সাম্প্রতিকী – ডিসেম্বর ২৯, ৩০, ৩১– ২০১৯
Daily Current Affairs MCQ – 26th, 27th, 28th December – 2019
১. কোন আমেরিকান সংস্থা প্রকল্প কুইপার তৈরি করছে, যা মহাকাশে কয়েক হাজার উপগ্রহ উৎক্ষেপণ করবে?
(A) স্পেসএক্স
(B) নাসা
(C) অ্যামাজন
(D) ব্লু অরিজিন
২. ভারতের কোন রাজ্যে, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জন্য ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় চালু হবে?
(A) উত্তরপ্রদেশ
(B) কেরালা
(C) গুজরাট
(D) অন্ধ্র প্রদেশ
৩. টাইফুন ফ্যানফোন (Phanfone ) সম্প্রতি নিম্নলিখিত কোন দেশে আছড়ে পড়েছে ?
(A) জাপান
(B) চীন
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) ফিলিপিন্স
৪. ক্রান্তীয় ঘূর্ণিঝড় সারাই সম্প্রতি কোন দ্বীপপুঞ্জকে আঘাত করেছে ?
(A) ইন্দোনেশিয়া
(B) সলোমন দ্বীপপুঞ্জ
(C) ফিজি
(D) নিউ গিনি
৫. দূষণ কমাতে কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি বৈদ্যুতিক যান নীতি, ২০১৯ অনুমোদন করেছে?
(A) দিল্লি
(B) পাঞ্জাব
(C) পুদুচেরি
(D) সিকিম
৬. সম্প্রতি চালু করা হিম দর্শন এক্সপ্রেসটি নিম্নলিখিত কোন দুটি রাজ্যের সাথে সংযোগ স্থাপন করেছে?
(A) হরিয়ানা এবং হিমাচল প্রদেশ
(B) সিকিম এবং আসাম
(C) হরিয়ানা এবং পাঞ্জাব
(D) হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড
৭. কোন রাজ্যের নগর সংস্থা এখনও তাদেরকে মুক্ত মলত্যাগ মুক্ত (Open Defecation Free ) ঘোষণা করেনি ?
(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) ঝাড়খণ্ড
(D) পশ্চিমবঙ্গ
৮. কোন ব্যাংক সম্প্রতি “সেরা পারফর্মিং ব্যাংক পুরষ্কার” পেয়েছে?
(A) SBI ব্যাংক
(B) ICICI ব্যাংক
(C) জম্মু ও কাশ্মীর ব্যাংক
(D) অন্ধ্র ব্যাংক
৯. বাহাদুর নামে পরিচিত কোন ধরণের ফাইটার বিমানটি সম্প্রতি অবসর নিলো ?
(A) মিগ্ ২৭
(B) তেজস
(C) মিরাজ ২০০০
(D) গালফস্ট্রিম
১০. বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপতি কে যাকে সম্প্রতি IMF আর্থিক সহায়তা নেওয়ার আগে তাকে তার সম্পদ ঘোষণা করতে নির্দেশ করলো ?
(A) টিওডোরো মবাসোগো
(B) রবার্ট মুগাবে
(C) হুন সেন
(D) হাসানাল বলকিয়াহ
টিওডোরো ওবিয়াং নিগমা মবাসোগো বিশ্বের দীর্ঘতম দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। তিনি নিরক্ষীয় গিনির সভাপতি। তিনি ১৯৭৯ সালে ক্ষমতায় এসেছিলেন।
১১. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি লোসার উৎসব পালন করেছে?
(A) তেলেঙ্গানা
(B) মেঘালয়
(C) পুদুচেরি
(D) লাদাখ
১২. ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) মনোজ মুকুন্দ নারওয়ান
(B) অনিল কুমার সূদ
(C) দেবেশ চন্দ্র
(D) এস এস চন্দ্রশেখর
ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারওয়ান ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী চিফ হয়েছেন। তিনি বিপিন রাওয়াতকে প্রতিস্থাপন করেছেন।
১৩. কেন্দ্রীয় সরকারের সর্বশেষ পরিচ্ছন্নতা জরিপে কোন শহরকে চতুর্থবারের জন্য স্বচ্ছতম হিসাবে চিহ্নিত করা হয়েছে?
(A) ইন্দোর
(B) ভোপাল
(C) সুরাট
(D) রাজকোট
১৪. কোন রাজ্য প্রথম নাগরিকত্ব সংশোধনী আইন (CAA ) বিরোধী রেজুলেশন পাস করেছে ?
(A) রাজস্থান
(B) মধ্য প্রদেশ
(C) কেরালা
(D) গুজরাট
১৫. মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন ?
(A) আদিত্য ঠাকরে
(B) নবাব মালিক
(C) অজিত পাওয়ার
(D) অশোক চাহান
১৬. ‘ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ২০১৯’ অনুসারে কোন রাজ্যে বনভূমির পরিমান ২০১৯ সালে সবথেকে বেশি পরিমানে বেড়েছে ?
(A) উত্তরপ্রদেশ
(B) ঝাড়খণ্ড
(C) কর্ণাটক
(D) অন্ধ্র প্রদেশ
১-কর্ণাটক , ২ – অন্ধ্রপ্রদেশ, ৩ – কেরালা
১৭. তালিবান কাউন্সিল কোন দেশে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য একমত হয়েছে ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) আফগানিস্তান
(C) ইরান
(D) লেবানন
১৮. আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে
(A) ২০২০ ফেব্রুয়ারী পর্যন্ত
(B) ২০২০ মার্চ পর্যন্ত
(C) ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত
(D) ২০২০ ডিসেম্বর পর্যন্ত
১৯. ভারতের প্রথম “Chief of Defence Staff” হিসাবে কে মনোনীত হয়েছেন ?
(A) বিক্রম সিং
(B) বিপিন রাওয়াত
(C) ভি কে সিং
(D) দীপক কাপুর
২০. কোন ভারতীয় প্রতিরক্ষা পরিষেবা তার কর্মীদের ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করেছে ?
(A) ভারতীয় নৌবাহিনী
(B) টেরিটোরিয়াল আর্মি
(C) ভারতীয় সেনা
(D) ভারতীয় বিমানবাহিনী
২১. কোন দেশ সম্প্রতি তার প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম ‘অ্যাভানগার্ড’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে?
(A) চীন
(B) রাশিয়া
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) জার্মানি
রাশিয়া সম্প্রতি তার প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম ‘অ্যাভানগার্ড’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতি (৩৩,০০০ কিমি / ঘন্টা) এর চেয়ে ২০ গুণ বেশি দ্রুতগতিতে উড়তে পারে। ভ্লাদিমির পুতিনের মতে, প্রযুক্তি এবং গতির কারণে এটি কোনও রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধরা পড়তে পারে না।
২২. কোন ভারতীয় মহিলা দাবা খেলোয়াড় সম্প্রতি বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করেছেন?
(A) কোনেরু হাম্পি
(B) প্রজ্ঞা বাজপেয়ী
(C) অঙ্কিতা বাম্বরি
(D) নূতন অবস্তি
কোনেরু হাম্পি ২০০৩ সালে ‘অর্জুন পুরষ্কার’ এবং ২০০৭ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
২৩. ইসরোর প্রথম সৌর মিশনের নাম কী?
(A) প্রভা-১
(B) বৈভব -১
(C) সূর্য-GIV
(D) আদিত্য- L1
২৪. মালালা ইউসুফজাইয়ের জীবন অবলম্বনে নির্মিত হতে চলেছে কোন চলচ্চিত্রটি ?
(A) The Brave One
(B) Childhood Dreams
(C) Gul Makai
(D) Malala: Name of Struggle
২৫. ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন
(A) রঘুবর দাস
(B) হেমান্ত সোরেন
(C) ভুপেশ ভাগহেল
(D) কমল নাথ
২৬. মহিলা হিসাবে সবথেকে বেশিদিন স্পেসফ্লাইট-এ থেকে রেকর্ড করলেন কে ?
(A) পেগি হুইটসন
(B) ক্রিস্টিনা কচ
(C) জেসিকা মেয়ার
(D) স্যালি রাইড
মহিলা হিসেবে দীর্ঘতম স্পেসফ্লাইটের রেকর্ড তৈরি করেছেন নাসার নভোচারী ক্রিস্টিনা কচ।
তিনি নভোচারী পেগি হুইটসন-এর ২৮৮ দিনের রেকর্ডটি ভেঙেছেন । ক্রিস্টিনা কচ টানা ৩২৮ দিন স্পেসফ্লাইটে ছিলেন ।
২৭. সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন
(A) মনোজ কুমার
(B) অমিতাভ বচ্চন
(C) গুলজার
(D) বিনোদ খান্না
আরো দেখুন :
সাম্প্রতিকী – ডিসেম্বর ২৬, ২৭, ২৮– ২০১৯
সাম্প্রতিকী – ডিসেম্বর ২৩, ২৪, ২৫– ২০১৯
সাম্প্রতিকী – ডিসেম্বর ১৯, ২০, ২১, ২২– ২০১৯
To check our latest Posts - Click Here