Daily Current Affairs in BengaliCurrent Affairs

সাম্প্রতিকী | জুলাই ৪, ৫, ৬ – ২০২০ | Daily Current Affairs

Daily Current Affairs 4th, 5th, 6th July - 2020

সাম্প্রতিকী – জুলাই ৪, ৫, ৬ – ২০২০

দেওয়া রইলো ৪, ৫, ৬ জুলাই  – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

দেখে নাও জুন মাসের চতুর্থ সপ্তাহের ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ ( প্রতীক স্যার )

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

 বাংলা কুইজ ফেসবুক পেজ 

সাম্প্রতিকী MCQ

১. সম্প্রতি প্রয়াত হয়েছে সরোজ খান। তাঁর প্রকৃত নাম কি ছিল ?

(A) শিল্পা রাধাকৃষ্ণন
(B) বিষ্ণুজা মুরুগান
(C) আরতি আগারওয়াল
(D) নির্মলা নাগপাল

উত্তর :
(D) নির্মলা নাগপাল

নির্মলা নাগপাল সুপরিচিত সরোজ খান নামে, (২২ নভেম্বর ১৯৪৮ – ৩ জুলাই ২০২০), বলিউডের নৃত্য পরিচালকদের মধ্যে অন্যতম। তিনি মহারাষ্ট্র রাজ্যের রাজধানী বোম্বে শহরে জন্মগ্রহণ করেছিলেন। চল্লিশ বছরের কর্মজীবনে তিনি ২০০০ এরও বেশি গানের নৃত্য পরিচালনা করেছিলেন।


২. ভারতের প্রথম লাইকেন পার্ক গড়ে উঠেছে কোন রাজ্যে?

(A) মণিপুর
(B) উত্তরাখণ্ড
(C) অরুণাচল প্রদেশ
(D) সিকিম

উত্তর :
(B) উত্তরাখণ্ড

লাইকেন হচ্ছে একটি ছত্রাক (মাইকোবায়েন্ট) এবং একটি সালোকসংশ্লেষণে সক্ষম জীবের (ফটোবায়েন্ট) একত্রে সহাবস্থান। ফটোবায়েন্ট হচ্ছে মূলত সবুজ শৈবাল ( সাধারণত Trebouxia) এবং সায়ানোব্যাকটেরিয়া ( সাধারণত Nostoc )। ছত্রাকের সাথে কখনো কখনো শৈবাল ও সায়ানোব্যাকটেরিয়া উভয়েই থাকতে পারে। ভারতের প্রথম লাইকেন পার্ক শুরু হলো উত্তরাখণ্ডে ।


৩. সম্প্রতি মিচেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

(A) যুক্তরাজ্য
(B) আয়ারল্যান্ড
(C) লুক্সেমবার্গ
(D) ফিনল্যান্ড

উত্তর :
(B) আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড এর প্রাক্তন বিরোধী দলের নেতা মিচেল মার্টিন সম্প্রতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।


৪. আই.সি.সি এর এলিট প্যানেল এ সর্বকনিষ্ঠ আম্পায়ার হিসাবে অন্তর্ভুক্ত হলেন কে?

(A) সুন্দরাম রবি
(B) নিতিন মেনন
(C) বিনীত কুলকার্নি
(D) এস.কে বনসল

উত্তর :
(B) নিতিন মেনন
এত দিন পর্যন্ত ভারত থেকে আইসিসি-র এলিট প্যানেল আম্পায়ারদের তালিকায় জায়গা পেয়েছিলেন দুজন। তারা হলেন,  শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, সুন্দরম রবি। তাদের পর এবার তৃতীয় ভারতীয় হিসেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এলিট প্যানেল আম্পায়ারদের তালিকায়নাম লেখালেন নিতিন মেনন। ৩৬ বছর বয়সি মেনন ২০২০-’২১ মরসুমের জন্য এলিট প্যানেলের ১২ জনের তালিকায় সর্বকনিষ্ঠ।


৫. Central Board of Film Certification (CBFC) এর সি.ই.ও পদে কে নিযুক্ত হলেন? 

(A) রাবিন্দার ভকর
(B) অনুরাগ শ্রীবাস্তব
(C) প্রসূন যোশী
(D) আমির খান

উত্তর :
(A) রাবিন্দার ভকর

Central Board of Film Certification (CBFC) এর সি.ই.ও পদে নিযুক্ত হলেন রাবিন্দার ভকর। তিনি অনুরাগ শ্রীবাস্তবকে স্থলাভিষিক্ত করলেন ।


৬. ২০২০ সালের জুলাইয়ে ফরাসী প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ পদত্যাগ করেছেন। কে তাঁর জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) মার্ক মিল্টন
(B) জিন ক্যাসটেক্স
(C) অলিভিয়ার ভারান
(D) রেমন্ড সৌবি

উত্তর :
(B) জিন ক্যাসটেক্স

ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ জিন ক্যাসটেক্সকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন ।


৭. ওয়ার্ল্ড অ্যালার্জি সংস্থা দ্বারা ২০২০ সালের বিশ্ব অ্যালার্জি সপ্তাহের থিম কী ছিল?

(A) Atopic Dermatitis/Eczema: An Itch that Rashes
(B) The Global Problem of Food Allergy
(C) Allergy care does not stop with COVID-19
(D) The Agony of Hives

উত্তর :
(C) Allergy care does not stop with COVID-19

এই বছর ২৮শে জুন থেকে ৪ঠা জুলাই পর্যন্ত এই সপ্তাহ পালন করা হয়েছে ।


৮. ২০২৩ সালে পরিকল্পিত ভারতের শুক্র অভিযানের নাম কি দেওয়া হয়েছে?

(A) Aditya-L1
(B) Shukrayaan-1
(C) Shukra Abhiyaan
(D) Mission Venus

উত্তর :
(B) Shukrayaan-1

শুক্রযান-১: সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্রের বায়ুমণ্ডল ও পৃষ্ঠদেশ নিয়ে গবেষণা করতে ২০২৩ সালে শুক্রযান-১ ছাড়ার পরিকল্পনা রয়েছে ইসরোর। শুক্রের চরম পরিবেশেও কাজ করতে পারে এমন মহাকাশযান তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে


৯. ২০২০ সালের জুলাই মাসে “Good Clinical Practice Guidelines Handbook ” প্রকাশ করলেন কে ?

(A) পীযূষ গোয়েল
(B) হর্ষ বর্ধন
(C) রাম বিলাস পাসওয়ান
(D) সুরেশ প্রভু

উত্তর :
(B) হর্ষ বর্ধন

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন এই বইটি প্রকাশ করেছেন ।


১০. আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন সম্প্রতি কোন দিনটি ধর্ম চক্র দিবস হিসাবে পালন করলো ?

(A) ২ জুলাই
(B) ৩ জুলাই
(C) ৪ জুলাই
(D) ৫ জুলাই

উত্তর :
(C) ৪ জুলাই

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন আন্তর্জাতিক বৌদ্ধ মহাসংঘ ২০২০ সালে ৪ঠা জুলাই আষাঢ় পূর্ণিমার দিনটি ধর্ম চক্র দিবস হিসাবে উদযাপন করলো। মনে করা হয়, এই দিনটিতে বারাণসীর কাছে সারনাথে গৌতম বুদ্ধ তাঁর প্রথম নীতিসম্বলিত বক্তৃতা দিয়েছিলেন।


১১. কে কমনয়েলথ ছোটো গল্প পুরস্কার ২০২০ এর সামগ্রিক বিজেতা হলেন? 

(A) মিনা আলেকজান্ডার
(B) কৃতিকা পাণ্ডে
(C) স্মিতা আগরওয়াল
(D) সামিমা হাসান

উত্তর :
(B) কৃতিকা পাণ্ডে

তাঁর “The Great Indian Tee and Snakes” ছোটোগল্পটির জন্য তিনি এই পুরস্কারটি জিতেছেন ।


১২. সম্প্রতি কে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ২০২০ ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন? 

(A) রিধিমা পাণ্ডে
(B) সুনিতা নারায়ণ
(C) ফ্রেয়া ঠাকরাল
(D) শিল্পা সিং

উত্তর :
(C) ফ্রেয়া ঠাকরাল

নয়া দিল্লির ব্রিটিশ স্কুলের ছাত্রী ফ্রেয়া ঠাকরাল তার মানবিক প্রচেষ্টার জন্য ডায়ানা পুরষ্কারে স্বীকৃতি পেয়েছে।


[ আরো দেখে নাও সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স -এর সেট গুলি একত্রে   ] 

[ আরো দেখে নাও সাম্প্রতিকী – জুন মাস –  ২০২০ । Monthly Current Affairs | June 2020 ] 

[ আরো দেখে নাও সাম্প্রতিকী | জুন ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ –  ২০২০ | Daily Current Affairs   ] 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button