Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৮

Static GK MCQ – Set 18

৭৫১. বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?

(A) ইংল্যান্ড
(B) জাপান
(C) তুরস্ক
(D) চীন

উত্তর :
(C) তুরস্ক

৭৫২. মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় ?

(A) রেটিনা
(B) আইরিশ
(C) কর্ণিয়া
(D) লেন্স

উত্তর :
(C) কর্ণিয়া

৭৫৩. পার্ল অ্যাশ – এর  রাসায়নিক সংকেত – 

(A) K2CO3
(B) NaOH
(C) Na2CO3
(D) Na2SO4

উত্তর :
(A) K2CO3

৭৫৪. লিথোগ্রাফ (Lithograph )  হল – 

(A) পাথরে ভাস্কর্য পদ্ধতি
(B) মোম মডেলিং পদ্ধতি
(C) মুদ্রণ পদ্ধতি
(D) রাসায়নিক পৃথকীকরণ পদ্ধতি

উত্তর :
(C) মুদ্রণ পদ্ধতি

লিথোগ্রাফ হল একধরণের মুদ্রণ ( Printing )  পদ্ধতি যার সাহায্যে ছবি আঁকা হয় চুনাপাথরের ওপরে মোমের সাহায্যে, পাথরের ওপরে কালী দিয়ে, কাগজের ওপরে কালী দিয়ে


৭৫৫. বোঘাজকৈ যেকারণে গুরুত্বপূর্ণ – 

(A) এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে  বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে
(B) এটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল
(C) বেদের মূল লেখা এখানে রচনা করা হয়েছিল
(D) ওপরের মধ্যে কোনোটিই নয়

উত্তর :
(A) এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে  বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে 




৭৫৬. নীচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে ?

(A) রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর
(B) বৈশালী, কাশ্মীর, পাটলিপুত্র, রাজগৃহ
(C) কাশ্মীর, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ
(D) পাটলিপুত্র, বৈশালী, কাশ্মীর, রাজগৃহ

উত্তর :
(A) রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর

৭৫৭. ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের  তিনটি মুখ দিয়ে গঠিত ভাস্কর্য “ত্রিমূর্তি”  কোন গুহাচিত্রে দেখা যায় ?

(A) অজন্তা গুহা
(B) ইলোরা গুহা
(C) এলিফ্যান্টা গুহা
(D) কাল্ভা গুহা

উত্তর :
(C) এলিফ্যান্টা গুহা 

৭৫৮. বিশ্বের বৃহত্তম হীরাটি হল – 

(A) শাহ ডায়মন্ড
(B) কোহিনুর ডায়মন্ড
(C) কুল্লিনান ডায়মন্ড
(D) হোপ ডায়মন্ড

উত্তর :
(C) কুল্লিনান ডায়মন্ড 

৭৫৯. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসাবে কে পরিচিত ?

(A) জন মার্শাল
(B) আলেকজান্ডার কানিংহাম
(C) আর. ডি. ব্যানার্জী
(D) দয়ারাম সাহানী

উত্তর :
(B) আলেকজান্ডার কানিংহাম

৭৬০. ভারতের প্রথম পতাকা যেটিতে ছিল আটটি গোলাপ ও  ধর্মীয় প্রতীকের চিহ্ন, সেটি  কত খ্রিস্টাব্দে উত্তোলন করা হয় ?

(A) ১৯০৬
(B) ১৯০৭
(C) ১৯২২
(D) ১৯৩০

flag of 1906
উত্তর :
(A) ১৯০৬

কলকাতার পার্সি বাগানের স্কয়ারে ৭ই আগস্ট ১৯০৬ তারিখে উত্তলোন করা হয় |



To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button