May 2020

২১. ২০২০ সালের মে মাসে সরকার কর্তৃক RBI এর কেন্দ্রীয় বোর্ডে পরিচালক পদে কে নিযুক্ত হন?

(A) প্রশান্ত কুমার
(B) সুনীল মেহতা
(C) বিজয় মোহন
(D) তরুন বাজাজ

উত্তর :
(D) তরুন বাজাজ

সরকার অর্থনৈতিক বিষয়ক সম্পাদক তরুণ বাজাজকে RBI -এর কেন্দ্রীয় বোর্ডে পরিচালক পদে নিয়োগ করেছে । তরুণ বাজাজঅতনু চক্রবর্তীর স্থলাভিষিক্ত করলেন যিনি ৩০ এপ্রিল, ২০২০ তে অবসর নিয়েছিলেন।


২২. ইউসুফ হোসামকে একাধিক ম্যাচ ফিক্সিং ও সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করার পরে যাবজ্জীবন নিষিদ্ধ করা হয়েছে। তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে জড়িত?

(A) টেনিস
(B) গলফ
(C) ক্রিকেট
(D) দাবা

উত্তর :
(A) টেনিস

ইজিপ্টের টেনিস প্লেয়ার ইউসুফ হোসাম যাবজ্জীবন নিষিদ্ধ করা হয়েছে ।


সাম্প্রতিকী -মার্চ মাস – ২০২০

২৩. ২০২০ সালের ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে (World Hand Hygiene Day) এর থিম কী?

(A) Clean care for all – it’s in your hands
(B) SAVE LIVES: Clean Your Hands
(C) Clean hands- a recipe for health
(D) Our Hands, Our Future

উত্তর :
(B) SAVE LIVES: Clean Your Hands

প্রতিবছর ৫ই মে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালন করা হয় ।


২৪. কোন দেশের রাষ্ট্রপতি সম্প্রতি নাজি জার্মানির বিরুদ্ধে জয়ের ৭৫তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মরণীয় পদক দিয়ে সম্মানিত করেছেন?

(A) চীন
(B) রাশিয়া
(C) আমেরিকা
(D) জাপান

উত্তর :
(B) রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মানটি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ।


২৫. সম্প্রতি জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (JKPSC ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন – 

(A) নরেন্দ্র কুমার
(B) বি আর শর্মা
(C) ডি কে দাস
(D) অশোক কুমার গুপ্ত

উত্তর :
(B) বি আর শর্মা

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দর মুর্মু অবসরপ্রাপ্ত IAS অফিসার বি. আর. শর্মা কে জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (JKPSC) চেয়ারম্যান নিয়োগ করেছেন।


২৬. ২০২০ সালের মে মাসে, বিদেশ থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের জাতীয় প্রচেষ্টার অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী নিচের কোন অপারেশনটি  চালু করেছে?

(A) অপারেশন ব্ল্যাক টর্নেডো
(B) অপারেশন অল আউট
(C) অপারেশন মৈত্রী
(D) অপারেশন সমুদ্র সেতু

উত্তর :
(D) অপারেশন সমুদ্র সেতু

প্রচুর পরিমাণে ভারতবাসী প্রায় ২০ হাজারেরও বেশি ভারতীয় মালদ্বীপে রয়েছে। কিন্তু সংকটকালীন অবস্থায় কিছু মানুষ সেখানকার হোটেল, চাকরি এবং ব্যবসা ছেড়ে নিজের দেশে ফিরতে চাইছে। দেশে ফিরতে ইচ্ছুক সেই সকল প্রায় ১ হাজার ভারতবাসীকে ফিরিয়ে আনার জন্য চালু করা হল অপারেশন ‘সমুদ্র সেতু’।


সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০

২৭. সন্দীপ কুমারী নিচের কোন খেলার সাথে জড়িত?

(A) শট পুট
(B) লং জাম্প
(C) হ্যামার থ্রো
(D) ডিসকাস থ্রো

উত্তর :
(D) ডিসকাস থ্রো

ডিসকাস থ্রোয়ার সন্দীপ কুমারি ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পরে তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।


২৮. ইরানের নতুন মুদ্রার নাম কী?

(A) রোমান
(B) সিয়ান
(C) তোমান
(D) ব্রোন

উত্তর :
(C) তোমান

সম্প্রতি ইরানের মুদ্রা রিয়াল-এর পরিবর্তে নতুন মুদ্রা তোমান (toman ) শুরু করেছে ইরান সরকার । রিয়াল ও তোমান দুটি মুদ্রাই  আপাতত চালু থাকবে পরবর্তী দুই বৎসর পর্যন্ত । এই দুই বছরের মধ্যে আস্তে আস্তে রিয়াল মুদ্রাগুলিকে তুলে নেওয়া হবে ।


২৯. ২০২০ সালের ৭ই মে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে একটি ভয়াবহ বিষাক্ত গ্যাস ট্র্যাজেডি ঘটেছে ?

(A) পাটনা
(B) বিশাখাপত্তনম
(C) জামশেদপুর
(D) ভুবনেশ্বর

উত্তর :
(B) বিশাখাপত্তনম

বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপত্তনম এলাকায় এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর একটি রাসায়নিক কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। মূলত পলিয়েস্টার পলিথিন তৈরি হত ওই কারখানায়। সেই কাজে ব্যবহার করা হত স্টাইরিন নামের গ্যাস। এই গ্যাস লিক করেই এই দুর্ঘটনা ।


৩০. কোন রাজ্য সরকার সম্প্রতি ৩০ শে জুন পর্যন্ত কারখানার শ্রমিকদের ১২  ঘন্টা শিফট করার অনুমোদন দিয়েছে?

(A) তেলেঙ্গানা
(B) অন্ধ্র প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) তামিলনাড়ু

উত্তর :
(C) মহারাষ্ট্র

লকডাউনের মাঝেই নিজভূমে ফিরে যেতে উদ্যোগী হয়েছে পরিযায়ী শ্রমিকেরা। এই পরিস্থিতিতে যেসব কারখানা এই শ্রমিক সংকটের মুখোমুখি হয়েছে সেখানে আগামী ৩০ জুন অবধি ১২ ঘন্টার শিফটের অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কারখানার শ্রমিক ইউনিয়নেরা।

প্রসঙ্গত : ১৯৪৮ সালের ফ্যাক্টরিজ অ্যাক্ট অনুসারে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘণ্টার বেশি শ্রমিক-কর্মচারীদের দিয়ে কাজ করানো যায় না।



৩১. ২০২০ সালের মে মাসে কোন কুখ্যাত জঙ্গি তাঁর সহযোগী সহ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরার বিঘিপোড়া গ্রামে একটি সংঘর্ষে নিহত হন ?

(A) মাজেদ বিসতী
(B) আবদুল সুবহান কুরেশি
(C) আইজাজ আহমদ ভাট
(D) রিয়াজ নাইকু

উত্তর :
(D) রিয়াজ নাইকু

কাশ্মীরে সেনার এনকাউন্টারে মৃত্যু হল “মোস্ট ওয়ান্টেড” জঙ্গি রিয়াজ নাইকুর (Riyaz Naikoo)। জম্মু ও কাশ্মীরের (J&K) অবন্তীপুরায় ওই শীর্ষ জঙ্গি কমান্ডারকে (Top Terrorist Commander) ঘিরে ফেলে নিরাপত্তা বাহিন‌ী।কাশ্মীরের তরুণ সম্প্রদায়কে ফাঁদে ফেলে সন্ত্রাসবাদে দীক্ষিত করে তোলার কাজটি করতে নাইকু ছিল সিদ্ধহস্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার জাল ছড়াত।


৩২. ২০২০ সালে ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কে “Young Career” পুরস্কার পেয়েছেন?

(A) সৌরভ লোধা
(B) কৌশিক বসু
(C) পুলিকেল অজায়ান
(D) মনিল সুরি

উত্তর :
(A) সৌরভ লোধা

IIT বোম্বে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে অধ্যাপক সৌরভ লোধা ২০২০ সালের জন্য ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইয়ং ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ( Department of Science and Technology ) কর্তৃক এই পুরষ্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল।


৩৩.  “Vijyant at Kargil: The Life of a Kargil Hero” – বইটি লিখেছেন 

(A) বিক্রম শেঠ
(B) অমিতাভ ঘোষ
(C) অরুণ কুমার
(D) ভি এন থাপার

উত্তর :
(D) ভি এন থাপার

১৯৯৯ সালে কারগিল যুদ্ধে শহীদ হয়েছিলেন ক্যাপ্টেন বিজয়ন্ত থাপার । তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর । তাঁর মৃত্যুর প্রায় দুই দশক পরে তার জীবনী নিয়ে এই বইটি লিখেছেন তাঁর পিতা কর্নেল ভি এন থাপার।


সাম্প্রতিকী – মে ২২, ২৩, ২৪ – ২০২০

৩৪. কে ২০২০ সালের মে মাসে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির  সভাপতির পদে পুনর্নিযুক্ত হয়েছেন?

(A) দিলীপ ঘোষ
(B) গোলাম নবী আজাদ
(C) সোমেন মিত্র
(D) অধীর রঞ্জন চৌধুরী

উত্তর :
(D) অধীর রঞ্জন চৌধুরী

লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতির পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ প্রতি বছর নির্বাচিত হন। ২২ সদস্যের এই প্যানেলে লোকসভার ১৫ জন এবং রাজ্যসভার ৭ জন সদস্য থাকে ।


৩৫. ভুল তথ্য প্রসারণ রোধে নিচের কোনটি IFCN  চ্যাটবট নামে একটি চ্যাটবট চালু করেছে?

(A) ইউটিউব
(B) লিঙ্কডিন
(C) হোয়াটসঅ্যাপ
(D) উইচ্যাট

উত্তর :
(C) হোয়াটসঅ্যাপ

ভুল তথ্য নিয়ন্ত্রণে IFCN চ্যাটবোট নামে একটি চ্যাটবোট চালু করেছে হোয়াটসঅ্যাপ।  হোয়াটসঅ্যাপে IFCN চ্যাটবোট বিশ্বজুড়ে নাগরিকদের COVID-19 সম্পর্কে যে বার্তাটি পেয়েছিল তা সত্য কিনা তা যাচাই করতে সক্ষম করবে।


৩৬. UNEP তে দীয়া মির্জার শুভেচ্ছাদূত হিসাবে মেয়াদ বাড়িয়ে সাল পর্যন্ত  করা হল ?

(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫

উত্তর :
(A) ২০২২

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম দীয়া মির্জার শুভেচ্ছাদূত হিসাবে মেয়াদ ২ বছর আরো বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত  করলো ।


৩৭. ওয়ার্ল্ড রেড ক্রস দিবস কোন দিনটিতে পালন করা হয়?

(A) মে ৩
(B) মে ৫
(C) মে ৮
(D) মে ১০

উত্তর :
(C) মে ৮

আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিগুলি উদযাপনের জন্য ৮ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মবার্ষিকীতে ৮ ই মে দিবসটি পালিত হয়।


৩৮. ২০২০ সালে কোন দিনটিতে নারদ জয়ন্তী উদযাপিত হচ্ছে?

(A) মে ৬
(B) মে ৮
(C) মে ১০
(D) মে ১২

উত্তর :
(B) মে ৮

২০২০ সালের নারদ জয়ন্তী ৮ই মে পালিত হয়েছে ।

ই দিনটি ভগবান ব্রহ্মার পুত্র এবং দেবী সরস্বতীর পুত্র নারদ জন্মদিন ।  হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, নারদ মুনি পৃথিবীর প্রথম সাংবাদিক এবং সমস্ত জায়গায় ভ্রমণের ক্ষমতা রাখেন।


৩৯. সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে কে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেছেন?

(A) হৃতিক রাজ
(B) অভিনব কুমার
(C) ওম প্রকাশ গুপ্ত
(D) রাহুল দেব

উত্তর :
(D) রাহুল দেব

পাকিস্তানের প্রথম হিন্দু পাইলট হলে রাহুল দেব । রাহুল দেবকে জেনারেল ডিউটি ​​পাইলট অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।


৪০. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) মে ৯
(B) মে ৮
(C) মে ৬
(D) মে ১০

উত্তর :
(B) মে ৮

থ্যালাসেমিয়ার মতো মারণ রোগের প্রধান কারণ সচেতনতার অভাব। সেই সঙ্গেই প্রয়োজন একটু সতর্কতারও। সচেতনতা গড়ে তুলতেই প্রতি বছর ৮ মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। ভারতকে বলা হয় থ্যালাসেমিয়ার রাজধানী। এই দেশে প্রতি বছর ১০ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। এদের মধ্যে দারিদ্র ও চিকিত্সার অভাবে ৫০ শতাংশ আক্রান্ত ২০ বছর বয়স পূর্ণ করার আগেই মারা যায়। ভারতে মোট ৪০ লক্ষ থ্যালাসেমিয়ার বাহক রয়েছেন। এদের মধ্যে ১ লক্ষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button