Quiz

ভগিনী নিবেদিতা কুইজ প্রশ্নোত্তর । Quiz on Bhagini Nivedita

Quiz Questions on Bhagini Nivedita

ভগিনী নিবেদিতা কুইজ প্রশ্নোত্তর

প্রিয় পাঠকেরা, দেওয়া রইলো ভগিনী নিবেদিতা সম্পর্কিত কিছু ক্যুইজের প্রশ্ন ও উত্তর। ভগিনী নিবেদিতা কুইজ প্রশ্নোত্তরQuiz on Bhagini Nivedita

১. ভগিনী নিবেদিতার পূর্বনাম কি ছিল ?

উত্তর :
মার্গারেট এলিজাবেথ নোবেল ।

২. ভগিনী নিবেদিতা কোন দেশে জন্ম গ্রহণ করেছিলেন?

উত্তর :
আয়ারল্যান্ড ।

৩. নিবেদিতার পিতার পেশায় কি ছিলেন ?

উত্তর :
ধর্মযাজক ছিলেন

৪. ভগিনী নিবেদিতার সাথে স্বামীজীর প্রথম সাক্ষাৎ কোথায় হয়?

উত্তর :
১৮৯৫ সালের নভেম্বর মাসে লন্ডনে এক পারিবারিক আসরে মার্গারেট স্বামীজির দর্শন পান এবং তাঁর বেদান্ত দর্শনের ব্যাখ্যা শোনেন।

৫. স্বদেশ ও পরিবার-পরিজন ত্যাগ করে মার্গারেট ভারতে আসেন কত খ্রিস্টাব্দে ?

উত্তর :
১৮৯৮ সালের ২৮ জানুয়ারি

৬. স্বামী বিবেকানন্দের ডাকে ২৮ শে জানুয়ারি ১৮৯৮ সালে ভারতে আসেন ভগিনী নিবেদিতা । তিনি কোন জাহাজে করে ভারতে এসেছিলেন ?

উত্তর :
মোম্বাসা।

৭. নিবেদিতা নামকরণটি করেন স্বামী বিবেকানন্দ , এই নিবেদিতা নামের অর্থ কী ?

উত্তর :
Dedicated to God

৮. রবীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতাকে কী আখ্যা দিয়েছিলেন ?

উত্তর :
লোক মাতা ।

৯. ভগিনী নিবেদিতার জীবনের প্রথম জীবিকা কী ছিল ?

উত্তর :
শিক্ষিকা ।

১০. নিবেদিতা প্রথম কোন স্কুল উদ্বোধন করেন ?

উত্তর :
১৮৯৫ সালে উইম্বলডনে ‘রাস্কিন স্কুল’ উদ্বোধন করেন

১১. ভগিনী নিবেদিতার কোন বই পড়ে অনুপ্রাণিত হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর “ভারতমাতা” ছবিটি আঁকেন?

উত্তর :
মাতৃরূপা কালী

১২. ভগিনী নিবেদিতাকে উৎসর্গ করে স্বামীজি একটি কবিতা লিখেছিলেন , সেই কবিতার নাম কী ?

উত্তর :
Blessings to Nivedita .

১৩. ভগিনী নিবেদিতার সমাধি কোন শহরে অবস্থিত ?

উত্তর :
দার্জিলিং ।

১৪. ১৯৭৫ সালে লন্ডনে Barbara Fox ভগিনী নিবেদিতার জীবনী প্রকাশ করে, সেটির নাম কী ছিল ?

উত্তর :
“Here lies Sister Nivedita who gave her all to India”

আরও দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button