Current Topics

IPL 2023 – একনজরে আইপিএল ২০২৩ – PDF

IPL 2023 At a Glance

IPL 2023 At a Glance : পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনা ম্যাচে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে গুজরাট টাইটানকে পরাজিত করে এবারের টাটা আইপিএল ট্রফি জিতে নিয়েছে।

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। ২১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ডিএলএস মেথডকে কাজে লাগিয়ে নির্ধারিত ১৫ ওভারে ১৭১ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে চেন্নাই সুপার ফিংসের চেতন ফিলিপ কোনয় ।

Also Check : ফ্রেঞ্চ ওপেন ২০২৩ – বিজেতাদের তালিকা

একনজরে আইপিএল ২০২৩

তারিখ৩১শে মার্চ – ২৯শে মে ২০২৩
খেলার স্থানভারত
টুর্নামেন্ট ফরম্যাটগ্রুপ স্টেজ এবং প্লেঅফ
পরিচালনা সংস্থাবিসিসিআই
চ্যাম্পিয়নচেন্নাই সুপার কিংস
চ্যাম্পিয়ন পুরস্কার মূল্য২০ কোটি টাকা
রানার্স আপগুজরাট টাইটান্স
রানার্স আপ পুরস্কার মূল্য১২.৫ কোটি টাকা
তৃতীয় স্থানাধিকারীমুম্বাই ইন্ডিয়ান্স
চতুর্থ স্থানাধিকারীলক্ষ্নৌ সুপার কিংস
মোট দলের সংখ্যা১০টি
মোট ম্যাচের সংখ্যা৭৪টি
অফিসিল ডিজিটাল স্ট্রিমিং পার্টনারটাটা গ্রুপ

Also Check : অস্কার ২০২৩ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা PDF | Oscar 2023 – Full Winner List

আইপিএল ২০২৩ টিমের তথ্য

আইপিএল ২০২৩ বিভিন্ন টিমের তথ্যসমূহ নিচে দেওয়া রইলো ।

টিমমালিক২০২৩ এর ক্যাপ্টেন২০২৩ এর কোচ
দিল্লি ক্যাপিটালসজিএমআর স্পোর্টস প্রাঃলিঃ, জেএসডব্লিউ স্পোর্টস প্রাইভেট লিমিটেডডেভিড ওয়ার্নাররিকি পন্টিং
চেন্নাই সুপার কিংসচেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডএম এস ধোনিস্টিফেন ফ্লেমিং
রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোররয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডফাফ ডুপ্লেসিসসঞ্জয় বাঙ্গার
কলকাতা নাইট রাইডার্সনাইট রাইডার স্পোর্টস প্রাইভেট লিমিটেডনীতিশ রানাচন্দ্ৰকান্ত পণ্ডিত
মুম্বাই ইন্ডিয়ান্সইন্ডিয়া উইন স্পোর্টস প্রাইভেট লিমিটেডরোহিত শর্মামার্ক বুচার
পাঞ্জাব কিংসকেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডশিখর ধাওয়ানট্রেভর ব্যালিজ
রাজস্থান রয়ালসরয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেডসঞ্জু স্যামসনকুমার সাঙ্গাকারা
সানরাইজার্স হায়দ্রাবাদসান টিভি নেটওয়ার্ক
এডেন মার্করম
ব্রায়ান লারা
গুজরাট টাইটানসসিভিসি ক্যাপিটাল পার্টনারসহার্দিক পাণ্ডিয়াআশিস নেহেরা
লক্ষ্ণৌ সুপার জায়েন্টআরপিএসজি গ্রুপক্রুনাল পাণ্ডিয়াঅ্যান্ডি ফ্লাওয়ার
Teams of IPL 2023

আইপিএল ২০২৩ এর রেকর্ড সমূহ

এবারের আইপিএল এর রেকর্ড সমূহের তালিকা নিচে দেওয়া রইলো ।

সর্বাধিক রান সংগ্রহকারীশুভমন গিল (৮৯০ রান )
সর্বাধিক বাউন্ডারি মেরেছেনশুভমন গিল (৮৫টি )
এক ইনিংসে সর্বাধিক বাউন্ডারিডেভন কোনয় (১৬টি )
এক ইনিংসে সর্বাধিক ওভার বাউন্ডারিশুভমন গিল (১০টি )
সর্বাধিক ওভার বাউন্ডারিফাফ ডুপ্লেসিস (৩৬টি )
সর্বাধিক অর্ধ শতরানফাফ ডুপ্লেসিস (৮টি )
সর্বাধিক শতরান সংগ্রহকারীশুভমন গিল (৩টি )
দ্রুততম অর্ধ শতরানযশস্বী জয়সওয়াল (১৩ বলে )
দ্রুততম শতরানক্যামেরুন গ্রিন (৪৭ বলে )
এক ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারীশুভমন গিল (১২৯টি )
সর্বাধিক উইকেট সংগ্রহকারীমহম্মদ শামি (১৭টি )
সর্বাধিক মেডেন ওভারট্রেন্ট বোল্ট (৩টি )
সর্বাধিক ডট বলমহম্মদ শামি (১৯৩টি )মহম্মদ
সর্বাধিক হ্যাটট্রিকরশিদ খান (১টি )
Records of IPL 2023

আইপিএল ২০২৩ এর পুরস্কার প্রাপক

আইপিএল ২০২৩ এর পুরস্কার প্রাপক ক্রিকেটারগণ / টিমের তালিকা দেওয়া রইলো ।

পুরস্কারপ্রাপক
অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান সংগ্রহকারী )শুভমন গিল (৮৯০ রান)
পার্পেল ক্যাপ (সর্বাধিক উইকেট সংগ্রহকারী )মহম্মদ শামি (১৭টি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারশুভমন গিল
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়যশস্বী জয়সওয়াল
ফেয়ার প্লে অ্যাওয়ার্ডদিল্লি ক্যাপিটালস
মরশুমের পারফেক্ট ক্যাচরশিদ খান
মরশুমের সুপার স্ট্রাইকারগ্লেন ম্যাক্সওয়েল
মুরশুমের গেম চেঞ্জারশুভমন গিল
IPL 2023 Awards List

আইপিএল সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

আইপিএল ২০২৩ জিতে নিয়েছেন কোন দল ?

চেন্নাই সুপার কিংস

আইপিএল এ কাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় ? ২০২৩ সালে এটি কে পেয়েছেন ?

সর্বাধিক রান সংগ্রহকারীকে আইপিএল -এ অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। আইপিএল ২০২৩ এ এই অরেঞ্জ ক্যাপ পেয়েছেন শুভমন গিল। তিনি এবারের আইপিএল -এ মোট ৮৯০ রান করেছিলেন।

আইপিএল এ কাকে পার্পেল ক্যাপ দেওয়া হয় ? ২০২৩ সালে এটি কে পেয়েছেন ?

সর্বাধিক উইকেট সংগ্রহকারীকে আইপিএল -এ পার্পল ক্যাপ দেওয়া হয়। ২০২৩ আইপিএল এ ১৭টি উইকেট নিয়ে এই ক্যাপ জিতে নিয়েছেন মহম্মদ শামি (১৭টি)।

২০২৩ আইপিএল এ মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল ?

২০২৩ আইপিএল এ মোট ১০টি দল অংশগ্রহণ করেছিল ।

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name: IPL 2023 – একনজরে আইপিএল ২০২৩ – বাংলা কুইজ
  • File Size: 1.37 MB
  • No. of Pages: 05
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button