Current TopicsGeneral Knowledge Notes in Bengali

টোকিও অলিম্পিকে ভারত – India at Tokyo Olympics

India at Tokyo Olympics

টোকিও অলিম্পিকে ভারত – টোকিও অলিম্পিক ২০২০

জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া এর সোনা এবং কুস্তিতে বজরং পুনিয়ার ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে শেষ হল ভারতের টোকিও অলিম্পিক্স ২০২০ এর যাত্রা । টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত মোট ৭ টি পদক পেয়েছে, যা ভারতের অলিম্পিকের ইতিহাসের এখনো পর্যন্ত শ্রেষ্ঠ প্রদর্শন । দেখে নাও টোকিও অলিম্পিকে ভারত। টোকিও অলিম্পিক ২০২১ | টোকিও অলিম্পিক ২০২০ |

এক নজরে দেখে নেওয়া যাক টোকিও অলিম্পিক্স এ ভারতের পারফরমেন্স ।

মোট প্রতিযোগী :


২০২০ অলিম্পিক্স এ ভারতের তরফ থেকে মোট ১২৪ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন । যা এখনো পর্যন্ত সর্বোচ্চ । এই প্রতিযোগীরা ১৮ টি খেলায় ৬৯ টি ইভেন্টে ভারতের হয়ে অংশগ্রহণ করেন ।

পতাকা বাহক :


রিও অলিম্পিকে পদক জয়ী মেরী কম এবং ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মানপ্রীত সিং ২০২০ অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বাহক ছিলেন ।

পদক জয় এবং অবস্থান :


টোকিও অলিম্পিক্স ২০২০ তে ভারতের মোট প্রাপ্ত পদক সংখ্যা ৭ (১ টি স্বর্ণ, ২ টি রৌপ্য এবং ৪ টি ব্রোঞ্জ )। এটি ভারতের অলিম্পিক্স ইতিহাসে শ্রেষ্ঠ প্রদর্শন। ৭ টি পদক নিয়ে ভারত মেডেল তালিকায় ৪৮ তম স্থানে শেষ করেছে । ( ২০১৬ রিও অলিম্পিকে ভারত ৬৭ তম স্থানে ছিল ).

ইতিহাস গড়লেন যারা

  • ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে স্বাধীন ভারতের প্রথম স্বর্ণ পদক এনে দিলেন নীরজ চোপড়া । অলিম্পিক্স এ স্বর্ণ পদক জয়ী কনিষ্ঠতম ভারতীয় ও তিনিই।
  • দ্বিতীয় ভারতীয় হিসেবে একক ভাবে স্বর্ণ পদক জিতলেন নীরজ চোপড়া। এর আগে ভারতের হয়ে একক ভাবে স্বর্ণ পদক জিতেছেন অভিনব বিন্দ্রা (১০ মি. এয়ার রাইফেল, ২০০৮ বেজিং অলিম্পিক্স )।
  • প্রথম ভারতীয় মহিলা এবং হিসেবে অলিম্পিক্স এ দুটি পদক অর্জন করে ইতিহাস গড়লেন পি ভি সিন্ধু । মহিলাদের একক ব্যাডমিন্টনে তিনি পান ব্রোঞ্জ পদক। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে তিনি রূপো জিতেছিলেন তিনি।
  • ৪১ বছর পর পুরুষের হকিতে পদক পেল ভারতীয় পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিক্স এ পুরুষদের হকিতে শ্রেষ্ঠ দলের তকমা পেল ভারত। ( আজ পর্যন্ত অলিম্পিক্স পুরুষদের হকিতে ভারতের প্রাপ্ত মোট পদক ১২ টি ) ।
  • অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা হকির সেমি ফাইনালে পৌঁছালো ভারতীয় মহিলা হকি দল। যদিও তাঁরা কোন পদক অর্জন করতে পারেন নি।
  • দ্বিতীয় ভারতীয় হিসেবে ভারোত্তোলনে পদক জিতে ইতিহাস গড়লেন মীরাবাই চানু। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে তিনি পেলেন রৌপ্য পদক।
  • বিজেন্দর সিংমেরী কমের পর তৃতীয় ভারতীয় হিসেবে মুষ্টি যুদ্ধ তে পদক অর্জন করলেন লাভলিনা বোরগোহেন। ২৩ বছরের এই তরুণী পেলেন ব্রোঞ্জ পদক
  • কুস্তিতে জোড়া পদক পেল ভারত । ৫৭ কেজি বিভাগে রৌপ্য পদক অর্জন করেন রবি কুমার দাহিয়া । অপরদিকে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া
  • মহিলাদের গলফ প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন ভারতের অদিতি অশোক
  • পুরুষদের ৪*৪০০ রিলে রেসে এশিয়ান রেকর্ড তৈরি করল ভারতীয় দল। ভারতীয় দল এই রেস ৩ মিনিট ০.২৫ সেকেন্ডে শেষ করে, যা এশিয়ান রেকর্ড ।
  • এছাড়াও ফেন্সিং এ ভবানী দেবী, টেবিল টেনিসে মনিকা বাত্রা, তীরন্দাজিতে অতনু দাস, দীপিকা কুমারী, কুস্তিতে দীপক পুণিয়া নজরকাড়া প্রদর্শন করেছেন ।

২০২০ সালের জাপানের টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এটি অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে। বিগত কিছু বছরের তুলনায় এবারে টোকিও অলিম্পিকে ভারতের পারফরমেন্স কিছুটা হলেও সন্তোষজনক। যদিও ১২১ কোটির দেশে এই মোট পদকসংখ্যা আরও বেশি হওয়া উৎসাহিত ছিল।

টোকিও অলিম্পিকে ভারতের সাতজন পদকজয়ী

মীরাবাঈ চানু

টোকিও অলিম্পিকে ভারত

টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জিতে নিয়েছেন মীরাবাঈ চানু।

টোকিও অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মনিপুরের মীরাবাঈ চানু।

সাঁইখোম মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক। সাঁইখোম মীরাবাই চানু ৮ আগস্ট ১৯৯৪ সালে নংপোক কাকিং, ইম্ফল ইস্ট, মণিপুরে জন্মগ্রহণ করেন।


২০১৪ কমনওয়েলথ গেমস, গ্লাসগোতে চানু ৪৮ কেজি ওজনের শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন; তিনি গোল্ড কোস্ট অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসে, গেমস রেকর্ড ভেঙ্গে স্বর্ণ পদক লাভ করেন।

২০১৮ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন।

পি ভি সিন্ধু

টোকিও অলিম্পিকে ব্যান্ডমিন্টনে ব্রোঞ্জ জিতে নিলেন  পি ভি সিন্ধু

টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক জিতে নেন পি ভি সিন্ধু
ব্যান্ডমিন্টনে ব্রোঞ্জ জিতে নেন তিনি।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতলেন পি ভি সিন্ধু। তিনি ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে জাপানের নোজমি ওকুহারাকে পরাজিত করে নারীদের ব্যাডমিন্টন একক ইভেন্টে রৌপ্য পদক জিতে নেন।

২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতলেন পি ভি সিন্ধু।

পি ভি সিন্ধুর কিছু গুরুত্বপূর্ণ প্রাপ্তি –

  • ২০১৩ সালে – অর্জুন পুরস্কার,
  • ২০১৬ সালে – রাজীব গান্ধী খেল রত্ন,
  • ২০১৫ সালে – পদ্মশ্রী
  • ২০১৬ সালে – অলিম্পিকে রৌপ্য পদক
  • ২০২০ সালে – পদ্ম ভূষণ
  • ২০২১ সালে – অলিম্পিকে ব্রোঞ্জ পদক

লাভলিনা বোরগোহেন

লাভলিনা বোরগোহেন

টোকিও অলিম্পিকে ভারতের তৃতীয় পদক জিতে নেন লাভলিনা বোরগোহেন ।

টোকিও অলিম্পিক সেমিফাইনালে তুর্কিস বক্সার বুসেনাজ সুরমিনেলির কাছে হেরে যান লাভলিনা।


আসামের এই মুষ্টিযোদ্ধা তৃতীয় ভারতীয় মুষ্টিযোদ্ধা (বিজেন্দর সিং ও মেরি কম -এর পরে) যিনি অলিম্পিকে মেডেল পেলেন।

ভারত জাতীয় ফিল্ড হকি দল

টোকিও অলিম্পিকে ভারত

টোকিও অলিম্পিকে ভারতের চর্তুথ পদক জিতে নেয় ভারতীয় ফিল্ড হকি দল (পুরুষ ) ।

জার্মানিকে হারিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় পুরুষ হকি দল। ৪১ বছর পর হকিতে ভারতের আবার পদক জয়।

হকিতে ভারত মোট ১২বার অলিম্পিকে পদক জিতেছে।

রবি কুমার দাহিয়া

রবি কুমার দাহিয়া

টোকিও অলিম্পিকে ভারতের পঞ্চম পদক জিতে নেন রবি কুমার দাহিয়া।

টোকিও অলিম্পিকে ফ্রি স্টাইল কুস্তিতে ৫৭ কেজির বিভাগে রুপো জিতে নিলেন রবি কুমার দাহিয়া।


গোল্ড মেডেল বাউটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন রাশিয়ার জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন হরিয়ানার এই তারকা।

বজরং পুনিয়া

বজরং পুনিয়া

টোকিও অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদক জিতে নিলেন কুস্তিগির বজরং পুনিয়া।


কুস্তির ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে হারিয়ে দিলেন তিনি।

  • ২০১৫ সালে অর্জুন পুরস্কার
  • ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার
  • ২০১৯ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (২০১৯ ) জয়ী তিনি।

দেখে নাও : রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – বিজয়ীদের তালিকা – PDF

নিরাজ চোপড়া

নিরাজ চোপড়া

টোকিও অলিম্পিকে ভারতের সপ্তম ও একমাত্র স্বর্ণ পদকটি জিতে নেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া ।


দীর্ঘ ১৩ বছর পর এই প্রথম অলিম্পিকে সোনা জিতল ভারত। এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা।

দেখে নাও : অলিম্পিকে ভারত – অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা

দেখে নাও : নীরজ চোপড়া নিয়ে এলেন টোকিও অলিম্পিকে ভারতের প্রথম সোনা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button