Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 20th & 21st September Current Affairs Quiz 2023 – Bengali


১. কিরীটেশ্বরী সম্প্রতি ভারতের সেরা পর্যটন গ্রামের পুরস্কার জিতেছে। এটি কোন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

(A) মুর্শিদাবাদ
(B) মালদা
(C) বীরভূম
(D) নদীয়া

উত্তর
(A) মুর্শিদাবাদ
কেন্দ্রের পর্যটন মন্ত্রকের বিচারে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। বিষয়টি টুইট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২. ভারত সরকার বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে জাতীয় পুরস্কারের একটি নতুন সেট চালু করেছে যা “রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার” নামে পরিচিত। কয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে?

(A) সাত
(B) ছয়
(C) চার
(D) পাঁচ

উত্তর
(C) চার

এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান হবে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অথবা ব্যক্তিগত স্তরে কাজ করছেন এমন যেকেউ তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেতে পারেন। বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোন ব্যক্তি যদি ভারতের বা দেশের জনগণের উপকারে আসে এমন কোন বিশেষ কাজ করেন, তাহলে তাঁরাও এই পুরস্কার পাওয়ার জন্য গণ্য হবেন।

চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। সেগুলি হল নিম্নরূপ –

  • ক) বিজ্ঞান রত্ন (ভিআর) – বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জীবনকৃতি সম্মান হিসেবে এই পুরস্কার দেওয়া হবে।
  • খ) বিজ্ঞান শ্রী (ভিএস) – বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হবে।
  • গ) বিজ্ঞান যুব-শান্তি স্বরূপ ভাটনগর (ভিওয়াই-এসএসবি) – এই পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দিতে প্রদান করা হবে।
  • ঘ) বিজ্ঞান টিম (ভিটি) – তিন বা তার বেশি বিজ্ঞানী, গবেষক বা উদ্ভাবক একসঙ্গে কাজ করছেন এমন দলকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

৩. রান্নাঘরে পড়ে গিয়ে মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন অখিল মিশ্র। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?

(A) অভিনেতা
(B) রাজনীতিবিদ
(C) ক্রীড়াবিদ
(D) বিচার বিভাগ

উত্তর
(A) অভিনেতা

  • প্রয়াত বলিউড অভিনেতা অখিল মিশ্র।
  • আমির খান, মাধবন ও শরমন জোশীর ‘থ্রি ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ান দুবেজির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
  • মজার ওই চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অখিল।
  • রান্নাঘরে কাজ করতে গিয়ে দুর্ঘটনা কাড়ল প্রাণ তাঁর ।

৪. ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারত সম্প্রতি কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে?

(A) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
(B) জর্জিয়া মেলোনি
(C) ঋষি সুনক
(D) জো বাইডেন

উত্তর
(D) জো বাইডেন

  • ২০২৪ সালের ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মোদী সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।
  • তবে বুধবার (২০ সেপ্টেম্বর), ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি এই খবর জানিয়েছেন।
  • এর আগে ২০১৫ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

৫. ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি, অন্য কোন দেশ ২০২৪ সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ আয়োজন করবে?

(A) আমেরিকা
(B) কানাডা
(C) স্পেন
(D) ফ্রান্স

উত্তর
(A) আমেরিকা

  • ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সঙ্গে যুগ্মভাবে ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Men’s T20 World Cup 2024) আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রকে (United States)।
  • এবার মার্কিন মুলুকের কোন কোন শহরে বিশ্বকাপের আসর বসবে, সেকথাও জানিয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
  • আগামী বছর ড্যালাস, মায়ামি ও নিউ ইয়র্কেই বসতে চলেছে বিশ ওভারের বিশ্বকাপের আসর।

দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু তালিকা

৬. ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন?

(A) হরমনপ্রীত সিং
(B) নীরজ চোপড়া
(C) লভলিনা বোরগোহাইন
(D) হরমনপ্রীত সিং এবং লভলিনা বোরগোহাইন

উত্তর
(D) হরমনপ্রীত সিং এবং লভলিনা বোরগোহাইন
হরমনপ্রীত সিং এবং লভলিনা বোরগোহাইন দুজনেই ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

দেখে নাও : কোন ভারতীয় খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত তার তালিকা

৭. নিচের কোন দিনে বিশ্ব গন্ডার দিবস পালিত হয়?

(A) ২১ সেপ্টেম্বর
(B) ২২ সেপ্টেম্বর
(C) ২৩ সেপ্টেম্বর
(D) ২৪ সেপ্টেম্বর

উত্তর
(B) ২২ সেপ্টেম্বর
বিশ্ব গন্ডার দিবস, প্রতি বছর 22শে সেপ্টেম্বর পালন করা হয়।

৮. নিচের কোন কুস্তিগীর ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন?

(A) ববিতা ফোগাট
(B) গীতা ফোগাট
(C) প্রিয়া মালিক
(D) অন্তিম পাংহাল

উত্তর
(D) অন্তিম পাংহাল

  • এবারের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন অন্তিম পাংহাল।
  • তিনি ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে সুইডেনের এমা জোনা ম্যালমগ্রিনকে হারিয়ে দিয়েছেন।
  • ১৯ বছরের অন্তিম ষষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদক পেলেন।
  • একইসঙ্গে প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন অন্তিম।

৯. নিচের কোন সোনার কোম্পানি মেটাভার্সে ভারতের প্রথম ভার্চুয়াল জুয়েলারি শোরুম চালু করেছে?

(A) PC Jeweller Ltd
(B) Kalyan Jewellers India Ltd
(C) Senco Gold & Diamonds
(D) Titan Company Ltd

উত্তর
(C) Senco Gold & Diamonds
Senco Gold & Diamonds মেটাভার্সে ভারতের প্রথম ভার্চুয়াল জুয়েলারি শোরুম চালু করেছে |

১০. ভারতীয় বংশোদ্ভূত লেখক চেতনা মারু দ্বারা রচিত কোন উপন্যাস সম্প্রতি বুকার পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে ?

(A) Western Lane
(B) The God of Small Thing
(C) The White Tiger
(D) The Inheritance of Loss

উত্তর
(A) Western Lane

  • বুকার পুরস্কার ২০২৩ এর বিচারক প্যানেল ছয়টি উপন্যাসের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে, যা অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে প্রকাশিত হয়েছিল।
  • লন্ডন-ভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত লেখক চেতনা মারুর প্রথম উপন্যাস ‘ওয়েস্টার্ন লেন’ লন্ডনে ২০২৩ সালের বুকার পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button