Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৮

General Awareness MCQ – Set 138

২৮০১. ভারতের CAG  _______ – এর সমান বেতন পান ।

(A) ভারতের প্রধান বিচারপতি
(B) লোকসভার স্পিকার
(C) সুপ্রিম কোর্টের বিচারক
(D) ভারতের মন্ত্রিপরিষদের সচিব

উত্তর :
(C) সুপ্রিম কোর্টের বিচারক

২৮০২. মালাক্কা প্রণালী নীচের কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে ? 

(A) আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর
(B) অ্যাড্রিয়াটিক সাগর এবং আয়নিয়ান সাগর
(C) জাভা সমুদ্র এবং ভারত মহাসাগর
(D) আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর

উত্তর :
(A) আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর

মালাক্কা প্রণালী আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরের সাথে মিলিত হয়। এটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থিত।


২৮০৩. মুদ্রারাক্ষস কে লিখেছেন ?

(A) বাৎস্যায়ন
(B) বিশাখদত্ত
(C) বিষ্ণু শর্মা
(D) বরাহমিহির 

উত্তর :
(B) বিশাখদত্ত

মুদ্রারাক্ষস সংস্কৃত ভাষায় বিশাখাদত্তের একটি ঐতিহসিক নাটক যা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আরোহণের বর্ণনা দেয় ।


২৮০৪. বর্ধিত বেকারত্ব ও মুদ্রাস্ফীতির একসাথে হলে নিম্নলিখিত কোন পরিস্থিতি দেখা দেয় ?

(A) রিসেশন (Recession )
(B) কস্ট-পুশ ইনফ্লেশন (Cost – push Inflation )
(C) স্ট্যাগফ্লেশন (Stagflation )
(D) ফিস্কাল ড্র্যাগ (Fiscal Drag )

উত্তর :
(C) স্ট্যাগফ্লেশন (Stagflation )

২৮০৫. আখ, গম এবং ধানের মতো ফসল উৎপাদনের জন্য নিম্নলিখিত কোন ধরণের কৃষিকাজ বেশি উপযোগী ?

(A) ইরিগেটেড ফার্মিং (Irrigated farming )
(B) সাবসিস্টেন্স ফার্মিং (Subsistence farming )
(C) শিফটিং ফার্মিং (Shifting farming )
(D) টেরেস ফার্মিং (Terrace farming )

উত্তর :
(A) ইরিগেটেড ফার্মিং (Irrigated farming )

২৮০৬. কিতাব-উল-হিন্দ নামক বিখ্যাত বইটি কার লেখা ?

(A) ফিরদৌসী
(B) আবুল ফজল
(C) আমির খসরু
(D) আল-বিরুনি

উত্তর :
(D) আল-বিরুনি

ভারতে হিন্দু ধর্মেরআচার-বিধি নিয়ে আল-বিরুনি লিখেছিলেন কিতাব-উল-হিন্দ।

আল-বিরুনি ছিলেন একজন পারসী পন্ডিত ।  একাদশ শতাব্দীর গোড়ার দিকে ভারতের উল্লেখযোগ্য বর্ণনার জন্য তাঁকে “ইন্ডোলজির প্রতিষ্ঠাতা” এবং “প্রথম নৃতত্ত্ববিদ” উপাধি দেওয়া হয়।


২৮০৭. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বংশগত রোগ নয় ? 

(A) থ্যালাসেমিয়া
(B) বর্ণান্ধতা
(C) হিমোফিলিয়া
(D) লিউকেমিয়া 

উত্তর :
(D) লিউকেমিয়া

থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া বংশগত রোগ । লিউকেমিয়া এক ধরণের ক্যান্সার যা রক্ত ​​এবং অস্থি মজ্জাকে প্রভাবিত করে।




২৮০৮. সোল্ডারিংয়ের জন্য ব্যবহৃত মিশ্র পদার্থটি নিচের কোন দুটি উপাদান নিয়ে গঠিত ?

(A) তামা এবং দস্তা
(B) তামা এবং নিকেল
(C) সীসা এবং রুপা
(D) সীসা এবং টিন

উত্তর :
(D) সীসা এবং টিন

২৮০৯. রাজস্থানের একটি লবনাক্ত হ্রদ হলো 

(A) সম্বর
(B) চিল্কা
(C) বড়াপানি
(D) ডাল 

উত্তর :
(A) সম্বর

সম্বর হ্রদ ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণ হ্রদ।


২৮১০. এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank ) -এর  সদর দফতরটি কোথায় অবস্থিত ?

(A) টোকিও
(B) মান্দালুয়ং
(C) কুয়ালালামপুর
(D) বেজিং 

উত্তর :
(B) মান্দালুয়ং

ফিলিপিন্সের ম্যানিলার মান্দালুয়ং  শহরে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সদর দফতর অবস্থিত।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৭

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৬

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩৫

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button