Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০

Monthly Current Affairs MCQ – April 2020

২১. ভারতের প্রথম কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ৩০ এপ্রিল, ২০২০ পর্যন্ত লকডাউন প্রসারিত করেছে ?

(A) দিল্লি
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা

উত্তর :
(D) ওড়িশা

নবীন পট্টনায়কের সরকার জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে ওড়িশার সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।


২২. ফোর্বসের ২০২০ সালের বিশ্বের শীর্ষ ধনকুবের তালিকার শীর্ষস্থানীয় ভারতীয় বিলিয়নেয়ার কে ?

(A) সুনীল মিত্তাল
(B) মুকেশ আম্বানি
(C) উদয় কোটক
(D) রাধাকিশন দামানী

উত্তর :
(B) মুকেশ আম্বানি

২৩. কে ২০২০ সালে ফোর্বস ওয়ার্ল্ডের বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে আছে?

(A) জেফ বেজোস
(B) বিল গেটস
(C) বার্নার্ড আরনাউল্ট
(D) মার্ক জুকারবার্গ

উত্তর :
(A) জেফ বেজোস

ফোর্বসের সর্বশেষ তালিকায় বছরের শীর্ষস্থানীয় বিলিয়নেয়ারদের শীর্ষে রয়েছে জেফ বেজোস। ২০২০ সালের ৯ এপ্রিল পর্যন্ত অ্যামাজনের সিইওর মোট মূল্য সম্পদ প্রায় ১২৩.৭ বিলিয়ন  ডলার।


২৪. বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র প্রহরী সংস্থা (The global chemical weapons watchdog )  কোন দেশকে সম্প্রতি ২০১৭ সালে রাসায়নিক অস্ত্র প্রয়োগের জন্য দোষারোপ করেছে ?

(A) তুর্কী
(B) ইরান
(C) সিরিয়া
(D) উত্তর কোরিয়া

উত্তর :
(C) সিরিয়া

বৈশ্বিক রাসায়নিক অস্ত্র প্রহরী সংস্থা সিরিয়াকে রাসায়নিক অস্ত্র প্রয়োগের জন্য দায়ী করেছে। এই সংস্থা ২০১৭ সালে তিনবার নার্ভ গ্যাস সারিন এবং ক্লোরিন ব্যবহার করার জন্য সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদের বিমানবাহিনীকে দোষ দিয়েছে।


২৫. কোভিড -১৯ এর সাথে লড়াই করতে নিচের মধ্যে কে ১ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন?

(A) সুন্দর পিচাই
(B) মার্ক জুকারবার্গ
(C) জ্যাক ডরসি
(D) কেভিন সিস্ট্রোম

উত্তর :
(C) জ্যাক ডরসি

করোনা মহামারি মোকাবিলায় ১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। নিজের টুইটারে হ্যান্ডেলে এ ঘোষণা দিয়েছেন ডরসি। তিনি জানিয়েছেন, এ অর্থ তার মোট সম্পদের প্রায় ২৮ শতাংশ।


২৬. নাসার আর্টেমিস বেস ক্যাম্পটি কোন গ্রহে মানুষের অবতরণের জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলি প্রদর্শন করবে বলা নাসা আশা করছে ?

(A) শুক্র
(B) মঙ্গল
(C) বৃহস্পতি
(D) শনি

উত্তর :
(B) মঙ্গল

২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষকে অবতরণ করার লক্ষ্য নিয়ে নাসা আর্টেমিস প্রোগ্রামে কাজ করছে। এই বেস ক্যাম্পটির সাহায্যে মঙ্গল গ্রহে প্রথম মানব মিশনের জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলি প্রদর্শন করবে নাসা ।


২৭. ভারতীয় রেলওয়ে দ্বারা বিকশিত ভেন্টিলেটরের নাম কী?

(A) জীবন
(B) জীবন্ত
(C) জীবিত
(D) জীবনার্হ

উত্তর :
(A) জীবন

ভারতীয় রেল তাদের কপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে করোনা আক্রান্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বানালো ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে ‘জীবন’। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনেই তৈরি করা হয়েছে এটি। শুধু ভেন্টিলেটর নয় উত্তর রেলওয়ে বানিয়েছে করোনা চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ পোশাক পিপিই। এই পোশাকের পরীক্ষা করা হয়েছে এমনকি এই পোশাক ব্যবহারে অনুমতি দিয়েছে ডি আর ডি ও।


২৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation ) কোন দিনটিতে প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) এপ্রিল ৬
(B) এপ্রিল ৭
(C) এপ্রিল ৮
(D) এপ্রিল ৯

উত্তর :
(B) এপ্রিল ৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জাতিসংঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।বিশ্ব স্বাস্থ্য দিবসও পালন করা হয় প্রতি বছর ৭ এপ্রিল ।


২৯. ২০২০-২১ এর জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানির (ন্যাসকম ) -এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন 

(A) বিশাল সিক্কা
(B) ইউবি প্রবীন রাও
(C) রূপা কুদ্বা
(D) এস ডি  শিবুলাল

উত্তর :
(B) ইউবি প্রবীন রাও

ইনফোসিসের চিফ অপারেটিং অফিসার ইউবি প্রবীন রাও ২০২০-২১ এর জন্য ন্যাসকম নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ।


৩০. উইজডেন (Wisden )  ক্রিকেটারদের আলমান্যাকের ২০২০ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ?

(A) জো রুট
(B) জোফরা আর্চার
(C) জোস বাটলার
(D) বেন স্টোকস

উত্তর :
(D) বেন স্টোকস

বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস (জন্ম: ৪ জুন ১৯৯১), নামে পরিচিত বেন স্টোকস, হলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার এবং ইংল্যান্ড টেস্ট দলের সাবেক সহ-অধিনায়ক।

বেন স্টোকস- এর ঠিক পরেই রয়েছে বিরাট কোহলি ।


৩১. বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়?

(A) ৭ এপ্রিল
(B) ৮ এপ্রিল
(C) ৯ এপ্রিল
(D) ১০ এপ্রিল

উত্তর :
(D) ১০ এপ্রিল

জার্মানির স্যাক্সনি প্রদেশে মেসেন শহরে ১৭৫৫ সালের ১০ এপ্রিল মধ্য রাতের পর হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক স্যার ডা. স্যামুয়েল হ্যানিমেন জন্ম গ্রহণ করেন। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনকের জন্মদিনকে পৃথিবীব্যাপী বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করা হয়। ২০০৩ সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়ে থাকে ।

২০২০ সালের থিম ছিল – Linking research with education and clinical practice: Advancing scientific collaborations.


৩২. কোন রাজ্য সরকার COVID-19 এর বিরুদ্ধে লড়াই করতে ‘অপারেশন শিল্ড (Operation Shield )’ চালু করেছে ?

(A) মহারাষ্ট্র
(B) উত্তরপ্রদেশ
(C) ওড়িশা
(D) দিল্লি

উত্তর :
(D) দিল্লি

দিল্লি সরকার ৯ই এপ্রিল, ২০২০ সালে ২১ টি হটস্পট অঞ্চলে COVID-19 ভাইরাসের সংক্রমণ এবং নিয়ন্ত্রণের জন্য ‘অপারেশন শিল্ড’ চালু করেছে । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করেছেন ।


৩৩. ICMR,  COVID-19 স্ক্রিনিং পরীক্ষার জন্য ট্রুনাট  (TrueNat ) ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই ট্রুনাট মেশিনগুলি কোন রোগ নির্ণয়ের জন্য সাধারণত ব্যবহৃত হয় ?

(A) এইডস
(B) ক্যান্সার
(C) ম্যালেরিয়া
(D) যক্ষ্মা

উত্তর :
(D) যক্ষ্মা

ট্রুনাট মেশিনগুলি ড্রাগ-প্রতিরোধী যক্ষ্মা (টিবি) পরীক্ষা করতে ব্যবহৃত হয়।


৩৪. ২০২০ সালের এপ্রিলে কোন রাজ্য সরকার করোনভাইরাস রোগীদের চিকিৎসারত চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসা পেশার সাথে যুক্ত কর্মীদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) পাঞ্জাব
(B) হরিয়ানা
(C) মধ্য প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(B) হরিয়ানা

হরিয়ানা সরকার করোনভাইরাস রোগীদের চিকিৎসারত চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসা পেশার সাথে যুক্ত কর্মীদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে । এই সিদ্ধান্ত কার্যকরী থাকবে যতদিন পর্যন্ত করোনা মহামারী থাকবে ।


৩৫. জন হারকোর্ট ডু প্রিজ সম্প্রতি [প্রয়াত হয়েছেন ।তিনি নিম্নলিখিত কোন খেলাধুলার সাথে সম্পর্কিত ছিলেন?

(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) বাস্কেটবল
(D) দাবা

উত্তর :
(A) ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার এবং জিম্বাবুয়ের নির্বাচক, জন হারকোর্ট ডু প্রিজ ২০২০ সালের এপ্রিলে প্রয়াত হয়েছেন । তিনি জ্যাকি নামে পরিচিত ছিলেন ।


৩৬. ২০২০ সালের এপ্রিলে কোভিড -১৯ মহামারীর পরে অর্থনীতিতে সহায়তার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ নিয়ে আলোচনা করতে G20 দেশগুলির বৈঠকে ভারতের পক্ষথেকে কে কে অংশ নেবেন?

(A) নির্মলা সীতারমণ ও শক্তিকান্ত দাস
(B) শক্তিকান্ত দাস ও নরেন্দ্র মোদী
(C) রঘুরাম রাজন ও শক্তিকান্ত দাস
(D) নির্মলা সীতারামণ ও নরেন্দ্র মোদী

উত্তর :
(A) নির্মলা সীতারমণ ও শক্তিকান্ত দাস

ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও RBI গভর্নর শক্তিকান্ত দাস ১৫ই এপ্রিল, ২০২০ তে এই বৈঠকে অংশগ্রহণ করবেন ।


৩৭. “The Art of Her Deal” শিরোনামে আমেরিকার প্রথম মহিলা মেলানিয়া ট্রাম্পের অননুমোদিত জীবনীটি কে লিখেছেন?

(A) মেরি জর্ডান
(B) মেগান অ্যাবট
(C) হার্ভে অ্যালেন
(D) ডওয়ার্ড অ্যাবে

উত্তর :
(A) মেরি জর্ডান

ওয়াশিংটন পোস্টের পুলিৎজার পুরষ্কার প্রাপ্ত প্রতিবেদক মেরি জর্ডান আমেরিকার প্রথম মহিলা মেলানিয়া ট্রাম্পের একটি অননুমোদিত জীবনী লিখেছেন।

“The Art of Her Deal” নামক এই বইটি ১৬ই জুন ২০২০ তে প্রকাশিত হওয়ার কথা ।


৩৮. সম্প্রতি কোন গ্র্যামি পুরস্কারজয়ী করোনা ভাইরাসজনিত জটিলতায় প্রয়াত হয়েছেন ?

(A) বব ডিলান
(B) জন প্রিন
(C) সেলেন ডিওন
(D) লেডি গাগা

উত্তর :
(B) জন প্রিন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কান্ট্রি ফোক-এর গায়ক জন প্রিন। তিনি ১৯৯১ সালের “The Missing Years” এবং ২০০৫ সালে  “Fair & Square” অ্যালবাম দুটির জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ।

সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চলে যান আরও এক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জার। অ্যাডামের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই এবার করোনার মারণ ছোবলে শেষ হল জন প্রিনের যাত্রা।


৩৯. জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (National Safe Motherhood Day ) কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ৯ এপ্রিল
(B) ১০ এপ্রিল
(C) ১১ এপ্রিল
(D) ১২ এপ্রিল

উত্তর :
(C) ১১ এপ্রিল

ভারত সরকার ১১ এপ্রিল মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর জন্মবার্ষিকী দিন প্রতিবছর জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করে থাকে ।


৪০. ২০২০ সালের এপ্রিলে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (ADB ) প্রেসিডেন্ট কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ২.২ বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ADB এর বর্তমান প্রেসিডেন্ট হলেন – 

(A) টেকহিকো নাকাও
(B) ক্রিস্টিন লেগার্ড
(C) ডেভিড মালপাস
(D) মাসসাতুগু আসাকাওয়া

উত্তর :
(D) মাসসাতুগু আসাকাওয়া

এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB ) বর্তমান প্রেসিডেন্ট হলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বিশেষ উপদেষ্টা মাসসাতুগু আসাকাওয়া (৬১)।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

4 Comments

    1. আমরা চেক করলাম । লিংক তো কাজ করছে । ক্রোম ব্রাউজার থেকে চেষ্টা করো

  1. kono pdf download korte parchi na…. kivbe korbo aktu bole din sir

Back to top button