Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০

Monthly Current Affairs MCQ – April 2020

১০১. প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবসটি কবে  পালিত হয় ?

(A) ২৬ এপ্রিল
(B) ২৭ এপ্রিল
(C) ২৮ এপ্রিল
(D) ২৯ এপ্রিল

উত্তর :
(D) ২৯ এপ্রিল

প্রতি বছর ২৯ শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়। এটি আধুনিক ব্যালে নৃত্যের স্রষ্টা জিন-জর্জেস নোভারের জন্মবার্ষিকী উপলক্ষে চিহ্নিত হয়েছে।


১০২. অভিনেতা ইরফান খান ২০২০ সালের এপ্রিল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোন বছরে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন ?

(A) ২০০৯
(B) ২০১০
(C) ২০১১
(D) ২০১৩


১০৩. স্মার্ট সিটি মিশনের আওতাধীন নগরীর নির্বাচিত অঞ্চলগুলিতে স্যানিটাইজার স্প্রে করার জন্য কোন শহর ‘গরুরা অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড”কে নিযুক্ত করেছে?

(A) ভুবনেশ্বর
(B) পুনে
(C) জয়পুর
(D) বারাণসী

উত্তর :
(D) বারাণসী

বারাণসী স্মার্ট সিটি,  স্মার্ট সিটিস মিশনের আওতাধীন বারাণসী শহরের  নির্বাচিত অঞ্চলগুলিতে স্যানিটাইজারের স্প্রে করার জন্য ‘গরুরা অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড”কে নিযুক্ত করেছে।

ড্রোনের সাহায্যে সার্ভে করে এলাকাগুলিতে স্যানিটাইজারের স্প্রে করা হবে ।


১০৪. ভারত নিম্নোক্ত কোন দেশকে সম্প্রতি এক লক্ষ হাইড্রক্সি-ক্লোরোকুইন ট্যাবলেট ও পঞ্চাশ হাজার সার্জিকাল গ্লাভস দান করেছে ? 

(A) বাংলাদেশ
(B) মায়ানমার
(C) আমেরিকা
(D) শ্রীলংকা

উত্তর :
(A) বাংলাদেশ

ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে এই পণ্য সরবরাহ করেছিলেন।


১০৫. নিম্নলিখিত কোন শহরে একটি সরকারী হাসপাতাল রোগীদের সহায়তা করার জন্য  ‘কর্মী-বট’ নামক একটি রোবটকে নিয়োগ করা হয়েছে ?

(A) মুম্বাই
(B) রায়পুর
(C) বেরেলী
(D) এর্নাকুলাম

উত্তর :
(D) এর্নাকুলাম

এরনাকুলামের একটি সরকারী হাসপাতাল করোনভাইরাস রোগীদের খাবার ও ওষুধ দেওয়ার জন্য কর্মী-বোট নামকক এক রোবট মোতায়েন করেছে। উদ্দেশ্য হ’ল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের ঝুঁকি হ্রাস করা।


১০৬. কোভিড -১৯ রোগীর খাবার ও ওষুধ সরবরাহ করতে “নাইটিঙ্গেল -১৯” নামক কোন রোবট ব্যবহার কয়েক কোন রাজ্য সরকার ?

(A) কেরালা
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) বিহার

উত্তর :
(A) কেরালা

কেরলের কান্নুর জেলার আঁচারাকান্দির জেলা COVID-19 কেন্দ্রে  রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ করতে “নাইটিঙ্গেল -১৯” নামে একটি রোবট ব্যবহৃত হচ্ছে।


১০৭. ২০২০ সালের এপ্রিলে কে ক্রীড়া সচিব (Sports Secretary ) পদে নিযুক্ত হলেন ?

(A) অমিত খারে
(B) প্রদীপ কুমার দুবে
(C) রবি মিত্তল
(D) ধর্ম বীরা

উত্তর :
(C) রবি মিত্তল

তথ্য ও সম্প্রচার সচিব রবি মিত্তালকে ক্রীড়া সচিবের পদে নিযুক্ত করা হয়েছে । উচ্চশিক্ষা সচিব অমিত খারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নেবেন।


১০৮. ৩০শে এপ্রিল ২০২০ সালের প্রয়াত হলেন কিংবদন্তি বলিউড অভিনেতা ঋষি কাপুর । ঋষি কাপুরের প্রথম সিনেমা কোনটি ?

(A) খেল খেল মে
(B) রোমান্স ববি
(C) মেরা নাম জোকার
(D) কাভি কাভি

উত্তর :
(C) মেরা নাম জোকার

১৯৭০ সালে তিনি তার প্রথম সিনেমা করেন “মেরে নাম জোকার” ।


১০৯. কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী ৩০শে এপ্রিল প্রয়াত হয়েছেন । তাঁর আসল নাম কি ?

(A) রাজশেখর গোস্বামী
(B) চিন্টু গোস্বামী
(C) চন্দন গোস্বামী
(D) সুবিমল গোস্বামী

উত্তর :
(D) সুবিমল গোস্বামী

চুনী গোস্বামী বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার আসল নাম সুবিমল গোস্বামী।

প্রসঙ্গত, শুধু ফুটবলই নয়, ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন চুনী গোস্বামী। একটা সময় বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। রনজি দলে জায়গায় পেয়েছিলেন। কিন্তু ফুটবলকেই পরে বেশি আপন করে নেন।


১১০. বিশ্বব্যাপী সর্বাধিক দেখা এন্টারটেইনমেন্ট প্রোগ্রামের বিশ্ব রেকর্ড তৈরি করেছে সম্প্রতি কোন ভারতীয় ধারাবাহিকটি ?

(A) মহাভারত
(B) আলিবাবা চল্লিশ চোর
(C) রামায়ণ
(D) চিত্রহার

উত্তর :
(C) রামায়ণ

প্রসার ভারতী সম্প্রতি একটি টুইট করে বলেছে যে ১৬ই এপ্রিল ২০২০ সালের একসাথে প্রায় ৭৭ মিলিয়ন দর্শক “রামায়ণ”  এর এপিসোডটি দেখেন ।


April 2020  – MCQ PDF File – Download

April 2020 – One Liners PDF File – Download

April 2020 – Quiz  – Click Here

আরো দেখুন :

সাম্প্রতিকী  – মার্চ মাস – ২০২০

সাম্প্রতিকী – ফেব্রুয়ারি মাস – ২০২০

সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6
Telegram

Related Articles

4 Comments

    1. আমরা চেক করলাম । লিংক তো কাজ করছে । ক্রোম ব্রাউজার থেকে চেষ্টা করো

  1. kono pdf download korte parchi na…. kivbe korbo aktu bole din sir

Back to top button