Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 2nd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২২ সালের ২রা ডিসেম্বর ৬৫তম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে কে ডাবল সোনা জিতেছে?

(A) চিরাগ শেঠি
(B) ডিপি মানু
(C) সাগর ডাঙ্গি
(D) সরবজোত সিং

উত্তর
(D) সরবজোত সিং

হরিয়ানার সরবজোত সিং ২রা ডিসেম্বর ৬৫তম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ডাবলসে সোনা জিতেছেন।

ফাইনালে তিনি বিমান বাহিনীর গৌরব রানাকে ১৬-৪-এ পরাজিত করেছেন এবং সুমিত রমন এবং আনমোল জৈনের সাথে এই ইভেন্টে দলগত সোনা জিতে নিয়েছেন।

২. কে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে ৯তম সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠলেন?

(A) নাথান লিয়ন
(B) মিচেল স্টার্ক
(C) জোশ হ্যাজেলউড
(D) প্যাট কামিন্স

উত্তর
(A) নাথান লিয়ন

  • অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন ৩রা ডিসেম্বর ২০২২ এ দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে টপকে টেস্ট ক্রিকেটে ৯তম সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠলেন।
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের ৩য় দিনে এই রেকর্ড গড়েছেন তিনি।
  • লিয়নের মোট উইকেট এখন ৪৪০টি।
  • ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রয়েছে মুত্তিয়া মুরালিধরনের।

৩. মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF প্রেসিডেন্ট কাপে সম্প্রতি কে স্বর্ণ পদক জিতেছে?

(A) রোহন বোপান্না
(B) রুদ্রাঙ্ক পাতিল
(C) সাগর ডাঙ্গি
(D) শিব থাপা

উত্তর
(B) রুদ্রাঙ্ক পাতিল

  • ভারতীয় শ্যুটার রুদ্রাঙ্কশ পাতিল ৩রা ডিসেম্বর ২০২২-এ মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF প্রেসিডেন্ট কাপে সোনা জিতেছেন।
  • তিনি ১০ মিটার রাইফেল প্লে-অফে ইতালির দানিলো সোল্লাজোকে ১৬-৮ ব্যবধানে পরাজিত করেছেন।

৪. নিষিদ্ধ পদার্থযুক্ত ওষুধ যাচাই করতে ক্রীড়াবিদদের সহায়তা করার জন্য কোন সংস্থা একটি নতুন অ্যাপ লঞ্চ করছে?

(A) National Anti-Doping Agency of India
(B) Sports Authority of India
(C) All India Football Federation
(D) Indian Olympic Association

উত্তর
(A) National Anti-Doping Agency of India

  • ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি অফ ইন্ডিয়া (NADA) অ্যাথলিটদের নিষিদ্ধ পদার্থের সাথে ওষুধ যাচাই করতে সহায়তা করার জন্য এই অ্যাপটি তৈরি করেছে।

৫. নিচের কোন বইটি ‘Baillie Gifford Prize’-এর বিজয়ী হিসাবে মনোনীত হয়েছে?

(A) One Christmas Wish
(B) Super-Infinite: The Transformations of John Donne
(C) The Zebra’s Great Escape
(D) The Wolf Wilder

উত্তর
(B) Super-Infinite: The Transformations of John Donne

  • বিখ্যাত ব্রিটিশ লেখিকা ক্যাথরিন রুন্ডেলের জীবনী “Super-Infinite: The Transformations of John Donne” ২রা ডিসেম্বর ২০২২-এ ‘বেলি গিফোর্ড পুরস্কারের’ বিজয়ী হিসাবে মনোনীত হয়েছে।
  • ২০২১ সালে, প্যাট্রিক র‌্যাডেন কিফের “Empire of Pain: The Secret History of the Sackler Dynasty”-এর বিজয়ী হয়েছিল।

৬. “The Chipko Movement: A People’s Movement” বইটিকে সম্প্রতি ‘কমলাদেবী চট্টোপাধ্যায় NIF বই পুরস্কার ২০২২’ দেওয়া হয়েছে। বইটির লেখক কে?

(A) শেখর পাঠক
(B) নবদীপ সিং গিল
(C) দীপম চ্যাটার্জি
(D) রত্নাকর শেঠি

উত্তর
(A) শেখর পাঠক

  • বইটি লিখেছেন ইতিহাসবিদ ও কর্মী শেখর পাঠক।
  • পুরষ্কারটি ১৫ লাখের নগদ পুরস্কার বহন করে।
  • কমলাদেবী NIF বুক প্রাইজ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৭. ভারত কোন দেশের সাথে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য ‘Economic Development Cooperation Fund loan’ চুক্তিতে স্বাক্ষর করেছে?

(A) অস্ট্রেলিয়া
(B) সুইডেন
(C) দক্ষিণ কোরিয়া
(D) ফ্রান্স

উত্তর
(C) দক্ষিণ কোরিয়া

  • ভারত ও দক্ষিণ কোরিয়া ২৪৫ বিলিয়ন কোরিয়ান ওনেরও বেশি অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল ঋণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button