Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০

Monthly Current Affairs MCQ – April 2020

৬১. ২০২০ সালের এপ্রিলে, নীচের কোন অ্যাপ্লিকেশনটি কেবল ১৩ দিনের মধ্যে ৫০ মিলিয়ন ডাউনলোডে পৌঁছে রেকর্ড করেছে ?

(A) ন্যায় বন্ধু
(B) প্রধানমন্ত্রী-জয়
(C) খেলো ভারত
(D) আরোগ্য সেতু

উত্তর :
(D) আরোগ্য সেতু

১৩ দিনে ৫০ মিলিয়ন ডাউনলোড, আরোগ্য সেতু পিছনে ফেলল পোকেমনকেও। পোকেমন গো-ও ৫০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছিল ১৯ দিনে। অর্থাৎ ৬ দিন কম সময়েই আরোগ্য সেতু সেই মাইলস্টোন পার করল।


৬২. ২০২০ সালের এপ্রিলে, কোথায় একদল গবেষক একটি নতুন সাপ আবিষ্কার করেছেন এবং এর নাম রেখেছেন সালজারের পিট ভাইপার (Salazar’s pit viper )?

(A) কর্ণাটক
(B) কেরল
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ

উত্তর :
(D) অরুণাচল প্রদেশ

নামটি হ্যারি পটার সিনেমা থেকে অনুপ্রাণিত । সালাজার স্লিথারিন ছিলেন হ্যারি পটার গল্পে হগওয়ার্ট স্কুলের একজন সোহো প্রতিষ্ঠাতা ।


৬৩. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন সেক্রেটারি  হিসাবে নিযুক্ত হলেন 

(A) রবি শর্মা
(B) কপিল দেব ত্রিপাঠি
(C) শচীন শেখাওয়াত
(D) সূর্যকান্ত মিশ্র

উত্তর :
(B) কপিল দেব ত্রিপাঠি

কপিল দেব ত্রিপাঠিকে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নতুন সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে ছিলেন সঞ্জয় কোঠারি ।


৬৪. ন্যাশনাল সিভিল সার্ভিসেস দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ? 

(A) এপ্রিল ২১
(B) এপ্রিল ২২
(C) এপ্রিল ২৩
(D) এপ্রিল ২৪

উত্তর :
(A) এপ্রিল ২১

এই দিনটিতে ১৯৪৭ সালে সর্দার বল্লভভাই প্যাটেল অল ইন্ডিয়া সার্ভিস শুরু করেছিলেন ।


৬৫. ২০১৯ সালের গার্টনার ডিজিটাল ওয়ার্কপ্লেস সার্ভে অনুযায়ী কোন দেশ পৃথিবীর সবচেয়ে ডিজিট্যালি নিপুন দেশ ?

(A) আমেরিকা
(B) চীন
(C) জাপান
(D) ভারত

উত্তর :
(D) ভারত

ভারতের ঠিক পরেই রয়েছে ব্রিটেন এবং আমেরিকা ।


৬৬. জনসমাগমে মুখোশ পরা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা ‘টিম মাস্ক ফোর্স (Team Mask Force )’ নিচের কোনটির সাথে সম্পর্কিত?

(A) FICCI
(B) AIIF
(C) Indian Army
(D) BCCI

উত্তর :
(D) BCCI

ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি টুইট করেছে, ‘‘টিম ইন্ডিয়া এখন টিম মাস্ক ফোর্স।’’ সঙ্গে ক্রিকেটারদের ভিডিয়ো। যে ভিডিয়োয় ভারত অধিনায়ক কোহালি বলেছেন, ‘‘ভারতীয় দলের অংশ হতে পারাটা একটা গর্বের ব্যাপার। তবে আজ আমরা আরও একটা বড় দল তৈরি করব। টিম মাস্ক ফোর্স।’’


৬৭. বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে ভারতের তিরঙা পতাকার ছবি প্রজেক্ট করে কোন দেশ করোনভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাথে সংহতি প্রকাশ করেছে?

(A) ইন্দোনেশিয়া
(B) মালয়েশিয়া
(C) সুইজারল্যান্ড
(D) জাপান

উত্তর :
(C) সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতের উচ্চতা ১৪ হাজার ৬৯২ ফুট। এর চূড়ায় উদ্ভাসিত হলো ভারতসহ বিভিন্ন দেশের পতাকা। এছাড়া ফুটে উঠেছিল কোভিড-১৯ প্রাদুর্ভাবকে জয় করার আশা ও মনোবল ধরে রাখার বার্তা।


৬৮. কোন দেশের সমুদ্রসৈকতে প্রচুর সংখ্যক দুর্লভ প্রজাতির লেদারব্যাক সামুদ্রিক কচ্ছপ ( leatherback sea turtles ) বাসা বেঁধেছে ?

(A) লাওস
(B) ভারত
(C) থাইল্যান্ড
(D) মায়ানমার

উত্তর :
(C) থাইল্যান্ড

দুর্লভ সামুদ্রিক প্রাণীদের পদার্পণে মুখরিত থাইল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলো। করোনাভাইরাস মহামারিতে বন্ধ থাকায় সৈকতে নেই কোনো পর্যটক। এই সুযোগে বীরদর্পে হেঁটে বেড়াচ্ছে দুর্লভ জাতের লেদারব্যাক সামুদ্রিক কচ্ছপ। শুধু তাই নয়, ‍দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি বাসা তৈরি করেছে তারা।

লেদারব্যাক হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ। তারা সাধারণত নিরিবিলি ও অন্ধকারাচ্ছন্ন জায়গায় ডিম পাড়ে।


৬৯. নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানের গবেষকরা ম্যাগনেটিক র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি (RAM ) তৈরি করছেন?

(A) IIT মান্ডি
(B) IIT বোম্বাই
(C) IIT খড়গপুর
(D) IIT দিল্লি

উত্তর :
(A) IIT মান্ডি

ম্যাগনেটিক RAM গুলি আরো ফাস্ট, অত্যন্ত এনার্জি এফিসিয়েন্ট এবং ছোট আয়তনে অনেক বেশি ডেটা স্টোর করতে সক্ষম ।


৭০. ২৭শে এপ্রিল ২০২০ জাস্টিস ধর্মাধিকারী অবসর নেবার পরে কে  বোম্বাই হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন ?

(A) বিচারপতি সঞ্জু পান্ডা
(B) বিচারপতি দীপঙ্কর দত্ত
(C) বিচারপতি মোহাম্মদ রফিক
(D) বিচারপতি রজনেশ ওসওয়াল

উত্তর :
(B) বিচারপতি দীপঙ্কর দত্ত

সুপ্রিম কোর্ট কলেজিয়াম বোম্বাই, উড়িষ্যা এবং মেঘালয় – তিনটি উচ্চ আদালতকে নতুন প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্তকে বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে মনোনীত করার জন্য সুপারিশ করা হয়েছে ।


৭১. কোন রাজ্য সরকার COVID-19-এর সাথে লড়াই করতে “অপথামিত্র ( Apthamitra) ” হেল্পলাইন এবং অ্যাপ চালু করেছে?

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) অন্ধ্র প্রদেশ
(D) তেলেঙ্গানা

উত্তর :
(B) কর্ণাটক

কর্ণাটক সরকার COVID-19 -এর বিরুদ্ধে লড়াই করার জন্য “আপথামিত্র ( বাংলা : আপনমিত্র) ” হেল্পলাইন এবং অ্যাপ চালু করেছে। “14410” হেল্পলাইন নম্বরটি রাজ্যের সমস্ত অঞ্চলের বাসিন্দারা কল করতে পারবেন । হেল্পলাইনটি সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। হেল্পলাইন কেন্দ্র স্থাপন করা হবে মহীশূর, বেঙ্গালুরু এবং ম্যাঙ্গালোরের ছয়টি স্থানে।


৭২. এপিডেমিক ডিজিজ অ্যাক্ট, ১৯৮৭ এর নতুন প্রস্তাবিত সংশোধন অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের আক্রমণ করার জন্য সর্বোচ্চ কত বছর পর্যন্ত জেল হতে পারে ?

(A) ৭ বছর
(B) ৫ বছর
(C) ১০ বছর
(D) ৬ বছর

উত্তর :
(A) ৭ বছর

স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ১৯৮৭ সালের এপিডেমিক ডিজিজ অ্যাক্টে নতুন সংশোধনী প্রস্তাবের একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন সংশোধনীতে স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ৬ মাস থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ।


৭৩. ধরিত্রী দিবস (Earth Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) এপ্রিল ২১
(B) এপ্রিল ২২
(C) এপ্রিল ২৩
(D) এপ্রিল ২৪

উত্তর :
(B) এপ্রিল ২২

১৯৭০ খ্রিষ্টাব্দের ২২শে এপ্রিল মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। পৃথিবীর অনেক দেশেই সরকারিভাবে এই দিবস পালিত করা হয়। উত্তর গোলার্ধের দেশগুলিতে বসন্তকালে আর দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে শরতে ধরিত্রী দিবস পালিত হয়। এই দিবস ১৯৯০ খ্রিষ্টাব্দে থেকে আন্তর্জাতিকভাবে পালিত হয়।


৭৪. BWF এর “I am Badminton” প্রচারের অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় শাটলারের নাম ঘোষণা করা হয়েছে?

(A) সায়না নেহওয়াল
(B) শ্রীকান্ত কিদাম্বি
(C) পারুপল্লী কাশ্যপ
(D) পিভি সিন্ধু

উত্তর :
(D) পিভি সিন্ধু

বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু  ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের “I am Badminton” প্রচারের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন। সততা ও পরিষ্কার খেলার প্রচারের জন্য এই ক্যাম্পেইন শুরু হয়েছে ।


৭৫. আমেরিকার কোন শহরের দুটি বেড়ালের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ?

(A) ওকলাহোমা
(B) লস অ্যাঞ্জেলেস
(C) শিকাগো
(D) নিউ ইয়র্ক

উত্তর :
(D) নিউ ইয়র্ক

বিড়ালগুলি তাদের মালিকদের কাছ থেকে সংক্রমণ পেয়েছে বলে জানা গেছে।


৭৬. জাতীয় শিপিং বোর্ডের নতুন প্রধান পদে কে নিযুক্ত হলেন ?

(A) মালিনী শঙ্কর
(B) অমিতাভ কুমার
(C) সতিন্দর পাল সিং
(D) ক্যাপ্টেন পীযূষ সিনহা

উত্তর :
(A) মালিনী শঙ্কর

৭৭. কেন্দ্র সরকার কোন তারিখ পর্যন্ত DA ( Dearness Allowance ) এবং DR (Dearness Relief ) এর কোনো বৃদ্ধি করবে না বলে ঘোষণা করেছে ?

(A) মার্চ ২০২১
(B) জুলাই ২০২১
(C) জুন ২০২১
(D) অক্টোবর ২০২১

উত্তর :
(B) জুলাই ২০২১

কেন্দ্রীয় সরকার COVID-19 সংকটের জন্য ২০২১ সালের জুলাই অবধি সমস্ত সরকারী কর্মচারীদের মূল্যবৃদ্ধি ভাতা (DA) এবং পেনশনারদের মূল্যবৃদ্ধি ত্রাণ (DR) এর বৃদ্ধি বন্ধ করে দিয়েছে । এর আগের ঘোষিত ৪% বৃদ্ধিও বন্ধ করে দেওয়া হবে । জুলাই ২০২১ পর্যন্ত বর্তমান ১৭% হারে DA ও DR দেওয়া হবে । এবং পরে এর জন্য কোনো এরিয়ার দেওয়া হবে না ।


৭৮. ২০২০ সালের ২৩শে এপ্রিল কোন রাজ্যসরকার  ‘খোঙ্গজম দিবস’ পালন করেছে?

(A) আসাম
(B) মণিপুর
(C) মিজোরাম
(D) মেঘালয়

উত্তর :
(B) মণিপুর

মণিপুর ২৩ শে এপ্রিল, ২০২০ সালে ‘খোঙ্গজম দিবস’ পালন করেছে ।  ১৮৯১  সালের অ্যাংলো-মণিপুর যুদ্ধে যুদ্ধকারী যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এই দিবসটি পালন করা হয় পালিত হয় । ১৯৮১ সালের ৩১শে মার্চ থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত অ্যাংলো-মণিপুর যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং ব্রিটিশরা এই যুদ্ধে জয়লাভ করেছিল ।


৭৯. ইংরেজি ভাষা দিবস কোন দিনটিতে পালন করা হয় ? 

(A) ২৪ শে এপ্রিল
(B) ২২ শে এপ্রিল
(C) ২৩ শে এপ্রিল
(D) ২১ শে এপ্রিল

উত্তর :
(C) ২৩ শে এপ্রিল

২০১০ সালে জাতিসংঘের জনতথ্য বিভাগ দ্বারা ২৩শে এপ্রিল ইংরেজি ভাষা দিবস প্রতিষ্ঠা করা হয়েছিল  ।


[ আরো দেখুন : সাম্প্রতিকী  – মার্চ মাস  – ২০২০

৮০. চীনের প্রথম মঙ্গল অভিযানটির নাম 

(A) তিয়ানওয়েন (Tianwen )
(B) চিয়াং একাদশ (Chiang XI )
(C) মারিও 2 (Mario 2 )
(D) তাংওয়েই (Tangwei )

উত্তর :
(A) তিয়ানওয়েন (Tianwen )

২০২০ সালের ২৪ শে এপ্রিল চীন তার প্রথম মঙ্গল অভিযান মিশনের নাম ঠিক করেছে  ‘তিয়ানওয়েন -১’  । তিয়ানওয়েন কথাটির অর্থ হলো স্বর্গীয় প্রশ্ন ।

১৯৭০ সালে এই দিনে চীন তার প্রথম স্যাটেলাইট  ‘ডং ফাং হং -১’  উৎক্ষেপণ করেছিল ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

4 Comments

    1. আমরা চেক করলাম । লিংক তো কাজ করছে । ক্রোম ব্রাউজার থেকে চেষ্টা করো

  1. kono pdf download korte parchi na…. kivbe korbo aktu bole din sir

Back to top button