Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশে ‘এশিয়া কাপ ২০২২’ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) ভারত
(C) বাংলাদেশ
(D) পাকিস্তান

উত্তর
(A) সংযুক্ত আরব আমিরাত

  • এশিয়া কাপ ২৭শে আগস্ট দুবাইতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে ম্যাচের মাধ্যমে শুরু হয়েছে।
  • ভারত ২৮শে আগস্ট ২০২২-এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপে তার অভিযান শুরু করবে।
  • এটি হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম সংস্করণ।

২. সম্প্রতি কোন জেলাকে ভারতের সেরা উচ্চাকাঙ্ক্ষী জেলা (Aspirational District) হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) আগ্রা
(B) হরিদ্বার
(C) আলীগড়
(D) বারাণসী

উত্তর
(B) হরিদ্বার

  • NITI Aayog হরিদ্বারকে ভারতের সেরা উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসাবে ঘোষণা করেছে।
  • ২০১৮ সালে ‘উচ্চাকাঙ্ক্ষী জেলা প্রোগ্রাম’ চালু করা হয়েছিল।
  • এটি কার্যকরভাবে সারা দেশে ১১২টি সবচেয়ে অনুন্নত জেলাকে রূপান্তরিত করার লক্ষে চালু করা হয়েছিল।

৩. প্রতি বছর কোন মাসের শেষ সপ্তাহে বিশ্ব জল সপ্তাহ পালন করা হয়?

(A) সেপ্টেম্বর
(B) আগস্ট
(C) জুন
(D) জুলাই

উত্তর
(B) আগস্ট

  • বিশ্ব জল সপ্তাহ হল একটি বার্ষিক সম্মেলন যা প্রতি বছর আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়।
  • এর লক্ষ্য জল সংকট এবং জলের অপচয়ের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা।
  • ‘স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট’ দ্বারা সম্মেলনটি আয়োজিত হয়।
  • এটি প্রথম ১৯৯১ সালে অনুষ্ঠিত হয়েছিল।
  • ২০২২ সালের থিম: ‘Seeing the Unseen: The Value of Water’।

৪. সম্প্রতি কে ২৮তম Abu Dhabi Masters Chess Tournament জিতেছে?

(A) ডেভিড অ্যান্টন গুইজারো
(B) অর্জুন এরিগাইসি
(C) পল মরফি
(D) ম্যাগনাস কার্লসেন

উত্তর
(B) অর্জুন এরিগাইসি

  • ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ২৫শে আগস্ট ২০২২-এ ২৮তম আবুধাবি মাস্টার্স দাবা টুর্নামেন্ট জিতেছেন।
  • তিনি শেষ রাউন্ডে স্পেনের ডেভিড আন্তন গুইজারোকে পরাজিত করেছেন।
  • তিনি তেলেঙ্গানার বাসিন্দা এবং ভারতের ৫৪তম গ্র্যান্ড মাস্টার।

৫. সম্প্রতি কোন হ্রদটিকে ভারতের জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ ঘোষণা করা হয়েছে?

(A) ভিমতাল লেক
(B) চিলিকা লেক
(C) পুলিকাট লেক
(D) অনং তাল হ্রদ

উত্তর
(D) অনং তাল হ্রদ

  • দক্ষিণ দিল্লির অনাং তাল হ্রদকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ ঘোষণা করা হয়েছে।
  • এই হ্রদটি ১১ শতকের তোমর রাজা অনং পাল তোমর দ্বারা নির্মিত হয়েছিল।

৬. কোন শহরে, ভারতের প্রথম 3D-প্রিন্টেড পোস্ট অফিস খোলা হবে?

(A) চেন্নাই
(B) আহমেদাবাদ
(C) বেঙ্গালুরু
(D) মুম্বাই

উত্তর
(C) বেঙ্গালুরু

  • কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতে প্রথম 3D-প্রিন্টেড পোস্ট অফিস চালু হবে।
  • এই 3D-প্রিন্টেড পোস্ট অফিসের নির্মাণ খরচ একটি সাধারণ পোস্ট অফিস নির্মাণের চেয়ে এক চতুর্থাংশ কম।

৭. এককভাবে প্লেন উড়িয়ে সারা বিশ্বকে প্রদক্ষিণ করা সর্বকনিষ্ঠ ব্যক্তি কে হলেন?

(A) অ্যামেলিয়া ইয়ারহার্ট
(B) পল টিবেটস
(C) চার্লস লিন্ডবার্গ
(D) ম্যাক রাদারফোর্ড

উত্তর
(D) ম্যাক রাদারফোর্ড

  • ১৭বছর বয়সী ব্রিটিশ পাইলট ম্যাক রাদারফোর্ড একটি ছোট বিমানে এককভাবে বিশ্ব প্রদক্ষিণ করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি হয়ে উঠলেন।
  • মাত্র ১৫০ দিনে পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন তিনি।
  • তিনি ২৩শে মার্চ ২০২২-এ তার যাত্রা শুরু করার পর পৃথিবী প্রদক্ষিণের পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে আবার তার বিমান অবতরণ করেন।
  • পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়ে ৫২টি দেশের উপর দিয়ে উড়েছিলেন তিনি।

৮. টোকিওতে ‘World Badminton Championships’ এ সম্প্রতি করা একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতলেন?

(A) সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি
(B) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং এন. সিক্কি রেড্ডি
(C) প্রণয় এইচএস এবং চিরাগ শেঠি
(D) এন. সিক্কি রেড্ডি এবং প্রণয় এইচ.এস

উত্তর
(A) সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি

  • টোকিওতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠির ভারতীয় জুটি একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছে।
  • তারা World Badminton Championships এ পুরুষদের দ্বৈত প্রতিযোগিতায় পদক জয়ী প্রথম ভারতীয় জুটি।

৯. ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের ৩৮তম বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) পুনে
(B) চেন্নাই
(C) কলকাতা
(D) নতুন দিল্লি

উত্তর
(D) নতুন দিল্লি

  • ২৫শে আগস্ট ২০২২ এ নয়াদিল্লিতে এই সভা অনুষ্ঠিত হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button